Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Banglayinfo.com
    • Home
    • News
    • Business
    • Technology
    • Entertrainment
    • Fashion
    • Life Style
    Facebook X (Twitter) Instagram
    Banglayinfo.com
    Home»অনলাইনে আয়»2024 এর স্বল্প বিনিয়োগের সেরা ১৩ টি বিজনেস আইডিয়া বাংলায়।
    অনলাইনে আয়

    2024 এর স্বল্প বিনিয়োগের সেরা ১৩ টি বিজনেস আইডিয়া বাংলায়।

    JacobBy Jacob2023-12-01Updated:2024-01-26No Comments7 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    বিজনেস আইডিয়া
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আপনারা তো জানেনই আজকাল সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক দুটোই পাওয়া বেশ শক্ত হয়ে দাড়িয়েছে। দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়েই চলছে। বেকারত্বের সমস্যা থাকবে। কিন্তু কতদিন আর নিজের ভাগ্যকে দোষ দিবেন। এখন অনলাইনে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া রয়েছে। চাকরির আশায় বসে না থেকে ভালো হবে যদি আপনি ছোটখাটো কোন কাজ করেন এবং তার সাথে চাকরির জন্য চেষ্টা করেন। তাহলে আপনার চিন্থা অনেকটাই কমে যাবে। কে বা বলতে পারে আপনার এই ছোটখাটো বিজনেস আইডিয়া হয়তো একদিন অনেক বড় বিজনেসের আকার নিবে।

    আশে-পাশের বন্ধুদের ইনকাম করতে দেখে fasted হওয়ার পরিবর্তে নিজেই কোন কাজ শুরু করে দেন। মনে রাখবেন আত্মকর্মসংস্থান থেকে বড় কিছুই হয় না। খুব সামান্য বিনিয়োগ আর শুধু সে বিষয়ে interest এবং জ্ঞান থাকলেই হবে। আপনাদের পথ দেখাবে ইতিবাচক চিন্তা। আজ এই কনটেন্ট-এর যে ১৩ টি বিজনেস আইডিয়া এর কথা বলতে চলেছি সেগুলো সম্পর্কে যদি আপনার কোন ধরনের অভিজ্ঞতা নাও থাকে তাহলে ও আপনি খুবই অল্প সময়ে মধ্য এই বিজনেস আইডিয়া গুলোর মধ্য থেকে আইডিয়া নিয়ে সে কাজগুলো শিখে নিতে পারবেন। 

    তবে একটি ব্যবসা শুরু করার আগে পূর্বাআনুমান পরিকল্পনা করা প্রয়োজন। কারণ কোন কাজ শুরু করার পূর্বে সে কাজ সম্পর্কে কিছু চিন্তা ভাবনা করা উচিত। এই চিন্তা ভাবনা উক্ত কাজটি সুন্দরভাবে সম্পাদনের সহায়তা করে থাকে। কোন কাজ সম্পর্কে পূর্ব থেকে এই চিন্তা ভাবনা করাটা হলো পরিকল্পনা।

    তাহলে দেখে নিন অল্প পুজিতে সেরা ১৩ টি অনলাইন  বিজনেস আইডিয়া গুলো।

    প্রথমে ইন্টারনেট আসক্ত মানুষদের জন্য আমরা যারা ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব আসক্ত তাদের জন্য যে অনলাইন বিজনেস আইডিয়া তা হলো: 

    ১. সোশ্যাল মিডিয়া এবং   মেসেঞ্জার (Social Media And Messenger) :

     এখন বিজনেস আইডিয়ার মধ্য সোশ্যাল মিডিয়া এবং মেসেঞ্জার একটি ব্যবসা। বর্তমান যুগ ইন্টারনেটের যুগ এই যুগে বেশির ভাগ মানুষই সোশ্যাল মিডিয়াই আসক্ত। এমনকি আপনিও। যদি আপনি সোশ্যাল মিডিয়ার আসক্ত হয়ে থাকেন তাহলে আপনি আপনার আসক্তকে ব্যবসায়ী রূপান্তর করুন। আপনি যেকোনো ব্যস্ত মানুষকে যেমন: সংগঠন (Organisation)  প্রতিষ্ঠান (Company), সেলিব্রিটি (Celebrity), গায়ক (Singer), অভিনেতা (Actor) , খেলোয়াড় (players),  (শিল্পপতি Industrialist  ইত্যাদি। যাদের সময় বড্ড অভাব তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন। তারা আপনাকে হায়ার করতে পারবে তাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য।

    এক্ষেত্রে আপনাকে তাদের অ্যাকাউন্ট প্রোফাইল ম্যানেজ করতে হবে এবং আপনি আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে ইনকাম করতে পারবেন। এবং তার জন্য আপনি তাদের ওয়েবসাইটের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা সোশ্যাল মিডিয়াতে আসক্ত তারা ঘরে বসে না থাকে এই অনলাইন বিজনেস আইডিয়া কাজে লাগাতে পারেন। 

    ২. ব্যবহৃত পণ্য ক্রয় বিক্রয় (Used Products Buying And Selling):

    OLX এর মত ওয়েবসাইটের জন্য বর্তমানে এই কাজের মান অনেকটাই বেড়ে গেছে। আপনি আপনার লোকাল এরিয়াতেই এই কাজ শুরু করতে পারবেন। পুরনো জিনিস যেমন বিক্রি করার লোকের অভাব নেই সে রকম পুরনো জিনিস কেনার লোকেরও অভাব নেই। ব্যবহৃত পণ্য ক্রয় বিক্রয় একটি অন্যতম অনলাইন বিজনেস আইডিয়া। 

    ৩.বিবাহের পরিকল্পনাকারী (Wedding Planner):

    বিয়েতে সে একবারই হয় তাই সবাই চাই এটা একটু জমিয়ে বা অন্যরকমভাবে হোক। আর বিয়ের ব্যবস্থা একটু ইউনিক করতে গেলে দরকার হয় wedding planner এর। wedding planner হিসেবে আপনার যদি পরিকল্পনা লোকের নজর কে নিতে পারেন তাহলে আপনাকে আর কে আটকায়।এতে করে আপনি একটি আপনার ওয়েবসাইট পেজ খুলবেন। তাতে করে আপনাকে সবাই আরো বেশি চিনবে এবং এর মাধ্যমে আপনাকে আমন্ত্রণ জানাতে সুবিধা হবে। 

    আরো পড়ুন: ই-কমার্স ব্যবসা কিভাবে শুরু করবেন? ২০২৪ এ ই-কমার্স ব্যবসা সম্পূর্ণ গাইডলাইন।

    ৪. খাদ্য পরিবেশন সেবা (Catering Service):

    এই বিজনেস আইডিয়া বিশেষ করে মেয়েদের জন্য। বিয়ে বাড়ি হোক বা যেকোন পার্টিতে ভালো ক্যাটারিং সার্ভিস চাই চায়। কয়েকজন মিলে অল্প বিনিয়োগ করলে small business maintain করতে সহজ হয়ে যায়। তবে এই টিমের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।এটিও এমন একটি অনলাইন বিজনেস আইডিয়া। 

    ৫. যোগব্যায়াম কেন্দ্র (Yoga Centre):

     প্রত্যেকে তাদের ব্যস্ততময় জীবনের প্রসার দূর করতে যোগ ব্যায়াম কেন্দ্রে যান। তাই যোগ ব্যায়াম কেন্দ্র একটা খুব ভালো এবং সাহায্যকারী বিজনেস আইডিয়া। 

    ৬. ফাস্ট ফুড পার্লার ( Fast Food Parlor):

    বর্তমান জেনারেশন ফাস্টফুড এর প্রতি বেশি আগ্রহ তাই কে কি বলল না বলল না ভেবে এই বিজনেস আইডিয়া ধারণা নিয়ে একটি দোকান খুলেই দিন। বিভিন্ন ধরনের খাবার রাখুন। খাবারের গুণগত মান অন্যদের তুলনায় ভালো করুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার পাশে আরো দশটি ফাস্টফুডের দোকান থাকলেও আপনারটাই ভালো চলবে এবং আপনি লাভবান হবেন। তবে হ্যাঁ সাথে ফুচকা রাখতে ভুলবেন  না কিন্তু। কারণ এটি খুবই লাভজনক ব্যবসা এবং এর চাহিদাও প্রচুর। 

    ৭. ফটোগ্রাফি (Photography):

    ফটোগ্রাফি যদি আপনার ফ্যাশন হয় তাহলে আপনি এই ফ্যাশনটায় আপনার জন্য একটি খুব সুন্দর ব্যবসা আইডিয়া। যতই মোবাইল ফোন থাকুক না কেন সবাই চায় তাদের বিশেষ স্মৃতিগুলো যেন কখনো নষ্ট না হয়। স্মৃতি হিসেবে যেন একটি হার্ডকপি থেকে যায়। তার জন্য যেকোনো অনুষ্ঠানে যত দামি ফোন থাকুক না কেন ফটোগ্রাফারকে আমন্ত্রণ করেন। তাছাড়াও আপনি যদি আমন্ত্রণ নাও পান তাহলে আপনি যেকোনো ধরনের ছবি তুলে সেগুলোকে অনলাইনে সেল করে ইনকাম করতে পারেন। তার জন্য ইন্টারনেটে অনেক ওয়েবসাইট রয়েছ। যেখানে আপনার তোলা ছবি বা ড্র করা ছবিও আপনি বিক্রি করতে পারবেন । 

    ৮. কোচিং সেন্টার এন্ড অনলাইন টিউটোরিয়ালস (Coaching Centre And Online Tutorials) : 

    অনেকগুলো অনলাইন বিজনেস আইডিয়ার মধ্যে এটা একটি  অন্যতম বিজনেস আইডিয়া। কেননা আপনার পড়ালেখার বিষয় নিয়েও আপনি এই কাজগুলো করতে পারবেন। তাতে হয় কি আপনার পড়ালেখা নিয়ে কিছু চর্চাও হয়ে যায় এবং মাস শেষে একটা ইনকাম হাতে চলে আসে। যেকোন বিষয়ে সেটা সাইন্স, আর্টস, কমার্স, ড্রয়িং, গান, রান্না, কম্পিউটার ইত্যাদি যাই হোক না কেন যদি আপনার জ্ঞান তাকে যে বিষয়টা আপনার ভালো লাগে সে বিষয়ে আপনি কোচিং ক্লাস নেওয়া শুরু করে দিন।

    সাথে আপনার বন্ধুদের কেউ বলুন তারা যে যে বিষয়ে দক্ষ তারা সে সেই বিষয়ে ক্লাস নিতে। এটা একটা সহজ এবং সুন্দর  বিজনেস আইডিয়া। আবার বর্তমান দিনে ইন্টারনেট টেকনোলজি শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্য যে শূন্যস্থান সেই শূন্যস্থানটি অনেকটা কমিয়ে নিয়ে এসেছে। আপনার কোন বিষয়ে যদি যথাযথ জ্ঞান থাকে তাহলে আপনি আপনার প্রতিভা আপনার দক্ষতা ধারণা এর সামনে তুলে ধরতে পারবেন। 

    ৯. নার্সারি এবং বাগান (Nursery And Gardening):

    আপনি যদি প্রকৃতি প্রেমী হন আর আপনার বাড়িতে যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে তাহলে নার্সারি এবং বাগান শুরু করে ফেলুন। এটা অল্প বিনিয়োগে একটা সুন্দর বিজনেস আইডিয়া। বিভিন্ন ধরনের ফুলের চারা চাষ করুন এবং সেটা চড়া দামে বিক্রি করুন। কারণ আপনি তো জানেনই শখের দাম লাখ টাকা। কারো যদি সে ফুলটি ভালো লেগে যায় তাহলে সে সেটা কিনবেই।

    ১০. টুরিস্ট গাইড (Turist Guide):

    আপনি যেদিন ঘুরতে ভালোবাসেন তাহলে এই বিজনেস আইডিয়াটি আপনার জন্য। আপনার এরিয়াতে বেশ কিছু টুরিস্ট এরিয়া যদি থেকে থাকে তাহলে আপনার সেই জায়গাগুলো নিশ্চয়ই খুব ভালোভাবে চেনা থাকবে। তাহলে আপনি সহজে ভ্রমণ নির্দেশনাকারি হতে পারবেন। 

    ধরুন তাজমহলের পাশে আপনার বাড়ি এবং আপনি তাজমহল সম্পর্কে অনেক ভালো জানেন। তাহলে সহজেই আপনি ভ্রমণ নির্দেশনাকারী হিসেবে কাজ করতে পারবেন। 

    ১১. মেডিকেল সেম্পল কালেকশন (Medical Sample Collection):

    আপনি রোগীর বাড়ি বাড়ি গিয়ে ব্লাড, স্টুলস, ইউরিন ইত্যাদি স্যাম্পল কালেক্ট করবেন। তারপর জেনুইন পরিচিত প্যাথলজিক্যাল ল্যাবে সেটি টেস্ট করিয়ে রিপোর্ট সংগ্রহ করে সেটি বাড়িতে পৌঁছে দিতে পারেন। এটিও একটি অল্প বিনিয়োগের বিজনেস আইডিয়া। 

    ১২. হোম ডেলিভার (Home Delivery):

    এটি বিশেষ করে মহিলাদের জন্য সেরা বিজনেস আইডিয়া টিপস। প্রতিটা কর্মস্থলে চাহিদা রয়েছে। অনেকে এভাবে টিফিনটা যদি বাড়িতে থেকে আসে তাহলে কাজের মত একটি জোশ ফিরে আসে। কিন্তু এই চাহিদা পূরণ হয় না। তাই ছোট বিজনেস আইডিয়া মধ্য এটা মহিলাদের কাছে নিখুঁত এবং সুন্দর একটি  বিজনেস আইডিয়া। তাই সুন্দর সুন্দর ডিশ রান্না করে বিভিন্ন কর্মস্থল গুলোতে পৌঁছে দিয়ে সকলে মন জয় করতে পাবেন। যদি নিজে যেতে না পারেন তাহলে আপনি অন্যকে দিয়ে টিফিনটা পৌঁছে দিতে পারেন। 

    ১৩. ড্রপশিপিং (Dropshipping):

    Dropshipping আজকের দিনে সব থেকে ভালো একটি ছোট আকারের লাভজনক অনলাইন বিজনেস আইডিয়ার মধ্য একটি। এই ব্যবসাটি খুবই কম পুঁজিতে এবং কোন টাকা বিনিয়োগ না করে শুরু করতে পারবেন। ব্যবসার যিনি করেন তিনি সরাসরি সাপ্লাইয়ের কাজ থেকে প্রোডাক্ট নিয়ে এসে সরাসরি কাস্টোমারের কাছে পৌঁছে দেন। আরো সহজ করে বলতে গেলে ধরুন আপনি ড্রপশিপিং এর ব্যবসা শুরু করলেন এক্ষেত্রে ওই প্রোডাক্টটি আপনাকে সরবরাহ বা জমা করতে হবে না। এবং আপনি কাস্টমারের কাছ থেকে অর্ডার পাওয়ার পর প্রোডাক্টটি সরবরাহকারীকে সরাসরি কাস্টমারদের কাছে পৌঁছে দিবেন। 

    আরো পড়ুন : টাকা ইনকাম করা সহজ উপায় বাংলাদেশে

    উপসংহার :

    এতগুলো বিজনেস আইডিয়া পাওয়ার পর এবার কি ভাবছেন এখনো কি বেকার থাকবেন? নাকি আমাদের দেওয়া বিজনেস আইডিয়া গুলো থেকে টিপস নিয়ে  নিজেদের পছন্দ মত কাজ বেঁচে নিয়ে সে কাজগুলোতে মনোনিবেশ করবেন। এমন আরো ভালো ভালো টিপস এবং বিভিন্ন অনলাইন বিজনেস আইডিয়া পেতে চাইলে আমাদের  বাংলা ইনফোর সাথে থাকুন ধন্যবাদ। 

    FAQ :

    ১. ১০,০০০ টাকার মধ্যে কি কোন অনলাইন বিজনেস আইডিয়া রয়েছে? 

     হ্যাঁ রয়েছে এক্ষেত্রে আপনি স্বল্প মানের কাপড়, কসমেটিক্স, শোপিস, ইত্যাদি অনলাইনের মাধ্যমে বিক্রি করে ভালো মুনাফা অর্জন করতে পারেন। 

    ২. স্বল্প পুঁজিতে কি ব্যবসা করা যায়? 

    স্বল্প পুঁজিতে ব্যবসা করা সম্ভব আপনি উপরের বিজনেস আইডিয়া গুলো যদি ফলো করেন তাহলে স্বল্প পুঁজিতে অনেক অনলাইন বিজনেস আইডিয়া পেয়ে যাবেন। আরো অনেক এমন অনলাইন বিজনেস আইডিয়া পেতে আমাদের বাংলা ইনফোর সাথে থাকুন।

    ৩. এই অনলাইন বিজনেস আইডিয়া গুলো কি মোবাইল দিয়ে করা যাবে? 

    অবশ্যই মোবাইল দিয়ে ঘরে বসে ব্যবসা গুলো করা যাবে। তবে কিছু কিছু ব্যবসা আছে যা বাইরে গিয়েও করতে হয়। এখন সেটা আপনার ব্যবসার উপর নির্ভর করবে। 

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Jacob
    • Website

    এই ওয়েবসাইট টি বাংলা ভাষা কে সম্মান জানানোর জন্য তৈরী করা হয়েছে। পৃথিবীর সব অঞ্চলের মানুষদের কাছে বাংলা ভাষায় সব তথ্য,খবরাখবর বা নতুন কিছুর সন্ধান দেওয়াই হচ্ছে একমাত্র লক্ষ্য। এটি সবার নিজস্ব বাংলা ভাষার ব্লগ।

    Related Posts

    XoilacTV: The Premier Destination for Football Highlights

    2025-01-23

    অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করব UPDATED

    2024-04-02

    ওয়েবসাইট ভিজিট করে ইনকাম কিভাবে করবেন 2024

    2024-03-26
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    Recent Post

    X-Shaped Cross Necklace That Mixes Meaning with Minimalism

    2025-04-21

    News The Lifeblood of an Informed Society

    2025-01-07

    Lifestyle: Crafting a Life of Balance and Fulfillment

    2025-01-07

    Lifestyle Crafting a Life of Balance and Fulfillment

    2025-01-07
    All Category
    • Automotive
    • Business
    • Digital Marketing
    • Entertainment
    • Fashion
    • Finance
    • Home Improvement
    • Life Style
    • News
    • Others
    • Technology
    • Travel
    • অনলাইনে আয়
    • এন আই ডি
    • ক্যারিয়ার
    • খতিয়ান অনুসন্ধান
    • ছবি কালেকশন
    • জন্ম নিবন্ধন
    • পাসপোর্ট
    • ফ্রিল্যান্সিং
    • বিজনেস আইডিয়া
    • ভিসা
    • রমজান
    • সাস্থ্য ও রূপচর্চা
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Contact Us
    • Privacy Policy
    © 2025 Banglayinfo.com. Designed by Master IT Firm.

    Type above and press Enter to search. Press Esc to cancel.