ছাত্র জীবনে টাকা আয় করার উপায় এবং জমানোর সহজ উপায় ২০২৩

আমরা ছাত্ররা যারা পড়াশুনার পাশাপাশি টাকা ইনকাম করতে চাচ্ছি । তাদের জন্য বাংলাই ইনফো নিয়ে এসেছে ছাত্র জীবনে টাকা আয় করার উপায়। আমরা অনেকেই আছি যারা নিজে কিছু করে টাকা ইনকাম করতে চাই পড়াশোনার পাশাপাশি। কিন্তু আমরা কি করে পড়াশোনার পাশাপাশি টাকা আয় করতে পারবো ?মনে এই প্রশ্ন এসেই থাকে। আপনার মনের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমরা নিয়ে এসেছি ছাত্র জীবনে টাকা আয় করার উপায় । চলুন জেনে নেওয়া যাক কি করে আমরা পড়াশোনার পাশাপাশি ইনকাম করব ।

টিউশনি করিয়ে মাসে ইনকাম করুন প্রচুর টাকা

ছাত্র জীবনে টাকা আয় করার উপায় এর মধ্যে সর্বশ্রেষ্ঠ উপায় হল টিউশন করা। আপনি আপনার জুনিয়র ক্লাসে ছাত্রদের পড়িয়ে ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনার নিজের পড়াশোনার ক্ষতি হবে না । উল্টে আপনার পড়াশোনার চর্চাটা আরো বেড়ে যাবে। এরকম অনেক গার্ডিয়ান রয়েছে যারা তাদের ছেলে মেয়ে টিউটরের কাছে দিয়ে থাকেন। তাদের থেকে খোঁজ খবর নিয়ে আপনি শুরু করে দিন টিউশনি। আর মাস শেষে পেয়ে যান আপনার প্রাপ্য ইনকাম ।

ছাত্র জীবনে টাকা আয় করার উপায় কোচিং করানো

আপনি যদি ছাত্র জীবনে টাকা আয় করতে চান আপনার জন্য আরেকটি উপায় হল কোচিং করানো।

কোচিং করলে  আপনার কিছু সময় কোচিং এর মধ্যে ব্যয় হবে ঠিক কিন্তু আপনি আপনার পড়াশুনার খরচ সহ পকেট মানিও পেয়ে যাবেন । এর ফলে আপনার কারো কাছে হাত পেতে পকেট মানির জন্য অথবা পড়াশোনার জন্য টাকা খুঁজতে হবে না। আপনি আপনার ছাত্র জীবন আরো সুন্দর করে কাটাতে পারবেন ।পাশাপাশি আপনি আপনার পড়াশোনার দিকে সময় দিতে পারছেন।

হোম টিউটর হয়ে পড়াশোনার পাশাপাশি ইনকাম করুন 

হোম টিউটর হয়ে আপনি আগ্রহী শিক্ষার্থীদের পড়াতে পারেন। যা ছাত্র জীবনে টাকা আয় করার উপায় এর মধ্যে সবচেয়ে ভালো উপায়। আপনি যদি হোম টিউটর হয়ে শিক্ষার্থীদের পড়ান মাস শেষে আপনি একটি ভালো মানের বেতন পাবেন ।যা দিয়ে আপনি আপনার পড়াশোনার খরচ চালাতে পারেন ।

অনলাইনে ছাত্র জীবনে টাকা আয় করার উপায় 

আমরা যারা  স্টুডেন্ট আমাদের পড়াশোনার খরচ চালানোর জন্য অথবা পকেট মানি জন্য অন্যের কাছে হাত পাততে হয়। যদি আমরা পড়াশোনার পাশাপাশি কিছু করতে পারি তাহলে হয়তো এটার কোনো প্রয়োজন নেই । কারণ আমরা নিজেরা যদি ইনকাম করতে পারি তাহলে আর অন্যদের কাছে টাকার জন্য হাত পাততে হবে না। আমরা অনলাইনে ছাত্র জীবনে টাকা আয় করতে পারি কিভাবে? চলুন জেনে নেওয়া যাক।

আরো পড়ুনঃটাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে ২০২৩

অনলাইনে টিউশনি করিয়ে  স্টুডেন্ট হিসেবে ইনকাম করুন

ছাত্র জীবনে টাকা আয় করার উপায় এর মধ্যে আরেকটি উপায় হল অনলাইনে টিউশনি করা। অনলাইনে টিউশনি করিয়ে আপনি ভালো ইনকাম করতে পারবেন জন্য আপনার একটি স্মার্ট ফোন থাকা খুব দরকার এবং আপনি যাকে পড়াতে চাচ্ছেন তারও একটি স্মার্টফোন থাকার দরকার। 

ব্লগিং করে পড়াশোনার পাশাপাশি ইনকাম করুন 

আপনি পড়াশোনার পাশাপাশি ব্লগিং করে টাকা ইনকাম করতে পারবেন। ব্লগিং করে টাকা ইনকামের জন্য আপনাকে প্রথমে এই বিষয়ে বিভিন্ন কোর্স করতে হবে। এই কোর্সগুলো আপনি অনলাইনে বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। ব্লগিং নিয়ে কোর্স টি করার পর আপনি সহজে পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারব। 

ইউটিউবে ভিডিও আপলোড করে  ছাত্র জীবনে ইনকাম করুন 

ইউটিউব শব্দটি আমাদের সকলের খুব পরিচিত। এই ইউটিউবে আপনি ভিডিও আপলোড করে খুব সহজে পড়াশোনার পাশাপাশি টাকা ইনকাম করতে পারবেন। ইউটিউব থেকে টাকা ইনকাম এর জন্য আপনার প্রথমে একটি ইউটিউব চ্যানেল থাকা দরকার । সেয় চ্যানেলে আপনি আপনার ভিডিও গুলু উপ্লয়াদ ক্রবেন পরাশুনার পাশাপাশি । যখন ঐ ভিডিও গুলো অন্যরা দেখবে তখন আপনার ইনকাম হওয়া শুরু হবে ।

গ্রাফিক্স ডিজাইন করে পড়াশোনার পাশাপাশি ইনকাম করুন 

অনলাইনে ছাত্র জীবনে টাকা আয় করার একটি অন্যতম উপায় হল গ্রাফিক্স ডিজাইন করা। গ্রাফিক্স ডিজাইন করে আপনার কে ইনকাম করতে হলে প্রথমে গ্রাফিক্স ডিজাইন নিয়ে বিভিন্ন কোর্স গুলো করতে হবে সেই কোর্সগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন। এরপর আপনার তৈরি করার ডিজাইন আপনি আপনার ক্লায়েন্টের কাছে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।

ডাটা এন্ট্রির কাজ করে লেখাপড়ার পাশাপাশি আয়  

আপনার যদি টাইপিং করার দক্ষতা থাকে তাহলে ডাটা এন্ট্রির কাজটি আপনার জন্য।টাইপিং বা ডাটা এন্ট্রির কাজ করে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন । মার্কেটপ্লেসে ডাটা এন্ট্রির প্রচুর কাজ রয়েছে। যদি আপনি টাইপিং করে অনলাইনে পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে চান তাহলে সেই কাজগুলো আপনার জন্যই। ছাত্র অবস্থায় ডাটা এন্ট্রির কাজ করে খুব ভালো টাকা ইনকাম করতে  পারবেন। 

ছাত্র জীবনে টাকা আয় করার উপায় অনলাইনে চাকরি

ছাত্র জীবনে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা একটি অন্যতম উপায়। ফ্রিল্যান্সিং করে ইনকাম করা বর্তমানে খুব সহজ ।ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে প্রথমেই যেকোনো একটি বিষয়ে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এরপর আপনি আপনার স্কিল দিয়ে মার্কেটপ্লেসে বিভিন্ন কাজ করতে পারবেন ।কাজ করার পর আপনি আপনার প্রাপ্য ইনকাম পেয়ে যাবেন ।

কনটেন্ট রাইটিং করে পড়াশোনার পাশাপাশি আয় করুন 

কনটেন্ট রাইটিং বা আর্টিকেল লিখে আপনি অনলাইনে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবেন।যদি আপনি আপনার কনটেন্ট রাইটিং স্কিল বাড়াতে পারেন তাহলে বেশি-বিদেশি বিভিন্ন ক্লাইন্ট আপনাকে হায়ার করবে এবং আপনি তাদের জন্য কাজ করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ।

ফটোগ্রাফি করে গুগল থেকে টাকা ইনকাম করুন

এরকম অনেকেই আছে যারা ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসে। ফটোগ্রাফি তাদের নেশা। আপনি যদি তাদের মধ্যে একজন হন তাহলে এই কাজটি আপনার জন্য।আপনার ফটোগ্রাফি গুলো বিভিন্ন ওয়েবসাইটে দিয়ে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ।

রাইড শেয়ার করে  পড়াশোনার পাশাপাশি ইনকাম করুন 

আপনার যদি একটি বাইক থাকে সেই বাইকটি দিয়ে আপনি পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারবেন ।অনলাইনে বিভিন্ন রাইড শেয়ারিং ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলোর সাথে সংযুক্ত হয়ে আপনি আপনার বাইকের রাইড শেয়ারিং করে টাকা ইনকাম করতে পারেন ।

ডেলিভারি ম্যান হিসেবে কাজ  করে ইনকাম করুন 

ডেলিভারি ম্যান হিসেবে কাজ  করে খুব সহজেই আপনি ইনকাম করতে পারবেন। বিভিন্ন কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে পারেন ,যেমন ফুড পান্ডা। এরকম বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট ক্লায়েন্টের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডেলিভারি ম্যান নিয়োগ করে থাকে সেখানে আপনি কাজ করতে পারেন ।

ভার্চুয়াল এসিস্ট্যান্ট হয়ে পড়াশোনার পাশাপাশি ইনকাম করুন

বিভিন্ন কোম্পানি  বিভিন্ন কাজের জন্য ভার্চুয়াল assistant নিয়োগ করে থাকে। আপনার যদি ইংরেজি ভাষায় দক্ষতা থাকে তাহলে এই ভার্চুয়াল এসিস্ট্যান্ট হয়ে আপনি আয় করতে পারবেন ।অনলাইনের মার্কেটপ্লেসে ভার্চুয়াল Assistant অনেকগুলো কাজ থাকে।

এসইও এক্সপার্ট হয়ে স্টুডেন্ট লাইফে আয় করুন 

 বর্তমান সময়ে এসইও এক্সপার্টদের কদর অনেক বেশি। তাই আপনি এসইও এক্সপার্ট হতে পারলে মার্কেটপ্লেসে আপনি অনেক কাজ পাবেন ।এই সমস্ত কাজ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এসইও  এক্সপার্ট হওয়ার জন্য অনলাইনে বিভিন্ন জায়গায় আপনি এসইও সম্পর্কে বিভিন্ন কোর্স পেয়ে যাবেন ।

লিড জেনারেশন করে টাকা ইনকাম করুন 

ডিজিটাল মার্কেটিং এর একটি অন্যতম কাজ হল লিট জেনারেশন করা। লিট জেনারেশন কাজ ভিশন সহজ ।এই কাজের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন ।

ছাত্রদের টাকা জমানোর উপায় 

আমরা যারা ছাত্ররা পড়াশোনার পাশাপাশি কিছু  করে অর্থ উপার্জন করছি। আমরা কি করে আমাদেরই টাকা জমাতে পারি সেই বিষয়ে একটু জানবো। এতক্ষন আমরা ছাত্র জীবনে টাকা আয় করার উপায় সম্বন্ধে কথা বললাম। এবার জেনে নেওয়া যাক কি করে আমরা আমাদের উপার্জিত টাকা জমাতে পারব ।

ব্র্যান্ডেড পণ্য না কেনার জন্য চেষ্টা করে – 

আপনি যদি ছাত্র হয়ে থাকেন । আপনি  টাকা জমাতে চান তাহলে প্রথমে আপনাকে ব্র্যান্ডেড পণ্য না কেনার জন্য চেষ্টা করতে হবে ।আমরা ছাত্র জীবনে নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপন করার জন্য অনেক সময় আমরা ব্র্যান্ডেড পণ্য কিনে থাকি।যার জন্য আমাদের প্রচুর খরচ করতে হয় ।তা আপনি যদি টাকা জমাতে চান তাহলে প্রথমেই আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং সর্বদা আপনি সাশ্রয়ী মূল্যে নিজের পণ্য কিনুন ।

অনুদান বা স্কলারশিপ অর্জনের জন্য চেষ্টা করুন বা সুযোগ খুঁজুন– 

ছাত্রদের টাকা জমানোর আরেকটি অন্যতম উপায় হলো অনুদান বা স্কলারশিপ অর্জন করা। আপনি যদি কখনো অনুদান বা স্কলারশিপ এর সুযোগ পান তাহলে সেই সুযোগটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করুন। আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই কোন অনুদান বা স্কলারশিপ এর ব্যবস্থা থাকে সেইদিকে খেয়াল রাখুন।

খরচের সোর্স ট্র্যাক করে– 

আমাদের একটি সাধারন সমস্যা হল এই যে আমরা মাসের শেষে আর্থিক সংকটে পরি ।আপনার যদি এই সমস্যা থেকে থাকে তাহলে আপনি একটি কাজ করতে পারেন। কাজটি হল আপনি সারা মাসের কি কি খাতে খরচ করেছেন সেটির একটি লিস্ট রাখুন ।লিস্টে অবশ্যই প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় খাতের কথা  লিখবেন। তখন আপনি বুঝতে পারবেন আপনার কোন দিকে বেশি ব্যয় হয় তখন অটোমেটিক আপনি টাকা জমাতে পারবেন ।

বাজেট প্লানিং করে টাকা জমানো –

যে ছাত্ররা টাকা জমানোর জন্য ইচ্ছুক তারা অবশ্যই বাজেট প্ল্যানিং করবেন কেননা যতক্ষণ না আমরা বাজেট প্ল্যানিং করব ততক্ষণ আমরা বুঝতে পারবো না আমাদের বাজেটে প্রয়োজনীয় বেশি থাকে নাকি অপ্রয়োজনে ।এই জিনিসটি বুঝতে পারলে আমরা সহজে টাকা জমাতে পারব। 

পাঠ্য বই এবং খাতার অর্থ সঞ্চয় করে –

আপনি যখন একজন শিক্ষার্থী তখন আপনার অবশ্যই পাঠ্য বই এবং খাতায় প্রচুর টাকা ব্যয় হয় । কিন্তু এই ব্যয়টি প্রয়োজনীয় ব্যয় ।তবে এই ব্যয়টি আমরা কিছুটা হলেও কমাতে পারি যেমন- আমরা যদি আমাদের শিক্ষকদের কাছে পুরনো বই সংগ্রহ করতে পারি তাহলে আর নতুন করে আমাদের বই কিনতে হচ্ছে না এর ফলে আমাদের যে টাকাটা  বেঁচে যাচ্ছে সে টাকাটা আমরা জমাতে পারি ।

পরিকল্পিত বাজেট প্ল্যান মেনে চলে –

আমরা যারা টাকা জমাতে চাই। তাদের একটি সমস্যা হল তারা টাকা জমাতে বেশিদিন পারে না। কারণ অপরিকল্পিত বাজেট প্ল্যান। আমরা যদি আমাদের বাজেট প্ল্যান করে রাখি তাহলে আমরা সহজে টাকা জমাতে পারব ।

নিজের পাঠ্য বই বিক্রি করে টাকা জমানো –

ছাত্র জীবনে আমাদের বিভিন্ন শ্রেণীতে উত্তীর্ণ হতে হয় । সেই আগের শ্রেণীর বইগুলো  ছেড়ে আমরা নতুন শ্রেণীর নতুন বই নিয়ে থাকি। পুরনো বইগুলো বিক্রি করার মাধ্যমে আমরা যে টাকা পাই তা আমরা জমিয়ে রাখতে পারি ।

বাড়ি থেকে টিফিন সরবরাহ করে –

আমরা এরকম অনেকেই আছি যারা টিফিন ব্রেকে বাইরের খাবার কিনে খাই। যদি আমরা এই অভ্যাস পরিবর্তন করে বাড়ি থেকে টিফিন সরবরাহ করতে পারি । তাহলে আমাদের টিফিনের যে টাকাটা খাওয়ার জন্য বরাদ্দ থাকে সেটি জমাতে পারব ।

লোভ সংবরণ করে টাকা জমাতে পারেন –

বর্তমান যুগে অনলাইন থেকে বিভিন্ন প্রোডাক্ট কেনা যায় কখনো কখনো আমরা সেই প্রোডাক্টের বিজ্ঞাপন দেখে লোভে পড়ে যায় এবং সেই প্রোডাক্টটি কিনে ফেলি। সেই লোভটি যদি আমরা সংবরণ করতে পারি তাহলে আমরা আমাদের টাকা জমাতে পারব।

টাকা জমা করার বিষয়টি গুরুত্ব দিয়ে –

মানুষ মাত্রই ভুল এই কথাটি আমরা সকলেই শুনেছি। আমরা অনেক সময় অনেক কিছু করার পরিকল্পনা করে থাকি। কিন্তু তা অনেক সময় করতে পারিনা কারণ আমরা সেই বিষয়টি বেশি গুরুত্ব দেই না। আমরা যদি টাকা জমাতে চাই তাহলে অবশ্যই আমাদের টাকা জমানোর বিষয়টি বেশি গুরুত্ব দিতে হবে। না হলে আমরা পারবো না টাকা জমাতে। তাই এ বিষয়টি খেয়াল  রাখবেন। 

ছাত্র জীবনে টাকা আয় করার উপায় এবং জমানোর  সহজ উপায় নিয়ে আমাদের শেষ মন্তব্য 

ছাত্রজীবন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ । এই ছাত্র জীবনে আমাদের পড়াশোনার খরচ সহ পকেট মানির খরচ অন্যের কাছে হাত পাতা থেকে বিরত রাখার সাহায্যের জন্যএবং আমরা কি করে আমাদের টাকা জমাতে পারব সেই বিষয়ে আমরা এই পোস্টটি করেছি । আমরা আপনার প্রয়োজনের জন্য বিভিন্ন আর্টিকেল পোস্ট করে থাকি।

এরকম আর উপকারি আর্টিকেল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন । ধন্যবাদ। 

Leave a Comment