আপনি কি টাকা জমাতে চান? ২০২৩ এ টাকা জমানোর সহজ উপায়

ছাত্রদের টাকা জমানোর উপায়

আজকাল যেভাবে জিনিস পত্রের দাম বেড়েই চলছে তার উপর চাকরি -বাকরির বাজার এর যা অবস্থা এখানে অনেক এমন ছাত্র রা আছেন যারা কিছু তাই টাকা জমাতে পারছেন না। তাই মন খারাপ না করে যত টুকু কম সম্ভব সঞ্চয় করতে পারলেই ভালো। আমাদের বেশির ভাগ মানুষদের এই এই ধারণা থাকে বিশেষ করে ছাত্র দের ক্ষেত্রে যে চাকরি পাই তারপর টাকা জমানোর কথা ভাববো। কিন্তু আজকের যুগে আর এটি করা যাবে না আপনাকে ছাত্র জীবনের প্রথম দিন থেকেই এই অভ্যাস টা গড়ে নিতে হবে। যাতে আপনি চাকরি পেলে না আগে থেকেই কিছু টাকা জমানো থাকলে ক্ষতির তো কিছু না। চাকরি না পেলে সেটা কে পুঁজি করে আপনি একটা ভালো ব্যবসা ও করতে পারবেন। এই চিন্তা তা আমরা অনেক কের মাথায় আসে না। 

আবার কিছু কিছু মানুষ ভাবেন যে বর্তমানে এমন অনেক চাহিদা আছে সেটা শেষ হউক তারপর টাকা জমাবো। কিন্তু প্রাকটিক্যাল কথা হচ্ছে যে আমাদের জীবনে চাহিদা ও সমস্যা কখনোই শেষ হবার নয় সেটি কে সঙ্গে নিয়েই চলতে হবে।  তাই এখন থেকেই একটু একটু করেই হউক টাকা জমানোর চিন্তা ধারা মনের ভিতরে আস্তে দিন এবং সেটির উপরে কাজ করা শুরু করে দিন দেখবেন আগামী দিনে অনেক উপকার পাবেন। 

ব্যবসার টাকা জমানোর উপায়

ঋণ শোধ করুন- সবার আগে আপনি আপনার ঋণ শোধ করার চেষ্টা করুন কারণ মাথার উপরে ঋণ থাকলে আপনি যতই চেষ্টা করুন না কেন টাকা জমাতে পারবেন না। কারণ আপনি আপনার ব্যবসা থেকে যে লাভ পাবেন সেটি আপনার ঋণ শোধ করতেই চলে যাবে তাই আগে এই রাস্তা কে বন্ধ করুন দেখবেন টাকা জমানোর উপায় আপনার সামনেই চলে আসছে।

প্রতিদিন হিসেবে রাখতে শিখুন – আমরা যখন প্রতিদিনের খরচ নিয়ে বসি তাহলে আমরা খুব সহজেই বুজতে পারি যে আমাদের আজকের দিনে কোন খরচ টি  বেশি হয়েছে।  আপনি যদি একজন ভালো বিসনেস ম্যান হন তাহলে অবৈশ্যৈ ই আপনাকে টাকা জমাতে হলে প্রতিদিনের হিসেবে করে দেখতে হবে আপনার টাকার ব্যয় এর ক্ষেত্রে ঠিক থাকে নিয়ন্ত্রণ আছে কি না। সেটা জানতে পারলেই আপনি খুব সহজেই টাকা জমানোর দিকে এগিয়ে যেতে পারবেন। 

চাহিদা ও প্রয়োজনের পার্থক্য বুজতে শিখুন – আপনার ব্যবসার লাভ টুকু র সব ভাগ যদি আপনার চাহিদা মেটানোর ক্ষেত্রে খরচ করে ফেলেন তাহলে আপনার দ্বারা কখনোই টাকা জমানো সম্ভব হবে না।  তাই প্রথমেই আপনি আপনার ব্যবসার পরবর্তী বিনিয়োগ বা খরচ এর জন্য আলাদা একটি ফান্ড তৈরী করে সেটি তে প্রত্যেক মাসের লাভের ভাগের কিছু অংশ সেটি তে জমা রাখুন। আর বাকি টাকা টা প্রয়োজনের জন্য খরচ করুন। তবে চাহিদা কে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন।  কোনো কিছু ভালো লাগলে হুট করে সেটা কিনে ফেলার সিদ্ধান্ত নিতে পারবেন না তখন , যেমন কখনো হয়তো মনে হলো বড় আকারের একটা ফ্রিজ কিনলে খুব ভালো হতো। কিন্তু তখনই আপনার নিজেকে এই প্রশ্ন করতে হবে, ‘আমার আয় কত?’ এই শখ আপনার সঞ্চয় থেকে কী পরিমাণ টাকা কমাবে, সেটা মনে করিয়ে দেবে। বড় ফ্রিজ  এখন আপনার আদৌ কেনা জরুরি কি না?সেই ভাবনা একবার ভেবে দেখবেন।  যখন আপনার হাতে যথেষ্ট টাকা থাকবে, সঞ্চয় থেকে খুব বেশি ভাঙতে হবে না, তখন না হয় বড়ো  ফ্রিজ  কেনার কথা ভাবতে পারেন তবে তার আগে নয়। 

হাতে টাকা থাকে না কেন ?

বাজার খরচ কমাতে হবে

প্রতি মাসের কেনাকাটা একসাথে কেনার চেষ্টা করুন।  শুধু কাঁচা মাল গুলো বাদ দিবেন। যেখানে জিনিস পত্রের ছাড় পাওয়া যায় সেখান থেকে জিনিস কেনার চেষ্টা করুন। এমন অনেক শপিং মল আছে যেখানে গেলে আপনার একটা ভালো এমাউন্ট টাকা বাঁচবে। এইভাবে করলে প্রত্যেক মাসেই আপনার কিছু না কিছু সাশ্রয় অবৈশ্যৈই হবে। 

বাজার খরচ কমাতে হবে

উপহার বুঝে সুজে কিনুন 

যখন ই কোনও বিয়ে বাড়ি বা অনুষ্ঠান এ যাবেন সেখানে উপহার দেওয়ার একটা নিয়ম থাকে। সেই সব উপহার কিনার আগে আপনার বাজেট ঠিক করে রাখুন। চেষ্টা করবেন সামর্থ্য অনুযায়ী উপহার দিতে। উপহার সব জায়গায় যে দামী ই দিতে হবে তার কোনও মানে হয় না। ছোট উপহার ও মূল্যবান হয়ে থাকে। 

লোকের কথায় কান দিবেন না 

অনেক সময় হিসেব করে চলার কারণে আপনাকে অনেক কেই অনেক কথা সুনাবে যেমন ‘হিসেবি’ বা ‘কিপ্টে’ নামেও আপনাকে ডাকতে পারে । কিন্তু বাস্তব কথা হলো টাকা জমানোর জন্য কখনো কখনো আপনাকে জীবনের খরচে কিছু  নিয়ন্ত্রিত আনতেই হবে এটা কোনো লজ্জার বিষয় না। কারণ, বেহিসেবি খরচ করে কিছুক্ষনের জন্য  বাহবা পেলেও অসময়ে কাউকেই আপনি কিন্তু পাশে পাবেন না। তাই লোকের কথায় কান না দিয়ে টাকা জমানোর উপায় ভাবুন। 

ঘরে টাকা আসার উপায় 

ঘরে টাকা না আসার প্রথম কারণ আয় কম ব্যয় বেশি হচ্ছে। কাজেই আপনাকে আগে সঞ্চয় করতে হবে ,তারপর খরচ। উপার্জন যার যতই হউক না কেন মাসের শুরুতেই খরচ কে ভাগ করে ফেলুন। ৫০ ভাগ যদি প্রয়োজনের ক্ষেত্রে টাকা খরচ করেন তাহলে ২০ ভাগ রাখুন টাকা জমানোর ভাগে। এরকম ভাবে আপনি খরচ প্রয়োজন কে যদি ভাগ করে তারপর বাকি থেকে টাকা জমা রাখেন তাহলেই কিন্তু একটু একটু করে আপনি টাকা সঞ্চয় করতে পারবেন। একটা সময় পরে দেখবেন আপনার অনেক টা পরিমান টাকা এইভাবে জমে যাচ্ছে। 

টাকা আসার আরেকটি উপায় হচ্ছে আপনি যদি বুঝেশুনে বিনিয়োগ করতে পারেন। কারণ আজকাল কার দিনে এমন অনেক কেই আছেন যে আপনাকে অল্প সময়ে টাকা দ্বিগুন করার লোভ দেখিয়ে বিনিয়োগে উৎসাহিত করতে চাইবে। তাই আপনাকে সেটা আগে যাচাই করে তবেই পা বাড়ানো উচিত। শুরুতে অল্প টাকা বিনিয়োগ করা উচিত। আর থাকতে হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। যেমন হতে পারে, সেটা ছোট কোনো ব্যবসা, স্টক মার্কেট বা বন্ড। তবে অল্প পরিমাণে করা উচিত, যাতে লোকসান হলেও বড় কোনো বিপদে না পড়তে হয় আপনাকে। 

অনলাইন এ ইনকাম করতে চাইলে বিস্তারিত পড়ুন আমাদের ফ্রিল্যান্সিং ক্যাটাগরি তে ।

টাকা কোথায় জমাবো ?

টাকা জমাতে হলে আপনাকে প্রথমে কিছু ছোট ছোট কাজ করতে হবে যেমন –

১) সবার আগে টাকা জমাতে হলে আপনাকে টাকা আগে রোজগার করতে হবে। তাই টাকা ব্যয় করার থেকে বেশি মনোযোগী হন টাকা আয় করতে। তখন আপনি টাকা জমানোর কথা ভাবতে পারবেন রোজগার ছাড়া আপনি টাকা জমানোর জন্য যে মানসিক শক্তি দরকার তা আপনি পাবেন না তাই আগে আয়ের রাস্তা তৈরী করুন দেখবেন টাকা ঠিক জমে যাবে। 

২) টাকা জমানোর ক্ষেত্রে আপনাকে কিছু সাহস ও রাখতে হবে কারণ আপনি যে কাজের জন্যই টাকা জমাচ্ছেন সেটা র জন্য আপনাকে একটু ধর্য্য  রাখতে হবে। আপনি আপনার প্রিয় টাকা কে কিছু সময়ের জন্য কাছ ছাড়া করছেন তাই সবকিছু বিবেচনা করেই আপনাকে কঠিন সিদ্ধান্ত গুলো নিতে হবে এবং তাতে অটল হয়েও থাকতে হবে আপনাকেই নাহলে আপনার সব কষ্ট বৃথা হয়ে যাবে। 

৩) আপনি ভিবিন্ন কোম্পানি তে ইন্সুরেন্স এর মাধ্যমে টাকা রাখতে পারেন। এতে আপনার ভবিষৎ সুন্দর হবে। তবে হা কোনো কোম্পানী তে টাকা রাখার আগে তার সমন্ধে ভালো করে খোঁজ নিবেন।  কোম্পানি র সব টার্মস এন্ড পলিসি ভালো ভাবে পরেই তবে সিদ্ধান্ত নিবেন।  প্রয়োজন মনে হলে অভিজ্ঞ মানুষদের সাথে কথা বলুন তারপরই কোথায় কিভাবে ইনভেস্ট করবেন সেটার সিদ্ধান্ত আপনি নিজেই নিবেন। 

৪) মাটির পাত্রে টাকা জমানো শুরু করে দিন। আগেরকার দিনে মা মাসি রা বাড়ির প্রয়োজনের টাকা এইভাবেই মাটির পাত্রে সরিয়ে রাখতেন যা বিপদের সময় সেটি কাজে দিতো। ঠিক সেই ভাবেই আপনি নানান ধরণের মাটির পাত্র এনে প্রত্যেক টিতে আপনি আপনার চাহিদা অনুযায়ী কাগজে লিখে সেই পাত্রে লিখে রাখুন টাকা টা আপনি কিসের জন্য জমাচ্ছেন এতে আপনি টাকা ঠিক জমাতে পারবেন। 

টাকা কোথায় জমাবো
মাটির পাত্রে টাকা জমানো শুরু করে দিন।

৫)আমরা তো সবাই ব্যাঙ্ক এই টাকা জমানোর জায়গা বলে বেশি ভাবি কিন্তু আপনি কি জানেন আপনি যদি ব্যাঙ্ক থেকে পোস্ট অফিস এ টাকা জমান তাহলে পোস্ট অফিস এর অবদান ব্যাঙ্ক থেকে অনেক বেশি থাকে এবং আপনি দ্বিগুন বেশি লাভবান হতে পারেন সেক্ষেত্রে। 

ভিডিও টি দেখুন

টাকা জমানো নিয়েকিছু প্রশ্ন উত্তর – 

১.টাকা জমানোর  সর্বোত্তম নিয়ম কি?

উত্তর – 50% প্রয়োজনের দিকে, 30% চাহিদার দিকে এবং 20% সঞ্চয়ের দিকে রাখার জন্য ভালো । টাকা জমালে সেটি  আপনার ভবিষ্যতের লক্ষ্যগুলি ঠিক রাখতে আপনার প্রয়োজন হবে।

২.টাকা জমা  করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কী কী?

  •  আর্থিক স্বাধীনতা আপনাকে আর্থিক সহায়তার জন্য অন্যের উপর নির্ভর না করে বেঁচে থাকার ক্ষমতা দিবে। 
  • জরুরী তহবিল। …
  • ঋণমুক্ত জীবনযাপন। …
  • ভাল অবসর. …
  • প্রিয়জনের জন্য একটি উত্তরাধিকার রেখে যেতে পারবেন  …
  • দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জন করতে পারবেন …
  • বিনিয়োগ  করার সুবিধে। 
  • অনিয়মিত ব্যয় করতে বাধা দিবে। 

৩.টাকা বাঁচানোর প্রথম কারণ কী?

উত্তর -প্রত্যেকেরই  গুরুত্বপূর্ণ সঞ্চয় লক্ষ্যগুলির মধ্যে একটি হল একটি জরুরি তহবিল তৈরি করা। জরুরী তহবিলের উদ্দেশ্য হল চিকিৎসা খরচ, বেকারত্ব, বাড়ি মেরামত এবং পারিবারিক জরুরী অবস্থা সহ আকস্মিক এবং অপ্রত্যাশিত জীবনের ঘটনাগুলির কারণে সৃষ্ট বিভিন্ন খরচ আপনি বহন করতে পারেন তা নিশ্চিত করা।

৪.কিভাবে দ্রুত টাকা জমানো যাবে ?

  • অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন পরিষেবা এবং সদস্যপদ বাতিল করুন।
  • একটি অ্যাপ্লিকেশন দিয়ে আপনার সঞ্চয় সেবা চালনা করুন। 
  • আপনি যদি একটি স্থির বেতন পেয়ে থাকেন তাহলে  বিলগুলির জন্য অটোমেটিক  অর্থ প্রদান সেট আপ করুন৷
  • ব্যাংক পাল্টান।
  • আমানতের একটি স্বল্পমেয়াদী শংসাপত্র খুলুন (সিডি)
  • পুরষ্কার এবং আনুগত্য প্রোগ্রামের জন্য সাইন আপ করুন।

৫.টাকা জমানোর  3 টি সুবিধা কী কী?

  • টাকা জমানোর  কিছু প্রধান সুবিধা রয়েছে:
  • এটি জরুরী পরিস্থিতিতে সাহায্য করে। কারণ জরুরী পরিস্থিতি সবসময় অপ্রত্যাশিত। 
  • হঠাৎ চাকরি হারানোর বিরুদ্ধে  আপনাকে কিছু দিনের জন্য সাহায্য প্রদান করতে পারে। 
  • ঋণ সীমাবদ্ধ করে। …
  • অবসর গ্রহণের জন্য প্রস্তুত হতে সাহায্য করে।

টাকা কোথায় জমাবো নিয়ে শেষকথা 

আশা করছি আজকের আমাদের এই টাকা জমানোর পোস্ট থেকে আপনারা কিছু সহজ উপায় খুঁজে পেয়েছেন এবং সেটা কে নিজের জীবনে কাজে লাগিয়ে পরবর্তীতে কিছুটা হলেও টাকা জমাতে পারবেন। আপনি যদি এই বিষয়ে আরো বুঝতে ও জানতে চান তাহলে প্রথম আলোzee ২৪ ঘন্টা এ দেখতে পারেন। আরো ভিবিন্ন বিষয়ের পোস্ট দেখতে হলে এইভাবেই বাংলায় ইনফো এর সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।

পোস্ট ট্যাগ -ছাত্রদের টাকা জমানোর উপায় ,ব্যবসার টাকা জমানোর উপায়,টাকাজমানোর ১০০ উপায়,ঘরে টাকা আসার উপায় ,হাতে টাকা থাকেনকেন,টাকা কোথায় জমাবো,মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায় 

Leave a Comment