ইংরেজি আমাদের সবার একটি আগ্রহের বিষয়। আমরা অনেকে মনে করে থাকি যে ইংরেজি আমরা এত ভালোবাসি ইংরেজি যেহেতু আমাদের জন্য দরকার আর সবখানে যেহেতু লাগছে তো কেননা আমরা ইংরেজি সাবজেক্ট নিয়ে যদি পড়াশোনা করি তাহলে হয়তোবা আমাদের জীবনটা অনেক উন্নতির দিকে যাবে খুব সহজে আমাদের জীবন উজ্জ্বল করতে পারবে। অনেকে এটা ভেবে থাকে। তো তাদের জন্যই আজকের এই আর্টিকেলটি।
এ আর্টিকেলটির মধ্য আপনারা জানতে পারবেন ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কী, ইংরেজি সাবজেক্ট এর পড়াশোনা অসুবিধা কি ইংরেজি অনার্সে যেসব বিষয় পড়ানো হয় ইংরেজিতে যেসব স্কিল আপনাকে শিখতে হবে এছাড়াও চাকরি ছাড়া যেসব কাজ করে টাকা ইনকাম করা সম্ভব ইংরেজি অনার্স করে ইত্যাদি এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ইংরেজিত অনার্স পড়ার ভবিষ্যৎ কী সবকিছু জানতে চাইলে আর্টিকেলটা অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কী :
ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কী এটা জানার আগে আমাদের আগে জানতে হবে ইংলিশটা কি? এই ইংলিশ সাবজেক্ট টাকে একটু ভাব নিয়ে ইংলিশ বা ইংরেজি না বলে যদি সহজ ভাবে বলি যে ইংলিশ সাহিত্য এই কথাটা যদি বলি তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো যে এই সাবজেক্টটা কি। অনার্সে এই ইংলিশ মানে এটা না যে ইংরেজি আপনাকে শেখাবে, যে ইংরেজি গ্রামারগুলো রয়েছে Part of speech, Noun Pronoun Verb, Narrations write form a Verb, Subject verb etc. এগুলো পড়ানো হবে তা কিন্তু না এগুলো শেখানো হবে না।
পুরো চার বছর ধরে আপনাকে শেখানো হবে ইংরেজি সাহিত্য, ইংরেজি গল্প, ইংরেজি কবিতা, ইংরেজি নাটক। এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি এগুলো পছন্দ করেন, আপনার ইংরেজি গল্প শুনতে ভাল লাগে, ইংরেজি কবিতা পড়তে ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে আপনার জন্য এই সাবজেক্টি। আর যদি ভালো না লেগে থাকে তাহলে বলো এসব নিবেন না। যদিও নেন তাহলে চার বছর পড়তে পড়তে আপনার পড়াশোনার প্রতি একটা বিরক্ত চলে আসবে। আমাদের ইংরেজি বইয়ে অনেকগুলো কবিতা থাকে সেগুলো পড়তে অনেক কঠিন মনে হয় তাই না। এই কঠিন ইংরেজি কবিতাগুলো পড়তে অনেকেই ভালোবাসে।
সে ক্ষেত্রে আমি বলব ইংরেজিটা আপনার জন্য অথবা আরেকটা অপশন আছে যাদের ছোট থেকে স্বপ্ন থাকে যে আমাকে ইংরেজি শিক্ষক হতেই হবে ইংরেজি শিক্ষক ছাড়া আর কিছু হওয়া যাবেনা বা অন্য কোন দিকে আমার যাওয়ার কোন ইচ্ছা নাই এক্ষেত্রে ইংরেজি সাবজেক্ট টা ভালো। কারণ এই ইংরেজি সাহিত্য নিয়ে লেখাপড়া করলে ভবিষ্যতে ইংরেজি শিক্ষক হওয়াটা সহজ হয়ে যাবে। কিন্তু যদি আপনার এরকম হয়ে থাকে যে না আমার ইংরেজি শিক্ষক হতে হবে বাধ্যতামূলক না, বা আমি ইংরেজি সাহিত্যকে ভালোবাসি না সে ক্ষেত্রে আমার মনে হয় এই সাবজেক্টটাতে আসার কোন দরকার নেই।
তবে ইংরেজি সাহিত্য নিয়ে যারা পড়বেন তাদের কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। যারা কষ্ট করে এই ইংরেজির সাবজেক্টটা পড়তে পারবে যাতে ভালো লাগে বা ভালোবাসা কাজ করে ইংরেজি সাবজেক্টের উপর তাদের কিন্তু অনেক কিছু ভবিষ্যৎ রয়েছে। আপনি ইংরেজি সাহিত্য নিয়ে পড়ে বিসিএস ক্যাডার হতে পারবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই সরকারি যে কলেজগুলো রয়েছে বা যে জেলা স্কুলগুলো রয়েছে বা যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে অথবা নিজের বিশ্ববিদ্যালয় কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট করলে সে কেন আপনি শিক্ষক হিসেবে জয়েন হতে পারেন। তো ইংরেজি নিয়ে পড়াশোনা করলে আপনাকে যে শিক্ষকেরই হতে হবে বিষয়টি কিন্তু এমন না।
ইংরেজি নিয়ে পড়াশোনা করে আপনি চাইলে ব্যাংকিং এ যেতে পারেন বা বিসিএস ক্যাডার হতে পারেন বিসিএস ক্যাডার নিয়ে প্রশাসনেও যেতে পারেন এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা। বাংলাদেশে আসলে যে কোন একটা সাবজেক্ট নিয়ে প্রায় সবগুলো জব সেক্টরে যাওয়া যাই। শুধুমাত্র প্রত্যেকটা সাবজেক্টে বিশেষ কিছু জায়গা রয়েছে যারা এগুলো অগ্রাধিকার পায়। আশা করি বুঝতে পারছেন ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কী
যেমন : ইংরেজি সাবজেক্ট ইংরেজি টিচিং এর ক্ষেত্রে বা ইংরেজি শিক্ষকতার ক্ষেত্রে বেসে অগ্রাধিকার পায় এছাড়াও আপনাদের সবার যে প্রিয় বিসিএস ক্যাডার সে বিসিএস ক্যাডারে কিন্তু ইংরেজি সাহিত্য কিন্তু বাধ্যতামূলক একটি অংশ এবং এই ইংরেজি সাহিত্যটা অনেক কঠিন অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য। ইংরেজি সাহিত্যটা হচ্ছে অনেক বিশাল বড় একটা রাজ্য।এত বড় রাজ্য থেকে আসলে কোথা থেকে বা কোন নাটক থেকে কোন গল্প থেকে যে প্রশ্ন করবে কোন ঠিক নেই। যেটা অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কাছে অনেক বইয়ের একটা ব্যাপার কিন্তু ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কাছে এই ইংলিশ পার্টটা অনেকটা সহজ হয়ে যাবে যদি সে ভালোভাবে লেখাপড়া করে। তাহলে বুঝতেই পারছেন ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কী।
আরো পড়ুন :কোন বিষয় নিয়ে পড়লে কি হওয়া যায়। নতুন টিপস ও ট্রিকস
ইংরেজিতে অনার্স পড়ার কিছু অসুবিধা:
ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কী এর কিছু এখন আমি এই ডিপার্টমেন্টের কিছু সাধারণ অসুবিধা তুলে ধরব যে অসুবিধা গুলো যদি আপনি কাটিয়ে উঠতে পারলে আমার মনে হয় এ ডিপার্টমেন্টে আপনার ভর্তি হওয়া উচিত। প্রথম কথা হচ্ছে এই ইংরেজি সাহিত্যটা পড়তে অনেকটা কষ্টকর হবে বুঝতে অনেক কঠিন মনে হব, ইংরেজি কবিতা দেখেন বা আমাদের বাংলা কবিতা গুলো দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত এদের যে কবিতা গুলো দেখেন এদের কবিতাগুলো খুব কঠিন তাই না এগুলো বুঝতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক সময় দিতে হবে।
তো এ পড়াশোনা গুলো অনেক কঠিন এগুলো আয়ত্ত করে ভালো রেজাল্ট করাটা অনেক কঠিন। অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আপনি খুব সহজে ফার্স্ট ক্লাস পেয়ে যাবেন কিন্তু ইংরেজি ডিপার্টমেন্ট থেকে ২.০০ পয়েন্ট পেয়েও সন্তুষ্ট থাকতে হয় অনেক সময়। যেটা আপনার পরবর্তীতে বিভিন্ন জব সেক্টর এপ্লাই করার জন্য নূন্যতম যে সিজিপিএ সেটাই থাকেনা। পরবর্তীতে তাদের অনেক অসুবিধা সম্মুখীন হতে হয়। প্রত্যেকটা জব সেক্টরে এপ্লাই করতে গেলে নূন্যতম একটা সিজিপিএ থাকে তো অনেক সময় বেশিরভাগ শিক্ষার্থীদের সেই নূন্যতম সিজিপিএ তাই অর্জন করতে পারে না ফলে তারা সে জব সেক্টরে এপ্লাই করতে পারে না। তো সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হলে প্রচুর কষ্ট করতে হবে যেকোন ভাবে একটা ভালো রেজাল্ট করতে হবে না হলে আপনার এই ইংরেজি সাবজেক্টের পড়ে খুব ভালো একটা ফলাফল পাবেন না। ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কী আরো অনেক কিছু জানতে পারবেন পড়তে থাকুন।
এছাড়াও আরেকটি অসুবিধা রয়েছে সে সেটা হচ্ছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে ইংরেজি সাবজেক্ট রয়েছে প্রাইম বিশ্ববিদ্যালয় গুলোতে ইংরেজি সাবজেক্ট সেশন জট লেগে থাকে। অন্যান্য ডিপার্টমেন্ট যেমন চার বছরে বের হয়ে যাবে কিন্তু ইংরেজি ডিপার্টমেন্টে আপনার 5 বছর 6 বছরও লাগতে পারে এটা সাধারণত হয়ে থাকে। সুতরাং আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের ইংরেজি সাহিত্য ভালো লাগে যদি আপনাদের ইংরেজি গল্প, কবিতা, নাটক উপন্যাস এগুলো যদি আপনাদের ভালো লাগার বিষয় প্রস্তুত হয়ে থাকে তাহলে আপনি এই সাবজেক্টটাতে আসতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনাকে যে কোন মূল্যে ইংরেজি শিক্ষক হতে হবে তাহলে আপনি এই সাবজেক্টে আসতে পারেন। আশা করি সকলকে বুঝাতে পেরেছি যে ইংরেজিতে অনার্স পড়ানো ভবিষ্যৎ কী।
চাকরি ছাড়া যেসব কাজ করে টাকা ইনকাম করা সম্ভব ইংরেজি অনার্স করে :
- Freelancing
- English Home Tutor
- Online English Course
- Block Writing
- Book writing (Author)
- Language Translation
- YouTube Content Maker
- Social Media Marketing
- Part Time Content Writing
- Online Consultation.
ইংরেজি অনার্সের পাশাপাশি যেসব স্কিল আপনাকে জানতে বা শিখতে হবে :
- Microsoft Word
- Microsoft Excel
- Microsoft PowerPoint
- PDF Formation
- First Typing
- Graphics Video Editing.
অতএব অনার্সে পড়াশোনা পাশাপাশি এইসব স্কিল আপনাকে শিখতে বা জানতে হবে ভবিষ্যতে ভালো ক্যারিয়ার এর জন্য।
ইংরেজি অনার্সে যেসব বিষয় পড়ানো হয় :
- Poetry, Story , Place, Novels and Linguistics.
- Principles and method of teaching .
- Theory
- History
- English
- Language
- Cultural Studies
- Media and Film
পরিশেষে :
অনার্স করার জন্য নিজেকে খুব ভালো একটি বিষয় এবং জবের অনেক সুযোগ রয়েছে বর্তমানে পুরো পৃথিবীতে ইংরেজি ছাড়া কিছুই সম্ভব না তাই ইংরেজি বিষয়ে পড়াশোনা কর এবং জানা অনেক জরুরী। আশা করি ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কী এই নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। এবং এর পরে আপনাদের কোন সাবজেক্ট নিয়ে জানতে চান বা কোন সাবজেক্ট পরে ভবিষ্যৎ কি হতে পারে ইত্যাদি জানতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিন যেটার বেশি আগ্রহ হবে সেটা খুব দ্রুত রিভিউ দেওয়ার চেষ্টা করব। এমন আরো ভালো ভালো টিপস জানতে চাইলে আমাদের বাংলায় ইনফোর সাথে থাকুন ধন্যবাদ।
ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কী? আরও জানতে হলে ভিডিওটি দেখতে পারেন
ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কী এর কিছু সাধারণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরা হলো।
FAQ:
১. ইংরেজি সাহিত্য ও এর গুরুত্ব কি?
ইংরেজি সাহিত্য অধ্যায়নগুলি আবিষ্কার করার একটি সুযোগ দেই যে কিভাবে সাহিত্যিক, গল্প, নাটক, কবিতা এবং উপন্যাসের মাধ্যমে বিশ্বকে উপলব্ধি করে এবং পরিবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতার বিকাশ ঘটায়।
২. ইংরেজি সাহিত্য কেন পড়বো?
ইংরেজি সাহিত্য আপনাকে সাহিত্য ইতিহাস তত্ত্ব সম্পর্কে পুঙ্খানুপুংজ্ঞ জ্ঞান বিকাশ করতে সাহায্য করে এবং সংস্কৃতি ও বুদ্ধিভিত্তিক ঐতিহ্য সম্পর্কে আপনাকে বোঝার বিকাশ সাধন করে।
৩. ইংরেজি সাহিত্য করে কি মাস্টার্স করা যায়?
ইংরেজি ভাষা এবং সাহিত্য অধ্যায়ন সৃজনশীল লেখা ফ্যান্টাসি বা মধ্যযুগীর সাহিত্য, ভিক্টোরিয়ান বা ভাষাতত্ত্ব নিয়ে এমএ বা পিএইচডি করতে পারেন।