বাংলায় ইনফো: বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট

2024 সালে ১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া

আপনারা তো জানেনই আজকাল সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক দুটোই পাওয়া বেশ শক্ত হয়ে দাঁড়িয়েছে। দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়েই চলছে। বেকারত্বের সমস্যা থাকবে। কিন্তু কতদিন আর নিজের ভাগ্যকে দোষ দিবেন। তাই আপনাদের জন্য আজকের পোস্টে ১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া নিয়ে বলব।

বসে না থেকে তার থেকে ভালো হবে যদি আপনি ছোটখাটো কোন কাজ করেন এবং তার সাথে চাকরির জন্য চেষ্টা করেন। তাহলে আপনার অনেকটাই কমে যাবে। কেইবা বলতে পারে আপনার এই ছোটখাটো ব্যবসা হয়তো একদিন অনেক বড় ব্যবসায় আকার নিবে। আজকে এ পোস্টটির মধ্য ১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া সম্পর্কে আলোচনা করা হবে।

১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া

১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া

১. অনলাইন শিক্ষকতা :

অনলাইনে আপনার পছন্দের বিষয়টি শিখিয়ে ঘরে বসে ভালো রকমের আয় করা সম্ভব। বিষয়টি হতে পারে পড়াশোনা বা বাদ্যযন্ত্র বা ভাষা শিক্ষা আপনার দক্ষতা আগ্রহের ভিত্তিতে নির্ধারণ করতে পারেন বিষয়। নিজস্ব একটি ইউটিউব চ্যানেল খুলে বিনা বিনিয়োগে আয় করতে পারবেন।

২. খাবার ডেলিভারি

খাবারের হোম ডেলিভারি। আজকের কর্মব্যস্ততার যুগে বাড়িতে রান্না করার সুযোগ হয় না অনেকেরই। আবার প্রতিদিন হোটেলের খাবার খেতে চান না বেশিরভাগ মানুষ। এই চাহিদা মেটাতে শুরু হয়েছিল খাবারের হোম ডেলিভারি ব্যবসা। নিজের বাড়িতে রান্না করে পৌঁছে দিন বাড়ি বাড়ি। সময় মত সুস্বাদু খাবার দিতে পারলে ব্যবসার অভাব হবে না। কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় সংলগ্ন অঞ্চলে এ ব্যবসায়ী সুযোগ বেশি। শহরের বাইরে থেকে পড়তে আসা ছাত্র-ছাত্রীরা অনেকেই রোজকার রান্না করতে চায়না। সে ক্ষেত্রে তারা নির্ভর করেন হোম ডেলিবাজির ওপর।

৩. অনলাইন বেকারি

রকমারি রান্না করতে ভালবাসেন হয়তো আপনি। আত্মীয় বা বন্ধু-বান্ধবের জন্মদিন বিবাহবার্ষিকীতে আপনার বানানো কেকের কদর রয়েছে। তাহলে এই ছোট্ট ব্যবসা আপনার জন্য। ওভেন ফ্রেশ বেকারি আইটেম চাহিদা প্রচুর। আর তা যদি আপনি একেবারে ক্রেতার ঘরে পৌঁছে দিতে পারেন তাহলে তো কথাই নেই। নিত্য নতুন রেসিপি চেষ্টা করুন তৈরি করুন আপনার বিশেষ ১০হাজার টাকা শুরু করুন আপনার ব্যবসা ঘরের ওভেনে কেক কুকিজ বানিয়ে অনলাইনে বিক্রি করুন।

৪. জুস তৈরি

প্রথমেই বেছে নিতে হবে জায়গা। এমন জায়গায় বেছে নিতে হবে যে জায়গা সহজে মানুষের চোখে পড়ে। আশেপাশে অফিস, স্কুল, কলেজ থাকলে বিক্রিয় হওয়ার সম্ভাবনা খুব বেশি। একটা জায়গা বা দোকান ভাড়া নিতে হবে। এরপর দরকার কাঁচামাল আর ফলের রস তৈরি করার যন্ত্র। পুরোটাই ১০ হাজার টাকায় করে ফেলা সম্ভব।

৫. ট্রাভেল এজেন্সি

অল্প পুজিতে ব্যবসা শুরু করতে হলে টিকিট বুকিং এর ব্যবসার কথা ভাবতে পারেন। ১০ হাজার টাকায় এ ব্যবসা করতে পারবেন। স্বল্প মূলধনের ব্যবসা করতে চাইলে সব থেকে সহজ উপায় হলো হোস্টিং এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হওয়া। প্রাথমিক বিনিয়োগের পরিমাণ নির্ভর করে হোস্টিং এজেন্সির ওপর। টা ১০ হাজার টাকার মধ্যেই রাখা সম্ভব।

৬. বাইক বা কার ওয়াশ

এটা কিন্তু খুব জনপ্রিয় বিজনেস আইডিয়া এবং এটা কিন্তু শহর অঞ্চল গুলোতে বা জেলা শহর উপজেলা শহর সব জায়গাতে কিন্তু বিজনেসটা খুব ভালো চলে। বিশেষ করে আমাদের এখন বর্তমান যে পরিস্থিতি প্রতিটা গড়ে কিন্তু একটা করে বাইক আছে এবং এই বাইকগুলোতে একটা নির্দিষ্ট সময় পর ওয়াশ করতে হয় বা রিপেয়ার করতে হয়। তো এ ব্যবসাটি আপনি প্রাথমিক বিনিয়োগে ১০ হাজার টাকার মধ্যে শুরু করতে পারেন।

৭. মেকআপ আর্টিস্ট

আপনি যদি সাজাতে ভালবাসেন যদি থাকে দক্ষতা তাহলে খুব অল্প বুঝিতে ব্যবসা শুরু করা সম্ভব। কনে সাজানো থেকে শুরু করে পার্টি মেকআপ এবং অন্যান্য অনুষ্ঠান থেকে অর্ডার পেতে পারেন। তবে এ ক্ষেত্রে আপনার একটি ওয়েবসাইট থাকলে গ্রাহকের কাছে পৌঁছানো সহজ হবে। আর আপনি এ ব্যবসাটি দশ হাজার টাকার মধ্যেই শুরু করতে পারবেন।

৮. বিদেশি ভাষা শিক্ষা

আপনি যদি কোন বিদেশি ভাষার কোর্স করে থাকেন বা আগে থেকে জানা থাকে তাহলে আপনি সেই দক্ষতা কি কাজে লাগে সহজে লাভজনক ব্যবসা করতে পারেন। তবে এ ব্যবসা করতে উপযুক্ত ভাষায় আপনাকে যথেষ্ট দক্ষ হতে হবে হতে হবে আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল।

৯. টুরিস্ট গাইড

আপনার এরিয়াতে বেশ কিছু টুরিস্ট এরিয়া যদি থেকে থাকে তাহলে আপনার সেই জায়গাগুলো নিশ্চয়ই খুব ভালোভাবে চেনা থাকবে। তাহলে আপনি সহজে ভ্রমণ নির্দেশনাকারি হতে পারবেন। ধরুন তাজমহলের পাশে আপনার বাড়ি এবং আপনি তাজমহল সম্পর্কে অনেক ভালো জানেন। তাহলে সহজেই আপনি ভ্রমণ নির্দেশনাকারী হিসেবে কাজ করতে পারবেন।

১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া

১০. ড্রপশিপিং

ড্রপশিপিং আজকের দিনে সব থেকে ভালো একটি ছোট আকারের লাভজনক ব্যবসা আইডিয়ার মধ্য একটি । এই ব্যবসাটি খুবই কম পুঁজিতে এবং কোন টাকা বিনিয়োগ না করে শুরু করতে পারবেন। ব্যবসার যিনি করেন তিনি সরাসরি সাপ্লাইয়ের কাজ থেকে প্রোডাক্ট নিয়ে এসে সরাসরি কাস্টোমারের কাছে পৌঁছে দেন। আরো সহজ করে বলতে গেলে ধরুন আপনি ড্রপশিপিং এর ব্যবসা শুরু করলেন এক্ষেত্রে ওই প্রোডাক্টটি আপনাকে সরবরাহ বা জমা করতে হবে না। এবং আপনি কাস্টমারের কাছ থেকে অর্ডার পাওয়ার পর প্রোডাক্টটি সরবরাহকারীকে সরাসরি কাস্টমারদের কাছে পৌঁছে দিবেন।

১১. সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট

বর্তমান যুগ ইন্টারনেটের যুগ এই যুগে বেশির ভাগ মানুষই সোশ্যাল মিডিয়াই আসক্ত। এমনকি আপনিও। যদি আপনি সোশ্যাল মিডিয়ার আসক্ত হয়ে থাকেন তাহলে আপনি আপনার আসক্তকে ব্যবসায়ী রূপান্তর করুন। আপনি যেকোনো ব্যস্ত মানুষকে organization (সংগঠন), Company (প্রতিষ্ঠান), বা celebrity (সেলিব্রিটি) যেমন: politician (রাজনীতিবিদ), Singer (গায়ক), Actor (অভিনেতা), Players (খেলোয়াড) Industrialist (শিল্পপতি ) ইত্যাদি যাদের সময় বড্ড অভাব তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন। তারা আপনাকে হায়ার করতে পারবে তাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য। এক্ষেত্রে আপনাকে তাদের অ্যাকাউন্ট প্রোফাইল ম্যানেজ করতে হবে এবং আপনি আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে ইনকাম করতে পারবেন। এবং তার জন্য আপনি তাদের ওয়েবসাইটের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন।

১২. ফটোগ্রাফি

ফটোগ্রাফি যদি আপনার ফ্যাশন হয় তাহলে আপনি এই ফ্যাশনটায় আপনার জন্য একটি খুব সুন্দর ব্যবসা আইডিয়া। যতই মোবাইল ফোন থাকুক না কেন সবাই চায় তাদের বিশেষ স্মৃতিগুলো যেন কখনো নষ্ট না হয়। স্মৃতি হিসেবে যেন একটি হার্ডকপি থেকে যায় তার জন্য যেকোনো অনুষ্ঠানে তবে ফোনটা ফটোগ্রাফারকে আমন্ত্রণ করেন। তাছাড়াও আপনি যদি আমন্ত্রণ নাও পান তাহলে আপনি যেকোনো ধরনের ছবি তুলে সেগুলোকে অনলাইনে সেল করে ইনকাম করতে পারেন। তার জন্য ইন্টারনেটে অনেক ওয়েবসাইট রয়েছ। যেখানে আপনার তোলা ছবি বার ড্র করা ছবিও আপনি বিক্রি করতে পারবেন ।

১৩. কোচিং সেন্টার এন্ড অনলাইন টিউটোরিয়ালস

কোন বিষয়ে সেটা সাইন্স, আর্টস, কমার্স, ড্রয়িং, গান, রান্না, কম্পিউটার ইত্যাদি যাই হোক না কেন যদি আপনার জ্ঞান তাকে যে বিষয়টা আপনার ভালো লাগে সে বিষয়ে আপনি কোচিং ক্লাস নেওয়া শুরু করে দিন। সাথে আপনার বন্ধুদের কেউ বলুন তারা যে যে বিষয়ে দক্ষ তারা সে সেই বিষয়ে ক্লাস নিতে। এটা একটা সহজ এবং সুন্দর বিজনেস আইডিয়া। আবার বর্তমান দিনে ইন্টারনেট টেকনোলজি শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্য যে শূন্যস্থান সেই শূন্যস্থানটি অনেকটা কমিয়ে নিয়ে এসেছে। আপনার কোন বিষয়ে যদি যথাযথ জ্ঞান থাকে তাহলে আপনি আপনার প্রতিভা আপনার দক্ষতা ধারণা এর সামনে তুলে ধরতে পারবেন।

১৪. মাশরুম চাষ

মাশরুম আমাদের দেশ ছাড়াও সব দেশে একটি চাহিদা সম্পন্ন সবজি। এ মাশরুম চাষ ব্যবসাটি নিজের বাড়িতেই শুরু করা যায়। মাশরুমের বীজ, প্রয়োজনীয় কীটনাশক, সার ইত্যাদি অন্যান্য প্রক্রিয়াকরণ সামগ্রী কিনতে ৯-১০ হাজার টাকা খরচ হবে। এটি অল্প পুজিতে খুব ভালো মানের একটি ব্যবসা।

১৫. সিজনাল ফলের ব্যবসা

স্বল্প পুঁজিতে সিজনের ফলে ব্যবসা করা যায়। মাত্র ১০ হাজার টাকা পুঁজি দিয়ে নিজের এলাকায় গ্রামে বা শহরে বাজারে ভ্রাম্যমান ভাবে মৌসুমী ফল বিক্রি করতে পারেন। এ ব্যবসাটি বিশেষ করে গ্রাম অঞ্চলে চাহিদা ও প্রচলন বেশি।

১৬. মোবাইল রিপেয়ারিং শপ

আপনার যদি মোবাইলে রিপেয়ারিং সম্পর্কে ভালো জ্ঞান বা দক্ষতা থাকে, তাহলে ১০ হাজার টাকা বিনিয়োগ করে এ ব্যবসাটি করতে পারেন।

১৭. অনলাইনে কাপড়ের ব্যবসা

অনলাইনে কাপড়ে ব্যবসা এখন খুব জনপ্রিয় ও এই চাহিদাও অনেক বেশি। এখন মানুষ মার্কেটে গিয়ে কাপড় কিনতে চাই না। আপনি চাইলে দশ হাজার টাকা পুঁজি দিয়ে এ কাপড়ে ব্যবসা শুরু করতে পারেন। আপনি ফেসবুক পেজ তৈরি করে বিজ্ঞাপন দিয়ে অথবা ফেসবুক পেইজে পোস্ট করেও ঘরে বসে অনলাইনে কাপড় ব্যবসা করতে পারেন।

১৮. অনলাইনে বইয়ের ব্যবসা

১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া গুলোর মধ্য থেকে ঝুঁকিহীন একটি ব্যবসা হচ্ছে অনলাইনে বইয়ের ব্যবসা। কেননা বলছো যত্ন করে রাখলে তা কখনোই নষ্ট হবে না। আপনি অনলাইনে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন ধরনের বই বিক্রি করতে পারেন। দশ হাজার টাকা এ ব্যবসায় আইডিয়া টি কাজে লাগে প্রতিমাসে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।

১৯. ব্লগিং

আপনি যদি লেখালেখি পছন্দ করেন আর আপনার যদি একটি স্মার্ট ফোন বা একটি কম্পিউটার সাথে ইন্টারনেট সংযোগ থাকে। তাহলে আপনি ব্লগিং করে অর্থ ইনকাম করতে পারেন। এর জন্য দরকার একটি ওয়েবসাইট। আপনি চাইলে নিজের একটি ওয়েবসাইট খুলে লেখালেখি করতে পারেন। এছাড়াও আপনি চাইলে অন্যের ওয়েবসাইটের হয়েও রাইটিং করতে পারেন।

২০. কাগজের ব্যাগ প্যাকিং আইটেম

মার্কেটে কাগজের শপিং ব্যাগে চাহিদা অনেক বেশি। এছাড়াও রয়েছে প্লাস্টিকের প্যাকেট, কুরিয়ার ব্যাক, ককশিট, বাবল র‍্যাপার ইত্যাদি নানা ধরনের আইটেম নিয়ে এই ব্যবসা কাজ করতে পারবেন। এ ব্যবসাটি ১০ হাজারের চেয়ে কম বিনিয়োগ শুরু করতে পারবেন।

২১. হস্তশিল্পের ব্যবসা

সব মানুষের চায়ের নিজ বাসা মনের মত করে সাজাতে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হস্তশিল্প। এছাড়া ও বিভিন্ন ধরনের পরিধান বস্তু রান্নাঘরের সামগ্রী ইত্যাদিতে ও হস্তশিল্পের চাহিদা রয়েছে। এ ব্যবসাটি আমাদের বাঙালির ঐতিহ্যবাহী একটি ব্যবসা। বিশেষ করে গ্রাম অঞ্চলে ব্যবসায়ীটি প্রচলন বেশি রয়েছে।

২২. শোপিসের,সৌখিন জিনিসের ব্যবসা

বর্তমান আধুনিক যুগে মানুষ অনেক সৌখিন। সবাই ঘর সাজাতে নিত্য নতুন জিনিস খুজে থাকে। বিভিন্ন ধরনের ফেলে দেওয়ার জিনিস দিয়ে শোপিস তৈরি করা যায়। এছাড়াও আপনি চাইলে এগুলোর উপর প্রশিক্ষণ নিতে পারেন। এ কাজের জন্য অনেক জ্ঞান ও দক্ষতা থাকতে হবে। আপনি এগুলো পাইকারি দামি কিনে ভালো মূল্যে বিক্রি করতে পারবেন।

২৩. নার্সারি এবং বাগান

আপনি যদি প্রকৃতি প্রেমীক আর আপনার বাড়িতে যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে তাহলে নার্সারি এবং বাগান শুরু করে ফেলুন। এটা অল্প বিনিয়োগে একটা সুন্দর বিজনেস আইডিয়া। বিভিন্ন ধরনের ফুলের চারা চাষ করুন এবং সে লোকে চড়া দামে বিক্রি করুন। কারণ আপনি তো জানেনই শখের দাম টাকা লাখ টাকা। একটাই কারো যদি সে ফুলটি ভালো লেগে যায় তাহলে সে সেটা কিনবেই।

২৪. ফাস্ট ফুড পার্লার

বর্তমান জেনারেশন ফাস্টফুড এর প্রতি বেশি আগ্রহ তাই কে কি বলল না বলল না ভেবে খুলেই দিন। বিভিন্ন ধরনের খাবার রাখুন। খাবারের গুণগত মান অন্যদের তুলনায় ভালো করুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার পাশে আরো দশটি ফাস্টফুডের দোকান থাকলেও আপনারটাই ভালো চলবে এবং আপনি লাভবান হবেন। তবে হ্যাঁ সাথে ফুচকা রাখতে বলবেন না কিন্তু কারণ এটি খুবই লাভজনক ব্যবসা এবং এর চাহিদাও প্রচুর।

২৫. টিউশন করে আয়

বর্তমানে আধুনিক অনলাইনে যুগে সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম হলো টিউশন করে ইনকাম। আমাদের আশেপাশে বাসা বাড়িতে অনেক শিক্ষার্থী টিউশন করে থাকে। এর মতো তারা হয়তো চাচা চাচির বাসায় যায় অথবা তারা বাসায় আসে এবং সেখানে তাদের সময় অনুযায়ী পড়ানো হয়। এখানে তাদের কোন প্রকার খরচ হয় না। তাই আপনারা এই টিউশন থেকে যদি ব্যবসায়ের রূপান্তর করতে চান তাহলে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে আপনার শিক্ষা বিষয়ক ভিডিও আপলোড করেও টাকা ইনকাম করতে পারবেন।

এমন আরো অনেক দশ হাজার টাকায় ব্যবসা আইডিয়া রয়েছে । আপনি আপনার দক্ষতা বা যোগ্যতার উপর বিবেচনা করে সঠিক ব্যবসাটি বাছাই করতে পারেন। যদি অল্প পুজিতে ব্যবসা করতে চান তাহলে দেখে নিতে পারেন স্বল্প বিনিয়োগে সেরা ১০টি বিজনেস আইডিয়া সাথে অল্প পুজিতে পাইকারি ব্যবসা এটাও দেখতে ভুলবেন না।

এই পোস্টার আমার চূড়ান্ত মতামত

আজকের পোস্টে আপনাদের সাথে ১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া আপনাদের জন্য উপকারী হবে। আরো এমন আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইট বাংলায় ইনফোর সাথে থাকুন। ধন্যবাদ।

১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া সংক্রান্ত আরো কিছু জানতে চাইলে ভিডিওটি দেখতে পারেন

https://youtu.be/hk6KPDL_TyE?si=l8SbMdWK-kHgNnR3

১০ হাজার টাকায় ২৫টি ব্যবসার আইডিয়া সংক্রান্ত কিছু সাধারণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরা হলো :

FAQ:

৫ হাজার টাকায় ব্যবসা করা সম্ভব?

কিছু ব্যবসার রয়েছে যা ৫ হাজার টাকায় সম্ভব এমন কিছু ব্যবসা হলো:

চায়ের দোকান
অনলাইনে গিফট আইটেমের ব্যবসা
খুচরা ফলের ব্যবসা
মোবাইল রিচার্জ এর ব্যবসা

৩০ হাজার টাকায় ব্যবসা করা সম্ভব?

হোমমেড কেকের ব্যবসা
হোমমেড খাবারের ব্যবসা
ছোটদের খেলনার ব্যবসা ইত্যাদি।

নতুন ব্যবসা শুরু করার পদক্ষেপ কি?

আয়েরপরিকল্পনা
বাজার যাচাই
নতুনত্ব খুঁজে বের করা
ক্রেতার সম্পর্কে জানা
ন্যূনতম কার্যকর পণ্য তৈরি ইত্যাদি।

একজন বাংলাদেশী কনটেন্ট ক্রিয়াটার এবং গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কয়েক বছর থেকে কাজ করে আসছেন। তার জন্ম ও বেড়ে ওঠা রাঙ্গামাটিতে। পড়ালেখার পাশাপাশি তিনি ২০২৩ এ বাংলায় Info এর সাথে যুক্ত হয়ে বাংলা ভাষা নিয়ে কনটেন্ট বানানো শুরু করেন।

Related Posts

নতুন কোম্পানির নামের তালিকা

নতুন কোম্পানির নামের তালিকা, দোকানের আরবি প্রতিষ্ঠানের নাম

ব্যবসা শুরু করার জন্য অন্যতম একটি স্টেপ হচ্ছে ব্যবসায়ের জন্য একটি সুন্দর নাম বাছাই করা। আপনি যখন একটি বিজনেসের জন্য একটি সুন্দর নাম বাছাই করে ফেলবেন তখন…

ড্রপশিপিং বিজনেস

কীভাবে টাকা ছাড়া ড্রপশিপিং বিজনেস শুরু করবেন? ২০২৪ সালের সম্পূর্ণ গাইডলাইন।

ই কমার্স ব্যবসা হলো অনেক সুবিশাল এবং বিচিত্রময়। এবং তার মধ্যে ড্রপশিপিং বিজনেস নতুন ব্যবসায়ীদের এবং অভিজ্ঞতা সম্পন্ন অনলাইন বিক্রেতাদের জন্য একইভাবে একটি জনপ্রিয় মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে।…

খাবারের দোকানের সুন্দর নাম বাংলা

খাবারের দোকানের সুন্দর নাম বাংলা ( ফাস্টফুড, হোটেল, রেস্টুরেন্ট ব্যবসার নাম)

ব্যবসা শুরু করার জন্য অন্যতম একটি স্টেপ হচ্ছে ব্যবসায়ের জন্য একটি সুন্দর নাম বাছাই করা। আপনি যখন একটি বিজনেসের জন্য একটি সুন্দর নাম বাছাই করে ফেলবেন তখন…

ইসলামিক সুন্দর নামের তালিকা

ব্যবসা প্রতিষ্ঠানের ইসলামিক সুন্দর নামের তালিকা সমূহ

অনেকে ভাবেন ব্যবসার প্রতিষ্ঠানের নাম রাখা এমন কি ব্যাপার যেকোনো একটি নাম রাখলেই হলো। কিন্তু শুরুর দিন থেকে যদি আপনার ব্যবসায় নাম নিয়ে গুরুত্ব না দেন তাহলে…

ব্যবসা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা

ব্যবসা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা সমূহ 2024

দোকানের সুন্দর নামের তালিকা ব্যবসা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা কিংবা দোকানের সুন্দর নামের তালিকা বের করা বেশ ঝামেলা হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে এমন…

সুন্দর কিছু কোম্পানির নাম

১০০+ সুন্দর কিছু কোম্পানির নাম এর লিস্ট আপনার কোম্পানির জন্য BEST

ব্যবসা শুরু করার জন্য অন্যতম একটি স্টেপ হচ্ছে ব্যবসায়ের বা কোম্পানি জন্য একটি সুন্দর কিছু কোম্পানির নাম বাছাই করা। আপনি যখন একটি বিজনেসের জন্য একটি সুন্দর নাম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *