Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Banglayinfo.com
    • Home
    • News
    • Business
    • Technology
    • Entertrainment
    • Fashion
    • Life Style
    Facebook X (Twitter) Instagram
    Banglayinfo.com
    Home»খতিয়ান অনুসন্ধান»২০২৪ এ পাসপোর্ট হয়েছে কিনা চেক করে নিন
    খতিয়ান অনুসন্ধান

    ২০২৪ এ পাসপোর্ট হয়েছে কিনা চেক করে নিন

    JacobBy Jacob2024-01-12No Comments7 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    পাসপোর্ট হয়েছে কিনা চেক
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসসালামু আলাইকুম ,আশা করি সকলে ভাল আছেন । আমরা অনেকেই নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করে থাকি কিন্তু পাসপোর্ট হয়েছে কিনা চেক করা সম্পর্কে জানা প্রত্যেকেরই উচিত। আপনি যদি আপনার পাসপোর্ট হয়েছে কিনা এ বিষয়টি না জানেন তাহলে কখন যাবেন কালেক্ট করতে?

    এই বিষয়টা আপনি জানতে পারবেন নির্দিষ্ট একটা প্রসেসের মাধ্যমে অনলাইন থেকে। নির্দিষ্ট একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং আপনার পাসপোর্ট এর প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে জেনে নিতে পারবেন এই জিনিসটা।

    আপনি কি বিদেশে পাড়ে দিতে চান ভ্রমণে, হজে কিংবা অফিসের কোন কাজে?তাহলে আপনার লাগবে পাসপোর্ট। 

    আপনি যখন বিদেশে ভ্রমন করবেন তখন আপনার কাছে ন্যাশনাল আইডি কার্ড (NID) কোন কাজ দিবে না অবশ্যই আপনার পরিচয় নথি হিসেবে ব্যবহার হবে পাসপোর্ট। আর সেজন্যই অনেকে আমরা নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করে থাকি।

    পাসপোর্ট আবেদনের পর মাথায় একটায় চিন্তা আসে, কবে পাসপোর্ট ডেলিভারি পাবে ? এ জন্য ই-পাসপোর্ট ডেলিভারি টাইম এবং পাসপোর্ট ডেলিভারি চেক করতে থাকি । 

    সুতরাং আপনার  করা পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা এবং নতুন e passport check online করা সম্পর্কে জানাটা আমাদের নিতান্তই প্রয়োজনীয় বিষয়।

    তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ চলে আসি কিভাবে ই পাসপোর্ট অনলাইন থেকে চেক করতে হয়। তাই আমি রিকমেন্ট করব আপনি যদি এই বিষয়টা ভালোভাবে জানতে চান তাহলে অবশ্যই আর্টিকেল টি শেষ পর্যন্ত পড়বেন।তাহলে চলুন আমরা জেনে আসি-

    বর্তমানে পাসপোর্ট হয়েছে কিনা চেক করা যাবে দুই পদ্ধতিতে-

    নং
    নাম
    1.
    অনলাইনের মাধ্যমে
    2.এসএমএস এর মাধ্যমে

    Passport Check Online – যা যা লাগবে

    পাসপোর্ট আবেদন শেষে অনলাইন থেকে প্রদত্ত একটি আইডি নাম্বার প্রদান করা হয়। তাছাড়া পাসপোর্ট এর কাগজ জমা দেওয়ার পরে একটি ডেলিভারি স্লিপ প্রদান করা হয়। উক্ত ডেলিভার স্লিপে একটি রেফারেন্স নাম্বার থাকে। এই দুটির যে কোন একটি নাম্বার এবং আপনার সঠিক জন্ম তারিখ যেটি আপনি পাসপোর্ট আবেদনে দিয়েছিলেন সেটি দরকার হবে পাসপোর্ট চেকিং করতে। মোটকথা-

    Online Registration ID (OID)

    Application ID

    Date OF Birth

    এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক করুন

    আপনার  পাসপোর্ট আবেদন প্রদত্ত হলে সেটি মোবাইলে এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। এজন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে একটি মেসেজ টাইপ করতে হবে।

    এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন START EPP Application ID Number, এবং এটি লিখে পাঠাতে হবে 16445 নম্বরে।

    উদাহরণঃ SRART EPP 1234-56789548

    আপনার এসএমএস পাঠানোর পরে, 16445 নাম্বার থেকে একটি ফিরতি এসএমএস আসবে যাতে আপনার আবেদনের সর্বশেষ অবস্থা, আবেদনে কোন সমস্যা আছে কিনা এবং পাসপোর্ট কবে হাতে পাবেন তা উল্লেখ থাকবে।

    বর্তমানে  পাসপোর্ট চেকিং ওয়েবসাইট 

    epassport.gov.bd ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেইজ থেকে Online Registration ID (OID) অথবা Passport Application ID দ্বারা এ পাসপোর্ট চেক করা যায়। এবং পাসপোর্ট এর বিভিন্ন স্ট্যাটাস সম্পর্কে জানা যায়। আপনি যদি পাসপোর্ট এর বিভিন্ন স্ট্যাটাস সম্পর্কে না জানেন তাহলে আপনি অন্য কোন দক্ষ ব্যক্তি দ্বারা পাসপোর্ট চেক করে নিতে পারেন।

    পাসপোর্ট স্ট্যাটাস সমূহের অর্থ 

    উপরের প্রক্রিয়ার স্ট্যাটাস চেক করলে সম্ভাব্য যা যা স্ট্যাটাস  আসতে পারে টা নিম্নরুপঃ 

    Payment Verification Result –  Name Mismatch 

    এই স্ট্যাটাস আসলে বুজতে হবে, আপনার পেমেন্ট এর সময় দেওয়া নাম ও আবেদনের সময় দেওয়া নামের মধ্যে মিল নেই। এই সমস্যা সমাধানের জন্য পাসপোর্ট অফিসে পাসপোর্ট স্ট্যাটাযেতে হবে।  

    Your Application is pending on payment investigation (Amount mismatch or Reference number mismatch) 

    কোন কারণে টাকা দেওয়ার পর যদি সঠিকভাবে রেফারেন্স নম্বর না দেওয়া হয় এবং নির্ধারিত পরিমান টাকা জমা না হয় , তাহলে এই স্ট্যাটাসঃ টি আসতে পারে।  

    pending for Police Approval 

    আপনার পুলিশ ভেরিফিকেশন না হয়ে থাকলে বা ভেরিফিকেশন হলেও পুলিশ যদি উপদেশ রিপোর্ট না দেয়, তাহলে এই সমস্যাটি দেখা দিবে।  এক্ষত্রে থানায় ও পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে। 

    Pending of Assistant Director/ Deputy Director Approval 

     পুলিশ ভেরিফিকেশন এর রিপোর্ট এসিস্টেন্ট ডাইরেক্টরের কাছে না পৌঁছালে এই স্ট্যাটাসটি দেখা যেতে পারে।  এটা আপডেট হতে সাধারণত এক সপ্তাহের মতো সময় লাগে। ডেপুটি বা আইস্টান্ট ডিরেক্টরের অনুমোদন,  এটি একটি গুরুপ্তপূর্ণ ধাপ। 

    Pending for Backend Verification 

    এই সমস্যাটি সাধারণত ব্যাকএন্ড এ সার্ভারের সমস্যা বা ডেটা এন্ট্রি না হওয়ার কারণে হতে পারে।  এই স্ট্যাটাসটি সাধারণত ২ থেকে ৩ কার্যদিবসের মধ্যে ঠিক হয়ে থাকে।  

    Pending for Passport Personalization 

    এই ধাপে মূলত আপনার পাসপোর্ট তৈরির টেকনিক্যাল ধাপগুলি সম্পন্ন হয়ে থাকে, যেমন: লেসারিং, HD  DOD  কালার ইনজেক্ট প্রিন্টিং, নিরাপত্তা লেমিনেশন, RFID এনকোডিং ও ইনলাইন কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে।  এটিও এক সপ্তাহের মদ্ধে উপদেশ হয়ে যেতে পারে।  

    In Printer Queue 

    এই স্ট্যাটাসের মানে, আপনার পাসপোর্ট টি প্রিন্টিং প্রেস এ প্রিন্ট হবার জন্য সিরিয়ালে আছে। এটা সাধারণত ২ থেকে ৩ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়ে থাকে।  

    Printing Succeeded 

    এর মানে আপনার পাসপোর্টই সফলভাবে প্রিন্ট করা হয়ে গেছি এটি এখন ডেলিভারির জন্য প্রস্তুত।  

    QC Succeed, Ready for Dispatch 

    এর অর্থ আপনার পাসপোর্ট টি প্রিন্ট এর পর চেক করা হয়েছে এবং নিশ্চিত হয়েছে সকল তথ্য ঠিক আছে।  এটি এখন আবেদনকারীর সংশ্লিট অফিসে বিতরণের জন্য প্রেরণ করা হবে।  

    Passport is Ready, Pending for Issuance 

    এই ধাপে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয় পাসপোর্ট বিতরণের সময় ও স্থান।

    পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে কি কি প্রয়োজন হয় 

    এর জন্য আপনার প্রয়োজন দুইটি জিনিসঃ 

    পাসপোর্ট আবেদনের Online Registration ID (OID) বা Application ID 

    ও জন্ম তারিখ (পাসপোর্ট আবেদনে যা দিয়েছেন) 

    OID এই আইডি টি পাসপোর্ট আবেদনের সময় এপ্লিকেশন সামারি পেজ থেকে পাওয়া যায়।   

    পাসপোর্ট হয়েছে কিনা চেক | ই-পাসপোর্ট অনলাইন পোর্টাল

    আপনার ফোন/ল্যাপটপ/পিসির যে কোন ওয়েব ব্রাউজার থেকে https://www.epassport.gov.bd/authorization/application-status এই লিংকে প্রবেশ কার্টুন।  থালে নিচের চিত্রের মতো একটি ওয়েব পেইজ দেখতে পারবেন।  

    এখানে আপনার পাসপোর্ট এপ্লিকেশন আইডি / অনালাইন রেজিস্ট্রেশন আইডি বা ইমেইল নাম্বার এবং পারপোর্ট আবেদনে দেওয়া জন্মতারিখ দিতে হবে।  উপরের বক্সে এপ্লিকেশন আইডি / অনালাইন রেজিস্ট্রেশন আইডি দিলে নিচের বক্সটি নিজে থেকেই পূরণ হয়ে যাবে।  এরপর ক্যাপচা তে টিক চিহ্ন দিয়ে ‘Check’ বাটনে ক্লিক করতে হবে।  একটু অপেক্ষা করলে, আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। 

    পাসপোর্ট হয়েছে কিনা স্ট্যাটাস চেক 

    এখানে দেখা যাচ্ছে আবেদনকারীর পাসপোর্ট আবেদন স্ট্যাটাস “Passport Issued” হয়েছে। কোন কারনে বাতিল বা পেন্ডিং থাকলে সেই স্ট্যাটাস ও থাকতো।

    MRP পাসপোর্ট হয়েছে কিনা চেক করার নিয়ম

    মেশিন রিডেবল পাসপোর্ট চেক করাও অনেক সহজ।  http://passport.gov.bd/OnlineStatus.aspx এই লিংকে প্রবেশ করে Enromllment ID , জন্ম তারিখ দিয়ে আগের পদ্ধতি অনুসরণ করে আপনার পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারেন। 

    কি লেখা আসলে বুঝবো আমার পাসপোর্ট হয়েছে কিনা চেক

    Passport is ready pending for issuance পাসপোর্ট চেক করার পরে এই লেখাটি আসলে বুঝবেন আপনার আইডি কার্ড টা তৈরি হয়ে গেছে এবং এটি ইস্যু বা ডেলিভারির জন্য প্রস্তুত। আমরা অনেকেই সার্চ করার পরে উপরের দেওয়া লেখাটা দেখতে পাই।

    সুতরাং আপনি যদি উপরের লেখাটা দেখতে পান অর্থাৎ Passport is ready pending for issuance তাহলে বুঝবেন আপনার পাসপোর্টটি তৈরি হয়ে গেছে এবং ইস্যু করা হচ্ছে বা আপনার ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছে।

    অনলাইনেই কি যাচাই করা যায় পাসপোর্ট হয়েছে কিনা?

    হ্যাঁ অবশ্যই, আপনি খুব সহজে একটা প্রসেস কমপ্লিট করে জেনে নিতে পারবেন আপনার কৃত পাসপোর্ট এর আবেদন হয়েছে কিনা। সুতরাং আপনার পাসপোর্ট এর কাজ যদি প্রায় রেডি হয়ে যায় তাহলে Passport is ready pending for issuance এরকম লেখা আসবে।

    নিচের ভিডিও টি দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন সম্পুর্ন বিষয়

    শেষ কথা 

    আশা করা যায় এখান থেকে আপনি জানতে পেরেছেন কিভাবে পাসপোর্ট হয়েছে কিনা চেক করা যায় যদি এই পোস্ট আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা আরো অন্যান্য পোস্ট দেখতে পারেন।
    যদি এই আর্টিকেলটি আপনার কাজে লাগে তাহলে আপনার থেকে আমরা শুধু মাত্র একটা কমেন্ট অথবা শেয়ার আশা করছি।ধন্যবাদ।নতুন নতুন আপডেট পেতে বাংলায় ইনফো ফেইসবুক পেজ  এর সাথেই থাকবেন।

    পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে পাসপোর্ট চেক করব?


    পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার জন্য passport.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, মেনু থেকে Application Status বাটনে ক্লিক করুন। অতঃপর, Enrolment ID ও Date of Birth লিখে ক্যাপচা কোড পূরণ করে সার্চ বাটনে ক্লিক করুন। তাহলে, পাসপোর্ট চেক করতে পারবেন।

    পুরাতন পাসপোর্ট নাম্বার পাওয়ার উপায়?

    যদি আপনার পাসপোর্ট নম্বরের প্রয়োজন হয় এবং আপনার পাসপোর্টে অ্যাক্সেস না থাকে — এবং আপনি নম্বরটি অন্য কোথাও সংরক্ষণ না করে থাকেন — আপনি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে এটির জন্য অনুরোধ করতে পারেন৷ চিঠিতে, আপনাকে নিম্নলিখিত তথ্য অন্তর্ভুক্ত করতে হবে: জন্মের সময় পুরো নাম, পরবর্তী নাম পরিবর্তন সহ (যদি প্রযোজ্য হয়)।

    অনলাইন রেজিস্ট্রেশন আইডি (OID) কি?

    প্রতিটি ই-পাসপোর্ট আবেদনের একটি ইউনিক আইডি থাকে। এই আবেদনের আইডিকে অনলাইন রেজিস্ট্রেশন আইডি (OID) বলে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Jacob
    • Website

    এই ওয়েবসাইট টি বাংলা ভাষা কে সম্মান জানানোর জন্য তৈরী করা হয়েছে। পৃথিবীর সব অঞ্চলের মানুষদের কাছে বাংলা ভাষায় সব তথ্য,খবরাখবর বা নতুন কিছুর সন্ধান দেওয়াই হচ্ছে একমাত্র লক্ষ্য। এটি সবার নিজস্ব বাংলা ভাষার ব্লগ।

    Related Posts

    মোবাইল এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক ও সম্পূর্ণ প্রক্রিয়া 2024

    2024-02-20

    খুব সহজে খাস জমি রেকর্ড করার নিয়ম জেনে নিন

    2024-02-19

    e Porcha gov db. খতিয়ান অনুসন্ধান, ই নামজারি যাচাই 2024

    2024-02-15
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    Recent Post

    X-Shaped Cross Necklace That Mixes Meaning with Minimalism

    2025-04-21

    News The Lifeblood of an Informed Society

    2025-01-07

    Lifestyle: Crafting a Life of Balance and Fulfillment

    2025-01-07

    Lifestyle Crafting a Life of Balance and Fulfillment

    2025-01-07
    All Category
    • Automotive
    • Business
    • Digital Marketing
    • Entertainment
    • Fashion
    • Finance
    • Home Improvement
    • Life Style
    • News
    • Others
    • Technology
    • Travel
    • অনলাইনে আয়
    • এন আই ডি
    • ক্যারিয়ার
    • খতিয়ান অনুসন্ধান
    • ছবি কালেকশন
    • জন্ম নিবন্ধন
    • পাসপোর্ট
    • ফ্রিল্যান্সিং
    • বিজনেস আইডিয়া
    • ভিসা
    • রমজান
    • সাস্থ্য ও রূপচর্চা
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Contact Us
    • Privacy Policy
    © 2025 Banglayinfo.com. Designed by Master IT Firm.

    Type above and press Enter to search. Press Esc to cancel.