আপনি যদি কৃষি ব্যাংকে টাকা সঞ্চয় করতে চান তাহলে আপনাকে কৃষি ব্যাংক ডিপিএস চার্ট সম্বন্ধে জানা উচিত। অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতো টাকা সঞ্চয় করার পদ্ধতি হলো ডিপিএস।
ইংরেজি DPS এর পূর্ণ রূপ “Deposit Pension Scheme“। একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ মাসে মাসে আপনার ব্যাংক একাউন্টে করে, একটা নির্দিষ্ট সময় শেষে সেই টাকার সুদসহ টাকা পাওয়াকে ডিপিএস (DPS) বলে।
কৃষি ব্যাংক ডিপিএস করার সুবিধা সবার জন্য উন্মুক্ত করেছেন। আপনি নিজেই ব্যাংকে গিয়ে আপনার পছন্দ মতো কৃষি ব্যাংক ডিপিএস চার্ট এর বিভিন্ন স্কীম জেনে কৃষি ব্যাংক ডিপিএস চালু করতে পারবেন।
কৃষি ব্যাংক ডিপিএস চার্ট কি?
কৃষি ব্যাংক ডিপিএস চার্ট বলতে বুঝায়, ব্যাংকটি এই মুহূর্তে কত বছর মেয়াদি ডিপিএস করলে কত পারসেন্ট ইন্টারেস্ট দিবে এবং মাসিক কত টাকা জমা দিতে হবে। একই সাথে এই মুহূর্তে ব্যাংকটির কত বছরের ডিপিএস স্কিম চালু আছে তা বোঝায়।
তবে কৃষি ব্যাংক ইন্টারেস্টের পরিমাণ পরিবর্তন করতে সক্ষমতা রাখে এই মর্মে আপনাকে জানানো হবে। তবে সাধারণত আপনাকে বলা ইন্টারেস্টের কম দেওয়া হয় না।
কৃষি ব্যাংকে নিদৃষ্ট মেয়াদ অনুযায়ী টাকা সঞ্চয় করার জন্য যে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে থাকে তাকেই মূলত বলা হয় ডিপিএস। একজন ব্যক্তি চাইলে কৃষি ব্যাংকে অনেক ধরনের ডিপিএস অ্যাকাউন্ট রয়েছে তাদের মধ্যে যেকোনো অ্যাকাউন্ট করতে পারেন। তাহলে চলুন এবার জানেন নেওয়া যাক কৃষি ব্যাংক ডিপিএস কত প্রকার সেই সম্পর্কেঃ-
আরো পড়ুন :২০২৪ এ খুব সহজে ব্যাংক থেকে লোন পাওয়ার উপায়
কৃষি ব্যাংক ডিপিএস কত প্রকার /কৃষি ব্যাংক ডিপিএস ২০২৪
কৃষি ব্যাংক তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ডিপিএস সুবিধা দিয়ে থাকে।যেমনঃ-
➡️বিকেবি ত্রৈমাসিক প্রফিট স্কিম
যারা কৃষি ব্যাংক ডিপিএস করতে চান তারা চাইলে এই ডিপিএস গুলোর মধ্যে থেকে যেকোন ডিপিএস অ্যাকাউন্ট করতে পারেন।তাহলে চলুন এই ডিপিএস গুলো সম্পর্কে কিছুটা ধারণা নেয়া যাক।
ফিক্স ডিপোজিট রিসিপ্ট
যারা কৃষি ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট করতে চান তারা চাইলে এই ডিপিএসটি খুলতে পারেন। বাংলাদেশ কৃষি ব্যাংক এককালীন ৩ মাস ৬ মাস এবং ১ বছর মেয়াদী এফডিআর এবং ফিক্স ডিপোজিট এর বিপরীতে ৫.৭৫%, ৫.৮৫% ও ৬% হারে মুনাফা প্রদান করে থাকে।
বিকোবি মাসিক প্রফিট স্কিম
যারা এককালীন হিসাবে প্রতি লাখ বার আর বেশি টাকা সাত বছর মেয়াদে জমা রাখলে প্রতি মাসে ৫৮৩ টাকা মুনাফা প্রদান করে থাকে ডিপিএস এর মাধ্যমে।
বিকেবি ডাবল প্রফিট স্কিম
যারা কৃষি ব্যাংকে বিকেবি ডাবল প্রফিট স্কিম ডিপিএসে এককালীন ১০ হাজার টাকা ১২ বছর মেয়াদে জমা রাখলে ৭ শতাংশ মুনাফা হারে ইন্টারেস্ট প্রদান করা হয়ে থাকে।
বিকেবি লাখপতি স্কিম
কৃষি ব্যাংকে যত ডিপিএস রয়েছে তার মধ্যে এই ডিপিএসটি খুবই গুরুত্বপূর্ণ।এই ডিপিএসে মাসিক ৯৮০ টাকা কিস্তিতে ৭ বছর মেয়াদে মাসিক ৭% চক্রবৃদ্ধি হারে সাত বছর পর এমন এক লক্ষ টাকা প্রদান করা হয়ে থাকে।
কৃষি ব্যাংক ডিপিএস চার্ট
আপনি যখন কৃষি ব্যাংকে ডিপিএস একাউন্ট খুলতে যাবেন, তখন কৃষি ব্যাংক ডিপিএস চার্ট এর সকল স্কিম সম্পর্কে জেনে রাখা জরুরি। নিচের লিস্টে কৃষি ব্যাংকের সকল ডিপিএস স্কিমের কথা তুলে ধরলাম।
কৃষি ব্যাংকের ডিপিএস স্কিমের নাম কিস্তির পরিমাণ সুদের হার-
- সেভিংস অ্যাকাউন্ট 3.50%
- বর্তমান অ্যাকাউন্ট 0.00%
- বিশেষ নোটিশ জমা (SND) ক) 1.00 কোটির কম 2.50%
খ) 1.00 কোটির বেশি কিন্তু 25.00 কোটির কম 2.75%
গ) 25.00 কোটির বেশি কিন্তু 50.00 কোটির কম 3.00%
ঘ) 50.00 কোটির বেশি কিন্তু 100.00 কোটির কম 3.25%
ঙ) 100.00 কোটির উপরে 3.0%
4.শিক্ষা সঞ্চয় প্রকল্প যেকোনো 1.00℅
আরো পড়ুন :বাংলাদেশ কৃষি ব্যাংক ডিপিএস করার নতুন নিয়ম২০২৪
বাংলাদেশ কৃষি ব্যাংক ডিপিএস স্কিম :
বাংলাদেশ কৃষি ব্যাংক ডিপিএস চার্ট এ মাসিক ডিপোজিট স্কিম হল একটি আকর্ষণীয় মাসিক ডিপোজিট স্কিম হল সেই ব্যক্তিদের জন্য যারা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করতে চান। এমএসএস মূলত নিয়মিত মাসিক আয়ের আমানতকারীদের সঞ্চয় সংগ্রহ করতে উত্সাহিত করে।
গ্রাহক সুবিধা
দ্রুত এবং সহজ প্রক্রিয়াকরণ
মাসিক কিস্তি – 1,000/- থেকে 10,000/-
সুদের হার:
03 বছরের জন্য – 7.25%
05 বছরের জন্য – 7.50%
07 বছরের জন্য – 8.00%
10 বছরের জন্য – 8.25%
বার্ষিক ভিত্তিতে সুদ প্রদেয়।
যোগ্যতা:
ন্যূনতম বয়স: ১৮
বাংলাদেশের নাগরিক হতে হবে।
অ্যাকাউন্ট খোলার ফর্মে প্রয়োজনীয় তথ্য:
যথাযথভাবে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট খোলার ফর্ম পূরণ করা।
আবেদনকারীর সাম্প্রতিক ছবির দুটি পাসপোর্ট আকারের কপি একজন পরিচয়কারীর দ্বারা যথাযথভাবে সত্যায়িত, যার BKB-এর যেকোনো শাখায় অ্যাকাউন্ট থাকতে হবে।
আবেদনকারীর বৈধ NID/ বাংলাদেশ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি।
বৈধ ই-টিআইএন সার্টিফিকেটের সত্যায়িত কপি।
মনোনীত ব্যক্তির এক কপি ছবি।
মনোনীত ব্যক্তির বৈধ NID এর সত্যায়িত অনুলিপি।
কৃষি ব্যাংক ডিপিএস সুদের হার:
কৃষি ব্যাংক ডিপিএস চার্ট দেখে ডিপিএস খুলতে চান তাদের জন্য কৃষি ব্যাংক ডিপিএস লাভ এবং কৃষি ব্যাংক ডিপিএস সুদের হার কত এটা সম্পর্কে জানা খুবই জরুরী। কৃষি ব্যাংকের বিভিন্ন ধরনের ডিপিএস অ্যাকাউন্ট ভেদে লাভের হার ভিন্নতর হয়ে থাকে। তাই সর্বপ্রথম আগে কোন ধরনের ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে চান সেটা সিলেক্ট করতে হবে এবং তারপর ইন্টারেস্ট রেট জানতে হবে।
কৃষি ব্যাংক ডিপিএস খোলার নিয়ম /Krishi Bank DPS Chart:
কৃষি ব্যাংক ডিপিএস চার্ট দেখে ডিপিএস খুলেন তাহলে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট এর দরকার হবে। এই ডকুমেন্টগুলো না থাকলে কোনভাবেই কৃষি ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন না।যেমনঃ
➡️প্রথমে কৃষি ব্যাংক ডিপিএস ফরম লাগবে সেটা আপনারা সরাসরি কৃষি ব্যাংকের শাখা থেকে সংগ্রহ করে নিতে পারেন।
➡️যে ব্যক্তি ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে চান তার ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লাগবে।
➡️ব্যক্তির যদি ট্রেড লাইসেন্স থেকে থাকে তাহলে ট্রেড লাইসেন্স দিতে হবে এবং সর্বশেষ ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে।
➡️নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রর প্রয়োজন হবে।
যারা কৃষি ব্যাংক ডিপিএস খুলতে চান তারা চাইলে এই সমস্ত ডকুমেন্ট গুলার মাধ্যমে খুব সহজেই কৃষি ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন।
কৃষি ব্যাংক ডিপিএস চার্ট টির বিষয়ে আরো ভালোভাবে বুজতে হলে নিচের ভিডিওটি দেখতে পারেন –
শেষ কথা-
আজ আমরা কৃষি ব্যাংক ডিপিএস চার্টএর সম্পূর্ণ ডিপিএস সিস্টেম নিয়ে আলোচনা করলাম। আশা করি আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে কৃষি ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।তার পরেও যদি কৃষি ব্যাংকের ডিপিএস সম্পর্কে কোন বিষয় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আপনার প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করা হবে এবং আমাদের পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।আশা করি, আপনারা বুঝতে পেরেছেন। লেখাটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলায় ইনফো এর সাথেই থাকুন।
FAQ:
বাংলাদেশ কৃষি ব্যাংকের সুদের হার কত?
বাংলাদেশ ব্যাংক সাধারণত অন্যান্য ঋণের তুলনায় কৃষি ঋণে সুদের হার ১ শতাংশ কম রাখে। কৃষি ঋণে সুদের হার ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক কি সরকারি?
বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) একটি শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক।
কৃষি ব্যাংক অনলাইনে করা যায়
বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংক তার 1038টি শাখার মাধ্যমে অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করছে ।
২০২৩ এ বাংলাদেশের সেরা ব্যাংক কোনটি?
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) দ্য এশিয়ামানি কর্তৃক প্রদত্ত লোভনীয় ‘বাংলাদেশের সেরা দেশীয় ব্যাংক 2023’ পুরস্কার জিতেছে।