বাংলায় ইনফো: বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট

হারানো রেজিস্ট্রেশন কার্ড বের করার নিয়ম 2024

আপনার SSC বা HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে অনলাইনে আবেদন করেই খুব সহজে তা বের করে নিতে পারবেন। আপনার একাডেমিক রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে করণীয় কি,হারানো রেজিস্ট্রেশন কার্ড বের করার নিয়ম এবং কিভাবে রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে বের করবেন তার বিস্তারিত প্রক্রিয়া ধাপে ধাপে দেখানে হয়েছে।

তবে কোন একাডেমিক রেজিস্ট্রেশন কার্ড বা সার্টিফিকেটের Duplicate কপি পাওয়ার আবেদন করার একটি প্রক্রিয়া আছে। কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও ফর্মালিটি পালন করতে হবে। তাই বিস্তারিত তথ্য শেয়ার করলাম, যাতে কাজটি আপনি নিজেই করতে পারেন। আজকে পোস্টে হারানো রেজিস্ট্রেশন কার্ড বের করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে করণীয়

রেজিস্ট্রেশন কার্ডবা বা প্রবেশপত্র হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করতে হবে। জিডি করার পর করণীয় হচ্ছে দেশে প্রচলিত কোন দৈনিক পত্রিকায় হারানোর বিজ্ঞপ্তি প্রকাশ করা। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে অনলাইনে নকল কপির জন্য আবেদন করতে হবে।

ঢাকা বোর্ডের হারানো রেজিস্ট্রেশন কার্ড বের করার নিয়ম

হারিয়ে যাওয়া রেজিস্ট্রেশন কার্ড বের করার জন্য ‍নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

  • প্রথমে নিকটস্থ থানায় হারানোর জিডি করুন;
  • দৈনিক পত্রিকায় হারানোর বিজ্ঞপ্তি প্রকাশ করুন;
  • অনলাইনে নকল রেজিস্ট্রেশন কার্ড উত্তোলনের আবেদন করুন;
  • অনলাইনে পেমেন্ট সম্পন্ন করুন;
  • আবেদন অনুমোদন হলে, বোর্ড থেকে আপনার রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করুন।

থানায় জিডি করতে এবং পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার ক্ষেত্রে, অবশ্যই আপনার নাম, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, নাম, পিতার নাম, মাতার নাম কলেজের নাম উল্লেখ করতে হবে।

রেজিস্ট্রেশন কার্ড উত্তোলনের অনলাইনে আবেদন প্রক্রিয়া

রেজিস্ট্রেশন কার্ড উত্তোলনের জন্য অনলাইনে আবেদন করার পূর্বে আপনার কম্পিউটার বা মোবাইলে জিডি কপি ও পত্রিকায় বিজ্ঞাপনের একটি কপি স্ক্যান করে আপনার কম্পিউটারে বা মোবাইলে সংরক্ষণ করুন। তারপরই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করবেন।

হারানো রেজিস্ট্রেশন কার্ড বের করার নিয়ম অনলাইনে

ধাপ ১: আপনার রেজিস্ট্রেশনের তথ্য সার্চ করুন

ভিজিট করুন Dhaka Board Online Application এবং এখান থেকে “ডকুমেন্ট উত্তোলনের আবেদন” অপশন থেকে “আবেদন ফরম” অপশনে যান।

এখান থেকে “(রেজিস্ট্রেশন কার্ড (হারানো/নষ্ট হলে)” অপশনটি সিলেক্ট  করতে হবে। তারপর  এখানে আপনার রেজিস্ট্রেশন কার্ডের সেশন অনুসারে ধরণ সিলেক্ট করুন। এরপর আপনার রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, লিখে Find বাটনে ক্লিক করুন। এরপর আপনার সব তথ্য স্ক্রীনে দেখানো হবে।

ধাপ ২: ছবি ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন

স্ক্রীনে আপনার সব তথ্য ঠিক থাকলে নিচের দিকে যান। এরপর এখানে আপনার মোবাইল নম্বর দিতে হবে, নিজের ছবি, জিডি কপি এবং পত্রিকায় বিজ্ঞাপনের কপি আপলোড করুন।

ধাপ ৩: আবেদন জমা দিন ও প্রিন্ট কপি সংগ্রহ করুন

সব ডকুমেন্ট আপলোড করার পর Submit বাটনে ক্লিক করুন। আবেদন Submit হলে আপনার মোবাইলে একটি Username ও Password পাঠানো হবে। এগুলো Save রাখবেন। এই Username ও Password ব্যবহার করে লগইন করে চেক আপনার আবেদনের অবস্থা চেক করতে পারবেন।

আবেদন জমার পর স্ক্রীনে একটি Acknowledgment কপি আসবে, Print বাটনে ক্লিক করে এটি প্রিন্ট করুন অথবা PDF হিসেবে Save করে রাখুন।

এছাড়াও অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে? তা জানতে চাইলে এটি দেখতে পারেন।

ধাপ ৪: পেমেন্ট সম্পন্ন করুন

এই ধাপে আপনাকে রেজিস্ট্রেশন কার্ড বের করার জন্য আপনি যে আবেদন করছেন তার ফি পরিশোধ করতে হবে। এই ফি যে কোন ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। 

এরপর পেমেন্ট করার জন্য Sonali Slip অপশনে ক্লিক করুন।

যেভাবে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করবেন

Sonali Bank এর Payment Gateway চালু হবে। বিকাশ থেকে পেমেন্ট করার জন্য Mobile Banking অপশন সিলেক্ট করে পেমেন্ট করতে পারবেন।

পেমেন্ট করার পর সোনালী ব্যাংকের একটি পেমেন্ট স্লিপ তৈরি হবে। সেটি প্রিন্ট করে নিন, অথবা PDF ফাইলে Save করে নিন। এরপর আপনার রেজিস্ট্রেশন কার্ড বের করার অনলাইন আবেদন সম্পন্ন হয়ে গেল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে করণীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের হারানো রেজিস্ট্রেশন কার্ড বের করার নিয়ম। রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করতে হবে। থানায় অফিসার ইনসার্চ বরাবর একটা আবেদন করতে হবে যাতে আপনার (রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, নাম, পিতার নাম, মাতার নাম, কলেজের নাম সহ বিস্তারিত তথ্য দিয়ে আবেদনটি লিখতে হবে) পরে থানার কার্যক্রম শেষে আবেদনটি জিডির একটি কপি দেওয়া হবে। আপনি সেই জিডি কপি কলেজে জমা দিয়ে নতুন একটা রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্রের জন্য অধ্যক্ষ স্যার বরাবর আপনাকে আবেদন করতে হবে। 

বি:দ্র: থানায় জিডি বা সাধারণ ডায়েরি করতে কোন ফি লাগে না। 

এরপরে তানিয়া বা জাতীয় দৈনিক পত্রিকা হারিয়ে গেছে এমন শিরোনামের বিজ্ঞাপন দিতে হবে। যাতে আপনার রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, নাম, পিতার নাম, মাতার নাম কলেজের নাম সব বিস্তারিত তথ্য দিতে হবে। তারপর সে পত্রিকার অংশবিশেষ কেটে নিয়ে কলেজের আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।

শেষ কথা 

আজকে পোস্টে আপনাদের সাথে হারানো রেজিস্ট্রেশন কার্ড বের করার নিয়ম  সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যখনই আপনার SSC বা HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে যায় তাহলে  অনলাইনে আবেদন করেই খুব সহজে তা বের করে নিতে পারবেন। আশা করি হারানো রেজিস্ট্রেশন কার্ড বের করার নিয়ম সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আরো নতুন নতুন তথ্য পেতে বাংলা ইনফোর ওয়েবসাইটে সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষন আমাদের সাথে থাকার জন্য।  

হারানো রেজিস্ট্রেশন কার্ড বের করার নিয়ম 2024 আরো জানতে চাইলে নিচের উল্লেখিত ভিডিওটি দেখতে পারেন।

হারানো রেজিস্ট্রেশন কার্ড বের করার নিয়ম 2024 সংক্রান্ত সাধারণ কিছু জিজ্ঞাসিত প্রশ্ন। 

FAQ’s

১.  সার্টিফিকেট হারিয়ে গেলে কিভাবে তুলতে হয়?

সার্টিফিকেটবা প্রবেশপত্র হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করতে হবে।
জিডি করার পর করণীয় হচ্ছে দেশে প্রচলিত কোন দৈনিক পত্রিকায় হারানোর বিজ্ঞপ্তি প্রকাশ করা। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে অনলাইনে নকল কপির জন্য আবেদন করতে হবে।

২. থানায় জিডি বা সাধারণ ডায়েরি করতে কি কোন ফি লাগে?

থানায় জিডি বা সাধারণ ডায়েরি করতে কোন ফি লাগে না। 

একজন বাংলাদেশী কনটেন্ট ক্রিয়াটার এবং গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কয়েক বছর থেকে কাজ করে আসছেন। তার জন্ম ও বেড়ে ওঠা রাঙ্গামাটিতে। পড়ালেখার পাশাপাশি তিনি ২০২৩ এ বাংলায় Info এর সাথে যুক্ত হয়ে বাংলা ভাষা নিয়ে কনটেন্ট বানানো শুরু করেন।

Related Posts

প্রবাসী বিএমইটি কার্ড ডাউনলোড করার নিয়ম

প্রবাসী বিএমইটি কার্ড ডাউনলোড করার নিয়ম 2024

প্রবাসী বিএমইটি কার্ড ডাউনলোড

সোনালী ব্যাংক ডিপিএস চার্ট

সোনালী ব্যাংক ডিপিএস চার্ট | DPS রেট, সুবিধা, স্কিম

Focus keyword; সোনালী ব্যাংক ডিপিএস চার্ট সোনালী ব্যাংকে ডিপিএস করতে চাইলে আপনার অবশ্যই সোনালী ব্যাংক ডিপিএস চার্ট ,রেট, সুবিধা, তালিকা বা চার্ট, স্কিম ইত্যাদি বিষয়ে ভালো ধারণা…

সোনালী ব্যাংক পার্সোনাল লোন 

সোনালী ব্যাংক পার্সোনাল লোন | সহজ নিয়মে স্বপ্ন পূরণ 

সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে হলে কি কি তথ্য দিতে হবে বা কোন ধরনের চাকুরিজীবীরা সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন, পার্সোনাল লোন এর মেয়াদ,…

ব্যাংক এশিয়া ডিপিএস

ব্যাংক এশিয়া ডিপিএস | Bank Asia DPS Details 2024

যাদের মধ্য ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে কিন্তু তারা ব্যাংক এশিয়া ডিপিএস সম্পর্কে জানেন না। অর্থাৎ কেউ যদি ব্যাংক এশিয়ার মাধ্যমে অর্থ সঞ্চয় করতে চান এবং সময়সীমার পরে…

প্রবাসী কল্যাণ ব্যাংক কোথায় আছে  

প্রবাসী কল্যাণ ব্যাংক কোথায় আছে | শাখা সমূহের ঠিকানা

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবাসীদের সার্বিক কল্যাণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক আইন ২০১০ এর মাধ্যমিক প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। ২০১১ সালের ২০ এপ্রিল ঢাকায় কলম্ব প্রসেসে…

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম 2024 (নতুন পদ্ধতি)

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *