বাংলায় ইনফো: বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট

ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে যা করবেন

ভোটার আইডি কার্ড বর্তমানে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। প্রায় সব ক্ষেত্রেই এটি প্রয়োজন হয়। তাছাড়া ব্যক্তিগত অনেক কাজই জাতীয় পরিচয়পত্র ছাড়া করা সম্ভব হয় না। তবে নিজেদের অসাবধানতার কারণে এই পরিচয়পত্র হারিয়ে যেতে পারে। বর্তমানে অনলাইন থেকে এই ন্যাশনাল আইডি কার্ড সহজেই ডাউনলোড করা যায় সেটি নতুন ভোটার আইডি কার্ড হোক কিংবা পুরাতন হোক।

আপনি কি আপনার জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন? চিন্তার কোন কারণ নেই, ঘরে বসেই মাত্র ১ সপ্তাহ থেকে ১৫ দিনের মধ্যেই আপনার জাতীয় পরিচয়পত্র অনলাইনেই পেতে পারেন। কি, বিশ্বাস হচ্ছেনা? আসুন জানা যাক কিভাবে হারানো জাতীয় পরিচয়পত্র পাওয়া যায় এবং কিভাবে কি করবেন। কিছু ধাপ সম্পন্ন করার মাধ্যমে সহজেই এটি ডাউনলোড করে নেওয়া যায়।

হারানো আইডি কার্ড বের করার নিয়ম

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে দুটি পদ্ধতিতে সেটি উত্তোলন বা ডাউনলোড করতে পারবেন। এদের মধ্যে একটি হলো লং প্রসেস এবং অন্যটি শর্ট প্রসেস। বিশেষ করে কারো যদি লেমেন্টিং আইডি কার্ড হারিয়ে যায়। তাহলে সবার প্রথমে  নিকটস্থ থানায় ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে এই মর্মে একটি জিডি দাখিল করতে হবে।
 এক্ষেত্রে জিডি ফরম টি আপনাকে যে কোন ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে।

কেননা  অনেক অসাধু ব্যক্তি রয়েছেন যাদের হাতে আপনার ভোটার আইডি কার্ড যদি চলে যায় তারা সেটি ব্যবহার করে অবৈধ কাজ করতে পারে। যে কাজের দায়ভার আপনাকে বহন করতে হবে। তাই জিডি করলে আপনি এই ধরণের সমস্যা থেকে বেচে যাবেন। 

জাতীয় পরিচয়পত্র (NID Card) হারিয়ে গেলে, নষ্ট হলে অথবা চুরি হয়ে গেলে ভয়ের কিছু নেই। হারানো ন্যাশনাল আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করুন। জিডিতে অবশ্যই এনআইডি কার্ডের নম্বর উল্লেখ থাকতে হবে।  এরপর জিডি কপি আপলোড করে অনলাইনে জাতীয় পরিচয়পত্র রিইস্যুর আবেদন করতে হবে। আবেদন অনুমোদন হলে অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করুন সঠিক নিয়মে NID reissue আবেদন করলে ২ দিন থেকে ৫ দিনের মধ্যে এনআইডি হাতে পেয়ে যাবেন।

হারানো আইডি কার্ড উত্তোলনের অনলাইন আবেদন

থানায় জিডি করার পরে জাতীয় আইডি কার্ড উত্তোলনের জন্য এখন দুইটা স্টেপ বা পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হলোঃ
 প্রথম পদ্ধতি হলোঃ
উপজেলা/থানা নির্বাচন অফিস গিয়ে হারানো আইডি কার্ড উত্তোলনের আবেদন ফরম- ৬ সংগ্রহ করে ফরমটি ভালো করে পড়ে পূরণ করতে হবে। তারপর হারানো ভোটার আইডি কার্ড তোলার রিইস্যুর আবেদন ফি ভ্যাট সহ বিকাশ ও রকেটের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। ফি জমা দেওয়ার রশিদ এবং জিডির কপি আবেদন ফরম-৬ এর পিছনে পিন-আপ করে অফিসে জমা দেওয়ার পরে আবেদনের কার্যক্রম শুরু হয়। জমা দেওয়ার সময় আবেদন পত্রের নিচের অংশ ছিড়ে আবেদনকারীকে দেয়া হয়।

দ্বিতীয় পদ্ধতি হলোঃ

 অনলাইনে আইডি কার্ড উত্তোলনের আবেদন করা। এক্ষেত্রে যেমন কষ্ট ও সময় কম লাগে তেমনি পদ্ধতিটি সুবিধাজনক। সে জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েব সাইট https://services.nidw.gov.bd/nid-pub/ এই ঠিকানায় গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।

 রেজিস্ট্রেশন এর পর লগইন করতে হবে। লগইন করার পর রিইস্যু(Reissue) অপশনে গিয়ে হারিয়ে যাওয়া ভোটার আইডি কার্ড তোলার আবেদন দাখিল করা যাবে। তবে আবেদন দাখিল করার আগে অবশ্যই হারানো আইডি কার্ড তোলার নির্ধারিত ফি রকেট/বিকাশ এ্যাপের মাধ্যমে পরিশোধ করতে হবে। আর একটু সহজভাবে দেখিয়ে দিচ্ছি,নিচের দিকে খেয়াল করুন-

ভোটার আইডি কার্ড NID Card reissue online

অনলাইনে জাতীয় পরিচয়পত্র রিইস্যু করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/claim-account এখানে একাউন্ট তৈরি করতে হবে। এন আইডি কার্ড রিইস্যু করার বিষয়টি সহজ করার লক্ষে কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে।

NID একাউন্ট রেজিস্ট্রেশন

ওয়েবসাই ভিজিট

NID নাম্বার ও জন্মতারিখ

ঠিকানা যাচাই

মোবাইল নাম্বার ভেরিফিকেশন

ফেইস ভেরিফিকেশন

রিইস্যু ফরম পূরণ

Reissue Fee পরিশোধ

ডকুমেন্টস উপলোড

জাতীয় পরিচয় পত্র রিইস্যু করার ক্ষেত্রে services.nidw.gov.bd এখানে রেজিস্ট্রেশন করা কিছুটা লম্বা প্রক্রিয়া। এনআইডি সাইটে প্রবেশ করে ফেলার পর NID card reissue আবেদন করতে মাত্র ২ মিনিট সময় লাগবে। আপনাদের বোঝার সুবিধার্থে নিম্নে ধাপগুলো লিখে দেওয়া হলোঃ

ধাপ-১ঃ  (জিডির আবেদন লিখুন অথবা, অনলাইনে জিডি করুন)

প্রথমে থানায় একটি লিখিত জিডির আবেদন জমা দিতে হবে। সম্ভব হলে অনলাইনেও জিডির আবেদন করতে পারবেন। জিডি থানয় জিডি গ্রহন করলে, জিডি গ্রহণকারী পুলিশ অফিসারের নাম ও ফোন নম্বর সংগ্রহ করে রাখতে হবে কারন এগুলো অনলাইনে রিইস্যুর আবেদন করতে প্রয়োজন হবে।

ধাপ-২ঃ ভোটার আইডি কার্ড ওয়েবসাইটে (NID Wing) এ রেজিস্ট্রেশন

সাধারণ ডায়েরী করার পরে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সেবার ওয়েবসাইট (NID Wing) এ রেজিস্ট্রেশন করতে হবে।

আগে থেকেই আপনার একাউন্ট রেজিস্ট্রেশন করা থাকলে, এনআইডি নম্বর ও পার্সওয়ার্ড দিয়ে লগ ইন করুন। পার্সওয়ার্ড ভুলে গেলে, পুনরায় রিসেট করতে হবে।

ধাপ ৩ঃরিইস্যুর আবেদন করুন (হারানো আইডি কার্ড উত্তোলনের অনলাইন আবেদন)

রেজিস্ট্রেশনের জন্য প্রথম কাজ হলো ফেইস ভেরিফিকেশন করা। এই কাজটা সম্পন্ন হলেই আপনি NID Wing এ লগ ইন করতে পারবেন। ভবিষ্যতে ফেইস ভেরিফিকেশনের ঝামেলা ছাড়া NID একাউন্টে লগ ইন করতে হলে, আপনাকে সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। লগ ইন অবস্থায় একটি পেইজ দেখতে পাবেন। এখান থেকে রিইস্যু অপশনে ক্লিক করুন।

ধাপ ৪ঃ জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন

পাসওয়ার্ড সেট করার সাথে সাথে আপনার NID Website এ লগ ইন হয়ে যাবে। আপনি আপনার ছবি ও প্রোফাইল দেখতে পাবেন। ছবির ডান পাশে দেখানো অপশন থেকে সবার নিচে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার নতুন জাতীয় পরিচয়পত্র/ এন আইডি কার্ড ডাউনলোড করে নিন।

ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার ফোনে নিচে দেওয়া ছবির মত একটা পেইজ আসবে। ওখানে চিহ্নিত ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিন আপনার এন আইডি কার্ড।

জাতীয় পরিচয়পত্র তোলার নির্ধারিত ফি কত?

এন আইডি কার্ড রি-ইস্যু করার ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত ফি পরিশোধ করা জরুরী। প্রথমবার রি-ইস্যু করার জন্য আবেদন করতে ২০০ টাকা জমা দিতে হবে। জরুরি ভিত্তিতে (৭ কার্যদিবস) পেতে চাইলে ৩০০ টাকা জমা দিতে হবে। দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে যথাক্রমে ৩০০ টাকা এবং জরুরি ভিত্তিতে চাইলে ৫০০ টাকা জমা দিতে হবে। এরপর পরবর্তী সময়ে যেকোনবার আবেদনের ক্ষেত্রে ৫০০ টাকা জমা দিতে হবে এবং জরুরি ভিত্তিতে তুলতে চাইলে ১০০০ টাকা জমা দিতে হবে।

শেষকথা

বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা আপনাদের হারিয়ে যাওয়া ভোটার আইডি কার্ড টি খুজে বের করতে বা ডাউনলোড করতে পারবেন খুব সহজেই।এটাই কিন্তু একমাত্র প্রসেস কোন ঝামেলায় না গিয়ে,কারো শরনাপন্ন না হয়ে নিজেই নিজের ন্যাশনাল আইডি কার্ড টি খুজে বের করার।

FAQ

ভোটার আইডি কার্ড বলতে কি বুঝায়?

এটি হচ্ছে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটি নথি যা নাগরিক ১৮ বছর পদার্পণ করার পরে নতিভুক্ত করা হয়

এন আইডি কার্ড হারিয়ে গেলে কি করব?

ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ভোটার আইডি কার্ড রিইস্যুর জন্য আবেদন করতে হবে।

স্মার্ট কার্ড কিভাবে পাবো?

স্মার্ট কার্ড তৈরী হলে তা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে স্থানান্তর করা হয়। উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।

জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে কিভাবে উঠাতে হয়?

আপনার জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে, প্রথমে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। এরপর জিডি কপি আপলোড করে অনলাইনে রিইস্যুর আবেদন করতে হবে। আবেদন অনুমোদন হওয়ার পরে অনলাইন থেকেই হারানো আইডি কার্ড উঠাতে পারবেন।

আমি এন আইডি কার্ড এর স্লিপটা হারিয়ে ফেলেছি, স্লিপ ছাড়া কি ন্যাশনাল আইডি কার্ড তোলা যাবে?

স্লিপ হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করে সঠিক ভোটার আইডি নাম্বার দিয়ে হারানো কার্ডের জন্য আবেদন পত্র আপনার  নিকটস্থ উপজেলার নির্বাচন অফিসে জমা দিতে হবে। এখান থেকেই আপনি আপনার ভোটার আইডি নম্বর জানতে পারবেন। 

Related Posts

ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে

অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে ? 2024

অনলাইন ভোটার আইডি কার্ড চেক

বাংলাদেশে ই -পাসপোর্ট করতে কি কি লাগে

বাংলাদেশে ই -পাসপোর্ট করতে কি কি লাগে 2024

বর্তমানে বাংলাদেশ সমস্ত পাসপোর্ট অফিসগুলোতে ই পাসপোর্ট সেবা চালু হয়ে গেছে। এখন আপনি বাংলাদেশের যে কোন আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে একটি ই পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করতে…

ভোটার আইডি কার্ড পেতে

ভোটার আইডি কার্ড পেতে কতদিন লাগে?

বাংলাদেশের একজন নাগরিকের প্রমাণ পত্র হলো ভোটার আইডি কার্ড। দেশের বিভিন্ন কাজের ক্ষেত্রে ভোটার আইডি কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্যই সকল নাগরিকের ভোটার আইডি কার্ড তৈরি…

e passport check online Status

e passport check online Status | ই পাসপোর্ট চেক অনলাইন 

অনেকেই ইতিমধ্য পাসপোর্ট করেছেন নিজে নিজে অনলাইন থেকে তো এখন অনেকেরই পাসওয়ার্ড ডেলিভারি হতে ১৫ দিন বা ১ মাস সময় লাগে। পাসপোর্ট চেক করবেন আপনার কাছে যদি…

ই পাসপোর্ট চেক

ই পাসপোর্ট চেক: ই পাসপোর্ট এর বর্তমান অবস্থা যাচাই করুন 2024

যারা ইতিমধ্য নতুন পাসপোর্ট আবেদন করেছেন তাদের পাসপোর্ট রিনিউ স্ট্যাটাস এর অবস্থান কিভাবে জানবেন Online Registration ID (OID) বা Passport Application ID দিয়ে অনলাইন থেকে ই পাসপোর্ট…

ই পাসপোর্ট চেক করার নিয়ম

ই পাসপোর্ট চেক করার নিয়ম | E- Passport Check Online 2024

যারা ইতিমধ্যে ই পাসপোর্ট আবেদন করেছেন এবং ফিঙ্গারপ্রিন্ট এন্ডরোলমেন্ট করে এসেছি তারা অনেকেই জানে না, ই পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাসটি জানতে হয়। ই পাসপোর্ট ডেলিভারি চেক বা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *