ই পাসপোর্ট চেক করার নিয়ম | E- Passport Check Online 2024

যারা ইতিমধ্যে ই পাসপোর্ট আবেদন করেছেন এবং ফিঙ্গারপ্রিন্ট এন্ডরোলমেন্ট করে এসেছি তারা অনেকেই জানে না, ই পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাসটি জানতে হয়। ই পাসপোর্ট ডেলিভারি চেক বা পাসপোর্ট চেক করতে নিজের নিয়মটি ফলো করুন। বর্তমানে ই পাসপোর্ট চেকিং ওয়েবসাইট এপ্লিকেশন স্ট্যাটাস পেজ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন ID (OID) অথবা Passport Application ID এর মাধ্যমে পাসপোর্ট চেক করা যায় ও পাসপোর্ট এর বিভিন্ন স্ট্যাটাস সম্পর্কে জানা সম্ভব।

আপনার বর্তমান ই পাসপোর্ট স্ট্যাটাস জানার জন্য আপনাকে অবশ্যই ই পাসপোর্ট চেক করতে হবে।তাই আজকে আমাদের পোস্ট এ নিয়ে এসেছি ই পাসপোর্ট চেক করার নিয়ম তার সাথে থাকছে আপনাদের গাইড করার জন্য কিছু স্ক্রিন শট।

যদিও আপনি পাসপোর্ট এর স্ট্যাটাস সম্পর্কে না জানেন তাহলে আপনি যেকোনো ডকুমেন্টের দ্বারা পাসপোর্ট চ্যাটিং করে নিতে পারেন। আজকের আর্টিকেলে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনার ই পাসপোর্ট এর অবস্থানটি জানতে পারেন। প্রথমে দেখাবো পাসপোর্ট চেক করার নিয়ম, E- Passport Check Online এ ,কিভাবে চেক করবেন তার নিয়ম, পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম, এসএমএস এর মাধ্যমে ই পাসপোর্ট চেক করার নিয়ম এবং ডেলিভারি স্লিপ দিয়ে ই পাসপোর্ট চেক করার নিয়ম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে। 

ই পাসপোর্ট চেক করার নিয়ম | E- Passport Check Online – যা যা লাগবে   

পাসপোর্ট আবেদন শেষে অনলাইন থেকে একটি প্রদত্ত আইডি নাম্বার প্রদান করা হবে। এরপর পাসপোর্ট এর কাগজ জমা দেওয়ার পরে একটি ডেলিভারি স্লিপ প্রধান করা হবে। উক্ত ডেলিভারি স্লিপের একটি রেফারেন্স নাম্বার থাকবে। এ দুইটির মধ্যে যেকোনো একটি নাম্বার এবং আপনার সঠিক জন্ম তারিখ যেটি আপনি পাসপোর্ট আবেদনের দিয়েছিলেন সেটি লাগবে পাসপোর্ট চেকিং করার সময়। অর্থাৎ আপনাকে 

  • Online Registration ID (OID)
  • Application ID 
  • Date Of Birth 

এইগুলো সাহায্যেই আপনাকে পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে হবে। এখন আইডি কোথায় খুঁজে পাবেন? আপনি যখন পাসপোর্ট এর কাগজপত্র জমা দিয়েছিলেন তখন আপনাকে একটি স্লিপ প্রদান করা হয়েছিল। উক্ত ও স্লিপ এর ডান ও বাম পাশে একটি ইউনিক নাম্বার রয়েছে সেটি হচ্ছে Application ID এছাড়াও অনলাইনে শেষ হওয়ার পর আপনাকে একটি আবেদন আইডি সম্মিলিত একটি পেইজে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে Online Application ID এবং OID নাম্বার রয়েছে। নিচের ইমেজের স্লাইডের দুইটি ছবি দেয়া হয়েছে।

ই পাসপোর্ট চেক করার নিয়ম 

ই পাসপোর্ট চেক করার নিয়ম 

ই পাসপোর্ট চেক করার জন্য E-Passport Portal এর স্ট্যাটাস চেক পেইজে ভিজিট করুন। এরপর আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপের Application বা Online Registration ID এবং আপনার জন্ম তারিখ DD-MM-YYYY ফরমেটে টাইপ করুন। সর্বশেষ I am Not Robot পূরণ করে চেক স্ট্যাটাস ক্লিক করলে পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস চেক করতে পারবেন। 

প্রথমে ভিজিট করুন পাসপোর্ট এর ল্যান্ডিং ওয়েবসাইটে landing এরপর মেনু থেকে চেক স্ট্যাটাস লিংকে যান। এই পেইজে ভিজিট করার পরে নিজের মত একটি চিত্র আপনাদের সামনে আসবে। 

চেক এপ্লিকেশন স্টেটাস

এখানে আপনারা অনলাইনে বন্দিদের রেজিস্ট্রেশন আইডি অথবা ডেলিভারি স্লিপ রেফারেন্স নাম্বার /অ্যাপ্লিকেশন আইডি টাইপ করুন।এরপর আপনার নিবন্ধিত জন্ম তারিখ উল্লেখ করুন। I am Not a Robot পূরণ করতে হবে। সর্বশেষ চেক বাটনে ক্লিক করলে পাসপোর্ট স্ট্যাটাস দেখানো হবে নিজে ছবির মতো।

ঠিক এমন ভাবে আপনি আপনার পাসপোর্ট স্ট্যাটাসটি দেখতে পাবেন। 

এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক করুন 

আপনার এই পাসপোর্ট আবেদন সম্পন্ন হলে সেটি মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন। এজন্য মেসেজ অপশনে গিয়ে আপনার একটি মেসেজ টাইপ করতে হবে। এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট চেক করতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে START EPP Application ID Number, এবং 16445 এটি লিখে পাঠাতে হবে। এরপর এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট অধিদপ্তর থেকে আপনার এই পাসপোর্ট সংবলিত সকল তথ্য জানিয়ে দেওয়া হবে। 

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক 

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করতে চাইলে passport check ফর্মে আপনার ডেলিভারি স্লিপের নাম্বার এবং আপনার জন্ম তারিখ দিয়ে সার্চ করতে। এরপরই পাসপোর্ট তথ্য খুঁজে পাওয়া যাবে। আপনার ডেলিভারি স্লিপটি কেমন হতে পারে তা উপরের উল্লেখিত ছবিতে দেওয়া রয়েছে। আপনি ডেলিভারি স্লিপ দিয়ে খুব সহজে পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন। 

ই পাসপোর্ট ডেলিভারি চেক 

ই পাসপোর্ট ডেলিভারির সকল তথ্য ই পাসপোর্ট অনলাইন চেক করার মাধ্যমে জানতে পারবেন। যদি আপনার স্ট্যাটাসটি – Passport Issued, এমন দেখায় তাহলে আপনার পাসপোর্টটি লোকাল পাসপোর্ট অফিসে ডেলিভারি করা হয়ে গেছে। এটি ছাড়াও আপনার পাসপোর্ট লোকাল অফিসে ডেলিভারি হওয়ার পর আপনার মোবাইলে কনফারমেশন এসএমএস পাঠানো হবে। তারপর আপনি আপনার ডেলিভারি স্লিপ জমা দিয়ে পাসপোর্টে সংগ্রহ করে নিতে পারবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম 

সাধারণত পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেকিং করার তেমন কোনো সুযোগ রাখা হয়নি। তবে আপনি যদি নতুন পাসপোর্ট আবেদনের স্ট্যাটাস জানতে চান তাহলে পাসপোর্ট স্ট্যাটাস চেক করে দেখতে পারেন। কিন্তু যদি আপনি পাসপোর্ট নাম্বার ব্যবহার করে পাসপোর্ট চেক করতে চান তাহলে সেটা কোন উপায় নেই করার। তবে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে আপনি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেতে পারেন সেখানে নির্ধারিত কর্মকর্তাদের সাথে কথা বলে পাসপোর্ট নাম্বার এবং জন্ম তারিখ ব্যবহার করে পাসপোর্ট এর বৈধতা সম্পর্কে জানতে পারবেন। 

এই পোস্টের শেষ মন্তব্য 

আশা করি আপনারা ই পাসপোর্ট চেক করার নিয়ম ও ই পাসপোর্ট ডেলিভারি চেক কিভাবে করবেন তার সকল তথ্য ও নিয়মাবলী বুঝতে পেরেছেন। এছাড়াও আপনারা যদি আপনারা পাসপোর্ট করে বাইরের দেশে কাজ করতে যান তাহলে কোন কাজ নিয়ে গেলে বেশি ভালো হবে সেটা জানতে চাইলে সৌদি আরবে কোন কাজে চাহিদা বেশি এই পোস্টটি পড়তে পারেন আশা করি উপকৃত হবেন। এছাড়াও ই পাসপোর্ট নিয়ে আরো নতুন নতুন তথ্য জানতে বাংলা ইনফোর সাথে যুক্ত হন। ধন্যবাদ। 

ই পাসপোর্ট চেক করার নিয়ম | E- Passport Check Online সংক্রান্ত আরো কিছু জানতে চাইলে নিচের ও লিখিত ভিডিওটি দেখতে পারেন। 

 ই পাসপোর্ট চেক করার নিয়ম | E- Passport Check Online সংক্রান্ত সাধারণ কিছু জিজ্ঞাসিত – FAQs

১. কিভাবে ই পাসপোর্ট চেক করব 

ই পাসপোর্ট চেক করার নিয়ম 

পাসপোর্ট স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করার জন্য স্লিপ এর উপরের ডান পাশে ১৩ ডিজিটের অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি খুঁজে নিন। তারপর  Bangladesh e-Passport Portal সাইট থেকে চেক স্ট্যাটাস মেনুতে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ দিন। সর্বশেষ ক্যাপচা পূরণ করে চেক বাটনে ক্লিক করে পাসপোর্ট চেক করতে পারবেন। 

২. পাসপোর্ট হয়েছে কিনা চেক করা যাবে কয়টি পদ্ধতিতে ও কি কি?

অনলাইনের মাধ্যমে 
এমএমএস এর মাধ্যমে 

৩. কিভাবে বুঝব পাসপোর্ট ডেলিভারি হয়েছে কিনা? 

যদি আপনি স্ট্যাটাসে Delivered লেখাটি দেখতে পান তাহলে ধরে নিবেন আপনার পাসপোর্ট লোকাল অফিসের ডেলিভারি করা হয়েছে। 

৪. ডেলিভারি স্লিপ হারিয়ে ফেলেছি, কিভাবে পাসপোর্ট চেক করব? 

যদি কোন সময় আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে যায় তাহলে আপনি সেই ক্ষেত্রে এপয়েন্টমেন্ট কপি, এনআইডি কপি ডেলিভারি স্লিপার ফটোকপি (যদি সম্ভব হয়) এবং জিডি কপি নিয়ে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। এরপর আপনাকে নতুন ডেলিভারি স্লিপ সংগ্রহ করতে হবে। 

Leave a Comment