বাংলায় ইনফো: বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট

2024 সালের নতুন কোম্পানির সুন্দর নামের তালিকা সমূহ

একটি কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সর্বপ্রথম ধাপ হচ্ছে একটি সুন্দর নাম নির্ধারণ করা। এছাড়া ও ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানি জনপ্রিয় হওয়ার পিছনে অধিকাংশ অবদান থেকে একটি কোম্পানির নামের। আজকের পোস্টটি কোম্পানির সুন্দর নামের তালিকা নিয়ে। সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়লে আপনার কোম্পানির জন্য সুন্দর একটি নাম বাছাই করতে পারবেন।

বর্তমানে ব্যবসা গুলো অনলাইন মুখে হওয়ার কারণে, নাম বাছাই করা অনেক কষ্টকর হয়ে পড়ে। আজকে আপনাদের কোম্পানির নাম বাছাই করার জন্য কিছু গোপনীয় টিপস ও ট্রিকস শেয়ার করব। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোম্পানির সুন্দর নামের তালিকা সমূহ গুলো কি কি।

কোম্পানির সুন্দর নামের তালিকা

কোম্পানির সুন্দর নামের তালিকা বের করার কৌশল :

গত মহামারী এর সময় পুরো বাংলাদেশের ৭০ হাজার এর উপরে অনলাইন শপ তৈরি হয়েছে। এবং বিশ্বে বলতে গেলে কি ৩০০ মিলিয়ন ব্র্যান্ড আছে। কিন্তু আসলে কি এত ব্র্যান্ডের মধ্যে কি নাম মনে রাখা সম্ভব। এই ৭০ হাজার যে অনলাইন ওপেন হয়েছে আসলে কি মনের রাখা সম্ভব।

এর মধ্যে কয়েকটা নাম যেমন : দারাজ, রবি এয়ারটেল, গ্রামীণফোন, বাংলালিংক, কোকাকোলা এরকম নাম দাঁড়িয়ে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে নাম নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আপনাকে অনেকটা ফ্রি প্রচার ও এনে দেয়। তার কিছু উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি।

খাবারের দোকানের সুন্দর নাম বাংলা দেখতে চাইলে এখানে ক্লিক করুন

কোম্পানি বা ব্যবসার নাম কেমন হবে

১. ব্যবসা নাম আরো স্মরণীয় শোনাচ্ছে কিনা (Business name sound more memorable)

যে নামটা শুনে আপনার সহজে মনে ধরে যায়। যেরকম যখন আপনি বিকাশ দেখতে পারেন নগর দেখতে পারেন গ্রামীণফোন দেখতে পারেন তেমন একটু উদাহরণ দিচ্ছি আগে নাম ছিল কি (AKTEL) এটি কোম্পানির জন্য চিন্তা করেছে যে আমার নামটা গুরুত্বপূর্ণ না। এটাকে পরিবর্তন করে রবিতে নিয়ে আসতে হবে। এখন দেখুন রবি সবার মুখে মুখে।

এরপর (WARID) যে টেলিটক কোম্পানি ছিল তারা এখন নামটা পরিবর্তন করে (Airtel) তাই নামটা আপনার এমন ভাবে নির্বাচন করতে হবে যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা দোকান হবে কোম্পানি হোক বা ফ্যাক্টরি হোক বা অনলাইনসপ হোক অবশ্যই নামটা খুবই গুরুত্বপূর্ণ হওয়া চাই।

২. আপনার ব্যবসার নামের অর্থ (Meaning of your business name)

আপনি যে নামটা আপনার কোম্পানির জন্য নির্বাচন করবেন এই নামটার অর্থটা কি, এই নামটা শুনতে কতটুকু শ্রুতি মধুর লাগে। যেমন দেখুন আমাদের যে ওয়েবসাইট (Banglainfo.com) এর অর্থটা কি বাংলা ইনফো এটা অর্থ হচ্ছে সম্পূর্ণ বাংলা সঠিক তথ্য পৌঁছে যাক বাঙালির প্রতিটি ঘরে ঘরে বাংলা ইনফো এর মাধ্যমে।

এটা চাইলে অন্য নাম দিয়া যেতো কিন্তু না বাংলা ইনফো এর মাধ্যমে সবাই বুঝতে পারবে যে এটা সম্পূর্ণ বাংলা ভাষায় চালিত একটি কোম্পানি। এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই কোম্পানির নাম দেওয়ার আগে অবশ্যই নামের অর্থটা জেনে নিবেন এবং এর খারাপ শব্দ শুনা যায় কিনা এটা যাচাই করবেন। কারণ আপনার কোম্পানির নাম নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আপনার ব্যবসার জন্য।

৩.ব্যবসার নাম শব্দ বিশ্লেষণ ( Business name sound analysis)

আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে নামটা নির্বাচন করছেন, আপনি আপনার বন্ধু-বান্ধব আপনার পরিবারের সদস্যদের কাছে শেয়ার করুন। এবং যখন শেয়ার করবেন তখন দেখবেন তার কি সহজে মনে মনে কেটে যাচ্ছে নাকি তার উচ্চারণ সমস্যা হচ্ছে নাকি। নাকি সে আপনার কোম্পানির যে নাম রয়েছে সে নামের উচ্চারণটা করতেই পারছে না। আমরা কোন কিছু উচ্চারণ করার সময় তাড়াতাড়ি সহজ হয় তাহলে আমরা বলতে পারছি। হ্যাঁ নামটি ভালো। অল্প পুজিতে পাইকারি ব্যবসা

এক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার পরিবার বন্ধুদের মাঝে এটা শেয়ার করবেন। আমরা যখন কোন নাম উচ্চারণ করি তখন দেখা যায় যে মানুষের কানে এটা কি (Catch) বা ধরতে পাড়ছে কিনা নাকি বের হয়ে যাচ্ছে। বিভিন্ন বড় বড় কোম্পানিরা এটা দেখে যেমন: গুগল, ইনস্টাগ্রাম, অ্যামাজন, কোকাকোলা এরা ব্যবহার করে দেখে যে এটা মানুষের সোনার সঙ্গে সঙ্গে মনে গেথে যাই কিনা। পরবর্তীতে যখন সে মার্কেটিংয়ে যায় তখন আপনার ব্যবসাকে অনেক অনেক সাহায্য করে। তো আপনি আপনার ব্যবসার প্রতিষ্ঠানের জন্য বা কোম্পানির জন্য যে নামটি নির্বাচন করেন না কেন নামটা অবশ্য আকর্ষণীয়, সহজ ও শ্রুতি মধুর হওয়া চাই।

৪. ব্যবসা শিল্প ফোকাস নাম পছন্দ (Business industry focus name choose)

আপনি যে কোম্পানিতে ব্যবসা করতে নামবেন সে কোম্পানির সম্পর্কিত সুন্দর, স্রুতিমধুর, শুক্ষ বা ছোট কোন নাম কি আপনি খুঁজে পান কিনা। যেরকম ধরুন আপনি একটা অনলাইন একটি সব খুলবেন বা অনলাইন শপ এর মত আপনি কি সেল করছেন, নাকি ব্লগ সেল করছেন, নাকি জামা কাপড় সেল করছেন।

তো এক্ষেত্রে আপনি এমন নাম যেটা সহজে ধরা যায় বা ক্লাসিকেল নাম খুঁজে বের করুন। যেটা আপনার কোম্পানিতে আপনাকে সাহায্য করতে সহায়তা করে। অবশ্যই ব্যবসা কোম্পানির ফোকাস টা কিছুটা হলেও বজায় রাখবে আপনার।

৫. আপনার ব্যবসার ডোমেন নাম পরীক্ষা করা হচ্ছে (Checking your business domain name)

আপনি আপনার যে ব্যবসা বা কোম্পানির নামটা নির্বাচন করবেন সেটা ডোমেইনটা অবশ্যই দেখে নিবেন। এই ডোমমেন্টটা আপনি ১০০% দেখে নেওয়ার জন্য আপনি গুগল এ গেলে। domains.google, namecheap.com, bluehost.com এ পাবেন।

এসব জায়গা থেকে আপনি আগে দেখে নিবেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বা কোম্পানির নামটা খালি আছে কিনা। যদি না থাকে সমস্যা নাই আপনি সঙ্গে সঙ্গে (bdia.btcl.com.bd) ওয়েবসাইটে চলে যাবেন। এটি বাংলাদেশের রাষ্ট্রীয় কোম্পানি বিটিসিএল থেকে ডোমেইন কেনার ওয়েবসাইট এটিতেও দেখে নিতে পারেন।

মুদির দোকানের সুন্দর নামের তালিকা

মুদির দোকানের সুন্দর নামের তালিকা

যেকোনো ব্যবসায় ব্যবসার নাম খুবই গুরুত্ব বহন করে। মুদি দোকানদার বাইরে নয়। আপনি যদি একটি মুদির দোকান নিতে চান তবে একটি সুন্দর নাম ব্যবহার করতে হবে। এখানে একটি বিষয় উল্লেখ করা দরকার যে আপনি যদি কোনো একটি নির্দিষ্ট এলাকা কেন্দ্র করে সারা জীবন ব্যবসা করতে চান, তবে সেক্ষেত্রে নামের গুরুত্ব কমে যায়। আর যদি আপনি চিন্তা করেন এ ব্যবসা কে আপনি পরবর্তীতে সুপার শপ ব্যবসায় রূপান্তর করবেন, দেশে নানা জায়গায় এবং আপনার ব্র্যান্ড ছড়িয়ে দিবেন তবে আজকের এই ছোট মুরগির দোকানের নাম অনেক গুরুত্ব দিতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানের ইসলামিক সুন্দর নামের তালিকা প্রয়োজন হলে এটি দেখতে পারেন।

আপনার ব্রান্ডের নাম ছোট, অর্থবহ, নতুন ও উচ্চারণে সহজ এমন নাম ঠিক করতে হবে। যেকোনো ব্যবসার নামকরণ আসলে ওই ব্যবসার মালিকের উপর নির্ভর করে। দোকানের মালিক যে নামে ঠিক করবে সে নামে ব্যবহার করতে পারে। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে একটু ইউনিক নাম ঠিক করা উচিত এবং নামটি ঠিক করার পরে উক্ত নামে একটি ডোমেইন কিনে রাখা উচিত। আসুন মুদির দোকানের জন্য কয়েকটি নামের তালিকা দেখেনি

  • পরিবারের প্রয়োজন,
  • তাজা কিনুন
  • ওয়ান স্টপ জি-শপ
  • ক্রাউন মুদি
  • কেনাকাটা করুন এবং সংরক্ষণ করুন
  • গেটওয়ে গ্রোসারি
  • শপ অ্যান্ড সেভ
  • সিটি মার্কেট
  • কম জন্য সেরা
  • লাল এবং সবুজ সুপারশপ
  • তাজা এবং সহজ
  • স্বাধীন মুদি
  • মানসম্পন্ন খাবার
  • বাজেটের খাবার
  • মার্কেট বাস্কেট
  • ফুড প্লাস
  • মেট্রো প্লাস মিনি মার্ট
  • কান্ট্রি মার্ট
  • 71 মিনি মার্ট

কসমেটিক্স দোকানের সুন্দর নামের তালিকা

প্রসাধনী ব্যবসা বা কসমেটিক্স ব্যবসা নিঃসন্দেহে একটি লাভজনক ব্যবসা আপনি অনলাইন কসমেটিক্স দোকান খুলে কিংবা অস্থায়ী দোকান খুলুন না কেন দোকানের জন্য একটি সুন্দর নাম লাগবে। প্রাথমিক অবস্থায় কসমেটিক্স ব্যবসার নামকরণের জন্য যত সম্ভব তত বেশি নাম খুজে বের করতে হবে। এরপরে সে নামের মধ্য থেকে গুরুত্ব খুঁজে অল্প কিছু সংখ্যক নাম রেখে বাকিগুলো বাদ দিয়ে দিতে হবে।

তারপরে আপনার যদি কোন বিজনেস পার্টনার থাকে তাদের সাথে এই নামগুলো নিয়ে আলোচনা করতে পারেন। সে যাবে আপনার পছন্দের নামটি ডোমের নেম খালি আছে কিনা তা দেখে নিতে হবে। কারণ আপনি যদি অনলাইন ব্যবসা করতে চান তবে অবশ্যই আপনার একটি ওয়েবসাইট লাগবে। এছাড়া স্থায়ী দোকানের নিজস্ব ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে চাইলেও ডোমেইন এর বিকল্প নেই। আরো দেখতে চাইলে ব্যবসা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা সমূহ 2024 এটি দেখতে পারেন।

অনেক সময় দেখা যায় নিজের নামে অনেক কসমেটিক ব্যবসা নামকরণ করে থাকে। তবে আমি বিশ্বাস করি নিজের নামে চান্স এবং নির্ভুল বানান ঠিক রেখে কসমেটিক ব্যবসা নামকরণ করা উচিত। তারা নেটে সার্চ ইঞ্জিন থেকে বেশি সংখ্যক গ্রাহক আপনার ব্যবসায় আসার সম্ভাবনা থাকবে এবং গ্রাহক সহজে আপনার ব্যবসার নামটি মনে রাখতে পারবে। আসন প্রসাধনী বা কসমেটিক্স ব্যবসার জন্য কিছু নামের তালিকা দেখে নেই।

  • বিউটি ওয়েভ,
  • সুপা বিউটি
  • মিডাস বিউটি
  • আলটিমেট কুইন
  • হ্যাপি হাইলাইটস
  • তার পছন্দ
  • ওয়ান স্টপ বিউটি শপ
  • ফ্ললেস স্কিন
  • অর্গানিক বিউটি
  • লেডি বার্ড
  • ডায়মন্ড কালার
  • প্রিটি পাওয়ার
  • প্রিন্সেস ফেস
  • বিউটি টাইম
  • বাজেট প্রসাধনী
  • প্রসাধনী কোণ
  • ডেলাইট ডেসটিনি

ওষুধের দোকানের সুন্দর নামের তালিকা

  • মা ফার্মেসি
  • মায়ের দোয়া ফার্মেসি
  • বাবার দোয়া ফার্মেসি
  • মা ও বাবার দোয়া ফার্মেসী
  • জননী ফার্মেসি
  • সেবা ঔষধালয়
  • কল্যাণ ঔষধালয়
  • মানবতা ঔষধালয়
  • পদ্মা ঔষধালয়
  • তিতাস ঔষধালয়
  • ভরসা ঔষধালয়
  • সেঞ্চুরি ফার্মেসি
  • নিউ মেডিসিন হল
  • হিউমান সার্ভিসিং সেন্টার
  • গেট ওয়েল ফার্মেসী
  • গুড লাক ফার্মেসী

কাপড়ের দোকানের সুন্দর নামের তালিকা

  • সুপা স্টাইল
  • ট্রেন্ডি কর্নার
  • গর্জিয়াস ইউ
  • কিডস সিটি
  • ফ্যাশন ম্যানিয়া
  • ঢাকার পোশাক
  • নিখুঁত ফিট
  • ইনফিনিটি পোশাক
  • সোনালি কমনীয়তা
  • স্বাধীনতা জীবন
  • ওয়ান স্টপ পোশাক
  • স্টাইল স্মাইল
  • ফ্যাশনসেন্টার
  • আধুনিক মোড
  • সিটি ফ্যাশন হাউস
  • ড্রেস পয়েন্ট

অনলাইন ব্যবসার নাম

  • এনিটাইম বাইস
  • বাই স্মার্ট
  • ক্লিক টু বাই
  • অলওয়েজ ওপেন
  • ই- স্টোর
  • বেটার বাইস
  • ফ্লাই বাই
  • ক্লিক টু কার্ড

খাবারের দোকানের সুন্দর নাম

  • ক্যান্ডেলস
  • ইয়াম্মি এক্সপ্রেস
  • প্ল্যান বি ক্যাপ
  • হাঙ্গরি ড্রাগন
  • ফুট কানেক্ট
  • ফুট বিউটি
  • ডেলিশিয়াস বাই
  • সিক্সটিন ক্যান্ডেল
  • লিটল ইজি

মোবাইল দোকানের সুন্দর নামের তালিকা

  • ডিজিটাল তরঙ্গ
  • স্মার্ট ওয়্যারলেস
  • ফোন প্লাস
  • বাই অ্যান্ড সেভ
  • স্মার্ট ডিল
  • ইউনাইটেড ওয়্যারলেস
  • রিপাবলিক ইলেকট্রনিক্স
  • আধুনিক মোবি
  • গ্রিন ওয়্যারলেস
  • মোবি প্লাজা
  • স্মার্ট মার্ট

কম্পিউটার দোকানের সুন্দর নামের তালিকা

  • পিসি ডক্টর
  • পিসি সলিউশন
  • টেক শিফট
  • কম্পিউটার গুরু
  • এক্সপ্রেস পিসি মেরামত
  • পিসি সমাধান করুন
  • কম্পিউটার ফিক্সার
  • মেক সার্ভিস
  • ডেস্কটপ ডাক্তার
  • স্টার কম্পিউটার
  • কম্পিউটার ভিলা
  • Aথেকে Z কম্পিউটার
  • কম্পিউটারের ঘর

এই পোস্টের সর্বশেষ মন্তব্য :

একটি সুন্দর নাম মানুষের মাঝে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি করবে। এবং আপনার ব্যবসাটিকে দ্রুত জনপ্রিয় করে তুলতে সহায়তা করবে। আপনি চাইলে আমার দেওয়া বিভিন্ন ব্যবসার দোকান বা কোম্পানির সুন্দর নামের তালিকা থেকে ধারণা নিয়ে আপনার কোম্পানির ব্যবসার জন্য সুন্দর নাম রাখতে পারেন। আশা রাখছি আমার দেওয়া কোম্পানির সুন্দর নামের তালিকা গুলো আপনাদের ভালো লাগবে। এছাড়াও ১০০+ সুন্দর কিছু কোম্পানির নাম এর লিস্ট আপনার কোম্পানির জন্য BEST এটিও দেখতে পারেন। আরো আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইট বাংলায় ইনফোর ভিজিটে আমন্ত্রণ জানিয়ে আজকের পোস্ট এখানে শেষ করলাম। ধন্যবাদ।

কোম্পানির সুন্দর নামের তালিকা সংক্রান্ত আরো কিছু জানতে চাইলে ভিডিওটি দেখতে পারেন

কোম্পানির সুন্দর নামের তালিকা সমূহের কিছু সাধারণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরা হলো

FAQ:

১. নতুন কোম্পানির সুন্দর নামের তালিকা কি দেওয়া যায়?

আপনি কোম্পানিতে কি ধরনের পণ্য বিক্রি করবেন এর উপর নির্ভর করে কোম্পানির নাম নির্বাচন করতে পারেন।

২. নতুন দোকানের নাম কি দেওয়া যায়?

সাধারণত আপনার দোকানের জন্য যে নামটি নির্বাচন করবেন সে নামটি খুবই সূক্ষ্ম, সুন্দর, সহজ ও শ্রুতিমধুর হওয়া চাই।

৩. নতুন ব্যবসার নাম নির্বাচন করার উপায় কি?

আপনার ব্যবসার নামকরণের জন্য নেমলিক্স অথবা ওভারলো ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন।

Leave a Comment