বাংলায় ইনফো: বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট

১০০+ সুন্দর কিছু কোম্পানির নাম এর লিস্ট আপনার কোম্পানির জন্য BEST

ব্যবসা শুরু করার জন্য অন্যতম একটি স্টেপ হচ্ছে ব্যবসায়ের বা কোম্পানি জন্য একটি সুন্দর কিছু কোম্পানির নাম বাছাই করা। আপনি যখন একটি বিজনেসের জন্য একটি সুন্দর নাম বাছাই করে ফেলবেন তখন আপনার ব্যবসায় কিন্তু অনেকটা সফলতার দিকে এগিয়ে যাবে। কারণ একটা ভালো নাম কাস্টমাররা খুব সহজে মনে রাখেন আবার খুব কঠিন নাম এবং অথেন্টিক নাম কাস্টমাররা মনে রাখতে পারেন না।

যার ফলে রিপিট কাস্টমার কমে যায়। তাই আজকে নবউদ্যোক্তাদের জন্য নতুন কোম্পানির নামের তালিকা ভবিষ্যতে আপনার ব্যবসার বা কোম্পানির নামকরণ প্রক্রিয়া আপনাকে অনুপ্রাণিত করতে এবং গাইড কত সহায়তা করার জন্য আমাদের নতুন কোম্পানির নাম এবং সুন্দর কিছু কোম্পানির নাম, ইউনিক কোম্পানির নাম, নতুন কোম্পানির নাম নির্বাচন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ইউনিক তথ্য আপনাদের দিব তাই অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন। 

সুন্দর কিছু কোম্পানির নাম

ইউনিক কোম্পানির নাম নির্বাচন করার কিছু কৌশল 

একটি কোম্পানি বাছাই করার জন্য বেশ কয়েকটি ধাপ আপনাকে অনুসরণ করতে হবে। তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ গুন হচ্ছে এই নামটা। ইউনিক রাখার চেষ্টা করবেন কারণ অনেক সময় ইউনিক যদি ইউনিক নাম না রাখেন সেক্ষেত্রে কাস্টমার অনেক সময় কাস্টমার আপনার প্রোডাক্ট সার্চ করতে গিয়ে অন্য একটি বিজনেসে ইনভল হয়ে যাবে।

এবং অন্য একটা বিজনেস থেকে আপনার কাস্টমার প্রোডাক্ট কিনে ফেলবে। সুতরাং চেষ্টা করবেন একটি ব্যবসায়ের জন্য একটি ইউনিক নাম বাছাই করার জন্য। ইউনিক নাম কিনা আপনার ব্যবসায়ের জন্য যে নামটা পছন্দ করেছেন সেটাই চিনবেন কিভাবে বা বুঝবেন কিভাবে আপনি যে নামটা বাছাই করবেন সে নামটা আপনি ফেসবুকে সার্চ করবেন সে নামটা যদি মনে হয় যে নামটা ইউনিক তাহলে সে ক্ষেত্রে এই নামটা আপনি বাছাই করতে পারেন। আর যদি মনে হয় না এই নামে অন্য একটি পেজ আছে তাহলে এটি ইগনোর করতে পারেন। 

সুন্দর কিছু কোম্পানির নাম ইংরেজিতে

  • Central Business  
  • Behind The Brand  
  • Market Cast  
  • Only Profit  
  • Finance Guru 
  • Company Watch  
  • Finance Expert  
  • Perfect Solution  
  • Trending station 
  • Consumer Direct  
  • My Business  
  • Green Mountain  
  • Business Zen 
  • Evergreen Tranding 
  • Golden Road Trending 
  • Crossroads Trading 
  • value Investment 
  • Found Master 
  • Daily Trending Co.
  • Last Change Traders    
  • Global Bullet   
  • Trade Term Invest
  • Money Share  
  • Shape short Deal
  • Discuss Invest 
  • Align Assets
  • Carefree Money
  • The Finance Nuts
  • Old bridge Trading
  • Keep mony

নতুন কোম্পানির নাম নির্বাচন

আমাদের কোম্পানি তৈরি অথবা ভেলেন্টারি অর্গানাইজেশন তৈরি করতে গেলে নাম নির্বাচনটা অত্যন্তই খুবই জরুরী। বর্তমানে আপনার কোম্পানির নাম্বার ব্যবসায়ীর নামই হচ্ছে সবচেয়ে বড় Assets। এই মেসেজটা তৈরি করতে কিন্তু আমরা খুব তাড়াহুড়ো করে একটা নাম দিয়ে ফেলি। বাংলাদেশের প্রতিবছর ৫০ লাখ থেকে ৮০ লাখ পর্যন্ত বিজনেস নাম রেজিস্ট্রেশন করা হয়।

এই যে ৮০ লাখ বিজনেস নাম রেজিস্ট্রেশন হচ্ছে এটাতে কিন্তু আপনার অনেকগুলো মেথর ব্যবহার করতে হবে। ভালোভাবে কোম্পানির মেথর নাম অনুযায়ী ব্যবহার না করেন তাহলে ভালো একটি নাম আপনি পছন্দ করতে পারবেন না। আপনি যদি মেথরগুলোর পদ্ধতিগুলো আপনার মাথায় রাখেন তাহলে আপনি চলতে ফিরতে আপনার কোম্পানির নাম বা ব্র্যান্ড এর নাম মাথায় চলে আসবে। যেমন- 

আপনার বিজনেস নাম বা ব্র্যান্ড নাম সহজ হতে হবে। আপনার কোম্পানির নাম বা ব্যান্ডের নাম যত সহজ ও ছোট করা যায়। বাংলাদেশের যত বড় বড় কোম্পানির নাম দেখবেন তা কিন্তু ম্যাক্সিমাম ছোট হয়ে থাকে যেমন ধরুন – Bata, Apex, Walton। বাইরের দেশগুলোতে যদি দেখেন নাইকি একেবারে সহজ বলতেও সহজ লাগে এবং মানুষের সহজে উচ্চারণ করতে পারে এরকম কোম্পানির নাম ব্যবহার করতে হবে। এ দ্বারা কি বোঝা যায় কোম্পানির নাম সহজ ও অর্থবহুল ও সুন্দর কিছু কোম্পানির নাম বেঁচে নিতে হবে। 

মনে করুন আপনার কোম্পানির নাম সোয়েগ। এই যে সোয়েগ উচ্চারণটা করলাম এতে অনেক সময় আপনি নিজেই সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন না তো সে ক্ষেত্রে কাস্টমার ও এ নামটি সহজে মনে রাখতে পারবেন না। 

একবার Jeff Bezos, Jeff amazon এর Founder তিনি যখন তার কোম্পানি শুরু করতে যান তখন তার কোম্পানির নাম রাখেন তখন কিন্তু প্রথমে অ্যামাজন ছিল না তিনি কিন্তু Cadabra,Inc এই নামটা কিন্তু তিনি পছন্দ করেন। আমি যখন এর কাছে তার কোম্পানিটির নাম রেজিস্ট্রেশন করতে তখন তার লয়ার এদিকে ভুল punctuation করে দেয়। এরপর তিনি চিন্তা করল যে একটি সহজ ও ইউনিক নাম দিতে হবে তারপরেই কিন্তু তিনি এই Amazon নামটি সিলেক্ট করে।

এই amazon নামটি সিলেক্ট করার উদ্দেশ্য কি অ্যামাজন যখন আমরা মনে করি তখন সর্বপ্রথম আমাদের মাথায় আসে যে এটি জঙ্গল। জঙ্গলে যেখানে সব কিছুই পাই এই জিনিসটি সে মাথায় আনলো। এজন্যই তারা এই নামটি সিলেক্ট করলো। তো এখান থেকে আমরা কি বুঝলাম আপনি যে ব্র্যান্ড বা কোম্পানির নাম পছন্দ করবেন সে নামটির পেছনে কি কোন অর্থ কি বহন করে যেমন বাংলাদেশে এমন ছোট ছোট কোম্পানি বা বড় বড় কোম্পানি রয়েছে সেগুলো যেমন –

ধরেন Chaldal এই নামটি যখন আমরা পূর্ববা দেবো তখন আমাদের একটা ধারণা থাকবে যে এখানে চালডাল পাওয়া যাবে। তেমনি আপনি মনে করেন ফার্মাসিটি তো এখানে কি পাওয়া যাবে এখানে কি মেডিসিন পাওয়া যাবে। এই যে আপনি এমন একটি নাম দিবেন সেই নামটি যেন কোন একটা ভালো অর্থ বহন করে। 

পোস্টের শেষ মন্তব্য 

নতুন কোম্পানির নাম এবং সুন্দর কিছু কোম্পানির নাম, ইউনিক কোম্পানির নাম, নতুন কোম্পানির নাম নির্বাচন করা নিয়ে বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের যদি এগুলো ভালো লেগে থাকে তাহলে আপনার আশেপাশে বন্ধু-বান্ধব যারা কোম্পানি বা ব্যবসা করতে চাই কিন্তু নাম নিয়ে তারা চিন্তিত তাদের মাঝে এগুলো দয়া করে শেয়ার করুন।

কোম্পানির নামের তালিকা দেখতে চাইলে কোম্পানি সুন্দর নামের তালিকা এই পোস্টটি ভিজিট করতে পারেন আশা করি কাজে আসবে এই পোস্টে বেশ কিছু কোম্পানি ও দোকানের তালিকা দেওয়া হয়েছে। এছাড়াও বিজনেস আইডিয়া ও নতুন নতুন তথ্য পেতে বাংলা ইনফোর ভিজিটের আমন্ত্রণ জানিয়ে আজকের পত্রিকা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। 

সুন্দর কিছু কোম্পানির নাম সংক্রান্ত আরো কিছু জানতে চাইলে নিজেরও লিখিত ভিডিওটি দেখতে পারেন। 

সুন্দর কিছু কোম্পানির নাম সংক্রান্ত কিছু সাধারণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরা হলো।  

FAQs: 

১. ব্যবসায়ের জন্য সবচেয়ে ভালো নাম কি? 

একটি সহজ এবং সরাসরি নাম গ্রাহকদের মনে রাখা অনেক বেশি আকর্ষণীয় এমন একটি নাম রাখা ব্যবসায়ীর জন্য সবচেয়ে ভালো। 

২. কোম্পানির নাম কোথা থেকে এসেছে? 

প্রতিটি সেরা ব্র্যান্ডের পেছনে একটি দুর্দান্ত গল্প বা একজন ব্যক্তি রয়েছে যা একটি কোম্পানিকে প্রতিযোগিতার মতো আলাদা করে তোলে। 

৩. কোম্পানির নামের পর কি আসে? 

কোম্পানি নামের পর আপনি কর্পোরেট বা কর্পোরেট, ইনোকর্পোরেটেড বা লিমিটেড যোগ করতে পারেন। 

৪. কোন কোম্পানি প্রাইভেট হয়ে গেলে আপনার শেয়ারে কি হয়? 

আপনি যদি একটি পাবলিক কোম্পানিতে শেয়ার মালিক হন যা ব্যক্তিগত হয়ে থাকে। তাহলে আপনাকে অবশ্য আপনার শেয়ারগুলি অধিক গ্রহণ মূল্য বিক্রি করতে হবে যা পক্ষ বলি দ্বারা সম্মত হয়েছে। 

৫. কোন কোম্পানি প্রাইভেট হয়ে গেলে অবিনিয়োজিত শেয়ারের কি হয়? 

কোম্পানির প্রাইভেট হয়ে গেলে অবিনিয়োজিত তার শেয়ারগুলো একটি এক্সচেঞ্জ থেকে তালিকাভুক্ত করা হয়। এবং শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারের বিনিময়ে নগদ অর্থ প্রদান করে থাকে। 

একজন বাংলাদেশী কনটেন্ট ক্রিয়াটার এবং গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কয়েক বছর থেকে কাজ করে আসছেন। তার জন্ম ও বেড়ে ওঠা রাঙ্গামাটিতে। পড়ালেখার পাশাপাশি তিনি ২০২৩ এ বাংলায় Info এর সাথে যুক্ত হয়ে বাংলা ভাষা নিয়ে কনটেন্ট বানানো শুরু করেন।

Related Posts

নতুন কোম্পানির নামের তালিকা

নতুন কোম্পানির নামের তালিকা, দোকানের আরবি প্রতিষ্ঠানের নাম

ব্যবসা শুরু করার জন্য অন্যতম একটি স্টেপ হচ্ছে ব্যবসায়ের জন্য একটি সুন্দর নাম বাছাই করা। আপনি যখন একটি বিজনেসের জন্য একটি সুন্দর নাম বাছাই করে ফেলবেন তখন…

ড্রপশিপিং বিজনেস

কীভাবে টাকা ছাড়া ড্রপশিপিং বিজনেস শুরু করবেন? ২০২৪ সালের সম্পূর্ণ গাইডলাইন।

ই কমার্স ব্যবসা হলো অনেক সুবিশাল এবং বিচিত্রময়। এবং তার মধ্যে ড্রপশিপিং বিজনেস নতুন ব্যবসায়ীদের এবং অভিজ্ঞতা সম্পন্ন অনলাইন বিক্রেতাদের জন্য একইভাবে একটি জনপ্রিয় মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে।…

খাবারের দোকানের সুন্দর নাম বাংলা

খাবারের দোকানের সুন্দর নাম বাংলা ( ফাস্টফুড, হোটেল, রেস্টুরেন্ট ব্যবসার নাম)

ব্যবসা শুরু করার জন্য অন্যতম একটি স্টেপ হচ্ছে ব্যবসায়ের জন্য একটি সুন্দর নাম বাছাই করা। আপনি যখন একটি বিজনেসের জন্য একটি সুন্দর নাম বাছাই করে ফেলবেন তখন…

ইসলামিক সুন্দর নামের তালিকা

ব্যবসা প্রতিষ্ঠানের ইসলামিক সুন্দর নামের তালিকা সমূহ

অনেকে ভাবেন ব্যবসার প্রতিষ্ঠানের নাম রাখা এমন কি ব্যাপার যেকোনো একটি নাম রাখলেই হলো। কিন্তু শুরুর দিন থেকে যদি আপনার ব্যবসায় নাম নিয়ে গুরুত্ব না দেন তাহলে…

ব্যবসা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা

ব্যবসা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা সমূহ 2024

দোকানের সুন্দর নামের তালিকা ব্যবসা প্রতিষ্ঠানের সুন্দর নামের তালিকা কিংবা দোকানের সুন্দর নামের তালিকা বের করা বেশ ঝামেলা হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে এমন…

কোম্পানির সুন্দর নামের তালিকা

2024 সালের নতুন কোম্পানির সুন্দর নামের তালিকা সমূহ

একটি কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সর্বপ্রথম ধাপ হচ্ছে একটি সুন্দর নাম নির্ধারণ করা। এছাড়া ও ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানি জনপ্রিয় হওয়ার পিছনে অধিকাংশ অবদান থেকে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *