Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Banglayinfo.com
    • Home
    • News
    • Business
    • Technology
    • Entertrainment
    • Fashion
    • Life Style
    Facebook X (Twitter) Instagram
    Banglayinfo.com
    Home»Finance»সোনালী ব্যাংক ডিপিএস চার্ট | DPS রেট, সুবিধা, স্কিম
    Finance

    সোনালী ব্যাংক ডিপিএস চার্ট | DPS রেট, সুবিধা, স্কিম

    JacobBy Jacob2024-02-17No Comments7 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    সোনালী ব্যাংক ডিপিএস চার্ট
    সোনালী ব্যাংক ডিপিএস চার্ট
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    Focus keyword; সোনালী ব্যাংক ডিপিএস চার্ট

    সোনালী ব্যাংকে ডিপিএস করতে চাইলে আপনার অবশ্যই সোনালী ব্যাংক ডিপিএস চার্ট ,রেট, সুবিধা, তালিকা বা চার্ট, স্কিম ইত্যাদি বিষয়ে ভালো ধারণা থাকা দরকার। আজকে পোস্টে আপনাদের সামনে সোনালী ব্যাংক ডিপিএস চার্ট তালিকা 2023, হিসাব খোলার নিয়ম, হিসাবের বিপরীতে ঋণ সুবিধা, সোনালী ব্যাংক ডিপিএস চার্ট সুবিধা, সোনালী ব্যাংক ডিপিএস অসুবিধা, সোনালী ব্যাংক মাসিক ডিপিএস স্কিম ও সোনালী ব্যাংক ডিপিএস রেট 2023  ইত্যাদি তথ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

    সোনালী ব্যাংক ডিপিএস তালিকা ২০২৪

    সর্বপ্রথম আপনাদের সোনালী ব্যাংক ডিপিএস তালিকাটি দেখে নেওয়া উচিত তাই নিচে সোনালী ব্যাংক ডিপিএস চার্ট তালিকাটি দেওয়া হলো-

    স্কিমের নামমাসিক কিস্তি            মুনাফার হারমেয়াদ
    সোনালী সঞ্চয় স্কিম৫০০ টাকা অথবা এর গুণিতক , সর্বোচ্চ ১০,০০০ টাকা।৬.৫০% (চক্রবৃদ্ধি)০৫ বছর
    চিকিৎসা সঞ্চয় স্কিম৫০০ টাকা অথবা এর গুণিতক , সর্বোচ্চ ১০,০০০ টাকা।৬.৫০% (চক্রবৃদ্ধি)১০ বছর
    শিক্ষা সঞ্চয় স্কিম৫০০ টাকা অথবা এর গুণিতক , সর্বোচ্চ ১০,০০০ টাকা।৬.৫০% (চক্রবৃদ্ধি)১০ বছর
    বিবাহ সঞ্চয় স্কিম১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০, ৬০০০, ৭০০০, ৮০০০, ৯০০০  এবং ১০,০০০ টাকা।৬.৫০% (চক্রবৃদ্ধি)১০ বছর
    পল্লী সঞ্চয় স্কিম১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০ এবং ১০০০ টাকা।৬.৫০% (চক্রবৃদ্ধি)০৭ বছর
    সোনালী ব্যাংক মিলিওনিয়ার স্কিম৬.০০% (চক্রবৃদ্ধি ০৪ থেকে ০৮ বছর মেয়াদী)
    ৬.৫০% (চক্রবৃদ্ধি ০৯ থেকে ১৪ বছর মেয়াদী
    ৭.০০% (চক্রবৃদ্ধি ১৫ থেকে ২০ বছর মেয়াদী)




    ০৩-২০ বছর
    অনিবাসী আমানত স্কিম৫০০০, ৬০০০, ৭০০০, ৮০০০, ৯০০০, ১০০০০, ১১০০০, ১২০০০, ১৩০০০, ১৪০০০, ১৫০০০ টাকা।৭.০০% (সরল হার)০৫ বছর
    স্বাধীন সঞ্চয়  স্কিম১০০০ টাকাসঞ্চয়ী হিসাবে বিদ্যমান মুনাফা হারের অতিরিক্ত ৩% প্রাথমিক জমাঃ ১০০০টাকা৫ অথবা ১০ বছর
    সোনালী ব্যাংক অবসর সঞ্চয়  স্কিম৮.০০% (সরল হার)০৩-১৫ বছর
    সোনালী ব্যাংক ডিপিএস চার্ট

    হিসাব খোলার নিয়মাবলী

    • আঠার (১৮) বছর এবং তারউর্ধ্বে বয়সের যে কোন বাংলাদেশী নাগরিক  চুক্তি করার যোগ্যতা সম্পন্ন করে যে ,নিজের নামে সোনালী ব্যাংক লিমিটেড এর যে কোন শাখায় হিসাব খুলতে পারবেন। পিতামাতা/আইনগত অভিভাবকের সাথে নাবালক/নাবালিকার নামেও এ হিসাব খোলা যাবে।
    • আমানতকারী এবং নমিনীর দুই (২) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
    •  হিসাব খোলার সময় হিসাধারীর ও নমিনীর জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন পত্র/জাতীয়তা সনদপত্রের সত্যায়িত কপি প্রদান করতে হবে।

    মেয়াদ উত্তীর্ণের পূর্বে হিসাব বন্ধ করা হইলে

    সোনালী ব্যাংক মাসিক ডিপিএস স্কিম

    গ্রাহক ইচ্ছা করলে যে কোন সময় বন্ধ করতে পারবে। তবে বন্ধে বিপরীতে সার্ভিস চার্জ ২৫০.০০ টাকা এবং সরকার নির্ধারিত হারে ভ্যাট আদায় যোগ্য হবে।

    ক্রমিক নংহিসাব বন্ধ করার সময় হিসাবের মেয়াদপ্রাপ্য মুনাফার হার
    ০১৬ মাস পর্যন্তকেবলমাত্র জমাকৃত মূল অর্থ ফেরত পাবেন
    ০২৬ মাসের বেশি কিন্তু ৩ বছর পর্যন্তজমাকৃত অর্থের ওপর ৬% সরল মুনাফাসহ অর্থ ফেরত পাবেন
    ০৩৩ বছরের বেশি কিন্তু ৫ বছর পর্যন্তজমাকৃত অর্থের ওপর ৭.৫০% সরল মুনাফাসহ অর্থ ফেরত পাবেন
    ০৪৫ বছরের বেশি কিন্তু ১০ বছর পর্যন্তজমাকৃত অর্থের ওপর ৮.৫০% সরল মুনাফাসহ অর্থ ফেরত পাবেন
    ০৫১০ বছরের বেশিজমাকৃত অর্থের ওপর ৯% সরল মুনাফাসহ অর্থ ফেরত পাবেন
    হিসাবের বিপরীতে ঋণ সুবিধা

    হিসাবের বিপরীতে ঋণ সুবিধা

    ১. ঋণের সীমা, তাৎক্ষনিক নগদায়ন মুল্ল্যের সর্বোচ্চ ৯০%

    ২. ঋণের সময়কাল ১২ মাস

    ৩. মুনাফার হার ১৪ %

    ৪. ঋণের মেয়াদের মধ্যে কিস্তিতে অথবা এককালীন পরিশোধযোগ্য

    ৫. প্রধান কার্যালয় ইস্তেহার নং-৫৪ তারিখ ১৩/১২/২০০৯ অনুসারে দলিলপত্রাদি নিতে হবে

    ৬. ঋণ প্রদানের পর ঋণ হিসাবের মেয়াদের মধ্যে স্কীমের কিস্তি নিয়মিত জমা করতে হবে। কোন কিস্তি জমা দিতে ব্যর্থ হলেই ব্যাংক কর্তৃপক্ষ স্কীমের আমানত স্থিতি হতে ঋণের বকেয়া সমন্বয় করে হিশাবটি বন্ধ করে দিতে পারবে – এ মর্মে লেটার অব অথরিটি গ্রহন করতে হবে।

    এছাড়াও আরো বিস্তারিত জানতে আপনার নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় যোগাযোগ করতে পারেন।

    সোনালী ব্যাংক ডিপিএস চার্ট সুবিধা

    সোনালী ব্যাংক লিমিটেড ডিপিএস একাউন্ট থাকলে আপনি কিছু সুবিধা ভোগ করতে পারবেন। প্রথমত এই ডিপিএস সিস্টেমে চক্রবৃদ্ধি হারে মুনাফা দেওয়া হয়। তাই গ্রাহকরা খুব ভালো এমাউন্টের লাভ বা মুনাফা পেয়ে থাকেন।

    ইমেজ

    এছাড়াও ব্যাংক থেকে হিসাবের বিপরীতে ঋণ সুবিধা নিতে পারবেন। এক্ষেত্রে নিচের নিয়মটি অনুসরণ করা হয়।

    • ঋণের সীমা, তাৎক্ষনিক নগদায়ন মুল্ল্যের সর্বোচ্চ ৯০%
    •  ঋণের সময়কাল ১২ মাস
    •  মুনাফার হার ১৪ %
    •  ঋণের মেয়াদের মধ্যে কিস্তিতে অথবা এককালীন পরিশোধযোগ্য
    •  প্রধান কার্যালয় ইস্তেহার নং-৫৪ তারিখ ১৩/১২/২০০৯ অনুসারে দলিলপত্রাদি নিতে হবে
    •  ঋণ প্রদানের পর ঋণ হিসাবের মেয়াদের মধ্যে স্কীমের কিস্তি নিয়মিত জমা করতে হবে। কোন কিস্তি জমা দিতে ব্যর্থ হলেই ব্যাংক কর্তৃপক্ষ স্কীমের আমানত স্থিতি হতে ঋণের বকেয়া সমন্বয় করে হিশাবটি বন্ধ করে দিতে পারবে – এ মর্মে লেটার অব অথরিটি গ্রহন করতে হবে।

    সোনালী ব্যাংক ডিপিএস অসুবিধা

    সোনালী ব্যাংক ডিপিএস চার্টসিস্টেমে মুনাফার হার খুবই ভাল হলেও কিছু অসুবিধা রয়েছে। যারা স্বল্প আয়ের মানুষ তারা চাইলেও কম মেয়াদের ডিপিএস একাউন্ট করতে পারবে না। কারণ তারা ডিপিএস চার্টের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। কম মেয়াদের স্কিমে মাসিক কিস্তির পরিমাণ খুবই বেশি। তাই স্বল্প আয়ের মানুষের ক্ষেত্রে প্রত্যেক মাসে এত বড় অংকের টাকা ব্যাংকে জমা রাখা সম্ভব হবেনা।

    স্বল্প আয়ের মানুষরা সোনালী ব্যাংক থেকে  ডিপিএস সেবা নিতে চাইলে বড় মেয়াদের বা স্কিমের প্যাকেজে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর যদি মেয়াদ পূর্ণের আগে টাকার দরকার হয় সেক্ষেত্রে টাকা উঠাতে গেলে তুলনামূলক খুবই কম মুনাফা বা লাভ পাবে।

    সোনালী ব্যাংক মাসিক ডিপিএস স্কিম

    সোনালী ব্যাংক মাসিক ডিপিএস স্কিম

    ১. সোনালী ব্যাংকে আপনি ৩, ৫, ৬, ৭, ৮ ,৯ ,১০, ১২, ১৫ ও ২০ বছরের স্কিমে ডিপিএস করার সুযোগ পাবেন। এক্ষেত্রে স্কিম অনুযায়ী মাসিক কিস্তি বা জমার পরিমাণ নির্ধারিত হবে। প্রত্যেক ক্ষেত্রে মুনাফাসহ মোট অর্থের পরিমাণ ১০ লক্ষাধিক হবে।

    ২. সোনালী ব্যাংকে আপনারা খুব সহজেই ৩ বছরে স্কিমে ডিপিএস করতে পারবেন। এক্ষেত্রে আপনার মাসিক কিস্তি ২৪,২৫০ টাকা করে জমা দিতে হবে। ৩ বছর মেয়াদ শেষে আপনার মোট সঞ্চয়ের পরিমাণ হবে ৮,৭৩,০০০ টাকা। ব্যাংক থেকে মোট লাভ প্রদান করা হবে ১,২৭,৪৩১ টাকা।

    তিন বছর মেয়াদ শেষে আপনি  সর্বমোট ১০,০০৪৩১ টাকা পাবেন।

    ৩. ৫ বছর মেয়াদের ক্ষেত্রে ডিপিএস এর মাসিক কিস্তি ১৩,২৮০ টাকা। মোট জমার পরিমাণ হবে ৭,৯৬,৮০০ টাকা। সোনালী ব্যাংক থেকে প্রদানকৃত মুনাফা ২,০৩,৪১৮ টাকা। মেয়াদ শেষে আপনি মেয়াদ শেষে সর্বমোট ১০,০০০,২১৮ টাকা পাবেন।

    ৪. সোনালী ব্যাংক ডিপিএস ১০ বছর এর ক্ষেত্রে মাসিক কিস্তির পরিমাণ ৫,২৩৫ টাকা। এক্ষেত্রে মোট জমার পরিমাণ হবে ৬,২৮,২০০ টাকা। ১০ বছরে মোট লাভ বা মুনাফার পরিমাণ ৩,৭২,৭৪৮ টাকা।দশ বছর সে আপনি মেয়াদ শেষে সর্বমোট ১০,০০,৪৩১টাকা পাবেন।

    সোনালী ব্যাংক ডিপিএস রেট ২০২৩

    আপনি নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করলে উপরে উল্লেখিত চার্ট অনুযায়ী ১০% চক্রবৃদ্ধি হারে মুনাফা পাবেন। তবে নির্দিষ্ট মেয়াদের আগে যেকোন সময় ডিপিএস বন্ধ করে টাকা উঠাতে চাইলে নিচের চার্ট অনুযায়ী ডিপিএস রেট দেওয়া হবে।

    হিসাব বন্ধ করার সময় হিসাবের মেয়াদপ্রাপ্য মুনাফার হার
    ৬ মাস পর্যন্তকেবলমাত্র জমাকৃত মূল অর্থ ফেরত পাবেন
    ৬ মাসের বেশি তবে ৩ বছর পর্যন্তজমাকৃত অর্থের ওপর ৬% সরল মুনাফাসহ অর্থ ফেরত পাবেন
    ৩ বছরের বেশি তবে ৫ বছর পর্যন্তজমাকৃত অর্থের ওপর ৭.৫০% সরল মুনাফাসহ অর্থ ফেরত পাবেন
    ৫ বছরের বেশি তবে ১০ বছর পর্যন্তজমাকৃত অর্থের ওপর ৮.৫০% সরল মুনাফাসহ অর্থ ফেরত পাবেন
    ১০ বছরের বেশিজমাকৃত অর্থের ওপর ৯% সরল মুনাফাসহ অর্থ ফেরত পাবেন
    সোনালী ব্যাংক ডিপিএস রেট

    শেষ কথা:

     আজকের পোষ্টে সোনালী ব্যাংক ডিপিএস চার্ট সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে আশা করি, আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও সোনালী ব্যাংক পার্সোনাল লোন। নিতে চাইলে এই পোষ্টি আপনাদের সাহায্য করবে। এমন আরো নতুন নতুন ব্যাংক সংক্রান্ত তথ্য পেতে বাংলায় ইনফোর সাথে যুক্ত থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

     সোনালী ব্যাংক ডিপিএস চার্ট সংক্রান্ত আরো কিছু দেখতে চাইলে নিজেরও লিখিত ভিডিওটি দেখতে পারেন। 

    সোনালী ব্যাংক ডিপিএস চার্ট সংক্রান্ত সাধারণ কিছু জিজ্ঞাসিত প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরা হলো

    FAQ’s

    ১. সোনালী ব্যাংক কত টাকা সুদ দেয় ?

    হিসাবে মেয়াদ যদি ১ বছরের বেশি কিন্তু ৩ বছরের কম হলে ৭% হারে সরল সুদসহ মাসিক ভিত্তিতে উত্তোলনকৃত অর্থ বাদ দিয়ে অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হবে। আবার হিসাবের মেয়াদ ৩ বছরের বেশি কিন্তু ৫ বছরের কম হলে উত্তোলনকৃত অর্থ বাদ দিয়ে অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হবে।

    ২. বর্তমান ব্যাংক রেট কত ২০২৩?

    পলিসি রেট বাড়ানোতে তে কেন্দ্রীয় ব্যাংকগুলো যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দিয়ে থাকেন, তা ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম ৬ মাসের ৫.৭৫ শতাংশ থেকে বেড়ে ৬ শতাংশ হবে।

    ৩.সর্বনিম্ন কত টাকা ফিক্সড ডিপোজিট করা যায়?

    বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে ভিন্ন, ভিন্ন হয়। কোনো কোনো ব্যাংকে ন্যূনতম দশ হাজার টাকা রাখতে হয়। সুদের হারেও বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে প্রান্তিক ব্যবধান থাকতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Jacob
    • Website

    এই ওয়েবসাইট টি বাংলা ভাষা কে সম্মান জানানোর জন্য তৈরী করা হয়েছে। পৃথিবীর সব অঞ্চলের মানুষদের কাছে বাংলা ভাষায় সব তথ্য,খবরাখবর বা নতুন কিছুর সন্ধান দেওয়াই হচ্ছে একমাত্র লক্ষ্য। এটি সবার নিজস্ব বাংলা ভাষার ব্লগ।

    Related Posts

    Finance Understanding the Pillars of Modern Economy

    2025-01-07

    হারানো রেজিস্ট্রেশন কার্ড বের করার নিয়ম 2024

    2024-03-13

    প্রবাসী বিএমইটি কার্ড ডাউনলোড করার নিয়ম 2024

    2024-02-26
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    Recent Post

    X-Shaped Cross Necklace That Mixes Meaning with Minimalism

    2025-04-21

    News The Lifeblood of an Informed Society

    2025-01-07

    Lifestyle: Crafting a Life of Balance and Fulfillment

    2025-01-07

    Lifestyle Crafting a Life of Balance and Fulfillment

    2025-01-07
    All Category
    • Automotive
    • Business
    • Digital Marketing
    • Entertainment
    • Fashion
    • Finance
    • Home Improvement
    • Life Style
    • News
    • Others
    • Technology
    • Travel
    • অনলাইনে আয়
    • এন আই ডি
    • ক্যারিয়ার
    • খতিয়ান অনুসন্ধান
    • ছবি কালেকশন
    • জন্ম নিবন্ধন
    • পাসপোর্ট
    • ফ্রিল্যান্সিং
    • বিজনেস আইডিয়া
    • ভিসা
    • রমজান
    • সাস্থ্য ও রূপচর্চা
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Contact Us
    • Privacy Policy
    © 2025 Banglayinfo.com. Designed by Master IT Firm.

    Type above and press Enter to search. Press Esc to cancel.