বাংলায় ইনফো: বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট

অনলাইনে বাহরাইন ভিসা চেক করার নিয়ম | Bahrain Visa Check 2024

বর্তমানে বাংলাদেশ থেকে অনেক মানুষ বহর আইন কাজের উদ্দেশ্যে, ভ্রমণ উদ্দেশ্যে ও পড়াশোনা উদ্দেশ্যে বিভিন্ন বাহিরে দেশে যাচ্ছেন। এই ক্ষেত্রে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনেকেই ভিসার আবেদন করে থাকেন। এতে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। তাই ভিসার আবেদন করার পর ভিসা চেক করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তাই আজকের পোস্টে বাহরাইন ভিসা চেক করার নিয়ম, বাহরাইন ভিসা পাওয়ার উপায় এবং বাহরাইন ভিসা খোলা না বন্ধ এই সকল বিষয় নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা হবে। তাহলে আসুন জেনে নিও অনলাইনে বাহারাইন বিচার চেক করার প্রক্রিয়া গুলো সম্পর্কে। 

Bahrain Visa Check করতে কি কি লাগবে

ঘরে বসে Bahrain Visa Check করতে Bahrain Labor Market Regulatory Authority ওয়েবসাইট থেকে। অনলাইনে নিচের যে কোন ১টি তথ্য দিয়ে ভিসা চেক করা যাবে এর মাধ্যমে। নিচের যে কোন ১টি তথ্য দিয়ে অনলাইনে ভিসা চেক করতে পারবেন।

  •  Identity Card
  • Work Permit Number 
  • আবেদনের Application ID;
  • Work Permit Number
  • Passport Number;
  • আবেদনের ইনভয়েস থেকে পাওয়া ভিসা নম্বর Visa Number
বাহরাইন ওয়েবসাইট

বাহরাইন ভিসা চেক করার নিয়ম/ Bahrain Visa Check

আজকে আপনাদের দেখাবো কিভাবে এক মিনিটের মধ্যে বাহরাইন ভিসা চেক করার নিয়ম। আপনারা জানেন ইতিমধ্যে বাহরান ভিসা তিন মাস মেয়াদ বৃদ্ধি হয়েছে। এখন বাহরান ভিসা চেক করাটা খুবই জরুরী। আপনারা মোবাইলে অথবা ল্যাপটপে দুই ভাবেই ভিসা চেক করতে পারবেন। তাহলে চলুন দেখিয়ে দিয়ে কিভাবে এক মিনিটে বাহরান ভিসা চেক করবেন। 

আপনার মোবাইল অথবা ল্যাপটপ ব্রাউজার ওপেন করে গুগল সার্চে যাবেন। গুগল সার্চে  গিয়ে IMRA BH প্রথম যে অপশনটি আসবে সে অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনার সামনে একটি পেইজ ওপেন হবে। এই পেইজ থেকে আপনারা চারটি অপশনে বাহরান ভিসা চেক করতে পারবেন। সেগুলো হলো আপনার Identity Card , Work Permit,  Application ID, Passport।

এরপর আপনারা যেটি দিয়ে ভিসা চেক করবেন সেটিতে ক্লিক করবেন। তারপরের অপশনে আপনি কোন দেশের সিলেক্ট করতে হবে। তারপর I’m not a robot এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ভিসার স্ট্যাটাস গুলো এখানে চলে আসবে। এভাবে আপনি আপনার বাহরান ভিসা চেক করার নিয়ম  অনুসরণ করে এক মিনিটের মধ্যেই আপনার বাহারন ভিসাটি যা করতে পারবেন। 

অনলাইনে বাহরাইন ভিসা চেক করার ৪টি প্রক্রিয়া নিচে ধাপে ধাপে দেখানো হলো :

অনলাইনে বাহরাইন ভিসা চেক করার নিয়ম

অনলাইনে Identity Card দিয়ে বাহরাইন ভিসা চেক করার নিয়ম 

অনলাইনে আবেদনকৃত আইডেন্টিটি কার্ড এর পার্সোনাল নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন। বহরান ভিসা ওয়েবসাইটে গিয়ে Identity card অপশনটি সিলেক্ট করে আপনার কার্ড নাম্বারটির লিখে I’m not a robot ক্যাপচা পূরণ করে সার্চ এ ক্লিক করতে হবে। 

অনলাইনে Work Permit  দিয়ে বাহরাইন ভিসা চেক করার নিয়ম 

আপনি ঘরে বসে এক মিনিটের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট নাম্বার দিয়ে অনলাইনে বাহরাইন ভিসা চেক করতে পারবেন। বাহারান ভিসা ওয়েবসাইটে গিয়ে Work Permit অপশনে ক্লিক করে ওই অপশনে ওয়ার্ক পারমিট নাম্বারটি দিয়ে আপনি আপনার বাহারাইন ভিসা চেক করতে পারবেন। 

অনলাইনে Application ID দিয়ে বাহরাইন ভিসা চেক করার নিয়ম 

আপনি যদি নতুন ভিসার জন্য অ্যাপ্লিকেন্ট হন বা নতুন অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি আপনার Application ID দিয়েও আপনি আপনার বহারান ভিসা চেক করতে পারবেন। 

অনলাইনে Passport দিয়ে বাহরাইন ভিসা চেক করার নিয়ম 

আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিও অনলাইনে বহরন বিচার চেক করতে পারবেন। বাহরাইন ওয়েবসাইটে গিয়ে Passport অপশনে ক্লিক করে আপনার পাসপোর্ট নাম্বারটি দিবেন। এরপর পাশে 

আপনি কোন দেশের নাগরিক সেটি নির্বাচন করার জন্য Choose a Country এ অপশনটিতে ক্লিক করে আপনি কোন দেশের নাগরিক সেটি নির্বাচন করুন। তারপর ক্যাপচা পূরণ করে সার্চ বাটনে ক্লিক করুন। 

অনলাইনে বাহরাইন ভিসা চেক করার সুবিধা

অনলাইনে বাহরাইন ভিসা চেক করার সুবিধা 

বর্তমানে আমরা বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা করে থাকে। তাদের মাধ্যমে ভিসা আবেদন করার পর তারা জানায় যে ভিসা হয়ে গেছে। কিন্তু আমরা তা সম্পর্কে নিশ্চিত নয়। কিছু অসাধু এজেন্সি বা দালালরা এমন ভিসা নিয়ে প্রতারিত হওয়ার ঘটনা বেড়েই চলছে। তাই অবশ্যই আপনারা যে দেশের ভিসাই করুন না কেন আগে ভিসাটি সত্যি হয়েছে কিনা তা চেক করে নেওয়া উচিত।

এখন খুব সহজেই ঘরে বসে যেকোনো দেশের ভিসা অনলাইনের মাধ্যমে চেক করা যায়। বর্তমানে বিচার চেক করার অনেক সুবিধা অনলাইনে রয়েছে। তার উপরোক্ত ধাপগুলো  অনুসরণ করলে আপনি আপনার ভিসা ঘরে বসে অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। 

বাহরাইন ভিসা পাওয়ার উপায় 

বাহরাইন ভিসা পাওয়ার জন্য সর্ব প্রথম বাহরাইন পিশার জন্য আবেদন করতে হবে। আপনি চাইলে বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই ভিসার আবেদন করতে পারেন। এছাড়াও আপনার যদি কোন নিকটস্থ আত্মীয় থাকেন তাহলে আপনি তাদের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ফরম পূরণ করে বাহরাইন ভিসার জন্য আবেদন করতে পারেন। আপনি যদি ভিসা এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আবেদন ফরম জমা দেওয়ার কয়েক মাসের মতো পিসা প্রসেসিং সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে আপনি বাহরাইন ভিসা পেতে পারেন। 

ভিসা চেক সংক্রান্ত আরও তথ্য

বাহরাইন ভিসা খোলা না বন্ধ?

বর্তমানে পাসপোর্ট এর জন্য বাংলাদেশ থেকে যারা বাহারাইন যেতে চান তাদের জন্য বহরাইন ভিসা খোলা রয়েছে। বর্তমানে ২০২৪ সালে আপনি চাইলে ওয়ার্ক পারমিট ভিসা, টুরিস্ট ভিজিটিং ভিসা এবং ব্যবসায়িক ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বহরান ভিসার জন্য আবেদন করতে পারবেন। 

শেষ মন্তব্য 

আজকের পোস্টে আপনাদের সাথে অনলাইনে বাহরাইন ভিসা চেক করার নিয়ম Bahrain Visa Checkসম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আশা করি আপনারা বিচার আবেদন করার পরে উপরোক্ত নিয়মগুলো অনুসরণ করে আপনাদের ভিসা গুলো চেক করে নিতে পারবেন। এছাড়া ও আরো ভিসা নিয়ে তথ্য পেতে বাংলা ইনফোর সাথে যুক্ত হন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। 

অনলাইনে বাহরাইন ভিসা চেক করার নিয়ম /Bahrain Visa Check সংক্রান্ত আরো কিছু জানতে চাইলে নিচের উল্লেখিত ভিডিওটি দেখতে পারেন। 

অনলাইনে বাহরাইন ভিসা চেক করার নিয়ম/Bahrain Visa Check নিয়ে কিছু জিজ্ঞাসিত প্রশ্ন। 

FAQ’s

১. ভিসা স্ট্যাটাস কিভাবে দেখব? 

আপনি যে দেশে যেতে চান সে দেশের ভিসা প্রদানকারী কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইনে আপনার ভিসা স্ট্যাম্পিং স্ট্যাটাস চেক করতে পারেন। 

২. অনলাইনে কোন ওয়েবসাইটের মাধ্যমে বাহরাইন ভিসা চেক করা যায়? 

অনলাইনে বাহরাইন ভিসা চেক করার ওয়েবসাইট হলো Bahrain Labor Market Regulatory Authority

৩. অনলাইনে বাহরাইন ভিসা কি কি ডকুমেন্ট দিয়ে চেক করা যায়? 

আবেদনকারীর এনআইডি কার্ড, ওয়ার্ক পারমিট  নং, অ্যাপ্লিকেশন আইডি, পাসপোর্ট নং দিয়ে ভিসা চেক করা যায়। 

৪. বর্তমানে ভিসা খোলা নাকি বন্ধ? 

বর্তমানে বাংলাদেশে নাগরিকদের জন্য বাহরাইন ভিসা খোলা রয়েছে। 

৫. বাহরাইন ভিসার খরচ কত? 

সম্পূর্ণ প্রক্রিয়াকরণ করে বাহরাইন ভিসার খরচ প্রায় ৪ থেকে ৬ লক্ষ টাকা।

একজন বাংলাদেশী কনটেন্ট ক্রিয়াটার এবং গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কয়েক বছর থেকে কাজ করে আসছেন। তার জন্ম ও বেড়ে ওঠা রাঙ্গামাটিতে। পড়ালেখার পাশাপাশি তিনি ২০২৩ এ বাংলায় Info এর সাথে যুক্ত হয়ে বাংলা ভাষা নিয়ে কনটেন্ট বানানো শুরু করেন।

Related Posts

পাসপোর্ট নাম্বার দিয়ে ওমানের ভিসা চেক করার নিয়ম

পাসপোর্ট নাম্বার দিয়ে ওমানের ভিসা চেক করার নিয়ম 2024

বাংলাদেশ থেকে প্রতিবছর প্রচুর পরিমাণে কর্মী ওমানে কাজের ভিসার উদ্দেশ্যে যাচ্ছেন আপনিও যদি ওমানের কাজে ভিসার উদ্দেশ্যে যেতে চান তাহলে আপনার উচিত একবার হলেও দেশে বসে ওমান…

মালয়েশিয়া কাজের বেতন কত

মালয়েশিয়া কাজের বেতন কত ?2024

মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। অন্যান্য অন্যতম দেশগুলোর মধ্যে মালয়েশিয়াও একটি উন্নত দেশ। বর্তমানে প্রায় বাংলাদেশ থেকে অনেক শ্রমিক বিভিন্ন কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া জান। তবে সবচেয়ে…

অনলাইনে কুয়েত ভিসা চেক করার নিয়ম

অনলাইনে কুয়েত ভিসা চেক করার নিয়ম 2024

অনলাইনে কুয়েত ভিসা চেক করার নিয়ম 2024 নিয়ে এই পোস্ট  বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে তাই অবশ্যই সম্পূর্ণ পোস্টটি পড়ুন। বর্তমানে আমরা সকলেই জানি সব কিছুই ঘরে বসে খুব…

সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়

সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় 2024 | কানাডা ভিসার পাওয়ার উপায়

আপনারা যারা আমাদের বাংলাদেশ থেকে ও পৃথিবীর অন্যতম দেশ কানাডা যেতে চান তাদের সবার সরকারিভাবে কানাডা যাওয়া উচিত কেন না। আপনি যদি সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়-এ যেতে…

ইউরোপে কোন দেশে যেতে কত টাকা লাগে

ইউরোপে কোন দেশে যেতে কত টাকা লাগে 2024

আমাদের বাঙ্গালীদের কাছে ইউরোপ একটি স্বপ্নের দেশ। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা অনেক সময় জীবন পর্যন্ত দিয়ে থাকি। আজকের আর্টিকেলে আমরা জানবো ইউরোপে কোন দেশে যেতে কত…

জাপান ওয়ার্ক পারমিট ভিসা

জাপান ওয়ার্ক পারমিট ভিসা 2024 | জাপান ভিসা প্রসেসিং 

জাপান পৃথিবী অন্যতম একটি আধুনিক উন্নত প্রযুক্তির নির্ভর দেশ। এই দেশে কবি চাহিদা পূরণের জন্য প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জাপান ওয়ার্ক পারমিট ভিসার শ্রমিক নিয়োগ দিয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *