অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন | NID Correction Online

পরিচয় পত্র সংশোধন একটি চলমান প্রক্রিয়া। জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। (NID correction online) আবেদনের জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।( যদি আপনার আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে পুনরায় রেজিস্ট্রেশন করার দরকার নেই ) আবেদন লিংক- 

অনেকেরই এনআইডি সংশোধন করার প্রয়োজন পড়ে তবে সঠিক তথ্য বা গাইডলাইন না থাকার কারণে বাইন আইডির সংশোধনের ক্ষেত্রে বিশেষ কিছু জটিলতা তৈরি হয়। তাই আজকে আপনাদের জন্য (NID correction online) কিভাবে আবেদন করবেন এবং কি কি কাগজপত্র লাগবে তা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই অবশ্যই পোস্টটি দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যায় আজকে NID correction online এ আবেদন কিভাবে করবেন।

ছুটির তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করার পর আপনার ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে জাতীয় পরিচয় সংশোধনের জন্য আপনি কি প্রয়োজনীয় কাগজপত্র দরকার হবে যা নিচে উল্লেখ করা হলো-

NID correction online – এ সংশোধন করতে যা যা লাগবে

১. জাতীয় পরিচয় পত্রধারীর নাম বাংলা/ ইংরেজি এবং জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্র উক্ত নির্ম বর্ণিত কাগজপত্র তথ্য দিয়ে জমা দিতে হবে যথা-

ক.শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এসএসসি/ সমমান হইলে এসএসসি সমমান/ সনদপত্র;

খ. শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/ সমমান নাহলে এবং তিনি সরকারি সাহিত্য শাসিত আধা সাহিত্যশাসিত কিংবা সংবিধিবদ্ধ কোন সংস্থা চাকুরী রত হলে চাকুরী বই মনটলে পেমেন্ট অর্ডার (এমপিও);

গ. অন্যান্য ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রধারীর পাসপোর্ট /জন্মনিবন্ধন সনদ /ড্রাইভিং লাইসেন্স /ট্রেড লাইসেন্স /কোবিননামর সত্যায়িত অনুলিপি ;

ঘ. নামের আমুল পরিবর্তনের ক্ষেত্রে পাত্রিত পরিবর্তনের যথার্থ সম্পর্কে গ্রহণযোগ্য দলিলাদি (এসএসসি সনদ /পাসপোর্ট / চাকুরী বই /মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) / ড্রাইভিং লাইসেন্স যাহা ক্ষেত্রে যেটি প্রযোজ্য) এছাড়া ও ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি। 

ঙ. ধর্ম পরিবর্তনের কারণে, নাম পরিবর্তনের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি এবং আবেদনের যথার্থতা সম্পর্কে গ্রহণযোগ্য দলিলাদি (শিক্ষাগত যোগ্যতা সনদপত্র / পাসপোর্ট /ড্রাইভিং লাইসেন্স /জন্ম নিবন্ধন সনদ ইত্যাদি যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য। 

২. বিবাহ বা বিবাহ বিচ্ছেদ বা অন্য কোন কারণে কোন মহিলা তাহার নামের সহিত স্বামীর নামের অংশ (টাইটেল) সংযোজন বা বিয়োজন বা সংশোধন করতে চাইলে তাকে কবিনামা /তালাকনামা /মৃত্যুর সনদ /ম্যাজিস্ট্রেট আদালত সম্পাদিত হলফনামা/ বিবাহ বিচ্ছেদ ডিক্রির সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনে সরেজমিন তদন্ত করতে পারবেন।  

৩. পিতা /মাতার নাম সংশোধনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রধারীর এসএসসি এইএসসি বা সমমান সনদপত্র ( যদি যদি ও হাতে পিটা মাতার নাম উল্লেখিত থাকে) এবং জাতীয় পরিচয়পত্রধারির পিতা /মাতা, ভাই ও বোনের জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রয়োজনের সরেজমিন তদন্ত করতে পারবেন। 

৪. পিতা /মাতার নামের পূর্বে “মৃত” অভিব্যক্তিটির সংযোজন বা বিয়োজন করতে চাইলে প্রয়োজন ক্ষেত্রে পিতা-মাতা মৃত্যু সনদে সত্যায়িত অনুলিপি বা তাদের জাতীয় পরিচয়পত্র অনুলিপি ও জীবিত থাকবার সমর্থনের সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যান পৌর মেয়র কাউন্সিলরের এর প্রত্যয়ন পত্র জমা দিতে হবে। 

৫. ঠিকানা (বাসা /হোল্ডিং /গ্রাম /রাস্তার/ ডাকঘর) সংশোধনের ক্ষেত্রে সঠিক ঠিকানার স্বপক্ষে বাড়ির দলিল /টেলিফোন /গ্যাস ও বা পানির বিল /বাড়ি ভাড়ার চুক্তিপত্র /বাড়ি ভাড়ার রশিদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। 

৬. রক্তের গ্রুপ সংযোজন বার সংশোধনের ক্ষেত্রে উহার স্বপক্ষে ডাক্তারি সনদপত্র জমা দিতে হবে। 

৭. শিক্ষাগত যোগ্যতা সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্রধারীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। 

৮. টিআাইএন/ ড্রাইভিং লাইসেন্স নম্বর/ পাসপোর্ট নম্বর সংশোধনের ক্ষেত্রে, প্রয়োজনে টিআইএন সনদ /ড্রাইভিং লাইসেন্স /পাসপোর্ট এর সত্যায়িত্ব অনুলিপি জমা দিতে হবে। 

৯. অণ্যবিদ যেকোনো সংশোধনের ক্ষেত্রে, উত্তরূপ সংশোধনের স্বপক্ষের উপযুক্ত সনদ দলিল ইত্যাদি সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। 

১০. আবেদন পত্রের সহিত দাখিলকৃত অনুলিপি সমূহ নির্মবর্ণিত ব্যক্তিবর্গ সত্যায়ন করতে পারবেন- ক) সংসদ সদস্য, খ) স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি, গ) গেজেটে সরকারি কর্মকর্তা এবং ঘ) মানবিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। 

১১. অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। 

এই পোস্টের শেষ মন্তব্য 

আশা করি আপনারা বুঝতে পেরেছেন (Nid correction online) বা এনআইডি কিভাবে অনলাইনে সংশোধন করতে হবে এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে। এছাড়াও ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে চান কিন্তু কিভাবে করবেন তা জানেন না তাহলে সহজে অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন এটি পড়তে পারেন আশা করি উপকৃত হবেন। আপনার যদি ( Nid correction online) এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে এই আর্টিকেলটি আপনার বন্ধু বান্ধব বা সামাজিক মিডিয়াতে শেয়ার করুন। যাতে আরো বেশি মানুষ এই সম্পর্কে জানতে পারেন। এছাড়াও এনআইডি এবং বিভিন্ন তথ্য পেতে বাংলায় ইনফোর ভিজিটের আমন্ত্রণ জানিয়ে আজকের পোস্ট এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। 

(Nid correction online) সংক্রান্ত আরো কিছু জানতে চাইলে নিজের উল্লেখিত ভিডিওটি দেখতে পারেন। 

NID Correction online সংক্রান্ত সাধারণ কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরা হলো। 

FAQ: 

১. কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায়? 

অনলাইন /এনআইডি রেজিস্ট্রেশন /উপজেলা থানা /জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধন কারার জন্য আবেদন করতে হবে উক্ত সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলিলা দিয়ে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। 

২. কার্ডে কোন সংশোধন করা হলে তার কি কোন রেকর্ড রাখা হবে? 

সেন্ট্রাল ডাটাবেজে সকল সংশোধনেররেকর্ড সংরক্ষিত থাকে। 

৩. আমি আমার আশা পরিবর্তন করতে চাই কিন্তু কিভাবে করতে পারি? 

অনলাইন এনআইডি রেজিস্ট্রেশন উইং/ উপজেলা /জেলা নির্বাচন অফিসে প্রামাণিক কাগজপত্রাদি দিয়ে দাখিল করতে হবে। উল্লেখিত, আইডি কার্ডে এ তথ্য মুদ্রণ করা হয় না। 

৪. পিতা /মাতার “মৃত” উল্লেখ করতে চাইলে কি কি সনদ দাখিল করতে হয়? 

পিতা /মাতা “মৃত” উল্লেখ করতে চাইলে মৃত্যুর সনদ দাখিল করতে হবে। 

৫. ঠিকানা কিভাবে পরিবর্তন/ সংশোধন করা যায়? 

ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সে এলাকার উপজেলা /থানা নির্বাচন অফিস ফর্ম ১৩ এর মাধ্যমে আবেদন করা যাবে। তবে একই ভোটার এলাকার মধ্য পরিবর্তন বা ঠিকানা তথ্য বা বানানগত কোনো ভুল থাকলে সাধারণ সংশোধনের আবেদন ফর্মে আবেদন করে সংশোধন করা যাবে। 

৬. রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সহশোধনের জন্য কি করতে হয়? 

রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধনের করার জন্য রক্তের গ্রুপ নির্ণয়কৃত ডায়াগনস্ট রিপোর্ট দাখিল করতে হয় ।

৭. স্বাক্ষর পরিবর্তন করতে চাই, কিভাবে করতে পারি? 

নতুন স্বাক্ষর এর নমুনা সহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। তবে এক্ষেত্রে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যাবে

৮. একটি কার্ড কতবার সংশোধন করা যায়? 

একটি তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যাবে তবে যুক্তিযুক্ত না হলে কোন সংশোধন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। 

৯. আইডি কার্ড এ অন্য ব্যক্তি তথ্য চলে এসেছে। এই ভুল কিভাবে সংশোধন করা যাবে? 

ভুল তথ্য ক্ষেত্রে পর্যাপ্ত দলিল উপস্থাপন করে অনলাইন /এনআইডি রেজিস্ট্রেশন উইং /সংশ্লিষ্ট উপজেলা/ থানা /জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে এই ক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই করার পর সঠিক পাওয়া গেলে সংশোধন প্রক্রিয়া চালু করা হবে। 

১০. আমার জন্ম তারিখ যথাযথভাবে লেখা হয়নি আমার কাছে প্রমাণিত কোন দলিল নেই, কিভাবে সংশোধন করা যাবে? 

সংশ্লিষ্ট উপজেলা /জেলা নির্বাচন অফিস আবেদন করতে হবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Leave a Comment