বাংলায় ইনফো: বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট

আশা এনজিও লোন পদ্ধতি। ASHA NGO Loan System 2024

আশা ( ASA) এনজিও একটি টেকসই ক্ষুদ্র আর্থিক সেবা মডেলের উদ্ভাবক দারিদ্র নিরসনের অগ্রণী পুরুষ ও নিরস্তর যোদ্ধা এবং সমাজ ও নারী উন্নয়নে অগ্রদূত। আশা ব্যাংক ঋণ যে ঋণটার সাথে আমাদের কম বেশি সবারিই পরিচিত আছে। এবং আশা এনজিও লোন পদ্ধতি (asa ngo loan system) সম্পর্কে মোটামুটি আমরা অনেক কিছু জানি আবার অনেক কিছু জানি না। আমরা এই পোস্টের মাধ্যমে জানাবো যে গ্রাম পর্যায়ে আশা এনজিও থেকে কিভাবে লোন গ্রহণ করবেন। আমাদের সংসারে বিভিন্ন প্রয়োজনে আমাদের অনেক সময় আমাদেরকে বিভিন্ন ধরনের সংস্থা থেকে লোন গ্রহণ করার প্রয়োজন পড়ে।

তো সেরকমই বাংলাদেশ জনপ্রিয় একটি এনজিও লোন পদ্ধতি সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। সেটি হচ্ছে আশা এনজিও যে সংস্থাটি রয়েছে সেটি থেকে আপনারা কিভাবে লোন গ্রহণ করতে পারবেন, সর্বোচ্চ কত টাকা লোন গ্রহন করতে পারবে, কত শতাংশ সুদ প্রদান করতে হবে, কি কি কাগজপত্র প্রয়োজন হবে লোন গ্রহণের জন্য বিস্তারিত তথ্য দেওয়া হবে আজকের পোস্টিতে। তাই যারা আশা এনজিও থেকে লোন গ্রহণ করবেন বলে ভাবছেন পোস্টটি সম্পূর্ণ যেমন পড়লে তা বুঝতে পারবেন। তাহলে চলুন দেখে নেয়া যাক আশা এনজিও লোন পদ্ধতি। (asa ngo loan system)

আশা এনজিও লোন পদ্ধতি। asa ngo loan system

আশা এনজিও একটি বাংলাদেশের একটি সামাজিক উন্নয়ন সংস্থা। যারা ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, মহিলা এবং অন্যান্য শ্রেণী পেশার লোকজনদের ক্ষুদ্র ঋণ সেবা প্রদান করে থাকে। আশা এনজিও এর ঋন মূলত গ্রামীণ এলাকা আত্মসামাজিক উন্নয়নে, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী উদ্যোক্তা ও বিদেশগামীদের সহায়তা করার জন্য প্রদান করা হয়।

কিন্তু আপনি কিভাবে লোন পেতে পারেন, কারা লোন পাবেন, কত পাবেন এবং কত দিনে পরিশোধ করতে হবে ইত্যাদি বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা না থাকতে হবে। আশা এনজিও প্রাথমিক লোন হিসেবে সর্বনিম্ন ৫০০০ হাজার টাকা থেকে ১ লক্ষ্য টাকা পর্যন্ত দেওয়া হয়। তাছাড়াও ১৫০০০ টাকা শিক্ষা লোন দেওয়া হয় যা এক বছর মেয়াদী হয়ে থাকে। এই লোন সপ্তাহিক কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হয় সর্বমোট ৪৪ টি কিস্তিতে। মৌসুমী লোন দেওয়া হয় সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৭ লক্ষ্য টাকা পর্যন্ত।

আশা এনজিও থেকে লোন পেতে কি কি যোগ্যতা থাকতে হবে

লোনের কথা আসলে এনজিও হোক বা ব্যাংক লোন হোক যে কাউকে লোন প্রদান করতে পারেনা। এক্ষেত্রে ঋণ গ্রহীতাকে কিছু শর্ত পালন করতে হয় এবং একই সাথে কিছু যোগ্যতা থাকতে হয়। আশা লোন ও এর ভিন্ন নয়। আশা লোন থেকে লোন পেতে হলে এবং লোন পেতে কি কি যোগ্যতা থাকতে হবে তা নিচে উল্লেখ করা হলো।

আাশা যে কোনো ব্রাঞ্চে হিসাব সঞ্চয় খোলা থাকতে হবে। বিবাহিত হতে হবে। বয়স ১৮ থেকে ৬৫ বছর হতে হবে। ৪৫ কিস্তির মধ্য সম্পূর্ণ লোন পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধের সক্ষমতা থাকতে হবে। ঋণের একজন গ্যারান্টার লাগবে। ন্যূনতম নিজের একটি বাড়ি থাকতে হবে। অতীতের ঋণ পরিশোধের ক্ষেত্রে কোন খারাপ রেকর্ড থাকা যাবে না। যেখান থেকে লোন নিবেন সে অঞ্চলের স্থায়ী বাসিন্দার হতে হবে।

asa ngo loan system / আশা লোনের প্রকারভেদ

সাধারণত আশা এনজিও লোন প্রদানের ক্ষেত্রে ৫০০০ টাকা থেকে শুরু করে ২০ লক্ষ্য টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে। তবে অনেকে আরও অনেক বেশি টাকা লোন নিতে চান। সে ক্ষেত্রে একাধিক ব্যক্তি যেমন আপনার পাশাপাশি আপনার পরিবারের অন্য কোন সদস্যর নামে লোন নিতে পারে।

আশা মূলত তিন ধরনের লোন প্রদান করে থাকে সেগুলো হলো :

১. প্রাথমিক লোন : লোনের পরিমাণ ৫০০০ থেকে শুরু করে ৯৯ হাজার টাকা। পরিশোধের সময়কাল ৪,৬ ও ১২ মাস।

২. স্পেশাল লোন : লোনের পরিমাণ ১ লক্ষ্য টাকা থেকে ১০ লক্ষ্য টাকা। পরিশোধের সময়কাল ১২,১৮,২৪ ও ৩০ মাস।

৩. MSME লোন : লোনের পরিমাণ ৩ লক্ষ্য টাকা থেকে ২০ লক্ষ্য টাকা। পরিশোধের সময়কাল ৬,৯,১২,১৮,২৪,৩০ ও ৩৬ মাসের মত আপনাকে পরিশোধ করতে হবে।

সুদের হার আশা এনজিওর ক্ষেত্রে প্রাইমারি ও স্পেশাল লোনে সুদের হার ২৪%। MSME এর ক্ষেত্রে সুদের হার ২২%। এর পাশাপাশি প্রতি লোনের সার্ভিস চার্জসহ আরো কিছু চার্জ যুক্ত হবে। আপনি লোন নেওয়ার আগে এই সমস্ত তথ্য বিস্তারিত জেনে নিবেন।

কেন আশা (ASA) এনজিও থেকে লোন নিবেন? সুবিধা কি?

আশা মূলত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, কৃষক উদ্যোক্তা ও বিদেশগামীদের জন্য লোন প্রদান করে থাকে। সাধারণ ব্যাংকগুলো থেকে লোন পাওয়া অনেক কঠিন। আর যারা ও লোন পায় তারা বিভিন্ন ডকুমেন্টস, ব্ল্যাঙ্ক চেক ও জমির দলিলসহ বিভিন্ন কিছু জামানত রাখতে হয়।

তাই সাধারণ ব্যাংক লোনের থেকে আশা এনজিও এর থেকে লোন পাওয়া খুবই সহজ এবং অনেকটাই ঝামেলা মুক্ত। তাছাড়াও কোন ডকুমেন্টস ও জমা দিতে হয় না। আর খুব কম সময়ের মধ্য লোন হাতে পাওয়া যায়।

অসুবিধা :

প্রত্যেক কিছুরিই একটি সুবিধা ও অসুবিধা থাকে তেমনি আশা এনজিওতেও কিছু অসুবিধা রয়েছে। অসুবিধা গুলো হলো :

  • লোন পরিশোধ সময় খুবই কম থাকে।
  • সুদের হার সাধারণ ব্যাংকের তুলনায় অনেক বেশি।
  • এবং বিভিন্ন অনেক শর্ত থাকে।

লোন পরিশোধ সময় খুবই কম থাকে। সুদের হার সাধারণ ব্যাংকের তুলনায় অনেক বেশি। এবং বিভিন্ন অনেক শর্ত থাকে।

পরিশেষে :

পরিশেষে বলা যায় যে আশা এনজিও সংস্থাটি দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে লোন নেওয়ার ক্ষেত্রে সুদের হার বিবেচনা করে এবং মাথায় রেখে লোন গ্রহণ করবেন। আশা করি আশা এনজিও লোন কিভাবে নিবেন এবং এর বিভিন্ন পদ্ধতি সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেছে। এই ছিল আজকে আশা এনজিও লোন পদ্ধতি (asa ngo loan system) এ বিষয়ে আরো তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই নিকটস্থ আশা ব্রাঞ্চ অফিসে যোগাযোগ করুন।

এছাড়াও ব্যাংক লোন নিতে সহজে ব্যাংক লোন নেওয়ার উপায় এটি দেখতে পারেন আশা করি উপকৃত হবেন। আজকের পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা বন্ধুদের মাঝে শেয়ার করুন। এছাড়াও আরো নতুন নতুন তথ্য পেতে বাংলায় ইনফোর ভিজিটের আমন্ত্রণ জানিয়ে আজকের পোস্ট এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।

আশা এনজিও লোন পদ্ধতি। (asa ngo loan system) সংক্রান্ত আরো কিছু জানতে চাইলে নিচের ভিডিওটি দেখতে পারেন।

আশা এনজিও লোন পদ্ধতি। (asa ngo loan system) সংক্রান্ত কিছু সাধারণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরা হলো।

FAQ:

১. আশা এনজিও লোনের ক্ষেত্রে সুদের হার কেমন?

অন্যান্য সাধারণ ব্যাংকের তুলনায় এনজিওর লোনের সুদের হার অনেকটাই বেশি।

২. আশা এনজিও লোন কি সবাই নিতে পারে?

না এর কিছু দিক নির্দেশনা রয়েছে যা উপর উল্লেখ করা হয়েছে। এসব মেনেই একজন ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করা হয়।

৩. আশা এনজিও মূলত কাদের ঋণ দিয়ে থাকে?

এটি মূলত কৃষক, উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ও বিদেশগামীদের ঋণ দিয়ে থাকে।

৪. (asa ngo loan system) আশা এনজিও লোন পদ্ধতিতে সর্বোচ্চ লোন কত হয়?

আশা এনজিও লোন পদ্ধতিতে সর্বোচ্চ লোন ২০ লক্ষ্য টাকা পর্যন্ত হয়ে থাকে।

একজন বাংলাদেশী কনটেন্ট ক্রিয়াটার এবং গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কয়েক বছর থেকে কাজ করে আসছেন। তার জন্ম ও বেড়ে ওঠা রাঙ্গামাটিতে। পড়ালেখার পাশাপাশি তিনি ২০২৩ এ বাংলায় Info এর সাথে যুক্ত হয়ে বাংলা ভাষা নিয়ে কনটেন্ট বানানো শুরু করেন।

Related Posts

হারানো রেজিস্ট্রেশন কার্ড বের করার নিয়ম

হারানো রেজিস্ট্রেশন কার্ড বের করার নিয়ম 2024

আপনার SSC বা HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে অনলাইনে আবেদন করেই খুব সহজে তা বের করে নিতে পারবেন। আপনার একাডেমিক রেজিস্ট্রেশন…

প্রবাসী বিএমইটি কার্ড ডাউনলোড করার নিয়ম

প্রবাসী বিএমইটি কার্ড ডাউনলোড করার নিয়ম 2024

প্রবাসী বিএমইটি কার্ড ডাউনলোড

সোনালী ব্যাংক ডিপিএস চার্ট

সোনালী ব্যাংক ডিপিএস চার্ট | DPS রেট, সুবিধা, স্কিম

Focus keyword; সোনালী ব্যাংক ডিপিএস চার্ট সোনালী ব্যাংকে ডিপিএস করতে চাইলে আপনার অবশ্যই সোনালী ব্যাংক ডিপিএস চার্ট ,রেট, সুবিধা, তালিকা বা চার্ট, স্কিম ইত্যাদি বিষয়ে ভালো ধারণা…

সোনালী ব্যাংক পার্সোনাল লোন 

সোনালী ব্যাংক পার্সোনাল লোন | সহজ নিয়মে স্বপ্ন পূরণ 

সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে হলে কি কি তথ্য দিতে হবে বা কোন ধরনের চাকুরিজীবীরা সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন, পার্সোনাল লোন এর মেয়াদ,…

ব্যাংক এশিয়া ডিপিএস

ব্যাংক এশিয়া ডিপিএস | Bank Asia DPS Details 2024

যাদের মধ্য ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে কিন্তু তারা ব্যাংক এশিয়া ডিপিএস সম্পর্কে জানেন না। অর্থাৎ কেউ যদি ব্যাংক এশিয়ার মাধ্যমে অর্থ সঞ্চয় করতে চান এবং সময়সীমার পরে…

প্রবাসী কল্যাণ ব্যাংক কোথায় আছে  

প্রবাসী কল্যাণ ব্যাংক কোথায় আছে | শাখা সমূহের ঠিকানা

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবাসীদের সার্বিক কল্যাণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক আইন ২০১০ এর মাধ্যমিক প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। ২০১১ সালের ২০ এপ্রিল ঢাকায় কলম্ব প্রসেসে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *