বাংলায় ইনফো: বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট

সহজ ভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করে নিন

আপনার জন্ম নিবন্ধন সনদটি অনলাইন রয়েছে কিনা, কিংবা কারো জন্ম নিবন্ধন সনদ অরিজিনাল কিনা এটা জানার জন্য জন্ম নিবন্ধন যাচাই করতে হয়। আর এই কাজটি আপনি খুব সহজে করতে পারবেন আপনার মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে। বর্তমানে রেজিস্টার জেনারেল কার্যালয়ের ওয়েবসাইট আপডেট হয়েছে। 

এর কারণে জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট নিয়ে অনেকেই ভোগান্তিতে পড়েছেন। তবে চিন্তার কোন কারণ নেই নিচে দেখানো নিয়ম অনুযায়ী আপনি খুব সহজেই জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক করতে পারবেন।

বর্তমানে আমাদের দেশ বৈশ্বিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। যার ফলে এখন ঘরে বসেই এদেশের নাগরিকেরা বিভিন্ন সরকারি সেবা করতে পারছেন। একইভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক বিভিন্ন কাজও এখন অনলাইনের মাধ্যমে মুঠোফোন বা কম্পিউটার ব্যবহার করেই সেরে ফেলা যাচ্ছে।

 জন্ম নিবন্ধন সনদে মূলত ব্যক্তির নাম, ঠিকানা, পিতা ও মাতার নাম ও জন্ম তারিখসহ যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যাদি উল্লেখ থাকে। বর্তমানে জন্ম নিবন্ধন প্রক্রিয়া অনলাইনকরণ করার ফলে নিবন্ধনের আবেদন, সংশোধন, অনুসন্ধান এবং হালনাগাদ ও ই পেমেন্ট ঘরে বসেই করে ফেলা সম্ভব। 

আপনি যদি আপনার জন্ম নিবন্ধন বিষয়ক তথ্য অনুসন্ধান করতে চান, সেক্ষেত্রে খুব সহজে সরকারি ওয়েবসাইটে গিয়েই তা করতে পারবেন। এভাবে তথ্য হালনাগাদ করতে আপনাকে কোনো রকম ভোগান্তি পোহাতে হবেনা। 

এমনকি অনলাইনে জন্ম এবং মৃত্যু নিবন্ধন যাচাই করতে কোন রকম ফি প্রদান করতে হয়না। অনলাইন ভিত্তিক এই সরকারি সেবা আপনি কীভাবে লাভ করতে পারেন তাই আজকের আলোচনার মুখ্য বিষয়।

জন্ম নিবন্ধন যাচাই :

জন্ম নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। বিশেষ করে যারা ১৮ বছরের নিম্নে তাদের জন্য। কেননা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও অন্যান্য সুযোগ সুবিধা জন্ম নিবন্ধনের মাধ্যমেই পাওয়া যায়। এছাড়াও পরবর্তীতে ভোটার আইডি কার্ড করতে হলেও জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন। এটি প্রমাণ করে যে আপনি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের সকল নাগরিক জন্ম নিবন্ধন করার সুযোগ পেয়ে থাকে। এ নিবন্ধনটিতে ব্যক্তিগত সকল তথ্য উল্লেখ থাকে যেমনঃ নাম, পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি।

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক করা মাধ্যমে খুব সহজে জেনে নেওয়া যায় এটি আসল কি কি না, বা এটি অনলাইন কপি কি না। জন্ম নিবন্ধন কি কারণে যাচাই করার প্রয়োজন হতে পারে সেই সম্পর্কে পরবর্তীতে জানব। তবে এটি যাচাই করার জন্য খুব বেশী তথ্যর প্রয়োজন হয় না। শুধুমাত্র জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ প্রয়োজন জন্ম নিবন্ধন চেক করতে। নিচের ফরমের তথ্য পূরণ করে আপনি সহজে যেকোন জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক করে ফেলতে পারবেন।

এই ফরমটি পূরণ করে Continue বাটনে ক্লিক করলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে। সেই পেজে গিয়ে জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দেওয়ার ইনপুট বক্সের নিচে একটি ক্যাপচার বক্স দেখতে পারবেন। ক্যাপচার পূরণ করে সার্চ (Search) বাটনে ক্লিক করলে আপনি আপনার জন্ম নিবন্ধন নাম্বার অনুযায়ী তথ্য দেখতে পারবেন। যদি কোন তথ্য ভুল দিয়ে থাকেন তাহলে সার্চ বাটনে ক্লিক করার পর Record Not Found লেখা আসবে। জন্ম নিবন্ধন সনদটি ডিজিটালকরণ করা না থাকলেও এমনটি আসবে।

এভাবে সহজেই আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি জন্ম নিবন্ধন যাচাই (Jonmo Nibondhon Jachai) করতে পারবে। এছাড়াও আপনি চাইলে Birth and Death Verification ওয়েব পোর্টাল থেকেও জন্ম নিবন্ধন সনদ যাচাই করে নিতে পারবেন। এটি কিভাবে করবেন সেই সম্পর্কে জানাত আগে এ সম্পর্কিত অন্যান্য সকল তথ্য চলুন জেনে নেই।

জন্ম নিবন্ধন যাচাই করার প্রয়োজনীয়তা:

বিভিন্ন কারণে জন্ম নিবন্ধন সনদ যাচাই করার প্রয়োজন পরে। জন্ম নিবন্ধন যাচাই করার জন্য কোন প্রকার ফি প্রদান করতে হয় না। অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ জানা থাকলে এটি সহজেই যাচাই করা যায়। যেসকল প্রয়োজনে এটি যাচাই করার প্রয়োজন হতে পারে।

জন্ম নিবন্ধন সনদটি আসল কি নাঃ

বর্তমান সময়ে খুব সহজে জন্ম নিবন্ধন সনদ খুব সহজে নকল করা যায়। তবে একমাত্র অনলাইনে যাচাইকরণের মাধ্যমে এটি জানা সম্ভব। কেননা অনলাইনে জন্ম নিবন্ধনের নকল কপির ডেটা খুঁজে পাওয়া যাবে না। তাই জন্ম নিবন্ধন সনদ আসল নাকি নকল তা জানার জন্য এটি যাচাই করা যেতে পারে।

শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে :

শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধনের প্রয়োজন এক্ষেত্রেও আসল জন্ম সনদ চেনার জন্য এটিকে যাচাই করে নিতে হয়।

নতুন ভোটার আইডি কার্ড করার ক্ষেত্রেঃ

নতুন ভোটার আইডি কার্ড করার জন্য অবশ্যই একটি ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন। অনলাইনে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে এটি যাচাই করার মাধ্যমেই আপনি নতুন ভোটার আইডি কার্ড করতে পারবেন। আপনি যদি অনলাইনে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে চান তাহলে এইখানে ক্লিক করুন।

ডিজিটাল জন্ম সনদ কি না তা জানার জন্যঃ

যে সকল জন্ম নিবন্ধন সনদ ১৭ ডিজিটের এবং যার তথ্য অনলাইনে রয়েছে সেগুলো ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ নামে পরিচিত। বর্তমানে জন্ম নিবন্ধনের ডিজিটাল কপি ব্যবহার করা হয়ে থাকে। জন্ম নিবন্ধন ডিজিটাল কি না এটি জানার জন্য জন্ম নিবন্ধন যাচাই করা যেতে পারে।

এছাড়া আরো বিভিন্ন কারণে ও প্রয়োজনে জন্ম নিবন্ধন যাচাই করা যেতে পারে। এখন চলুন ধাপে ধাপে স্কিনশটসহকারে জেনে নেই কিভাবে এটিকে যাচাই করবেন।

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক

সাধারণ কিছু তথ্য জানা থাকলে অনলাইনের মাধ্যমে এটি সহজে যাচাই করা সম্ভব। এর জন্য জানা থাকতে হবে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম নিবন্ধন তারিখ। যা আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ডে পেয়ে যাবেন। এবার চলুন জেনে নেই কিভাবে অনলাইন চেক করবেন।

ধাপ ১ঃ জন্ম নিবন্ধন সনদ যাচাই করা ওয়েবসাইটে ভিজিট করুন:

জন্ম নিবন্ধন সনদ যাচাই করা ওয়েবসাইটে ভিজিট করার স্কিনশট

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক করতে হলে প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। কেননা এই ওয়েবসাইটে জন্ম নিবন্ধনের সকল তথ্য থাকে। ওয়েবসাইটে ভিজিট করে প্রয়োজনীয় তথ্য লিখে সার্চ করলে সহজে জন্ম সনদ যাচাই করতে পারব। ওয়েবসাইটির লিংক – https://everify.bdris.gov.bd/

ধাপ ২ঃ জন্ম নিবন্ধন নাম্বার দিন

জন্ম নিবন্ধন নাম্বার দিন

ওয়েবসাইটিতে ভিজিট করার পর আপনি একটি ফরম দেখতে পারবেন। সেখানে প্রথমে আপনাকে জন্ম নিবন্ধন নাম্বার ইনপুট করাতে হবে। জন্ম নিবন্ধন কপিটি দেখে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার (Birth Registration Number) দিন।

ধাপ ৩ঃ জন্ম তারিখ দিন

জন্ম তারিখ দিন

জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার পরবর্তী বক্সে আপনি জন্ম তারিখ নির্বাচন করার একটি ইনপুট বক্স পাবেন। এবার সেই ইনপুট বক্সে ক্লিক করে আপনার জন্ম তারিখ নির্বাচন করে নিন। নির্বাচন করা না গেলে YYYY-MM-DD ফরমেটে জন্ম তারিখ লিখে দিবেন।

ধাপ ৩ঃ ক্যাপচার পূরণ করুন

ক্যাপচার পূরণ করুন

জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দেওয়ার পর আপনি সবশেষ একটি ক্যাপচার বক্স দেখতে পারবেন। সেখানে আপনাকে ক্যাপচার পূরণ করতে হবে। ক্যাপচার পূরণ করা অনেক সহজ। ইনপুট বক্সের উপরে একটি সাধারণ অংক দেখতে পারবেন। সেটিকে সমাধান করে ক্যাপচার বক্স বা The answer is বক্সে লিখে দিতে হবে।

ধাপ ৪ঃ Search বাটনে ক্লিক করুন

Search বাটনে ক্লিক করুন

ফরমের সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর সার্চ বাটনে ক্লিক করবে। সার্চ বাটনে ক্লিক করার আগে পুনরায় আপনার দেওয়া তথ্যগুলো যাচাই করে নিবেন।

ধাপ ৫ঃ ফলাফল

জন্ম নিবন্ধন যাচাই ফলাফল

সার্চা বাটনে ক্লিক করার পর আপনার সামনে জন্ম নিবন্ধন যাচাই কপি চলে আসবে। আবার সেখানে থাকা তথ্যগুলোর সঙ্গে আপনার জন্ম নিবন্ধন সনদের তথ্য মিলিয়ে নিন। যদি সার্চ দেওয়ার পর Record Not Found লেখা আসে তাহলে আপনার ইনপুট করা তথ্যর ভুল আছে। পুনরায় তথ্যগুলো যাচাই করে নিন। যদি সঠিক তথ্য ইনপুট করার পরও এই লেখাটি আসে তাহলে বুঝে নিবেন সেই জন্ম নিবন্ধন সনদটি ডিজিটাল নয় বা এটি নকল।

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

শুধুমাত্র জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সনদ যাচাই করা সম্ভব নয়। এর জন্য জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকাও প্রয়োজন। এই দুইটি তথ্য (জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন নাম্বার ও জন্ম তারিখ) যদি আপনার জানা থাকে তাহলে অনলাইনে মাধ্যমে খুব সহজে যাচাই করে নিতে পারবেন। কিভাবে করবেন তা বিস্তারিত বর্ণনা করা আছে এই আর্টিকেলটিতে। এছাড়াও আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি যাচাই করে ফেলতে পারবেন।

জন্ম নিবন্ধন যাচাই কপি

জন্ম নিবন্ধন যাচাই করার পর সেই জন্ম নিবন্ধনের যাচাই কপি বের করা অনেক সহজ। এ জন্য প্রথমে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করে ফলাফলে চলে আসুন। ফলাফলে চলে আসার পর ctrl+p একসাথে চেপে ধরুন। চেপে ধরার সাথে সাথে আপনার সামনে একটি পপ-আপ চলে আসবে। এখন আপনি চাইলে যাচাই কপিটি PDF আকারে সেভ করে নিতে পারবেন অথবা যাচাই কপিটি প্রিন্ট করতে পারবেন।

PDF সেভ করার জন্য Destination থেকে Save as PDF নির্বাচন করে সেভ করুন এবং প্রিন্ট করার জন্য Microsoft Print to PDF নির্বাচন করে প্রিন্ট করুন। এভাবে সহজেই যাচাই কপি বের করতে পারবেন।

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps আপনার ডিভাইসে ইন্সটল করার জন্য আপনার ব্রাউজার থেকে থ্রি ডটস মেনু (3 dots menu) তে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর Install App নামের একটি অপশন পেয়ে যাবেন। এবার এখানে ক্লিক করে অ্যাপটি ইন্সটল করে ফেলুন।

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইটের লিংক

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সনদ যাচাই করণের ওয়েবসাইটের লিংক – https://www.jonmonibondhonjachai.com/। ওয়েবসাইটটি থেকে খুব সহজে জন্ম তারিখ দিয়ে জন্ম সনদ যাচাই করতে পারবেন এবং এ সম্পর্কিত বিস্তারিত অন্য সকল তথ্য পেয়ে যাবেন।

জন্ম নিবন্ধন যাচাই কপি Bangladesh

অনলাইন প্রক্রিয়ায় মাধ্যমে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদ যাচাই করে নিতে পারবেন। এর জন্য শুধু জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন নাম্বার ও জন্ম নিবন্ধন তারিখ জানা থাকতে হবে।

জন্ম নিবন্ধন সনদ যাচাই করার ফি কত?

এটি যাচাই করার কোন প্রকার ফি নেই। অনলাইনে বিনামূল্যে এটি যাচাই করতে পারবেন।

নিচের ভিডিও টি দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন সম্পুর্ন বিষয় :

আমার মতামত

আমার পরামর্শ থাকবে আপনার জন্ম সনদটি যাচাই করার পর যাচাই কপি প্রিন্ট করে নিবেন। এতে পরবর্তীতে আর যাচাই করার প্রয়োজন নাও হতে পারে। এবং যদি আপনার জন্ম সনদটি এখনো ডিজিটাল না করা হয়ে থাকে তাহলে অতি দ্রুত আপনার নিকটতম ইউনিয়ন পৌরসভায় যোগাযোগ করে ডিজিটাল করে নিন। কেননা বর্তমানে ডিজিটালবিহীন জন্ম সনদ প্রায় অকার্য বলা যায়।

যাইহোক,কিভাবে সহজে জন্ম নিবন্ধন যাচাই করবেন তার বিস্তারিত বর্ণনা ও পর্যাপ্ত স্কিনশটের সাথে আলোচনা করা হয়েছে।

এছাড়াও আপনার যদি কোন জিজ্ঞাসা থাকে অথবা কোন সমস্যার সম্মুখীন হন এ নিয়ে তাহলে আমাদের সাথে আপনার মতামত বা এ সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। আমরা চেস্টা করব আপনার জিজ্ঞাসিত প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। পরিশেষে, ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধব্দের সাথে যাতে তারাও এ সম্পর্কে জানতে পারে। বাংলায় ইনফো  এর সাথেই থাকুন।

অনলাইন জন্ম নিবন্ধন কিভাবে দেখব?

জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড বা অনলাইন কপি ডাউনলোড করার জন্য একই নিয়মে everify.bdris.gov.bd ভিজিট করে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ লিখে সাবমিট করলে জন্ম নিবন্ধন যাচাই কপি দেখতে পাবেন। 

নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগবে?

 জন্ম নিবন্ধন সংশোধন করতে সাধারণত ২০০-৩০০ টাকা লাগে। সরকারি ফি ৫০ টাকা এবং জন্ম তারিখ সংশোধনের জন্য ১০০ টাকা। এছাড়াও অল্প কিছু বাড়তি টাকা খরচ হতে পারে।

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইট লিংক কোনটি?

জন্ম তারিখ দিয়ে জন্ম সনদ যাচাই করার অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে everify.bdris.gov.bd এখানে ১৭ ডিজিট এর জন্ম নিবন্ধন খুব সহজে যাচাই করা যায়।

কিভাবে জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক করবো?

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক করতে https://everify.bdris.gov.bd/ এই ওয়েব সাইটে ভিজিট করুন। তারপর আপনার জন্ম নিবন্ধনের ১৮ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার দিন। আপনার জন্ম তারিখ (yyy-dd-mm) লিখে সাবমিট করুন।

Leave a Comment