অনেকেই ইতিমধ্য পাসপোর্ট করেছেন নিজে নিজে অনলাইন থেকে তো এখন অনেকেরই পাসওয়ার্ড ডেলিভারি হতে ১৫ দিন বা ১ মাস সময় লাগে। পাসপোর্ট চেক করবেন আপনার কাছে যদি ডেলিভারি স্লিপ থাকে তাহলে আপনি কিন্তু নিজে নিজে ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করতে পারেন আপনার পাসপোর্টটি ডেলিভারি হয়েছে কিনা বা কি অবস্থায় আছে সে স্ট্যাটাস জানবেন সেক্ষেত্রে আপনারা বাংলায় ইনফো আয়োজিত আজকের এই পোস্টটি দেখলে e passport check online বাংলাদেশ Status,
ই পাসপোর্ট স্ট্যাটাস চেক অনলাইন এর বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আজকের পোস্ট আপনাদের জন্য ডেলিভারি স্লিপ বা OID দিয়ে e passport check online Status | ই পাসপোর্ট চেক অনলাইন , পাসপোর্ট হয়েছে কিনা চেক, ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৪ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তাই অবশ্যই শেষ পর্যন্ত সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন। তাহলে চলো না দেরি না করে জেনে নেওয়া যাক।
ডেলিভারি স্লিপ বা OID দিয়ে e Passport Status Check
e passport check online Status দেখতে চাইলে নিজের ফর্মে তথ্য দিয়ে e passport check online Status করে নিতে পারেন Online-এ ১০ সেকেন্ডে। আপনার e Passport বা MRP পাসপোর্ট এখন কোথায় আছে তা জানার জন্য নিজের ফর্মটিতে আপনি আপনার ডেলিভারি স্লিপের অ্যাপ্লিকেশন আইডি অথবা অনলাইন রেজিস্ট্রেশন আইডি বসিয়ে আপনার ই পাসপোর্টটি জেনে নিন।
ই পাসপোর্ট স্ট্যাটাস চেক অনলাইন / e passport check online Status করার নিয়ম 2024
পাসপোর্ট ফরম এর ভেতরে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন আইডি অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবেন। আপনারা যেকোনো একটি আইডি নাম্বার বসে আপনার পাসপোর্টে চেক করতে পারবেন এখানে। আপনি চাইলে সরাসরি Bangladesh e‑Passport Online Portal check এই ওয়েবসাইটে গিয়ে e passport check online Status করতে পারবেন। নিচে অ্যাপ্লিকেশন আইডি এবং ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম দেওয়া হয়েছে।
OID বা Apllication ID দিয়ে যেভাবে passport check করা যায় তেমনি ডেলিভারি স্লিপ দিয়েও e Passport Status Check করা যায়। পাসপোর্ট এপ্লিকেশন ফর্মে অনলাইন রেজিস্ট্রেশন আইডির পাশে OR দিয়ে একটি অ্যাপ্লিকেশন আইডি এর খালিঘর দেখতে পাবেন। ওই খালি ঘরে আপনার এপ্লিকেশন আইডিটি বসাতে হবে। ডেলিভারি স্লিপ এর মত অ্যাপ্লিকেশন আইডি থাকে।
ID নম্বর জন্ম তারিখ ও ভেরিফিকেশন যাচাই
উপরের উল্লেখিত ফর্মে অনলাইন রেজিস্ট্রেশন আইডি এই ডানপাশে অ্যাপ্লিকেশন আইডিএর খালি ঘরের এপ্লিকেশন আইডিটি বসাতে হবে। এরপর I am human লেখাটির বাম পাশে খালি ঘরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর খালি ঘরের সবুজ টিক চিহ্ন দেখাবে। Human Verification এটি শেষ হলে চেক বাটনে ক্লিক করতে হবে। তবে চার বাটনে ক্লিক করার পূর্বে আপনার সকল তথ্য ভালো করে চেক করে নিন নিচের ছবিটির মতন।
e Passport Check Online Application ID দিয়ে
চেক করার পর আপনার পাসপোর্টটি এখন কোথায় কোন অবস্থায় আছে তা দেখতে পাবেন। আপনাদের স্ট্যাটাসটি দেখাবে প্রথমে, Application ID নম্বর এর উপরে।
Registration ID বা OID নাম্বার দিয়ে ই পাসপোর্ট অনলাইন চেক
এখন আমরা আগে জেনে নেই অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার কোনটি এবং আইডি OID। নিচারগুলোকে তো ছবিটি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানে লাল মার্ক করে পাসপোর্ট এর Online Registration ID এবং OID নাম্বার দেখানো হলো –
e Passport Registration ID বা OID নাম্বার কোনটি?
Passport Apllication করার সময় প্রথমে যে Summary কপিটা অ্যাপোয়েন্টমেন্ট পেপার দিয়েছিল বা পাসপোর্ট অফিসের আবেদন জমা দেওয়া যে কপিটি এখানে আপনাকে অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা OID নাম্বার দিবে। উপরের উল্লেখিত ছবিতে OID1012123101 এটি হলো Online Registration ID বা OID নাম্বার।
OID নাম্বার, জন্ম তারিখ ও Verification কিভাবে বসায় e Passport Status Check
ফর্মে OID নাম্বারে বসাতে হবে আপনার জন্ম তারিখ (Date of Birth)। এরপর I am human লেখাটির বাম পাশে খালি ঘরে ক্লিক করতে হবে। তারপর খালি ঘরে সবুজ টিক চিহ্ন দেখাবে। Human Verification এটি শেষ হলে চেক বাটনে ক্লিক করতে হবে। তবে চাক বাটনে ক্লিক করার চেক করার পূর্বে ভালো করে আপনার সব তথ্য যাচাই করে নিন নিচের উল্লেখিত ছবিটির মতো।
MRP or e passport OID দিয়ে Check
ক্লিক করার পর আপনার পাসপোর্টটি এখন কোথায় কোন অবস্থায় আছে তা দেখতে পাবেন। আপনার স্ট্যাটাসটি দেখাবে প্রথমে Online Registration ID বা OID নাম্বারের উপরে।
এখনই পাসপোর্ট অনলাইন চেক করা খুবই সহজ হয়ে গিয়েছে। এখন ঘরে বসে আপনার পাসপোর্ট কোথায় আছে কোন অবস্থায় আছে খুব সহজে জানতে পারবেন শুধুমাত্র আপনার ডেলিভারি স্লিপ নাম্বার বা অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিয়ে। এসএমএস এর মাধ্যমে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক।
এই পোস্টের শেষ মন্তব্য
আশা করি আপনারা e passport check online Status | ই পাসপোর্ট স্ট্যাটাস চেক অনলাইন, অ্যাপ্লিকেশন আইডি বা ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করার সকল নিয়ম বুঝতে পেরেছেন। উপরের কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। এছাড়াও পাসপোর্ট নিয়ে সকল তথ্য পেতে বাংলায় ইনফো ভিজিটের আমন্ত্রণ জানিয়ে আজকের পোস্ট এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে
e passport check online Status | ই পাসপোর্ট স্ট্যাটাস চেক অনলাইন সংক্রান্ত আরো কিছু জানতে চাইলে নিচের উল্লেখিত ভিডিওটি দেখতে পারেন।
e passport check online Status | ই পাসপোর্ট স্ট্যাটাস চেক অনলাইন সংক্রান্ত সাধারণ কিছু জিজ্ঞাসিত
FAQ’s
১. Passport ready for Issuance এর অর্থ কি?
এটি এক কথায় বলতে গেলে পাসপোর্ট চেক করার সময় আপনি যদি Passport ready for Issuance স্ট্যাটাসটি দেখতে পান তাহলে আপনাকে এটা বুঝে নিতে হবে যে আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে।
২. কোন দেশ সর্বশেষ পাসপোর্ট জারি করেছে?
পাসপোর্ট তাদের দেশ সব সময় সামনের পেইজে থাকে। এটি সর্বদাই আপনার জাতীয় দেশ ইস্যু কালী পোস্ট বা অবস্থানটি দূতাবাস বা কনস্যুলেটর অবস্থান।
৩. পাসপোর্ট নাম্বার কি?
এটি একটি পাসপোর্টে থাকা সনাক্তকারী নম্বর একটি জাতীয় সরকার কর্তৃক জারি করা নথি।
৪. আমি কি আমার পাসপোর্ট আবেদন ফর্ম ডিএফএএডিট করতে পারি?
প্রসেসিং এর পর্যায়ে পিতামাতার নাম জন্মস্থান এবং পুরানো পাসপোর্ট নম্বরের মত ছোটখাটো/ টাইপগ্রাফিক ছুটি গুলো সংশোধন করা যেতে পারে। তবে অ্যাপোয়েন্টমেন্ট এর সময় আবেদন পত্র আবেদনকারীর নাম এবং জন্ম তারিখের ক্ষেত্রে কোন ভুল সংশোধন করা যাবে না।
৫. ডেলিভারি স্লিপ হারিয়ে ফেলেছি, কিভাবে পাসপোর্ট চেক করব?
যদি কোন সময় আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে যায় তাহলে আপনি সেই ক্ষেত্রে এপয়েন্টমেন্ট কপি, এনআইডি কপি ডেলিভারি স্লিপার ফটোকপি (যদি সম্ভব হয়) এবং জিডি কপি নিয়ে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। এরপর আপনাকে নতুন ডেলিভারি স্লিপ সংগ্রহ করতে হবে।