বাংলায় ইনফো: বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট

মোবাইল দিয়ে টাকা ইনকাম  করার ৭ টি সহজ উপায়

আপনাদের অনেকেই আছেন যারা  অনলাইনে ইনকামের প্রতি যথেষ্ট আগ্রহী, কিন্তু অধিকাংশেরই আমাদের কে একটি  প্রশ্ন করেন তা হচ্ছে আমার তো কম্পিউটার নেই তাহলে আমি কিভাবে অনলাইনে এ টাকা ইনকাম করবো ?

অথবা  মোবাইল দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায় ? মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম কি সম্ভব? যদি সম্ভব হয় তাহলে  কিভাবে শুরু করব?  আজকে আপনাদের এসব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আর্টিকেল মোবাইল দিয়ে টাকা ইনকাম  করার ৭ টি সহজ উপায় টি লিখা হয়েছে। ভালো ভাবে পড়ুন সব কিছু জানতে পারবেন। 

যাদের কম্পিউটার নেই তারাও চেষ্টা করলে  অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। 

কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনার একটি স্মার্টফোন থাকতে হবে। সেই সাথে আপনার কাজ যেহেতু হবে অনলাইনে  তাই আপনার ভালো মানের ইন্টারনেট কানেকশন  ও থাকতে হবে তবেই কাজ করা সম্ভব হবে আপনার জন্যে। 

মোবাইল দিয়ে টাকা ইনকাম(Online Income With Mobile)

আপনারা যদি চান তাহলে  আপনার মোবাইল ফোন ব্যবহার করে প্রতি মাসে 15000 থেকে 20000 টাকা বা তার চেয়ে বেশি ও  টাকা ইনকাম করতে পারবেন। এটা নির্ভর করে আপনার পরিশ্রম আর ডেডিকেশন এর উপর। আপনি পরিশ্রম বেশী করলে আপনার ইনকাম এর পরিমাণ ও বাড়তে থাকবে। 

Online Income With Mobile

 মোবাইল দিয়ে টাকা ইনকাম  এর  বেশ কিছু উপায় আছে।  এর মধ্যে সবচেয়ে  জনপ্রিয় আর সহজ ৭ টি উপায় গুলো আজকে আপনাদের সাথে আলোচনা করবো সঙ্গে থাকুন। 

১.ওয়েবসাইট/ব্লগিং করে  অনলাইনে ইনকাম

মোবাইল ব্যবহার করে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম করা সম্ভব। তাই তবে মোবাইল ব্যবহার করে একটা ওয়েবসাইট কে ম্যানেজ করা একটু কঠিন, কিন্তু আপনার চেষ্টা থাকলে সেটা করা সম্ভব। 

আপনি মোবাইল দিয়ে ওয়েবসাইট বানিয়ে সেই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।

 মোবাইল দিয়ে টাকা ইনকাম এর উপায় এর মধ্যে ওয়েবসাইট/ব্লগিং করে টাকা ইনকাম করা একটি ভালো উপায়। 

অনলাইনে ইনকাম

আপনি যেকোনো  একটা ক্যাটাগরী/নিশ নির্বাচন করে ওয়েবসাইট তৈরি করে, এই ওয়েবসাইটকে গুগলে রেংক করে বা বিভিন্নভাবে ভিজিটর এনে তার থেকে টাকা ইনকাম করতে পারবেন।

ওয়েবসাইটে গুগল এডসেন্স, অ্যাফিলিয়েটিং, স্পনসর্ড লিংক ব্যবহার করে টাকা ইনকাম  করতে পারবেন।

 আরো পড়ুন অনলাইন এ কুইজ খেলে টাকা ইনকাম কীভাবে করবেন ?

২. ফেসবুক পেইজ দিয়ে  অনলাইনে ইনকাম

ফেসবুক বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে  একটি।  ফেসবুক যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করার পাশাপাশি বিনোদন এবং   তথ্য শেয়ারের মাধ্যমে  হিসেবেও কাজ করে আসছে। 

 আশেপাশে সবাই যখন ফেসবুকে সময় নষ্ট করছে, আপনি কিন্তু চাইলেই ফেসবুক পেজ থেকে অনলাইন টাকা ইনকাম তা ও মোবাইল দিয়ে করতে পারবেন। 

ফেসবুক পেইজ দিয়ে  অনলাইনে ইনকাম

মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করার এটি একটি সহজ উপায় বলতে পারেন। 

তবে ফেসবুক পেজ থেকে ইনকাম এর জন্য অবশ্যই আপনার পেইজের  ফলোয়ারদের কাছে গ্রহণযোগ্যতা পায় এমন ধরণের  কনটেন্ট আপলোড করতে হবে।

 ফেসবুক পেজ মনিটাইজেশন থাকতে হবে। এবং ফেসবুক পেজ মনিটাইজেশন পেতে হলে আপনাকে ফেসবুক এর কিছু শর্ত পূরণ করতে হবে। 

আরো পড়ুন ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার ৬ টি উপায়।

যেমন ধরুন –

  • ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ১০,০০০ হাজারের বেশি হতে হবে।
  • পেইজটির ভিডিও গুলোতে গত ৬০ দিনে কমপক্ষে ৩০,০০০ ভিউ থাকতে হবে।
  • ভিডিওগুলোর দৈর্ঘ্য তিন মিনিটের বেশি হতে হবে এবং কমপক্ষে ১ মিনিট ধরে দেখতে হবে।

এছাড়াও ফেসবুক থেকে টাকা ইনকাম এর বেশ কয়েকটি criteria  রয়েছে। তা হচ্ছে – 

  • In-Stream Ads
  •  Fan Subscription
  •  Branded Content
  •  Subscription Groups

দিন দিন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে, এতে করে আপনার ইনকাম এর সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তবে  ফেসবুক থেকে ইনকাম ইউটিউব এর ইনকাম এর তুলনায় কিছুটা কম।  তবে  আশাকরি  কিছুদিনের মধ্যে পার্থক্য সেরকম ভাবে থাকবে না। 

ফেসবুক থেকে ইনকাম এর জন্য ইউটিউব এর মত ই বেশকিছু স্ট্যান্ডার্ড কন্ডিশন মেইনটেইন করতে হবে। ও আপনাকে রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে। 

৩. ফ্রিল্যান্সিং করে অনলাইন ইনকাম মোবাইল দিয়ে

এখানে  অনেকেই মনে করেন, যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব নয় কিন্তু ফ্রিল্যান্সিং করা মোবাইলও সম্ভব।

মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় মাধ্যম। এই প্ল্যাটফর্মে মোবাইল ব্যবহার করেও অনলাইন থেকেটাকা  ইনকাম করা সম্ভব। যদিও মোবাইলে বেশিরভাগই কাজ করা একটু কঠিন, কম্পিউটারের তুলনায় কিন্তু অনেক কেই কিন্তু এই মোবাইল দিয়েই কাজ করছে। তাই আপনিও চাইলে কাজ করতে পারবেন। 

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার মত অনেক ওয়েবসাইটে  রয়েছে। যেগুলো আপনি মোবাইল দিয়ে করে টাকা ইনকাম  করতে পারবেন। 

ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এ যে কাজগুলি মোবাইল দিয়ে আপনি করতে পারেন তা নিচে দেওয়া হলো – 

  • ট্রানসলেশন
  • কনটেন্ট রাইটিং
  • কনটেন্ট রি-রাইটিং
  • ব্লগ কমেন্টিং
  • ফোরাম পোস্টিং
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
  • ট্রানস্ক্রিপশন
  • প্রুফরিডিং
  • প্রডাক্ট দেস্ক্রিপশন, ইত্যাদি।

এইগুলো  ফ্রীলান্সিং ওয়েবসাইটগুলোতে মোবাইল দিয়ে কাজ করা সম্ভব অনলাইন এ একটু খুঁজে নিতে পারবেন। 

  • Freelancer
  • Upwork
  • Fiverr
  • Guru
  • Writer Access
  • PeoplePerHour
  • FlexJobs

আপনারা Google  এ খুজলে এমন আর ওয়েবসাইট পাবেন। যেগুলোতে মোবাইল দিয়ে কাজ করার মত অনলাইন এ অনেক কাজ আছে।

           আরো পড়ুন ফ্রিল্যান্সিং কি ভাবে করবো-শিখবো? সফল ফ্রিল্যান্সার কত টাকা আয় করে?

৪. মোবাইল  ফটোগ্রাফ  বিক্রি করে অনলাইনে ইনকাম

আমরা প্রায় সময় ই  বিভিন্ন সময় নানা প্রয়োজনে কিংবা  শখের বশে ছবি তুলে থাকে। আপনি ও যদি  মোবাইল ফটোগ্রাফার হয়ে থাকেন, তাহলে আপনার সামান্য একটু পরিশ্রম করেই টাকা ইনকাম  করতে পারবেন। 

আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন আসছে যেমন  আমি ছবি কোথায় বিক্রি করব?  আমার মোবাইল ফটোগ্রাফি কে বা কিনবে? 

আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে মোবাইল ফটোগ্রাফ  বিক্রির জন্য বেশকিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইটগুলো নিয়ে  আজ একটু  আলোচনা করব।

আপনার মোবাইল ফোন ফটোগ্রাফির  যারা ক্রেতা হবেন  তারা যাদের কম বাজেটের ছবি দরকার।

 ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে সেখানে বেশকিছু ফটোগ্রাফ দরকার। কিন্তু আপনি ফটোগ্রাফি তেমন ভাল বোঝেন না অথবা ফটোগ্রাফার ভাড়া করে ছবি তুলতে গেলে বাড়তি টাকা এবং পরিশ্রম দরকার। আপনি আপনার  টাকা  আর সময় বাঁচাতে কোন একটা ওয়েবসাইট থেকে ছবি কিনে ফেললেন। এভাবেই ওয়েবসাইটগুলোর ছবিগুলো বিক্রি হয়ে থাকে। 

৫. ই-কমার্স করে  অনলাইনে ইনকাম 

ই-কমার্সের চাহিদা দিন দিন বেড়েই চলছে। মানুষ মার্কেটে গিয়ে পণ্য কেনার চেয়ে অনলাইতে কেনা কাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। 

আমাদের  আশেপাশে বেড়ে উটছে অনেক ই-কমার্স ব্যবসা। বর্তমানে একটি ই-কমার্স বিজনেস তৈরির জন্য তেমন কিছু প্রয়োজন নেই শুধু একটি মোবাইল আর ফেইসবুক একাউন্ড থাকলেই হলো।  ফেইসবুকে পেইজ খুলে আপনি সহজে আপনার পণ্য বিক্রি করতে পারবেন। 

এছাড়াও Facebook shop নামক নতুন ফিচার রয়েছে সেখানেও আপনি আপনার পন্যের ডিটেইলস এবং ছবি দিয়ে পণ্য বিক্রি করতে পারবেন। অনেক কের    ই-কর্মাস বিজনেস রয়েছে তার প্রায় সব ই  ফেইসবুক ভিত্তিক।

তাহলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার  উপায় এর মধ্যে ই-কর্মাস বিজনেস একটি জনপ্রিয় ও বলতে পারেন। 

এবং এখানে মোবাইল দিয়ে টাকা ইনকাম করাও সম্ভব। 

এবার ছবি বিক্রির ওয়েবসাইটগুলো নিয়ে আলোচনা করা যাক। মোবাইল ফটোগ্রাফি বিক্রির জন্য বেশকিছু সাইট রয়েছে। 

  • AGORA Images
  • Foap
  • Snapwire
  • Clashot
  • EyeEm
  • Dreamstime ইত্যাদি

 তবে এই  ওয়েবসাইটগুলোতে ছবি  বিক্রি এবং টাকা তোলতে হলে আপনাকে   কিছু শর্ত ও মেনে চলতে হবে। 

৬. Instagram থেকে অনলাইনে ইনকাম

Instagram হচ্ছে  ফেইসবুকের মতোই জনপ্রিয় একটি সোসিয়াল নেটওয়ার্ক। আপনি যদি  মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই  এই নেটওয়ার্ক ব্যবহার করে একটা ইনকাম করতে পারবেন। 

তাই এই মাধ্যম  ব্যবহার করে শুধু সময় নষ্ট না করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। 

Instagram এ আপনি যদি ভালো কন্টেন্ট ডেইলি আপলোড দিতে হবে যেমন  বিভিন্ন উক্তি, টিপস এন্ড ট্রিকস ইত্যাদি। 

মানুষ এর যদি আপনার কন্টেন্ট পছন্দ হয়  তখন ওরা  আপনাকে ফলো করবে এতে আপনার ফলোয়ারস বৃদ্ধি পাবে। ফলোয়ারস বাড়লে আপনি বিভিন্ন জায়গা থেকে sponsor পাবেন এবং sponsor পাওয়ার জন্য অনেক ওয়েবসাইট ও রয়েছে। এবং এই স্পন্সর থেকে আপনি টাকা ইনকাম ও করতে পারবেন। 

আপনার ফলোয়ারস যত বেশি হবে আপনার ইনকাম ও তত বেশি হবে। এমন অনেকেই আছেন যারা Instagram থেকে দিনে ২০/৩০হাজার টাকা ইনকাম করছেন। 

আপনাকে শুধু আপনার sponsor এর দেওয়া ছবি / ভিডিও আপলোড করতে হবে এবং পোস্টের লিংক দিয়ে দিবেন আপনার Sponsor কে। এবং তার বিনিময়ে  আপনার টাকা পৌছে যাবে একাউন্টে।

এক্ষেত্রে আপনার কন্টেন্ট ইংরেজি হলেই ভালো তাতে বিশ্বের সকলেই আপনাকে ফলো করবে এবং ইংরেজি কন্টেন্ট যুক্ত একাউন্ট বেশি sponsorship পায়। এটি আপনার মোবাইল দিয়ে টাকা আয় এর অনলাইন মাধ্যম হতে পারে।

৭. বিভিন্ন অ্যাপস থেকে মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম

আপনি ইচ্ছা করলে বিভিন্ন অ্যাপস থেকে মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম করতে পারবেন। 

কিন্তুু এই উপায়  দীর্ঘস্থায়ী ও স্মার্ট ইনকাম হবে না ,তাই  ব্যক্তিগতভাবে আমরা  আপনার জন্য এই পদ্ধতি রিকমেন্ড করব না।

যেহেতু আমাদের আজকের পোস্ট টি  মোবাইল দিয়ে টাকা ইনকাম ,সেই জন্যে কিছু অনলাইনে ইনকাম করার অ্যাপস নিয়ে আলোচনা করবো যেগুলো আপনি ব্যবহার করে অনলাইন হতে টাকা আয় করতে পারেন।

অ্যাপস থেকে মোবাইল দিয়ে অনলাইনে ইনকাম

নিচের অনলাইনে ইনকাম করার অ্যাপস গুলি আমাদের কাছে বিশ্বস্ত মনে হয়েছে , তাই  এই পোষ্টে অনলাইনে আগ্রহী প্রার্থীদের জন্য শেয়ার করলাম। তবে আপনি অনলাইনে খোঁজাখুঁজি করলে এরকম আরো অনেক অ্যাপ খুঁজে পাবেন যেগুলা থেকে সত্যি সত্যি ইনকাম করা যায়।

 উপরে উল্লেখিত সকল অ্যাপস এর কাজ কিন্তু একই ধরনের নয়। অর্থাৎ এক এক ধরনের অ্যাপস থেকে একেক ধরনের কাজ করে আপনাকে অনলাইন এ  ইনকাম করতে হবে। তবে তার আগে সবগুলো apps একটু যাচাই করে নিবেন। 

নিচের ভিডিও টি দেখলে আরো ভালোভাবে বুজতে পারবেন কিভাবে মোবাইল দিয়ে 1 ঘন্টায় ইনকাম ₹1000 টাকা 💸অনলাইন থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

মোবাইল দিয়ে 1 ঘন্টায় ইনকাম ₹1000 টাকা 💸অনলাইন থেকে

শেষ কথা

আজকে আমরা আমাদের আর্টিকেল এ মোবাইল দিয়ে টাকা ইনকাম  করার ৭ টি সহজ উপায় নিয়ে আলোচনা করেছি। এখানে আপনাদের কে আমরা কিছু apps এবং ওয়েবসাইট নিয়েও গাইড করার চেষ্টা করেছি। 

আশাকরি আমাদের এই পোস্ট টি পড়ে আপনাদের মোবাইল দিয়ে কিভাবে বাড়ী থেকেই ইনকাম করতে পারবেন সেই বিষয়ে আজ অনেক কিছুই জানতে পেরেছেন। এই ধরণের অনলাইন এ ইনকাম বিষয়ে আরো জানতে হলে  বাংলাইনফো ওয়েবসাইট টি একবার ভিসিট করতে পারেন।  আর্টিকেল টি বন্ধুদের সাথে শেয়ার করে ওদের কেও জানার সুজুগ করে দেন।  ধন্যবাদ। 

FAQs-

মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায় ?

হ্যা ,নিশ্চয় যায়। 

মোবাইল দিয়ে ঘরে বসে কি কি  কাজ করলে ইনকাম হবে ?

মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে আয়,ব্লগিং করে আয় ,ঘরে বসে গুগল অ্যাডসেন্স থেকে আয় ,ঘরে বসে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় ,ঘরে বসে হন ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট,ঘরে বসে ইউটিউব থেকে আয় ইত্যাদি। 

মোবাইল দিয়ে কি ফ্রীল্যানসিং করা যায় ?

হ্যা, যাবে তবে একটু কষ্ট করতে হবে। কম্পিউটার এর মধ্যে কাজ করতে অনেক তাই সহজ হয়ে থাকে।

একজন ভারতীয় কনটেন্ট ক্রিয়াটার এবং গ্রাফিক্স ডিসাইনার হিসেবে কয়েক বছর থেকে কাজ করে আসছেন। পুরকায়স্থ এর জন্ম ও বেড়ে উঠা আসাম এ। আসাম ইউনিভার্সিটি থেকে লাইফ সাইন্স নিয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

Related Posts

অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করব

অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করব UPDATED

এই ক্যালকুলেটরটা অনেক ভালো। আপনারা এই ক্যালকুলেটরটা কিনতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে ওমুক স্টোর থেকে নিতে পারেন।   ইউটিউবএ বিভিন্ন ভিডিও দেখার সময় এমন ধরনের…

ওয়েবসাইট ভিজিট করে ইনকাম

ওয়েবসাইট ভিজিট করে ইনকাম কিভাবে করবেন 2024

অনেকে ওয়েবসাইট ভিজিট করে ইনকাম কিভাবে করবেন তা প্রশ্ন করে থাকেন? যাদের মনে এই প্রশ্ন আপনারা সঠিক জায়গায় এসেছেন। আপনি যদি অনলাইন নিয়ে কিছুটা হলেও ঘাটাঘাটি করে…

ঘরে বসে ফ্রি টাকা ইনকাম করার উপায়

ঘরে বসে ফ্রি টাকা ইনকাম করার উপায়  2024 

পার্ট টাইম বা ফুল টাইম আপনি চাইলে। ঘরে বসে ফ্রি টাকা ইনকাম করার উপায় এর মধ্য ইনকাম করার জন্য সবচেয়ে জনপ্রিয় উপায় হল ব্লগিং করা আপনি যদি…

বাংলা ওয়েবসাইট থেকে আয়

বাংলা ওয়েবসাইট থেকে আয় করার ৬টি উপায় 2024

পার্ট টাইম বা ফুল টাইম আপনি চাইলে একটি বাংলা ওয়েবসাইট থেকে আয় করতে পারেন। একটি বাংলা ওয়েবসাইট থেকে মোটামুটি আর্নিং করা ৬টি উপায়।  এই যে আমি ছয়টি…

ফ্রি টাকা ইনকাম করার উপায়

প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করুন | ফ্রি টাকা ইনকাম করার উপায় 

আজকেরে আর্টিকেলটি তাদের জন্য যারা প্রতিদিন ১০০০ টাকা করে ইনকাম করতে চান এবং যারা ফ্রি টাকা ইনকাম করার উপায় খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য। আজকে পোস্টে বিনামূল্যে কিভাবে হাতে…

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো 2024

অনেকে প্রশ্ন করে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ? মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কাজ করা সম্ভব তবে প্রফেশনালি কাজ করার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *