বাংলায় ইনফো: বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট

ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪- এর সকল নিয়ম জেনে নিন

আসসালামু আলাইকুম, ইতালি বিশ্বের অন্যতম উন্নত দেশ। উন্নত জীবনযাপন ও আর্থিক বিষয়াবলী বিবেচনা করে দেশের বহু মানুষ ইতালি যেতে আগ্রহী। ভ্রমণ, ব্যবসা অথবা বিভিন্ন কাজের ভিসায় মানুষ ইতালি বা দেশের বাহিরে ছুটছে। ২০২৩ সাল থেকে ইতালিতে নতুনভাবে কর্মী নিয়োগ শুরু হয়েছে। তাই আজকের পোস্টটি পড়লে আপনি সহজেই বুঝতে পারবেন ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪ পূরণ করার সকল নিয়মকানুন। ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪ পুরন করার নিয়ম সঠিকভাবে অনুসরণ করলে Italy Visa পেতে বেশি একটা ঝামেলা পোহাতে হয়না। প্রতি বছরেই ইতালি কাজের জন্য বিভিন্ন দেশের শ্রমিক নিয়োগ করে। 

 ইতালিতে কৃষিকাজসহ বিভিন্ন কোম্পানিতে অনেক কাজ রয়েছে। বেশি কাজ থাকা সত্ত্বেও তাদের দেশে এত বেশি শ্রমিক নাই। এ কারণে তারা বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ করে থাকে। আজকের আর্টিকেল এ থাকছে ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪ এবং এর সম্পূর্ণ তথ্য। তাহলে আর দেরি কেন চলুন দেখে নেয়া যাক ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪

ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪

ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪/ ভিসা কি কত প্রকার ও কি কি?

সাধারনত ভিসা কি বা কাকে বলে এগুলো অনেকেই জানেন না বা জানার প্রয়োজন ও পড়েনা কিন্তু যখন আমরা দেশের বাইরে যাওয়ার চিন্তা করি তখনই আমাদের ভিসা নিয়ে জানার প্রয়োজন পড়ে। এটি হচ্ছে একটি অস্থায়ী অনুমোতিপত্র যা একটি দেশে যাওয়ার জন্য বা এদেশে প্রবেশ করার জন্য অত্যন্ত জরুরী। ভিসার পূর্ণরূপ হচ্ছে – Visitors International Stay Admission (VISA).

 ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪ পুরন করার আগে আপনাকে এই বিষয়ে ক্লিয়ার ধারনা রাখতে হবে। তাই বিস্তারিতভাবে বলছি। ভিসা দেওয়া হয় পাসপোর্ট বা ট্রাভেল পারমিটের মাধ্যমে। সাধারনত ভিসা বলতে বুঝায়, কোনো দেশে প্রবেশ করে সেখানে প্রাপ্ত সুযোগ-সুবিধা ভোগ করার মাধ্যমে অবস্থান করার অনুমতিপত্র। প্রায় সব বিদেশযাত্রীর বিদেশে যাবার জন্য ভিসা থাকা বাধ্যতামুলক। তবে কোন বিশেষ সম্পর্কের কারনে কোন কোন দেশের নাগরিকদের কোন কোন দেশে ভিসা ছাড়াই অনুমতি দিয়ে থাকে।যেমনঃ ভারতের নাগরিকরা নেপাল,মালদ্বীপ ভ্রমন করবেন ভিসা ছাড়াই।

ভিসা মুলত দুই ধরনেরঃ

                                  একটা হচ্ছে ইমিগ্র্যান্ট ভিসা 

                                  অন্যটি নন- ইমিগ্র্যান্ট ভিসা।

 ইমিগ্র্যান্ট ভিসাঃ নিজ দেশ ছেড়ে যদি কেউ বের হয়ে চিরকালের জন্য অন্য দেশে থাকার সিদ্ধান্ত নেয় তাহলে তারজন্য ইমিগ্র্যান্ট ভিসা প্রযোজ্য।

নন- ইমিগ্র্যান্ট ভিসাঃআর কেউ যদি কিছু নির্দিষ্ট সময়ের জন্য বা কম সময়ের জন্য বিদেশ যেতে চায় তার জন্য নন- ইমিগ্র্যান্ট ভিসা প্রযোজ্য।

এছাড়াও বাংলাদেশ সরকার ভিসার বিধিবিধান অনুযায়ী বিদেশিদের জন্য ৩৩ ধরনের ভিসা দিয়ে থাকে। যেমনঃকর্ম ভিসা, ব্যাবসায়িক ভিসা, ট্রানজিট ভিসা,ছাত্র ভিসা, পর্যটন ভিসা, সাংবাদিক ভিসা, ধর্মীয় কর্মী ভিসা,মেডিকেল ভিসা,ভ্রমন ভিসা, গৃহকর্মী ভিসা ইত্যাদি।

ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪ এর শাখাঃ

ইতালি সিজনাল ও স্পন্সর ভিসা আবেদন

ইতালি সিজনাল বা মৌসুমী কাজের ভিসা: ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪ এর কয়েকটি শাখার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ শাখা।এই ভিসা সাধারণত ইতালিতে অস্থায়ী কর্মসংস্থানের জন্য জারি করা হয়, যা কৃষি, পর্যটন বা আতিথেয়তার মতো খাতে। এই ভিসার সময়কাল সাধারণত মৌসুমী কাজের সময়কালের মধ্যে সীমাবদ্ধ থাকে।

ইতালি স্পন্সর ভিসা বা নন-সিজনাল ওয়ার্ক ভিসা কি: ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪ এর কয়েকটি শাখার মধ্যে এটি আরেকটি শাখা। এই ভিসাটি যারা ইতালিতে দীর্ঘমেয়াদী কর্মসংস্থান চান, যেমন দক্ষ পেশাদার, গবেষক বা ইতালীয় কোম্পানির কর্মচারীদের জন্য।৩৪টি দেশের প্রার্থীদের ২০২৩ সাল থেকে ইতালির সিজনাল ও নন সিজনাল কর্মী প্রোগ্রামের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। এগুলি নিম্নরূপ:

  • আলবেনিয়া,
  •  আলজেরিয়া,
  • বাংলাদেশ,
  • বসনিয়া-হার্জেগোভিনা,
  • কোরিয়া (কোরিয়া প্রজাতন্ত্র),
  • আইভরি কোস্ট,
  • মিশর,
  • এল সালভাদর,
  • ইথিওপিয়া,
  • ফিলিপাইন,
  • গাম্বিয়া,
  • জর্জিয়া,
  • ঘানা,
  • জাপান,
  • গুয়াতেমালা,
  • ভারত,
  • কিরগিজস্তান,
  • কসোভো,
  • মালি,
  • মরক্কো,
  • মরিশাস,
  • মলদোভা,
  • মন্টিনিগ্রো,
  • নাইজার,
  • নাইজেরিয়া,
  • পাকিস্তান,
  • পেরু,
  • উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র,
  • সেনেগাল,
  • সার্বিয়া,
  • শ্রীলংকা,
  • সুদান,
  • তিউনিসিয়া,
  • ইউক্রেন।

 ইতালি স্পন্সর ভিসার তথ্য

ইতালির স্পন্সর ভিসা হচ্ছে নন সিজিনাল ভিসা যেটি এমন একটি কাজের ভিসা যা ইতালির কোন কোম্পানি বা প্রতিষ্ঠান অন্য দেশ থেকে কর্মী নিয়োগ করে থাকে।

ইতালি ভিসা আবেদন ফরম 2024 এর স্পন্সর ভিসা আবেদন এর তথ্য হলোঃ আগামী ৩ বছরে ইতালির জর্জা মেলোনি সরকার ৪ লক্ষ ৫২ হাজার শ্রমিক আমদানির ঘোষণা দিয়েছে। ইতালির জর্জা মেলোনি সরকার আরো ঘোষনা দিয়েছে ২০২৪ সালে ১ লক্ষ ৫১ হাজার এবং ২০২৫ সালে ১ লক্ষ ৬৫ হাজার শ্রমিক আমদানি করবে ।

ইতালির সরকারি গেজেটে বলা হয়েছে আগামী ২ই ডিসেম্বর ৪ই ডিসেম্বর এবং ৮ই ডিসেম্বর ১ লক্ষ ৩৬ হাজার শ্রমিক আন্দোলনের জন্য আবেদন জমা নেওয়া হবে। আবেদন ফরম ইতিমধ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।

ইতালি ভিসা আবেদন ফরম 2024 এর ফি বা খরচ কত টাকা?

বাংলাদেশ এর এখন অনেক মানুষের সপ্ন ইতালি রাষ্ট্রে যাওয়ার। কিন্তু কিভাবে যেতে হয় কত টাকা লাগবে সে তথ্য জানেন না। আজকে আপনাদের সাথে ইতালি ভিসা আবেদন ফরম 2024 এর খরচ সম্পর্কে জানাবো। বর্তমান সময়ে কত টাকা হলে আপনি ইতালির ভিসা করতে পারবেন সে তথ্য নিচে দেওয়া হলোঃ

আপনি যদি স্টুডেন্ট বা ভ্রমন করা অথবা চিকিৎসা করার জন্য ইতালি যেতে চান তাহলে আপনার সব খরচ দিয়ে ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা লাগবে। এবং নন সিজনাল ভিসা কাজের ভিসা যেতে চাইলে তাহলে আপনাকে সর্বোমোট ১১ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা লাগবে।

ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪ এর কৃষি ভিসা বেতন কত?

ইতালি কৃষি ভিসা আবেদন

কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে ইতালিতে বেতন নির্ধারণ করা হয়। আসলে এটা সবক্ষেত্রেই হয়ে থাকে। আপনার যদি কৃষি কাজের ভালো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি বেশি টাকা বেতন নিতে পারবেন। এবং আপনি যদি নতুন অবস্থায় হয়ে থাকেন কাজের কোন অভিজ্ঞতা না থাকে তাহলে একটু কম টাকা বেতন পাবেন।

ইতালিতে ঘন্টার উপর ভিত্তি করে কাজের বেতন নির্ধারিত হয়।কাজের অভিজ্ঞতা ছাড়া যারা নতুন ইতালি ভিসা আবেদন ফরম 2024 এর কৃষি ভিসাতে যাবেন, তারা প্রতি মাসে ৬০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত বেতন উত্তোলন করতে পারবেন। এবং যাদের কাজের অভিজ্ঞতা সম্পন্ন রয়েছে এবং ওভার টাইমসহ ভালো কাজ করতে পারেন তারা প্রতি মাসে ৮০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত কৃষি ভিসা বেতন উত্তোলন করতে পারবেন।

ইতালিতে সবচেয়ে কৃষি ভিসার চাহিদা বেশি। কারণ তাদের পর্যাপ্ত পরিমাণ চাষ করার মত খালি জায়গা আছে কিন্তু কাজ অনুযায়ী শ্রমিক বেশি নেই। এ কারণেই প্রতি বছরেই ইতালি সরকার বিভিন্ন দেশ থেকে কৃষি ভিসা শ্রমিক নিয়োগ করে থাকেন।

ইতালি ভিসা আবেদন লিংক ২০২৪ 

বর্তমান সময়ে অনেক মানুষ ইতালি যেতে চায়। কিন্তু তারা সঠিক ভাবে ভিসা করার জন্য আবেদন এর লিংক খুঁজে পায় না। আজকে আমাদের এই লেখাটি পড়ে আপনি চাইলে আবেদন করে রাখতে পারেন। কারন 2024 সাল থেকে ইতালি সরকার জানিয়েছে বিভিন্ন দেশ থেকে লোক নেওয়া হবে।আপনি যদি ইতালি যেতে চান তাহলে আপনাকে ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪ পুরন করার জন্য একটা সঠিক লংকে ঢুকতে হবে। আপনি ইতালি ভিসা আবেদন লিংক লিখে গুগোল এ সার্চ করলে আপনি প্রথমে যে ওয়েবসাইট পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে সব জানতে পারবেন।আপনি ইচ্ছে করলে এই ওয়েবসাইট এ ঢুকে দেখতে পারেন  VFS.GLOBAL.

ইতালি ভিসা আবেদন করার নিয়ম

কোনক্রমে ভুল ভাবে আবেদন করলে ভিসা বাতিল বলে গণ্য হতে পারে তাই আপনি ইতালির ভিসা আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে সঠিক নিয়মে আবেদন করতে হবে।অতএব আপনি নিচের দেওয়া নিয়মটি ফলো করে খুব সহজেই ইতালির ভিসা আবেদনের কাজ সম্পন্ন করতে পারবেন। আশা করছি দেখে বুঝতে পারবেন কিভাবে আবেদনের প্রক্রিয়া শুরু করতে হয়।

প্রথমে আপনাকে গুগল ক্রোমে প্রবেশ করতে হবে।

এরপর VFS.GLOBAL এই অফিসিয়াল লিংকে ওয়েবসাইটের প্রবেশ করতে হবে।

এই লিংকে প্রবেশ করার পর “ভিসা টাইপস” অপশনে ক্লিক করতে হবে।

“এপলাই” অপশনে ক্লিক করার পর খালি ঘরগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।

আবেদনের কাজ সম্পন্ন হয়ে গেলে “সাবমিট” বাটনে ক্লিক করতে হবে।

তারপর আবেদনের ফরম সংগ্রহ করে কোন এজেন্সির মাধ্যমে ফরম জমা দিতে হবে এবং ভিসার টাকা পরিশোধ করতে হবে।

ইতালি ভিসা পাওয়া কি সহজ?

কোনও জিনিস পাওয়া সহজ নয়। তাই ইতালির ভিসা পাওয়াও খুব সহজ নয়। বর্তমানে বেশির ভাগ মানুষ বাংলাদেশের দালালদের কাছে দরা খেয়ে যায়। তারা ইতালি পাঠানোর জন্য টাকা নিয়ে ইতালিতে পাঠাতে পারে না, কারণ তাদের নিজেরদের কাছে ইতালির ভিসার নিয়োগ নেই। তাই এজন্য আপনাকে অনেক সচেতনতার সাথে ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪ পুরন করে ইতালি ভিসা জন্য আবেদন করতে হবে। অনেক সময় বাংলাদেশে ইতালি ভিসায়র জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। ঐ সময় আপনারা ভিসা বানাতে পারবেন। এছাড়া শুধু ভিসার টাকা থাকলেই ইতালিতে যাওয়া যায় না। ইউরোপের যেকোনো দেশে যেতে ২০-২২ লাখ টাকা দিয়ে ভিসা বানানোর পরেও তার কাছে তাদেরকে দেখানোর জন্য ৩০- ৪০ লাখ ব্যাংক ব্যালেস দেখাতে হয়।

ইতালি ভিসা আবেদন করতে কি কি লাগে?

আপনাকে অবশ্যই প্রমাণপত্র হিসাবে কিছু কাগজপত্র জমা দিতে হবে। কারণ বর্তমান যুগে সম্পূর্ণ সঠিক ভাবে সকল তথ্য যাচাই-বাছাই করা হয়। আপনি যদি ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪ পুরন করতে চান তাহলে এই কাগজপত্র গুলো জমা দিতে হবে। কারণ এগুলো ছাড়া আপনি কখনোই ইতালি ভিসা করতে পারবেন নাঃ

  • ছয় মাস মেয়াদ সম্পূর্ণ পাসপোর্ট।
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  • ৪ কপি পাসপোট সাইজের রঙ্গিন ছবি।
  • আপনার যদি কোন কাজে অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতার সনদপত্র।
  • পুলিশ ক্লিয়ারেন্স এর সনদপত্র।
  • করোনার ভ্যাকসিনের ফটোকপি।
  • ইতালির আবেদন এর ফরম এর কপি।
  • ব্যাংক স্টেটমেন্ট।
  • ভ্যালিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট
  • আবেদন ফি রশিদ

শেষ কথা

আজকের এই পোস্টে ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪ সম্পর্কে বিস্তারিত সকল তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এই পোস্টের মাধ্যমে আপনারা যারা কাজের উদ্দেশ্যে অথবা ভ্রমণ করার উদ্দেশ্যে ইতালি যেতে চাচ্ছেন। কিন্তু বর্তমান কিভাবে ইতালির ভিসা আবেদন করতে হয় সে তথ্য জানেন না তারা ইতালি ভিসা আবেদন ফরম লিংক 2024 সম্পর্কে সকল তথ্য জানতে পেরেছেন। এছাড়াও বিদেশে কোন কাজের চাহিদা বেশি তা জানতে চাইলে সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি এটি দেখতে পারেন। ভিসা সম্পর্কিত আরো তথ্য পেতে আমাদের ওয়েবসাইট বাংলায় ইনফোর এর সাথেই থাকুন।

ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪ সংক্রান্ত আরো কিছু জানতে চাইলে নিচের ভিডিওটি দেখতে পারেন

FAQ

 ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪ নিয়ে মানুষের মনে নানা ধরনের প্রশ্ন থাকে তাই নিজে কিছু সাধারণ প্রশ্নেরউত্তর দেওয়া হলোঃ

১. বাংলাদেশে ইতালি ভিসা পেতে কতদিন সময় লাগে?

ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪ পুরন করার পর থেকে মোটামুটি ৫-৭ মাস লেগে যাবে আপনার ইতালির ভিসা পেতে।


২. ইতালি যেতে কত বছর বয়স লাগে?

বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অন্তত ২ বছর মেয়াদের পাসপোর্ট থাকতে হবে।

৩. ইতালির ক্লিক ডে কি ও কবে?

আবেদন গ্রহণ শুরুর দিনকে ইতালিতে ‘ক্লিক ডে’ বলা হয়। সঠিক পথে ইতালিতে যাওয়ার জন্য ২০২৪ সালের ক্লিক ডে’র তারিখ নির্ধারণ করেছে ইতালি সরকার। এবার তিন ক্যাটাগরিতে ২০২৪ সালের ক্লিক ডে অনুষ্ঠিত হবে ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি।

৪. রোম যেতে কি ভিসা লাগবে?

রোম যেতে অবশ্যই ভিসা লাগবে তবে একজন মার্কিন পাসপোর্ট ধারক হিসাবে, আপনি 90 দিন পর্যন্ত ভিসা ছাড়াই ইতালিতে যেতে পারেন । 2025 থেকে, আপনাকে ভিসা-মুক্ত ভ্রমণ করতে ETIAS-এর জন্য আবেদন করতে হবে।

Related Posts

পাসপোর্ট নাম্বার দিয়ে ওমানের ভিসা চেক করার নিয়ম

পাসপোর্ট নাম্বার দিয়ে ওমানের ভিসা চেক করার নিয়ম 2024

বাংলাদেশ থেকে প্রতিবছর প্রচুর পরিমাণে কর্মী ওমানে কাজের ভিসার উদ্দেশ্যে যাচ্ছেন আপনিও যদি ওমানের কাজে ভিসার উদ্দেশ্যে যেতে চান তাহলে আপনার উচিত একবার হলেও দেশে বসে ওমান…

বাহরাইন ভিসা চেক করার নিয়ম

অনলাইনে বাহরাইন ভিসা চেক করার নিয়ম | Bahrain Visa Check 2024

বর্তমানে বাংলাদেশ থেকে অনেক মানুষ বহর আইন কাজের উদ্দেশ্যে, ভ্রমণ উদ্দেশ্যে ও পড়াশোনা উদ্দেশ্যে বিভিন্ন বাহিরে দেশে যাচ্ছেন। এই ক্ষেত্রে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনেকেই ভিসার আবেদন করে…

মালয়েশিয়া কাজের বেতন কত

মালয়েশিয়া কাজের বেতন কত ?2024

মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। অন্যান্য অন্যতম দেশগুলোর মধ্যে মালয়েশিয়াও একটি উন্নত দেশ। বর্তমানে প্রায় বাংলাদেশ থেকে অনেক শ্রমিক বিভিন্ন কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া জান। তবে সবচেয়ে…

অনলাইনে কুয়েত ভিসা চেক করার নিয়ম

অনলাইনে কুয়েত ভিসা চেক করার নিয়ম 2024

অনলাইনে কুয়েত ভিসা চেক করার নিয়ম 2024 নিয়ে এই পোস্ট  বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে তাই অবশ্যই সম্পূর্ণ পোস্টটি পড়ুন। বর্তমানে আমরা সকলেই জানি সব কিছুই ঘরে বসে খুব…

সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়

সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় 2024 | কানাডা ভিসার পাওয়ার উপায়

আপনারা যারা আমাদের বাংলাদেশ থেকে ও পৃথিবীর অন্যতম দেশ কানাডা যেতে চান তাদের সবার সরকারিভাবে কানাডা যাওয়া উচিত কেন না। আপনি যদি সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়-এ যেতে…

ইউরোপে কোন দেশে যেতে কত টাকা লাগে

ইউরোপে কোন দেশে যেতে কত টাকা লাগে 2024

আমাদের বাঙ্গালীদের কাছে ইউরোপ একটি স্বপ্নের দেশ। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা অনেক সময় জীবন পর্যন্ত দিয়ে থাকি। আজকের আর্টিকেলে আমরা জানবো ইউরোপে কোন দেশে যেতে কত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *