বাংলায় ইনফো: বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট

আশা ব্যাংক লোন পদ্ধতি | Asa Bank Loan System 2024

আশা ( ASA) এনজিও / ব্যাংক একটি টেকসই ক্ষুদ্র আর্থিক সেবা মডেলের উদ্ভাবক দারিদ্র নিরসনের অগ্রণী পুরুষ ও নিরস্তর যোদ্ধা এবং সমাজ ও নারী উন্নয়নে অগ্রদূত। আশা ব্যাংক ঋণ যে ঋণটার সাথে আমাদের কম বেশি সবারিই পরিচিত আছে।আজকে কথা বলব আশা ব্যাংক লোন পদ্ধতি (asa bank loan) সম্পর্কে। অনেকে ছোটখাটো ঋণের দরকার হয় যেমন সপ্তাহে কিস্তির মধ্যে, কতদিনে পরিশোধ করতে পারবেন, কত টাকা নিতে পারবেন, কি কি সহযোগিতা পাবেন এবং একটি ঋণ আপনি খুব সহজে কোন ব্যাংকের মাধ্যমে থেকে নিতে পারবেন।

আজকের এই পোষ্টের মাধ্যমে বিস্তারিত এমন ভাবে উল্লেখ করবো যা আপনাদের খুবই সহজ করে দিবে ঋণ নেওয়ার ক্ষেত্রে। তাই যারা আশা ব্যাংক থেকে লোন গ্রহণ করবেন বলে ভাবছেন পোস্টটি সম্পূর্ণ পড়লে তা বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক। আশা ব্যাংক লোন পদ্ধতি (asa bank loan)

আশা ব্যাংক লোন পদ্ধতি (asa bank loan)

আশা ব্যাংক লোনের প্রকারভেদ

আশা ব্যাংক লোন বাংলাদেশ লোন ব্যবস্থার মধ্যে অন্যতম। asa bank loan সম্পর্কে জানার আগে আগে চলুন ডেকে নিয়ে আশা লোনের প্রকারভেদ সম্পর্কে। আশা ব্যাংক কয় ধরনের লোন দেয়? আশা ব্যাংক তিন ধরনের লোন দেয় যেমন:

১. আশা প্রাথমিক লোন

২. আশা বিশেষ লোন

৩. আশা MSME লোন

আশা ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে

  • প্রথমে আবেদনের ফরম নিয়মঅনুযায়ী পূরণ করতে হবে।
  • ফরম পূরণ করার পর স্বাক্ষর সহ জমা দিতে হবে।
  • আপনার পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।
  • NID কার্ডের ফটোকপি দিতে হবে।
  • আপনি যে অফিসে কাজ করেন সে অফিসের আইডি কার্ডের ফটোকপি দিতে হবে।
  • স্যালারি সার্টিফিকেট দেখাতে হবে।
  • বিদ্যুৎ বিল বা যেকোনো বিলের ফটোকপি লাগবে।
  • আয়করের ফিরতি কপির অনুলিপি।
  • ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এর ফটোকপি।
  • বিগত এক মাসে ব্যাংক স্টেটমেন্ট।

আশা ব্যাংক প্রাথমিক লোন

আমরা প্রথমে আশা ব্যাংক প্রাথমিক লোন সম্পর্কে জানব।

  • আপনি এক বছরের ৫ হাজার টাকা থেকে ৯৯ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।
  • সুদের হার বা ইন্টারেস্ট রেট আপনাকে ২৪% হারে দিতে হবে।
  • IGA এর ধরনের ওপর ভিত্তি করে ৪,৬ ও ১২ মাসের জন্য আপনাকে লোন দিবে।

আশা ব্যাংক বিশেষ লোন

বিশেষ লোন

আশা ব্যাংক বিশেষ লোন বা ঋণ দিয়ে থাকে। এখন প্রশ্ন হল আশা ব্যাংক বিশেষ ঋণ কাদের দিয়ে থাকে। চলুন সেটা দেখে নিই।

আশা ব্যাংকের বিশেষ লোন যাদের দেওয়া হয়

  • এন্টারপ্রাইজ বা উদ্যোক্তা।
  • ব্যবসায়িক উৎপাদক।
  • ব্যবসায়িক কার্যকলাপ।
  • অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক ক্ষুদ্র /মাইক্রো।
  • কর্মসংস্থান সৃষ্টির প্রচার।

asa bank loan /আশা ব্যাংক লোন ঋণের কিছু শর্ত

ঋণের ধরনের ওপর ভিত্তি করে ১২,১৮, ২৪ ও ৩০ মাসের জন্য আপনাকে লোন দিবে। সুতের হার বা ইন্টারেস্ট রেট আপনাকে ২৪% দিতে হবে।

আশা ব্যাংক MSME লোন

আশা ব্যাংক MSME লোন যাদের দেওয়া হয়

  • ক্ষুদ্র,
  • ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের।
  • ASA, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের উদ্যোগের উন্নয়নে বিভিন্ন প্রান্তা গ্রহণ করেছে।

আশা ব্যাংক MSME লোনের শর্ত

  • ৬,৯,১২,১৮,২৪,৩০ ও ৩৬ মাসের লোনের উপর ভিত্তি করে আশা ব্যাংক আপনাকে লোন দিবে।
  • সুদের হার বা ইন্টারেস্ট রেট ২২%।

আশা ব্যাংকের কিস্তি

ব্যাংকের লোন কিস্তিতে পরিশোধ করতে হয়। প্রতি সপ্তাহে লোনের ধরনের উপর নির্ভর করে কিস্তি দিতে হয়। আশা ব্যাংকের কিস্তি মোট ৪৫/৪৬ টি কিস্তি হয়ে থাকে। আশা ব্যাংকের সুদের হাত সাধারণ ব্যাংকের তুলনায় একটু বেশি হয়ে থাকে।

আাশা এনজিও আশা ব্যাংক লোন পদ্ধতি asa bank loan. ওয়েবসাইট

আশায় এনজিও লোন / আশা ব্যাংক লোন পদ্ধতি (asa bank loan) সম্পর্কে আশা অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেওয়া আছে।

আপনি যদি লোন নিতে ইচ্ছুক হন তাহলে তাদের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত লোন সম্পর্কে জানতে পারবেন। নিচের এই লিংকটি কপি করে আপনার মোবাইলের যেকোনো একটি ব্রাউজারে গিয়ে দেখতে পারেন। আশা এনজিওর সকল তথ্য এখানে দেওয়া আছে।

লিংক: asa bank loan

আশা এনজিও ফোন নাম্বার, ASA NGO Branch List

আপনার স্থানীয় ঠিকানার আশেপাশে যে সকল আশা এনজিও ব্রাঞ্চ আছে সে সমস্ত ব্রাঞ্চের ঠিকানা এবং ফোন নাম্বার এখান থেকে নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা এনজিও ব্রাঞ্চ বা শাখা তাদের প্রত্যেকটা জেলা ও উপজেলা পর্যায়ে রয়েছে। আপনাদের এমন একটি লিঙ্ক দিব যে লিংকের মাধ্যমে আপনার থাকা জায়গায় জেলা ও উপজেলায় থাকা আশা এনজিও ঠিকানা ও ফোন নাম্বার জেনে নিতে পারবেন।

লিংক : https://asa.org.bd/Notice/Branch%20List.pdf

আশা এনজিও লোন পদ্ধতি। asa ngo loan system 2024

পরিশেষে :

পরিশেষে বলা যায় যে আশা এনজিও সংস্থাটি দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে লোন নেওয়ার ক্ষেত্রে সুদের হার বিবেচনা করে এবং মাথায় রেখে লোন গ্রহণ করবেন। আশা করি আশা এনজিও লোন কিভাবে নিবেন এবং এর বিভিন্ন পদ্ধতি সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেছে। এই ছিল আজকে আশা এনজিও লোন পদ্ধতি (asa ngo loan system) এ বিষয়ে আরো তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই নিকটস্থ আশা ব্রাঞ্চ অফিসে যোগাযোগ করুন।

এছাড়াও যদি আপনাদের আরো কিছু জানা থাকে। তাহলে আমাদের কমেন্ট করুন। এছাড়াও কৃষি ব্যাংক ঋণ নেওয়ার সহজ উপায় জানতে চাইলে কৃষি ব্যাংক ঋণ নেওয়ার সহজ উপায় এটি দেখতে পারেন। এছাড়াও আরো নতুন নতুন তথ্য পেতে বাংলায় ইনফোর ভিজিটের আমন্ত্রণ জানিয়ে আজকের পোস্ট এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে

আশা ব্যাংক লোন পদ্ধতি asa bank loan 2024.

আশা ব্যাংক লোন পদ্ধতি asa bank loan 2024. সংক্রান্ত সাধারণ কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরা হলো।

FAQ:

১. আশা ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?

আশা ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার ১৯৭৮ সালে।

২. আশা ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?

আশা ব্যাংকের প্রতিষ্ঠাতা হলো : মো শফিকুল হক চৌধুরী।

৩. আশা ব্যাংকের সদর দপ্তর কোথায়? আশা টাওয়ার,

২৩/৩ বীর উত্তম এ.এন এম নুরুজ্জামান সড়ক, শ্যামলী, ঢাকা ১২০৭।

৪. আশা ব্যাংকের পরিচয় কি?

আশা ব্যাংক হল ক্ষুদ্র ঋণ প্রধানকারী একটি প্রতিষ্ঠান। যা জনগণকে ক্ষুদ্রঋণ প্রদান করে সহায়তা করে থাকে।

৫. আশা মানে কি?

আমেরিকান স্পিচ – ল্যাঙ্গুয়েজ – হেয়ারিং অ্যাসোসিয়েশন।

Leave a Comment