বাংলায় ইনফো: বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট

কানাডা জব ভিসা ২০২৪। আবেদন করার নিয়ম ও ভিসা খরচ।

বর্তমানে কানাডা বিশ্বের মধ্যে অন্যতম উন্নয়নশীল একটি দেশ। ফলে কানাডা দেশটিতে কাজের চাহিদা অনেক বেশি। এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ ওই দেশে‌ গিয়ে কাজ করে। তেমনি বাংলাদেশের মানুষেরা কোন অংশে কম নয়। প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক মানুষ আছে যারা কাজের সূত্রে কানাডায় যেতে চান।

কানাডায় যদি কাজের উদ্দেশ্যে যেতে চান তাহলে আপনার থেকে কানাডা জব ভিসা তৈরি করে যেতে হবে। কিন্তু অনেকেই জানেন না কিভাবে জব ভিসা তৈরি করতে হয়? আজকের পোস্টটিতে আপনারা সবাই কানাডা জব ভিসা সম্পর্কে এবং কিভাবে আবেদন করার নিয়ম এবং ভিসা করার সহ বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে কানাডা ভিসা আবেদন ফরম সম্পর্কে জেনে নিতে পারেন।

কানাডা জব ভিসা আবেদন করার নিয়ম

কানাডা জব ভিসা আবেদন এবং ওয়ার্ক পারমিট আবেদনের জন্য আপনাকে প্রথমে কানাডা সরকারের অধিবাসন ও নাগরিকত্ব বিষয়ক পোর্টালে ভিজিট করতে হবে। আরো সহজ ভাবে বুঝে নিতে জব ভিসার জন্য আবেদন করতে নিচের কিছু ধাপ অনুসরণ করুন।

প্রথম ধাপ: কানাডা সরকারের অধিবাসন ও নাগরিকত্ব বিষয়ক পোর্টালে ভিজিট

প্রথমে কানাডিয়ান সরকারি ওয়েবসাইটে canada.ca সাইটে ভিজিট করুন। আপনার সকল ভিসার সুবিধার্থে এই ওয়েবসাইটে বিদেশি কর্মীদের জন্য সব ধরনের ভিসা এখান থেকে পাবেন। ওয়েব সাইটের অপশনগুলো থেকে get a work permit অপশনে ক্লিক করুন।

দ্বিতীয় ধাপ: Service & Information

এই পেজটিতে Canadian service and information program থেকে Work Permit সম্পর্কে সকল ধরনের তথ্য কর্মীদের জন্য দেওয়া আছে। যেমন:

  • Business permit
  • Open work permit
  • Temporary work permit
  • Agriculture Work Permit.

ইত্যাদি সহ সকল ধরনের পারমিটের সুবিধা পাবেন।

আপনার কাঙ্ক্ষিত পছন্দ মত অপশনটি নির্বাচন করে পরের ধাপগুলো অনুসরণ করুন। Find out if you need a work permit অপশনটি থেকে আপনার পারমিট সিলেকশন করে আবেদন করুন।

এছাড়াও আপনি যদি জব করে থাকেন তাহলে jobbank.ga.ca এই ওয়েবসাইটে ভিজিট করে আপনার দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের জব খুঁজতে পারেন। এই ওয়েবসাইট টি ওপেন করার পর অনুসন্ধান করার জন্য একটি পেজ আসবে। ওই পেজটিতে আপনার পছন্দমত অপশন সার্চ করে সিলেক্ট করে নিন। তারপর আপনার দক্ষতা এবং জীবন বৃত্তান্ত CV দিয়ে আবেদন করে ফেলুন।

আপনার নিয়োগকারী প্রতিষ্ঠানটি আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করে ওই কাজের জন্য কানাডা ভিসা প্রসেসিং করতে সহযোগিতা করবে।

কানাডা জব ভিসা আবেদনের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন

কানাডা জব ভিসা আবেদনের জন্য আপনার বিশেষ কিছু কাগজপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেদনের আগে আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র গুলো সংগ্রহ করে রাখুন। যেকোনো এজেন্সি থেকে আপনার কানাডা জব ভিসা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আপনার জমাকৃত কাগজপত্রের তথ্যগুলো যাচাই-বাছাই করে প্রসেসিং হবে। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে কানাডা জব ভিসা আবেদনের জন্য কি কি কাগজপত্র রাখবেন তা জানেন না। তাহলে পোস্টটি সম্পূর্ণ পড়ুন নিচে উল্লেখ করা হলো আপনার থেকে কি কি কাগজপত্র দরকার হবে।

  1. জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন সনদ।
  2. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
  3. আবেদনকারীর বৈধ পাসপোর্ট। (পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে)।
  4. IELTS Certificate. (Minimum Score 6.00)
  5. দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  6. BMI Registration
  7. Bank statement
  8. পুলিশ ক্লিয়ারেন্সের ফটোকপি।
  9. মেডিকেল রিপোর্ট ইত্যাদি।

কানাডা জব ভিসা পাওয়ার জন্য যোগ্যতা

আপনি যদি কানাডায় যেতে চান তাহলে অবশ্যই ভিসা থাকতে হবে। কানাডার বিভিন্ন ধরনের ভিসার ক্যাটাগরি রয়েছে। আপনি যদি জব ভিসা পেতে চান তাহলে আপনার কিছু যোগ্যতা অর্জন করা অবশ্যই প্রয়োজন। কিন্তু অনেকেই জানেন না কোন কাজের জন্য কি যোগ্যতা প্রয়োজন? তাহলে নিচে উল্লেখিত যোগ্যতাগুলো পড়ে নিন।

  • আপনার থেকে সর্বনিম্ন HSC পাস করতে হবে।
  • আপনার সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে।
  • আপনার থেকে কাজের অভিজ্ঞতার সনদপত্র থাকতে হবে।
  • আপনার থেকে কাজের অভিজ্ঞতার সনদপত্র থাকতে হবে।
  • ব্যাংক স্টেটমেন্টে সর্বনিম্ন লেনদেন ৩০ লক্ষ টাকা হতে হবে।
  • IELTS পরীক্ষায় সর্বনিম্ন ৬.০০ পয়েন্ট পেতে হবে।

উপরোক্ত এসব যোগ্যতা আপনার কাছে থাকলে তাহলে খুব সহজেই আপনি কানাডার জব ভিসা আবেদন করতে পারবেন।

কানাডা জব ভিসা খরচ এবং ওয়ার্ক পারমিট খরচ

কানাডা জব ভিসা করতে খরচ হয় প্রায় ৭ লক্ষ টাকা। এর মধ্যেই Work Permit সংগ্রহ করা, Police Clearance, Visa Processing, Medical Report, Biman Ticket, Agency / Consulate fee, Hotel Booking ইত্যাদি সহ সকল এই খরচের মধ্যে পড়ে।

বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি কিংবা দালালের হাতে পড়লে আপনার থেকে কানাডা জব ভিসা করতে প্রায় ১০-১২ লক্ষ টাকার বেশি খরচ হয়। এই ধরনের প্রতারিত থেকে মুক্তি পেতে আপনার সাবধানতার সাথে সরকারিভাবে নিয়ম অনুযায়ী ৭ লক্ষ টাকা দিয়েই খুব সহজেই কানাডা জব ভিসা পাবেন। কানাডা জব ভিসা আবেদনের পাশাপাশি জেনে নিন ২০২৪ এর ইতালি কৃষি ভিসা আবেদন ফরম ও খরচ কত ?

নিম্নোক্ত সরকারি নিয়ম ভিসা ধারণ ও পরিমাণ টাকা অনুযায়ী কৃষি ভিসা করে খরচ হবে।

ভিসার ধরনটাকার পরিমাণ
কানাডা জব ভিসা৭ লক্ষ টাকা
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা৫ লক্ষ টাকা
কানাডা কৃষি ভিসা৫ লক্ষ টাকা
বিভিন্ন ভিসার বিভিন্ন টাকার পরিমাণ

কানাডা ওয়ার্ক পারমিট ভিসা পেতে কতদিন সময় লাগে

২০২৪ সাল অনুযায়ী কানাডা ওয়ার্ক পারমিট প্রসেসিং হতে ৮ থেকে ১০ সপ্তাহের মত সময় হয়ে থাকে। আপনার নির্দিষ্ট পেশা অনুযায়ী আবেদন করলে আরো কম সময় লাগতে পারে।

কানাডায় যেতে মেডিকেল চেকআপ করার সেন্টার সমূহ

মেডিকেল সেন্টারযোগাযোগ ঠিকানা
ডক্টর ওয়াহাব মেডিকেল সেন্টারহাউস নং ০৩, রোড-১২, বারিধারা, ঢাকা-১২১২। যোগাযোগ নম্বর: ০২ ৯৮৪৭৫৫৩, ৯৮৪৩৪৩৯।
গ্রিন ক্রিসেন্ট হেলথ সার্ভিস ৬০ পার্ক রোড, বারিধারা ডিপ্লোমেট্রিক জোন, ঢাকা-১২১২
IOM Migration Health Assessment Clinic১৩/এ, গ্রাউন্ড ফ্লোর, রোড-১৩৬, গুলশান -০১, ঢাকা -১২১২
উক্ত স্থানে গিয়ে মেডিকেল চেকআপ করতে পারবেন।

মেডিকেল চেকআপ করার জন্য সার্টিফিকেট দরকার হলে সরকারি অনুমোদিত উপরোক্ত মেডিকেল থেকে চেকআপ করে নিয়ে মেডিকেল রিপোর্ট সংগ্রহ করে নিতে হবে। মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার ২৪-৭২ ঘণ্টার মধ্যে Canada High Commission, Singapore -এ পাঠিয়ে দেয়া হবে। ওইখান থেকে File Processing হয়ে ১৫-২৫ দিন সময় লাগবে। পরে আপনাকে আপনার মেডিকেল রিপোর্ট ফরমটি কানাডিয়ান হাইকমিশন থেকে ইমেইল করে পাঠানো হবে।

কানাডায় যেতে মেডিকেল চেকআপ খরচ

কানাডা জব ভিসা পেতে যেই মেডিকেল রিপোর্ট সংগ্রহ করতে হবে ওই মেডিকেল চেকআপ করার জন্য অনুমোদিত একটি নির্দিষ্ট ফি নির্ধারণ করা হয়েছে। অনুমোদিত নির্দিষ্ট ফি নিচে উল্লেখ দেওয়া হলো।

আবেদন কারীর বয়সমেডিকেল ফি
১৪ থেকে ৪৯ বছর ৪,৮০০ টাকা
১১ থেকে ১৪ বছর ৩,৩৫০ টাকা
১১ বছরের নিচের শিশুদের ৩,২০০ টাকা
অনুমোদিত নির্দিষ্ট ফি
ভিডিওটি সম্পূর্ণ দেখুন

শেষ কথা

কানাডা জব ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা পেতে তুলনামূলক ভাবে অনেক কঠিন হয়। কিন্তু আপনি আজকের এই পোস্টটি সম্পূর্ণ পড়ে অনুসরণ করলে খুব সহজেই কানাডা জব ভিসা জন্য আবেদন করতে পারবে।

এই রকম আরো ভিসা আবেদন করার পোস্ট পরতে চাইলে আমাদের বাংলায় ইনফো সাথেই থাকুন।

FAQ

১. কানাডা ভিসার দাম কত?

উত্তর: ১০০ কানাডিয়ান ডলার।

২. কানাডায় কাজের ভিসা পেতে কত টাকা লাগে?

উত্তর: ওয়ার্ক পারমিট ফি ১৫৫ ডলার।

৩. ইউ এস টুরিস্ট ভিসা টু ওয়ার্ক পারমিট?

উত্তর: আগ্রহী ব্যক্তিরা এখন USA থেকে ব্যবসা এবং টুরিস্ট ভিসা কারিদের নতুন করে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

একজন বাংলাদেশী কনন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এবং ভিডিও এডিটর হিসেবে কাজ করে আসছেন। স্বাস্থ্য বিষয়ক সম্পর্কে, ব্যবসায়িক বিভিন্ন তথ্য এবং বিভিন্ন দেশের বিভিন্ন জানা অজানা তথ্য খবরা-খবর প্রকাশ করাই মূল লক্ষ্য। তার ইচ্ছা এই কাজের মাধ্যমে একদিন বাংলায় ইনফো ওয়েবসাইটটি বড় সাফল্য অর্জন করবে‌।

Related Posts

পাসপোর্ট নাম্বার দিয়ে ওমানের ভিসা চেক করার নিয়ম

পাসপোর্ট নাম্বার দিয়ে ওমানের ভিসা চেক করার নিয়ম 2024

বাংলাদেশ থেকে প্রতিবছর প্রচুর পরিমাণে কর্মী ওমানে কাজের ভিসার উদ্দেশ্যে যাচ্ছেন আপনিও যদি ওমানের কাজে ভিসার উদ্দেশ্যে যেতে চান তাহলে আপনার উচিত একবার হলেও দেশে বসে ওমান…

বাহরাইন ভিসা চেক করার নিয়ম

অনলাইনে বাহরাইন ভিসা চেক করার নিয়ম | Bahrain Visa Check 2024

বর্তমানে বাংলাদেশ থেকে অনেক মানুষ বহর আইন কাজের উদ্দেশ্যে, ভ্রমণ উদ্দেশ্যে ও পড়াশোনা উদ্দেশ্যে বিভিন্ন বাহিরে দেশে যাচ্ছেন। এই ক্ষেত্রে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনেকেই ভিসার আবেদন করে…

মালয়েশিয়া কাজের বেতন কত

মালয়েশিয়া কাজের বেতন কত ?2024

মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। অন্যান্য অন্যতম দেশগুলোর মধ্যে মালয়েশিয়াও একটি উন্নত দেশ। বর্তমানে প্রায় বাংলাদেশ থেকে অনেক শ্রমিক বিভিন্ন কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া জান। তবে সবচেয়ে…

অনলাইনে কুয়েত ভিসা চেক করার নিয়ম

অনলাইনে কুয়েত ভিসা চেক করার নিয়ম 2024

অনলাইনে কুয়েত ভিসা চেক করার নিয়ম 2024 নিয়ে এই পোস্ট  বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে তাই অবশ্যই সম্পূর্ণ পোস্টটি পড়ুন। বর্তমানে আমরা সকলেই জানি সব কিছুই ঘরে বসে খুব…

সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়

সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় 2024 | কানাডা ভিসার পাওয়ার উপায়

আপনারা যারা আমাদের বাংলাদেশ থেকে ও পৃথিবীর অন্যতম দেশ কানাডা যেতে চান তাদের সবার সরকারিভাবে কানাডা যাওয়া উচিত কেন না। আপনি যদি সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়-এ যেতে…

ইউরোপে কোন দেশে যেতে কত টাকা লাগে

ইউরোপে কোন দেশে যেতে কত টাকা লাগে 2024

আমাদের বাঙ্গালীদের কাছে ইউরোপ একটি স্বপ্নের দেশ। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা অনেক সময় জীবন পর্যন্ত দিয়ে থাকি। আজকের আর্টিকেলে আমরা জানবো ইউরোপে কোন দেশে যেতে কত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *