বাংলায় ইনফো: বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট

কানাডা ভিসা আবেদন ফরম ২০২৪

পৃথিবীর অন্যতম সুন্দর দেশ কানাডা। এই দেশটি সুন্দর হওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কানাডায় ভ্রমণ করতে যান। বাংলাদেশের অনেক মানুষও ওই দেশটির সৌন্দর্য উপভোগ করতে এবং বিভিন্ন কাজের সূত্রে যেতে চাই। অনেকের দীর্ঘদিনের স্বপ্ন থাকে যে কানাডায় ভ্রমণ করা। কিন্তু অনেকেই জানেন না যে কিভাবে কানাডায় যেতে হবে এবং কি কি নিয়মে কানাডা ভিসা আবেদন ফরম সংগ্রহ করবেন। সুতরাং, এই পোস্টটি সম্পূর্ণ পড়ে আপনাদের অজানা বিষয় জেনে রাখুন।

সাধারণত, আপনারা যারা কানাডায় যেতে চাচ্ছেন তাহলে আপনাদের প্রথমে কানাডা ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা আবেদন করার আগে আপনার পাসপোর্ট অবশ্যই প্রয়োজন। যদি আপনার পাসপোর্ট থেকে থাকে তাহলে এখনি ই পাসপোর্ট চেক: ই পাসপোর্ট এর বর্তমান অবস্থা যাচাই করুন। কানাডা ভিসা পেতে হলে কত টাকা খরচ হবে এবং কিভাবে আপনি সঠিক নিয়মে কানাডা ভিসা আবেদন ফরম পূরণ করবেন তা নিচে দেওয়া হল।

কানাডা ভিসা আবেদন ফরম পূরণ

আপনারা যারা কানাডায় যেতে চান তাদেরকে অবশ্যই কানাডায় যাওয়ার জন্য আবেদন ফরম সংগ্রহ করতে হবে। প্রশ্ন হলো, আপনারা কিভাবে কানাডা ভিসা আবেদন ফরম পাবেন? পৃথিবী সুন্দরতম দেশ কানাডায় যাওয়ার জন্য ভিসা আবেদন ফরম আপনি অনলাইন থেকে অথবা সরকারি এজেন্সির মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। কানাডা ভিসা আবেদন ফরম-টি সংগ্রহ করার পর আপনাকে সম্পূর্ণ ফরমটি পূরণ করে আবেদন করতে হবে। ফলে আপনারা অনেকেই জানেন না যে কিভাবে কানাডা ভিসা আবেদন ফরম পূরণ করতে হয়। তাই আপনারা কিভাবে সঠিক নিয়মে আবেদন ফরম পূরণ করবেন সম্পূর্ণ এ পোস্টে বিস্তারিত উল্লেখ করা হলো।

কানাডা ভিসা আবেদন ফরম

সঠিক নিয়মে অনলাইনে কানাডা ভিসা আবেদন ফরম পূরণ করতে অনুসরন করুন

প্রথম ধাপ: আপনাকে কানাডার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক এখানে ক্লিক করুন

দ্বিতীয় ধাপ: লিংকে প্রবেশের পর Menu অপশন থেকে Immigration and Citizenship এই অপশনটি Click করুন।

তৃতীয় ধাপ: Click করার পর আপনার Account Registration সম্পন্ন করুন। Sign in or create an account to apply online এই অপশনটিতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি Registration সম্পন্ন হয়ে যাবে।

চতুর্থ ধাপ: আপনার Registration সঠিকভাবে সম্পূর্ণ হয়ে গেলে canada.ca একাউন্ট থেকে আপনার Gmail-এ একটি কোড আসবে। সেই কোড দিয়ে আপনার Account-এর Verification সম্পূর্ণ করুন।

পঞ্চম ধাপ: আপনার Account-এ Verification সম্পূর্ণ হলে Find an application form এই অপশনটিতে Click করে আপনি যে কারণে কানাডায় যেতে চান আপনি এই পছন্দ মত ভিসার জন্য আবেদন ফরম করুন।

ষষ্ঠ ধাপ: আপনার পছন্দমত ভিসা সিলেক্ট করার পর আপনার পাসপোর্ট এবং অন্যান্য যাবতীয় কাগজপত্র দিয়ে আবেদন ফরম পূরণ করে সম্পন্ন করুন।

বি:দ্র: আপনার থেকে কানাডা ভিসা আবেদন ফরম পূরণ করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে তা নিচে উল্লেখ করা আছে জেনে নিবেন।

সপ্তম ধাপ: সর্বশেষ, আপনার সঠিক নিয়মে আবেদন ফরম পূরণ করা সম্পূর্ণ হয়ে গেলে আবেদনের জন্য একটি নির্দিষ্ট ফি পরিশোধ করুন। ফি পরিশোধ করার সাথে সাথেই আপনার কানাডা ভিসা প্রস্তুত হয়ে যাবে।

এই ছবিটি অনুসরণ করুন।

কানাডা ভিসা আবেদনের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন?

কানাডা ভিসা আবেদন করতে আপনার থেকে বেশ কিছু কাগজপত্র প্রয়োজন হবে। ওইসব কাগজপত্র আপনার থেকে আগের থেকে প্রস্তুত অথবা সংগ্রহ করে রাখতে হবে। সুতরাং, আপনার থেকে কি কি কাগজপত্র প্রয়োজন হবে তার নিচে দেওয়া হল।

  1. জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন সনদ (অবশ্যই আবশ্যক)
  2. আবেদনকারীর বৈধ পাসপোর্ট। (পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে। তাই এখনই আপনার খুব সহজেই ই পাসপোর্ট চেক করে নিন)
  3. IELTS Certificate. (Minimum Score 6.00)
  4. আবেদনকৃত কানাডা ভিসা আবেদন ফরমের প্রিন্ট কপি।
  5. Police Clearance Certificate
  6. ভিসা ফি প্রদানের মাধ্যম (International Debit card and Credit card)
  7. Medical report
  8. বিবাহিতদের জন্য Marriage Certificate আবশ্যক। (অবশ্যই ইংরেজিতে হতে হবে)
  9. ভিসার মেয়াদ শেষ হলে দেশের ফিরে আসার প্রতিশ্রুতিপত্র।
  10. ব্যাংক ব্যালেন্স কমপক্ষে ১০ লক্ষ টাকা দেখানো আবশ্যক।
  11. কানাডার কনস্যুলেট থেকে ছবি ও ফিঙ্গারপ্রিন্ট।
  12. করোনা ভাইরাসের টিকা কার্ড।

কানাডা ভিসা ক্যাটাগরি

বর্তমান সময়ে কানাডায় দুই ধরনের ভিসা পাওয়া যায়। যেমন: কানাডা স্থায়ী ভিসা এবং কানাডা অস্থায়ী ভিসা। কিন্তু এই দুইটি ভিসার মধ্যে কয়েক ধরনের ক্যাটাগরি রয়েছে। অধিকাংশ মানুষেরা এসব ভিসার কতটি ক্যাটাগরি তা জানে না। তাই নিচে উল্লেখ করব কানাডার কয়েকটি ভিসা ক্যাটাগরির নাম।

  • Student’s Visa. (অস্থায়ী ভিসা)
  • Travel Visa. (অস্থায়ী ভিসা)
  • Business Immigrant Visa. (অস্থায়ী ভিসা)
  • Express Entry Visa. (অস্থায়ী ভিসা)
  • Residence visa. (অস্থায়ী ভিসা)
  • Canada Agricultural Visa. (অস্থায়ী ভিসা)

কানাডা ভিসা আবেদন কেন্দ্র কোথায় অবস্থিত?

যদি আপনাদের নিজে নিজে অনলাইনে আবেদন করতে অসুবিধা হয় তাহলে আপনাদের জন্য ভালো হবে সরকারি ভাবে কানাডা ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে কোন ঝামেলা ছাড়ায় সহজেই আবেদন করতে পারবেন।

বাংলাদেশের বেশ কিছু জায়গায় কানাডা ভিসা আবেদন কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলো ঠিকানা নিচে উল্লেখ করা হলো।

কেন্দ্রের নাম কেন্দ্রের ঠিকানা
কানাডায় ভিসা আবেদন কেন্দ্র- ঢাকাচতুর্থ তলা, ডেল্টা লাইফ টাওয়ার, প্লট ৩৭, রোড নং- ৯০, উত্তর গুলশান এভিনিউ, গুলশান- ২, ঢাকা- ১২১২, বাংলাদেশ।
কানাডা ভিসা আবেদন কেন্দ্র- সিলেট৭ম তলা, নার্ভানা ইন, মির্জা জঙ্গল রোড, রামের দিঘীরপাড়, সিলেট-৩১০০, বাংলাদেশ।
কানাডা ভিসা আবেদন কেন্দ্র- চট্টগ্রামওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পঞ্চম তলা, ১০২-১০৩, আগ্রাবাদ, সি/এ, চট্টগ্রাম, বাংলাদেশ।
এক নজরে দেখে নিন ।

কানাডা যাওয়ার খরচ কত টাকা?

বিশ্বে উন্নত দেশের মধ্যে একটি হচ্ছে কানাডা। কানাডায় যাওয়ার আগে সর্বপ্রথম আপনাকে জানতে হবে কানাডা ভিসা আবেদন করতে কত টাকা খরচ হয়? সাধারণত, অনেক মানুষ এটা জানার আগে নানাভাবে এবং নানা জায়গায় প্রতারিত শিকার হয়। ফলে, সবার জানা উচিত একটি কানাডা ভিসা আবেদন করতে কত টাকা খরচ হবে। কানাডায় যেতে হলে এক এক রকম ভিসা একেক রকম খরচ হবে। যেমন:

  1. যদি আপনি টুরিস্ট ভিসায় কানাডায় যেতে চান তাহলে ৩-৪ লক্ষ টাকা খরচ হবে। টুরিস্ট ভিসা বিভিন্ন মেয়াদী হয়ে থাকে। সাধারণত ৩ মাস হতে ৬ মাস মেয়াদী টুরিস্ট ভিসায় কানাডায় যাওয়া যায়।
  2. যদি Work Permit ভিসায় কানাডায় যেতে চান তাহলে ৭ লক্ষ টাকা খরচ হবে এবং আপনার থেকে অবশ্যই ১০ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে।
  3. কানাডায় স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে প্রায় ৫ লক্ষ টাকা খরচ হবে।
  4. যদি কৃষি ভিসায় কানাডায় যেতে চান তাহলে প্রায় ৫-৮ লক্ষ টাকা খরচ হবে।

সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়

আপনি চাইলে সরকারিভাবে খুব সহজেই কানাডায় যেতে পারবেন। এর জন্য আপনার থেকে কিছু শর্ত মানতে হবে। আপনি যদি সরকারি ভাবে কানাডায় যেতে চান তাহলে আপনার থেকে IELTS করতে হবে। অবশ্যই স্কোর ৬.০০ থাকতে হবে। মনে রাখবেন, ভ্রমণের জন্য আপনার থেকে কানাডার সরকারি Electronic Travel Authorisation সংগ্রহ করতে হবে। আপনার থেকে কাজের ভিসার জন্য কোন নিয়োগকারী প্রতিষ্ঠানে আবেদন করে চাকরী ব্যবস্থা করে নিয়ে নিতে হবে। ফলে, পরে আপনার থেকে কানাডার কর্মসংস্থানে একটি প্রকল্পে কানাডা ভিসা আবেদন ফরম পূরণ করে আবেদন সম্পূর্ণ করতে হবে।

আরো বিস্তারিত বুঝতে ভিডিওটি দেখুন।

শেষ কথা

কানাডা ভিসা নিয়ে সকল তথ্য এই পোষ্টটিতে উল্লেখ করা হয়েছে। তাই এখন আপনারা খুব সহজেই কানাডা ভিসা আবেদন ফরম পূরণ করতে পারবেন। এই পোস্টটির পাশাপাশি আরও জানতে ক্লিক করুন ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪

আশা করি সকলেই আজকের পোস্টটি সম্পূর্ণ পড়ে অনেক কিছু অজানা তথ্য জানতে পেরেছেন। আরো এই রকম ভিসা রিলেটেড পোস্ট জানতে চাইলে আমাদের বাংলায় ইনফো সাথেই থাকুন।

FAQ

১. কানাডা যাওয়ার জন্য কত বছর বয়স লাগে?

উত্তর: কানাডায় যেতে সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৯ বছর।

২. কানাডা TRB- এর জন্য পাসপোর্ট কোথায় পাঠাবো?

উত্তর: Case Processing Centre: Ottawa, Ontario.

৩. কানাডা কৃষি কাজে বেতন কত?

উত্তর: সর্বনিম্ন ৭৯০ ডলার থেকে সর্বোচ্চ ১১৬০ ডলার পর্যন্ত। যা বাংলাদেশী টাকায় সর্বনিম্ন ৬৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ৯৫,০০০ টাকা।

একজন বাংলাদেশী কনন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এবং ভিডিও এডিটর হিসেবে কাজ করে আসছেন। স্বাস্থ্য বিষয়ক সম্পর্কে, ব্যবসায়িক বিভিন্ন তথ্য এবং বিভিন্ন দেশের বিভিন্ন জানা অজানা তথ্য খবরা-খবর প্রকাশ করাই মূল লক্ষ্য। তার ইচ্ছা এই কাজের মাধ্যমে একদিন বাংলায় ইনফো ওয়েবসাইটটি বড় সাফল্য অর্জন করবে‌।

Related Posts

পাসপোর্ট নাম্বার দিয়ে ওমানের ভিসা চেক করার নিয়ম

পাসপোর্ট নাম্বার দিয়ে ওমানের ভিসা চেক করার নিয়ম 2024

বাংলাদেশ থেকে প্রতিবছর প্রচুর পরিমাণে কর্মী ওমানে কাজের ভিসার উদ্দেশ্যে যাচ্ছেন আপনিও যদি ওমানের কাজে ভিসার উদ্দেশ্যে যেতে চান তাহলে আপনার উচিত একবার হলেও দেশে বসে ওমান…

বাহরাইন ভিসা চেক করার নিয়ম

অনলাইনে বাহরাইন ভিসা চেক করার নিয়ম | Bahrain Visa Check 2024

বর্তমানে বাংলাদেশ থেকে অনেক মানুষ বহর আইন কাজের উদ্দেশ্যে, ভ্রমণ উদ্দেশ্যে ও পড়াশোনা উদ্দেশ্যে বিভিন্ন বাহিরে দেশে যাচ্ছেন। এই ক্ষেত্রে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনেকেই ভিসার আবেদন করে…

মালয়েশিয়া কাজের বেতন কত

মালয়েশিয়া কাজের বেতন কত ?2024

মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। অন্যান্য অন্যতম দেশগুলোর মধ্যে মালয়েশিয়াও একটি উন্নত দেশ। বর্তমানে প্রায় বাংলাদেশ থেকে অনেক শ্রমিক বিভিন্ন কাজের উদ্দেশ্যে মালয়েশিয়া জান। তবে সবচেয়ে…

অনলাইনে কুয়েত ভিসা চেক করার নিয়ম

অনলাইনে কুয়েত ভিসা চেক করার নিয়ম 2024

অনলাইনে কুয়েত ভিসা চেক করার নিয়ম 2024 নিয়ে এই পোস্ট  বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে তাই অবশ্যই সম্পূর্ণ পোস্টটি পড়ুন। বর্তমানে আমরা সকলেই জানি সব কিছুই ঘরে বসে খুব…

সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়

সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় 2024 | কানাডা ভিসার পাওয়ার উপায়

আপনারা যারা আমাদের বাংলাদেশ থেকে ও পৃথিবীর অন্যতম দেশ কানাডা যেতে চান তাদের সবার সরকারিভাবে কানাডা যাওয়া উচিত কেন না। আপনি যদি সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়-এ যেতে…

ইউরোপে কোন দেশে যেতে কত টাকা লাগে

ইউরোপে কোন দেশে যেতে কত টাকা লাগে 2024

আমাদের বাঙ্গালীদের কাছে ইউরোপ একটি স্বপ্নের দেশ। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা অনেক সময় জীবন পর্যন্ত দিয়ে থাকি। আজকের আর্টিকেলে আমরা জানবো ইউরোপে কোন দেশে যেতে কত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *