বাংলায় ইনফো: বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট

মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং ২০২৪ !

কোন প্রোডাক্ট বা সার্ভিস কে গ্রাহকের নিকট পৌছানোকে  ডিজিটাল মার্কেটিং বলে। মোবাইল দিয়ে কিভাবে ডিজিটাল মার্কেটিং করা যায় আজকের পোস্টের মাধ্যমে আমরা তাই জানতে পারবো।আমি বা আমরা অনেকেই একথা শুনেছি বা জানি যে আজকে যারা সফল ফ্রিল্যান্সার বা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার তাদের অনেকেই প্রথমে নিজের হাতের মোবাইল দিয়েই এই পথের যাত্রা শুরু করেছেন।বর্তমানে বেশির ভাগ কাস্টমার বেশিরভাগ সময়ে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট মধ্যে কাটিয়ে থাকে। তাই এর জন্য মার্কেটিং গুলিকে ডিজিটাল করা হচ্ছে।

 ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ধাপ বা ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরির অনেকগুলো ধাপই মোবাইল দিয়ে করা যায়। এই ধাপগুলো সম্পর্কে জানতে বিস্তারিত পারলে সহজেই বুঝতে পারবেন যে মোবাইল দিয়ে ২০২৪ সালে এসে ডিজিটাল মার্কেটিং করা যায় কিনা বা কোন কোন সেক্টর করা যায়। শুধু ডিজিটাল মার্কেটিং ই না  ফ্রিল্যান্সিং এর অন্যান্য অনেক সেক্টরের অনেক কাজই মোবাইল দিয়ে করা যায় যেমনঃ ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এমনকি টুকটাক গ্রাফিক্স ডিজাইনের কাজও মোবাইল দিয়ে করা যায়।  তবে একটা কথা আপনাকে অবশ্যই মানতে হবে যে প্রফেশনাল ভাবে ডিজিটাল মার্কেটিং করতে ডেক্সটপ বা ল্যাপটপের কোন জুড়ি নেই। কিন্তু সেই প্রফেশনাল হওয়ার আগে আমাদের অনেক কাজ রয়েছে যেগুলো আমরা আমাদের হাতের ফোন বা মোবাইল দিয়েই করতে পারবো।

তার আগে আমরা জেনে নেব ডিজিটাল মার্কেটিং ২০২৪ এ কোন কোন সেক্টরগুলো আমরা  মোবাইল দিয়ে করতে পারবো।আপনার যদি ইচ্ছা এবং কাজ করার আগ্রহ থাকে তাহলে এই সেক্টরগুলোর অধিকাংশই আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। সেক্টরগুলো হলোঃ-

কনটেন্ট মার্কেটিং (Content Marketing)

সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)

ইমেইল মার্কেটিং (Email Marketing)

সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO)

এফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)

 কনটেন্ট মার্কেটিং (Content Marketing)

ডিজিটাল মার্কেটিং সেক্টরের যে কাজগুলো মোবাইল দিয়ে করা যায় তারমধ্যে  অন্যতম ও প্রথম ধাপ হলো কনটেন্ট মার্কেটিং। কনটেন্ট রাইটিং হলো কোন কিছু নিয়ে বিস্তারিত ও তথ্যবহুল্ভাবে লেখা। সহজভাবে মার্কেটিং বলতে এইযে  লেখাটি আপনি পড়ছেন এটি একটি কনটেন্ট। ডিজিটাল মার্কেটিং করার জন্য সেই পন্যের প্রচার প্রসারের জন্য যা লেখা হয় তাকে কনটেন্ট মার্কেটিং বলে। আর যিনি এটা লিখেন তাকে বলা হয়  কনটেন্ট রাইটার। এইযে ইউটিউব এর ভিডিও কিংবা বিভিন্ন ওয়েবসাইটে ব্লগ পাবলিশ করা হয় এগুলো সবই কনটেন্ট রাইটিং এর অন্তরভুক্ত। কনটেন্ট রাইটিং এর অনেক ক্ষেত্র রয়েছে যেমনঃ-

  •      ব্লগ রাইটিং
  •      ইমেইল মার্কেটিং
  •      কপি রাইটিং
  •      টেকনিক্যাল রাইটিং
  •      গোস্ট রাইটিং
  •      সোশ্যাল মিডিয়া পোস্ট রাইটিং
  •      লং ফর্ম কনটেন্ট রাইটিং
  •      স্ক্রিপ্ট রাইটিং

এই গুলো্র প্রত্যেকটির স্ট্রাকচার বা গঠন কিন্তু ভিন্নরকমের। তাই প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে শিখতে হবে। আর কনটেন্ট রাইটিং লেখার ক্ষেত্রে  ব্যাকরন, শব্দ ও বাক্যের সঠিক প্রয়োগ ও শব্দভান্ডারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রতিনিয়ত নিজের লেখার উপর গবেষনা করে লেখার ধরন পাল্টাতে থাকলে, একসময় প্রফেশনাল রাইটার হওয়া সম্ভব এবং এই কনটেন্ট রাইটিং সেক্টরে একটা ভালো ক্যারিয়ার গড়া সম্ভব।

মোবাইল দিয়ে সহজে ইনকাম করুন

সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)

মোবাইল দিয়ে আপনি খুব সহজেই সার্চ ইঞ্জিন মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অপটি মাইজেশন করতে পারবেন,কারন এর অর্থ ই হচ্ছে Text লেখা সেটা On Page Seo হতে পারে বা Of Page Seo হতে পারে, সবকিছুর জন্যই আপনাকে Text লিখতে হবে। তবে সম্পূর্ণ Seo আপনি মোবাইলে করতে পারবেন না। মোবাইলে Seo বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুুরপূর্ণ কারন দেখা যায়  বেশিরভাগ ওয়েবসাইটের ৭০% ভিজিটর মোবাইল থেকেই ভিজিট করছেন। আর এই ভিজিটরদের কাছে পন্যের ডিটেইলস পৌছে দেওয়া হলো বিজনেস এর অন্যতম একটা কৌশল।

 ইমেইল মার্কেটিং (Email Marketing)

  •    ট্রানজেকশনাল ইমেইল মার্কেটিং  
  •   ডাইরেক্ট ইমেইল মার্কেটিং

 ট্রানজেকশনাল ইমেইল মার্কেটিং

সকল ব্যাবসায়ীদের জন্য পুরোনো কাস্টমারদের সাথে যোগাযোগ রাখা খুবই প্রয়োজনীয় একটা পদক্ষেপ। যারা একবার আপনার পন্য কিনেছেন তারাই কিন্তু বারবার আপনার কাছ থেকে পন্য নিবে।আপনাকে তারা বিশ্বাস করেই আপনার পন্য নিয়েছেন। এখন তাদের কাছে আপনার নতুন কোন পন্য বিক্রি করতে চাইলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে হবে। এই পুরাতন কাস্টমারদের সাথে নতুনভাবে মার্কেটিং করার জন্য ইমেইল করার প্রসেসকে ট্রানজেকশনাল ইমেইল মার্কেটিং বলে।

 ডাইরেক্ট ইমেইল মার্কেটিং

এটি ইমেইল মার্কেটিং এর একটি খুবই ফল্প্রসু একটি উপায়। লিড জেনারেশন পদ্ধতিতে পন্যের প্রচার বা বিক্রি বাড়ানো হচ্ছে এই মার্কেটিং এর উদ্দেশ্য। এই পদ্ধতিতে রিসার্চ করে করে বের করতে হয় বিভিন্ন তথ্য যেমনঃকোন শ্রেনীর মাণূশ আপনার পন্য কিনবে, কম বয়সের মানুষ আপনার পন্য কিনবে এসব যাচাই করে তাদের ইমেইলে কোম্পানির বিভিন্ন অফার পাঠানো। আপনার একটি বড় ইমেইল লিস্ট থাকতে হবে, যেই লিস্ট ধরে ধরে আপনি ইমেইল করবেন।আপনি রিসার্চের পিছনে যত বেশি সময় দিবেন, ততবেশি আপনার লিড জেনারেশন হবে, ততবেশি আপনার পণ্যের বিক্রি বৃদ্ধি পাবে।

আরো পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি শেখানো হয়?

সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি?
সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করা হয়?

সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে কি লাভ? বা এর প্রোয়জনীয়তা কি? এই ব্যাপারে এখন সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে। আসুন ব্যাপারটা ক্লিয়ার করি।আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং (Digital marketing) এর একটি অংশ।সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM) হলো এমন একটি মাধ্যম বা টেকনিক, যার মাধ্যমে আলদা আলদা social media platform যেমন, Facebook, Email, Twitter, YouTube, Instagram, LinkedIn সহ আরো অন্য অন্য প্লাটফর্ম গুলোতে সক্রিয় থাকা মানুষগুলোকে লক্ষ্য করে ব্যবসা, সার্ভিস, প্রডাক্ট মার্কেটিং বা প্রচার করা হয়।বর্তমানে ইন্টারনেট ব্যাবহারকারিরা প্রায় সবাই অথবা বেশিরভাগ মানুষই social media platform ব্যাবহার করে থাকে। এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম (social media platform) ব্যবহার করে আমরা দেশ বিদেশের চেনা বা  অচেনা বিভিন্ন মানুষের সাথে এস এম এস, ছবি, ভিডিও, স্ট্যাটাস এবং কথার মাধ্যমে মনের ভাব শেয়ার করে থাকি। কিন্তু বর্তমানে এই সোশ্যাল মিডিয়া গুলো অনলাইন মার্কেটিং (online marketing) এর একটি জনপ্রিয় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। কারন মানুষ এখন নিজের হাতের মোবাইল দিয়ে ঘরে বসে পছন্দের জিনিস ক্রয়-বিক্রয় করতে পারছে। এতে যেমন সময় ও বেচে যাচ্ছে তেমন কষ্ট ও কম হচ্ছে। এজন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ আরো বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে ব্যবসা বা পণ্য প্রচার করা অনেক লাভজনক বলে প্রমাণিত হচ্ছে।

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO)

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) – কে সংক্ষেপে SEO এসইও বলে। ইন্টারনেটে ব্যবসা বাণিজ্য করে টিকে থাকার জন্য এসইও (SEO) এর গুরুত্ব অপরিসীম। মানুষের তথ্য খুজে পাওয়ার জন্য সার্চ ইঞ্জিনগুলো তৈরি হয়েছে।  কোন কিছু সার্চ দিলে যাতে সবচাইতে সেরা তথ্য খুজে পাওয়া যায় সেজন্য সার্চইঞ্জিন সাইটগুলো কিছু পোগ্রাম তৈরি করে রাখে। বিখ্যাত কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম হলোঃ গুগল (google), ইয়াহু (yahoo), বিং( bing) ইত্যাদি।

 সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মুলত দুই ধাপের মাধ্যমে হয়ে থাকে-

  • অন পেজ অপটিমাইজেশন (On Page Optimization)
  • অফ পেজ অপটিমাইজেশন (Off Page Optimization)

অন পেজ অপটিমাইজেশনের মাধ্যমে সঠিক কিওয়ার্ড খোঁজা এবং এর ব্যাবহার,টাইটেলে ট্যাগের ব্যবহার, মেটা ট্যাগের ব্যবহার, কী ওয়ার্ড সমৃদ্ধ কনটেন্ট বনানো, বর্ণনা ট্যাগের ব্যবহার ইত্যাদি করা হয়।

আর অফ পেজ অপটিমাইজেশন একটি গুরুত্বপূর্ণ  সার্চ ইঞ্জিন অপটিমাইজেন যার মাধ্যমে প্রতিযোগিতামুলক রেঙ্কিং এ একটি সাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম সারিতে অন্তর্ভুক্ত করা যায়। আশা করছি এ ব্যাপারে মোটামুটি একটা ধারনা দিতে পেরেছি।

এফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)

২০২৪ এ মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করার একটি জনপ্রিয় সেক্টর হলো এফিলিয়েট মার্কেটিং। আর এখানে ওন্যান্য সাইটের চেয়ে ইনকাম করাও সহজ। তবে আপনার যদি একটা ব্লগ, ইউটিউব চ্যানেল এবং একটা ওয়েবসাইট থাকে তাহলে আপনি খুবই অল্প সময়ে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। সহজভাবে “affiliate marketing” হলো এমন একটি মার্কেটিং এর কৌশল যেখানে অনলাইন খুচরা বিক্রেতাদের দ্বারা তাদের অনলাইন প্রোডাক্ট গুলো বিক্রি বা প্রচার করানোর জন্য ওয়েবসাইট ও ব্লগ মালিকদের কমিশন হিসেবে টাকা দেওয়া হয়। তবে,কমিশনের পরিমান অন্য অন্য প্রোডাক্ট এর ওপর আলাদা আলাদা হতে পারে। কোন ইনভেস্ট ছাড়া করা যায় বলে অনেকেই মোবাইল দিয়ে এই এফিলিয়েট মার্কেটিং করছে। আজকাল অনেক যুবক-যুবতিরা মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিংহিসেবে এফিলিয়েট মার্কেটিং করে মাসে অনেক টাকা ইনকাম করছে।

আসুন আরো বিস্তারিত জানতে ভিডিও টা দেখে নেন-

শেষ কথা:

আমি সাদামাটাভাবে মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করার একটা ধারণা দেয়ার চেষ্টা করেছি। আশা করি আপনি বুঝতে পেরেছেন।আজকে ২০২৪ সালে মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করতে চাইলে সবচেয়ে সহজ হবে ফেসুবক মার্কেটিং। আপনার অনেক ফ্যান ফলোয়ার থাকলে আপনি চাইলে আজ থেকেই মোবাইলের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করতে পারবেন।

FAQ:

১. মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং করা যায় কিনা?

ডিজিটাল মার্কেটিং এর ভিবিন্ন পার্ট রয়েছে। যার অধিকাংশই আপনি মোবাইল দিয়ে করতে পারবেন যদি আপনার ইচ্ছাশক্তি এবং আগ্রহ থাকে। আজকে যারা সফল ডিজিটাল মার্কে্টার তাদের অনেকেই মোবাইল দিয়ে তাদের  ডিজিটাল মার্কেটিং কেরিয়ার শুরু করেছিলো।

২. মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজগুলো করা সম্ভব?

মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো করা যায় তারমধ্যে অন্যতম হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর এই  সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে ফেইসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইন্সটাগ্রাম মার্কেটিং, ইমেইল মার্কেটিং কে বুঝায়। এইগুলো অনায়েসেই মোবাইল দিয়ে করা যায়। আবার মোবাইল দিয়ে এফিলিয়েট মার্কেটিং করে অনেক মানুষই যথেষ্ট পরিমানে ইনকাম করছে।

৩. মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং সেক্টর  এর কোন কাজ করে সহজে ইনকাম করা যায়?

মোবাইল দিয়ে আর্টিকেল রাইটিং করে খুব সহজেই ইনকাম করা যায়। এছাড়াও এফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মারকেটিং করে খুব সহজেই ইনকাম করা যায়।

Related Posts

মার্কেটিং কি?

  ২০২৪ এ মার্কেটিং কি এবং কত প্রকার ? এর বৈশিষ্ট কি?

ইংরেজি শব্দ (Marketing)এর বাংলা প্রতিশব্দ হলো বিপনন বা বাজারজাতকরন। ল্যাটিন শব্দ Marcatus থেকে ইংরেজি শব্দ Market শব্দের উৎপত্তি হয়েছে। আর Market শব্দ থেকে পরবর্তীতে Marketing শব্দের উতপত্তি হয়েছে। এটি…

অ্যাফিলিয়েট মার্কেটিং

অ্যাফিলিয়েট মার্কেটিং কি | ২০২৪ সালে অনলাইনে আয় করার জন্য সহজ এবং কার্যকরী উপায় ।

অ্যাফিলিয়েট মার্কেটিং কি অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি ব্যবসায়িক মডেল যেখানে একটি বিপণি (affiliate) একটি প্রতিষ্ঠানের পণ্য বা সেবা পণ্য বা সেবা পরিচিত করার জন্য অন্য একটি…

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কী ?২০১৪ এ কীভাবে ইনকাম করা যায়?

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কী ও ২০১৪ এ কীভাবে ইনকাম করা যায়?

ধরা যাক আপনি ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি বা কম্পিউটার এর কাজ করতে পারেন। এ কথা শুধুমাত্র আপনার একান্ত যারা আপনার সাথে মিশে শুধুমাত্র তারাই জানবে…

ডিজিটাল মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি শেখানো হয়?

বর্তমান যুগটাই এখন অনলাইনের। তথ্যপ্রযুক্তি পাল্টে দিয়েছে গোটা বিশ্ব। অনলাইন উন্মোচন করছে কাজের নতুন নতুন দিগন্ত।ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে নানাভাবে আয় করছেন অনেকেই। এজন্য রয়েছে বেশ…

ডিজিটাল মার্কেটিং টুলস

১০ টি  সেরা ডিজিটাল মার্কেটিং টুলস

ডিজিটাল মার্কেটিং আজকের সময়ে কত টুকু প্রয়োজনীয় ? এবং ডিজিটাল মার্কেটিং এর টুলস কি কি ? বাংলাইনফো সাইট এ আমরা সব সময় চেষ্টা করি আপনাদের কে পুরো …

ডিজিটাল মার্কেটিংয়ের ৮টি জনপ্রিয় কাজ

ডিজিটাল মার্কেটিংয়ের ৮টি জনপ্রিয় কাজ যা থেকে আপনি মাসে লাখ টাকা আয় করতে পারবেন।

আমরা আমাদের আগের পোস্ট টিতে আলোচনা করেছিলাম ডিজিটাল মার্কেটিং আজকের সময়ে কত টুকু প্রয়োজনীয় ? আজকে আমরা আলোচনা করবো ডিজিটাল মার্কেটিং এর জনপ্রিয় কাজ গুলো কি কি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *