বর্তমানে যুগ হচ্ছে ডিজিটাল যুগ যেখানে আপনি ঘরে বসে অর্থ উপার্জন করতে পারবেন খুব সহজেই। এই সময়ে Ai (Artificial intelligent) থেকে টাকা আয় করাটা খুব জনপ্রিয় একটি পথ। এবার আসি Ai (Artificial intelligent) আসলে কি? Ai (Artificial intelligen) দিয়ে টাকা ইনকাম করার উপায় ২০২৪।
Ai (Artificial intelligent) কি?
Ai কৃত্রিম বুদ্ধি বলা হয়ে থাকে। এ আই ভবিষ্যতে মানুষের জন্য ভালো হবে না খারাপ হবে তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। Ai (Artificial intelligent) এর ধারা ভবিষ্যতে আমাদের কি কি ভালো এবং কি কি ক্ষতি হতে পারে তা জানার আগে এটা জানার প্রয়োজন আছে যে (Artificial intelligent) প্রকৃতপক্ষে কি? Ai বা Artificial intelligent এক প্রকার হাইটেক কম্পিউটার প্রোগ্রাম যার বৈশিষ্ট্য হলো। Ai (Artificial intelligent) এটি মানুষের মতোই কোনো সিদ্ধান্ত গ্রহণের সক্ষম। এবং এই সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা মানুষের সব থেকে বেশি লাভ অথবা সব থেকে বেশি ক্ষতি করতে পারে। এবার জেনে নি Ai (Artificial intelligen) দিয়ে টাকা ইনকাম করার উপায় ২০২৪।
Ai (Artificial intelligen) বা কৃত্রিম বুদ্ধি
কে মূলত তিন ভাগে ভাগ করা যেতে পারে।
১. Big Ai (Artificial intelligen) :
Big Ai কে আমরা বহুদিন ধরে ব্যবহার করে আসছি। Big Ai (Artificial intelligent) প্রকৃতপক্ষে ফ্রি ডিজাইন কাজগুলো করতে সক্ষম। অর্থাৎ একটি নির্দিষ্ট কাজে এদের দিয়ে করা যেতে পারে। যেমন: ওয়ার্ড, ফটোশপ, এক্সেল প্রভৃতি।
২. Strong Ai (Artificial intelligence) :
Strong Ai প্রোগ্রামকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে তার নিজের মানসিক শক্তি প্রয়োগ করে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে সক্ষম। শেষ পর্যায়ে যখন Ai (Artificial intelligen) সিঙ্গুলারিটি স্টেজে পৌঁছাবে তখন Ai (Artificial intelligent) মানুষের মাথার থেকেও দ্রুত গতিতে কাজ করতে সক্ষম হবে এবং তখন যদি রোবট কিংবা মানুষের মধ্যে কোনো কারণে সংঘর্ষ হয় তাহলে মানুষের হার নিশ্চিত।
৩. Ai (Artificial intelligent):
রোবট এতটাই শক্তিশালী এবং বুদ্ধিমান হবে যে তারা নিজেদের মতো আরও অনেক রোবট নিজেরাই তৈরি করতে পারবে এবং এভাবে তারা নিজেদের সংখ্যা এতটাই বাড়িয়ে ফেলতে সক্ষম হবে যে এদের সংখ্যা মানুষের থেকে বেশি হতে পারে কিন্তু singularity artificial intelligent এর আগে বর্তমানে শ্রম Ai (Artificial intelligent) মানুষের জন্য দুর্ভাগ্য ডেকে আনতে পারে। শ্রম এ আই ও মানুষের দৈনন্দিন কাজ মানুষের থেকেও ভালোভাবে করতে সক্ষম এবং তার বিভিন্ন কাজে মানুষের থেকে রোবটের প্রাধান্য বাড়বে এখন আপনাদের যদি মনে হয় যে এত কিছু হতে এখনো অনেক সময় লাগবে তাহলে আপনাদের ধারণা ভুল। বর্তমানে Ai (Artificial intelligent) যেকোনো বড় দাবারুকে দাবায় হারাতে সক্ষম এবং তার জন্য একটা মোবাইলই যথেষ্ট শুধু তাই না Ai (Artificial intelligent) বিভিন্ন গল্প কবিতা ও লিখতে পারে।
বর্তমানে এক রিপোর্ট অনুযায়ী Ai (Artificial intelligent) রোবটকে বিভিন্ন সেনাবাহিনীতে নিযুক্ত করার ক্ষেত্রে চিন্তাভাবনা করা হচ্ছে এর সাপেক্ষে অনেকে বলেন যে Ai (Artificial intelligent) কি যদি যুদ্ধক্ষেত্রে কাজে লাগানো যায় তাহলে সে ক্ষেত্রে মানুষকে নিজের প্রাণ যুদ্ধে খোয়াতে হবে না এবং এ রোবটগুলিও অক্লান্তভাবে তাদের কাজ করে যাবে। আবার এর বিপক্ষে অনেকে বলেন যে সেনাবাহিনীর কাজে ব্যবহৃত হবে এমন রোবটের মাথায় অবস্থিত কম্পিউটারকে যদি কেউ হ্যাক করতে পারে তাহলে এমনও হতে পারে যে হ্যাক হওয়ার পর রোবট গুলির নিজের দেশের বিপক্ষে গিয়ে সে দেশেরই ক্ষতি করতে উদ্ধত হবে বর্তমানে মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ যেমন তার থেকে কম বুদ্ধিমান এবং কম শক্তিশালী প্রাণীকে ততটাও গুরুত্ব দেয় না। সেভাবে এমনও হতে পারে যে রোবট কিছুদিনের মধ্যে এতটা উৎকৃষ্ট হয়ে যাবে যে তা মানুষের গুরুত্ব অনেকটাই কমিয়ে দিতে সক্ষম হবে। তবে Ai (Artificial intelligent) এর মাধ্যমে মানুষের জন্য ভালো অনেক কাজও সম্ভব হবে “space medical science” প্রভৃতি ক্ষেত্রে বিভিন্ন ভুলের সংখ্যা প্রায় থাকবে না কারণ ভুল মানুষের হয় রোবট বা কম্পিউটার কখনো ভুল করে না। Ai এখন এতটাই এগিয়ে গিয়েছে যে বর্তমানে আমরা আমাদের ফোনে সাহায্যে এমন অনেক কাজ করতে পারি যা আজ থেকে ১০ বছর আগে আমরা কল্পনাও করতে পারতাম না। এছাড়া আরো বিভিন্ন ক্ষেত্রে Ai (Artificial intelligent) মানুষের কাজ অনেক সুবিধা জনক করেছে এই কথা মানতেই হবে।
Ai (Artificial intelligent) দিয়ে ভিডিও তৈরি।
প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। রুমে চলে আসার পর এখানে আপনি সার্চ বারে আসবেন তারপর আপনার লিখবেন Heygen.com লিখে আপনি Enter press করবে। তারপর আপনার সামনে একটি ওয়েবসাইট ওপেন হবে। এটি একটি Ai (Artificial intelligent) ওয়েবসাইট তো এখানে কিন্তু আপনার ভিডিও মেক করতে হবে। আর ভিডিও মেকের জন্য আপনার কিন্তু বাড়তি কোন কিছু করতে হবে না। তারাই কিন্তু সব ভিডিও তৈরি করে দেবে এটা আপনার হোম পেজে দেখবেন। তো আপনারা প্রথমে টেমপ্লেসে চলে যাবেন টেমপ্লেসে চলে যাওয়ার পর আপনি একটি দেখবেন ওইখানে একটি Landscape আরেকটি হচ্ছে Portrait। আপনি যদি ইউটিউব এর জন্য ভিডিও তৈরি করেন তাহলে আপনি landscape select করে রাখবেন। আর যদি আপনি টিকটক, রিলস বা শর্টস ভিডিও তৈরি করতে চান তাহলে portrait select করবেন।
তো এখন আমরা আগে landscape এর ভিডিওগুলো তৈরি করে ইউটিউব ভিডিওর জন্য। এবার আসি ল্যান্ডস্কপে কিভাবে ভিডিও তৈরি করবেন? ক্রমে আপনি যে ওয়েবসাইটটি নিয়েছেন সে ওয়েবসাইটে আপনি বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাবেন। যেমন : e-commerce, breaking news, learning and development ইত্যাদি। আপনার যেটা প্রয়োজন আর হচ্ছে আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন।
ধরুন, আপনি ব্রেকিং নিউজের একটি ভিডিও বানাবেন। ওইখানে দেখবেন অনেকগুলোর টাইমপ্লেট কিন্তু রয়েছে ব্রেকিং নিউজ এর। এখান থেকে একটা পছন্দ করবেন আপনার মত করে। টেমপ্লেট পছন্দ করার পর সিলেক্ট করার পর Use this টেমপ্লেট এখানে সিলেক্ট করবেন। এরপর দেখতে পাবেন একটা ছবি আপনার সামনে চলে আসবে। এখন এখানে দেখেন স্ক্রিপ লেখার একটি ব্যাপার রয়েছে মানে হচ্ছে আমরা Ai (Artificial intelligent) দিয়ে আমরা যে কথাগুলো বলাতে চাচ্ছি সেই স্ক্রিপ্টটা আমাদেরকে এখানে লিখতে হবে। এখন স্ক্রিপটা আপনি কিভাবে লিখবেন সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব।
এখন প্রশ্ন আসতে পারে যে আমি স্ক্রিপটা কোথায় পাব? বা আমার যে টেক্সট আছে সেগুলো আমরা কোথায় পাবো? আমি কি (Chat GPT) থেকে টেক্সট গুলো লিখে নিয়ে আসবো কিনা? আমি বলব যে (Chat GPT) এখন পর্যন্ত ততটা পারফেক্ট হয়নি যেটা নিয়ে আমি একটা মানুষকে ইমপ্রেস করবে। তো ধরুন আপনি একটা নিউজের ভিডিও তৈরি করবেন। এই নিউজ টার জন্য আপনি রিসেন্ট কোনো পত্রিকায় ঢুকবেন। ঢুকার পর আপনি সেই নিউজটাকে আপনি নিবেন আপনার মত করে ভেঙে চুরে সুন্দর করে সাজিয়ে জাস্ট আপনি এটার স্ক্রিপ্ট এর জায়গায় বসাবেন। আর ভাষাটা বাংলা ইংরেজি যেকোন ভাষায় হতে পারে।
আরো পড়ুন: চ্যাট জিপিটি কি ও কেন? ২০২৩ এ Chat GPT ব্যাবহার করে আয় করার উপায়।
এখন আমি আপনাদের পরবর্তী ধাপ গুলো সম্পর্কে বলব।
স্ক্রিপ্টটা আনার পর যে পেজটি আপনি নিয়েছেন সেই পেজটি যে ছবিগুলো আছে তা আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। এখন আপনার স্ক্রিনে (will natural) নামে একটি লেখা থাকবে ওইখানে একটা ক্লিক করবেন। তারপর উপরে গিয়ে ইংলিশ লেখা রয়েছে। ওইখানে ক্লিক করলে সব ভাষা দেখা যাবে। তো আপনি যে ভাষা ব্যবহার করতে চান সেই ভাষায় ক্লিক করবেন। তারপর ওখান থেকে মেইল ভয়েজ দিবেন নাকি ফিমেল ভয়েস দিবেন তা সিলেক্ট করবেন। তারপর ফিলটারে আসবে না আসার পর এখান থেকে আপনার কন্টের ধারণাটা কেমন হবে তা সিলেক্ট করবেন। তারপর স্টাইলটা সিলেক্ট করবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী। সিলেক্ট করার পর এখানে আপনার কাজ শেষ। এখন আপনার ভিডিও তৈরি হয়ে গিয়েছে। এরপর উপরের দিকে (Submit) যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন । ক্লিক করার পর এখন আপনাকে এখান থেকে sing up করতে বলবে তো আপনি একটা ই-মেইল এড্রেস দিয়ে sign up করে দিবেন। তারপর (Submit) ক্লিক করবেন। এরপর এটা যখন ১০০% হবে তখন আপনারা এর চমক দেখতে পাবেন। এখন ভিডিওটি পুরো সম্পন্ন হয়ে গিয়েছে। এরপর ডাউনলোড করে আপনার ভিডিও দেখে নিতে পারেন।
আরো পড়ুন : ২০২৩ এ ছাত্রদের জন্য আয় করার সেরা উপায়।
Ai (Artificial intelligent) এর ৫ টি টুলস যা নিজের ব্যবসায় ব্যবহার করতে পারবেন।
১. মিটিং এর নোট নেয়ার জন্য (Fireflies):
Fireflies একটি Ai (Artificial intelligent) মিটিং অ্যাসিস্ট্যান্ট মিটিং–এ কি কথাবার্তা হচ্ছে তা সহজে রেকর্ড করে তার প্রতিলিপি তৈরি করে ফেলতে পারে এই টুলস। শুধু সরাসরি মিটিংয়ের ক্ষেত্রে নয় বরং ওয়েব কনফারেন্স বা লাইভ ক্ষেত্রেও সহজে ইন্টারগ্রেট করে এই Fireflies টুলসটি। কল এবং গুগল ক্যালেন্ডার এর সাথে এক্সেস থাকায় মিটিং এর মধ্য নির্দিষ্ট কমেন্ট বা কোন কোন তথ্য বিশেষ জোর দেওয়া বা সিডিউল করার কাজও করিয়ে নেওয়া যায় একে দিয়ে আগের কোন মিটিং রেকর্ড থাকলে সেটা কেউ ট্রান্সক্রিপ্ট করতে পারে এই টুলসটি।
২. কন্টেন রাইটিং এর জন্য (Jasper) Ai (Artificial intelligent):
এক সময় কনভারসেশন এই নামে পরিচিত এই টুলসটি এখন নাম বদলে হয়েছে Jasper. Ai (Artificial intelligent) এর মাধ্যমে যে কোন ইমেইল আর্টিকেল সোশ্যাল মিডিয়া পোস্ট সহ ৫০টিরও বেশি ধরনের কনটেন্ট সহজে লিখে ফেলা যাবে। Ai (Artificial intelligent) Gpt-3 model ব্যবহার করে এর ভেতরে বিলটি আইডেল ও ব্যবহার করে শুধু আপনার ব্র্যান্ড ও প্রোডাক্টের নাম বসিয়ে দিলে আপনাকে লিখে দিবে প্রোডাক্ট প্রেসক্রিপশন। আগে যেখানে একজন কনটেন্ট রাইটার ভাড়া করতে হতো এখন নিজেই করে দিচ্ছে সেই কাজটা।
৩. তথ্য সংগ্রহের জন্য (Optimove):
Optimove এমন একটি কাস্টমার ডাটা প্লাটফর্ম যার বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে একটা ডেস বোর্ডের মতো তথ্যগুলোকে সাজিয়ে পরিবেশন করে। এই তথ্যের ভান্ডার থেকে সহজে তথ্য নিয়ে মার্কেটিং স্টেজে দার করানো যায়। এই Ai (Artificial intelligent) টুলস এটাও দেখা যায় যে কোন ক্যাম্পিং এর সাফল্যের হার কত হবে এই হাত দেখে সিদ্ধান্ত নিতে পারেন যে এই ক্যাম্পিংটা আদৌ করবে নাকি করবেন না।
৪. ক্রিয়েটিভ বিশ্লেষণ এর জন্য (Alison):
Alison নামে এই Ai (Artificial intelligent) টুলসটি গুগল, মেটা, টিকটক এর মত অ্যাপ্লিকেশনের সাথে সংহত হয়ে যায়। সেখানে যে একাউন্টগুলো তথ্য এক্সেস পায় তা দিয়ে একটা ফ্রেম তৈরি করে। তারপর বিভিন্ন ক্রিয়েটিভ বিষয়ের রিকুমেন্টেশন দেয় যেমন কি ধরনের ফন্ড হলে বেশি ব্যবহারকারী পছন্দ করবেন, কি ধরনের রং ব্যবহার করা যায, কি ধরনের টেক্সট ব্যাকগ্রাউন্ড করলে ভালো হয়, এমনকি আগে কোন এলিমেন্ট গুলো ভালো চলছে সেটাও দেখা যায় তা ব্যবহারকারী রুচির সাথে মিল রেখে ক্রিয়েটিভ কনটেন্ট বানানো আগের চেয়ে সহজ ও দ্রুত হয়ে গেছে ডিজাইনার আর ডিজিটাল মার্কেটিং এর জন্য।
৫. গ্রাহক পর্যবেক্ষণ করতে (Fullstory):
গ্রাহক আপনার জন্য পণ্য পছন্দ করছে কিনা, আপনার দেওয়া বিজ্ঞাপন টাও দেখছে কিনা আপনার পেইজে কত বার কে ভিজিট করে গেল এর সব জানা যাবে fullstory টুলস এর মাধ্যমে আপনার সাইটে ব্যবহারকারী পুরো অভিজ্ঞতায় উঠে আসবে এই টুলস এর মাধ্যমে। এভাবে সহজে বুঝতে পারবেন কোথায় কি ভুল হচ্ছে, কিভাবে গ্রাহকের আগ্রহ ধরে রাখা যায় অর্থাৎ গ্রাহকের চোখ থেকে নিজের মার্কেটিং এর ইউজার ইন্টারফেস এর অভিজ্ঞতা বুঝতে পারবেন।
Ai (Artificial intelligent) দিয়ে ভিডিও বানিয়ে লাখ টাকার ইনকাম:
এখন কিন্তু ভিডিও বানানোর জন্য দামি ক্যামেরা, দামি মাইক্রোফোন বা কম্পিউটার কোন কিছুর দরকার নেই শুধুমাত্র Ai (Artificial intelligent) আপনার সমস্ত ভিডিও বানিয়ে দিবে আর আপনি প্রতিমাস ঘরে বসে কিন্তু লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। বিশ্বাস হচ্ছে না চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি বুঝায়। শুরুতে আপনি আপনার স্মার্ট ফোন থেকে যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন। এরপর ক্রমে চলে আসেন। ক্রমে চলে আসার পর এখানে আপনি চার্জ বারে আসবেন তারপর আপনি লিখবেন Heygen.com লিখে আপনি এন্টার প্রেস করবেন। তারপর আপনার সামনে একটি ওয়েবসাইট ওপেন হবে এটি একটি Ai (Artificial intelligent) ওয়েবসাইট তো এখানে কিন্তু আপনার ভিডিও make করতে হবে আর ভিডিও make এর জন্য আপনার কিন্তু কোন বাড়তি কিছু করতে হবে না। তারাই কিন্তু সব ভিডিও তৈরি করে দিবে। আর এটা আপনার হোম পেইজে দেখবেন। তো আমরা প্রথমে টেমপ্লেটে চলে যাবেন। টেমপ্লেটে চলে যাওয়ার পর আপনি দেখবেন ওইখানে একটি ল্যান্ডস্কোপ আর একটি হচ্ছে পোট্রেট লিখা থাকবে। আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে আপনি ল্যান্ডস্কোপ সিলেক্ট করে রাখবেন। আর যদি আপনি পত্রেরে ক্লিক দেন তাহলে দেখবেন এটা কিন্তু আপনার tiktok, রিলস বা শর্টস এর জন্য আমরা যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো জন্য।
এখন আমরা নিজস্ব কোন গ্যাজেট ছাড়াই শুধুমাত্র একটা স্মার্ট ফোন দিয়ে Ai (Artificial intelligent) একটা ওয়েবসাইটের মাধ্যমে আসলে একটা ভিডিও মেক করে ফেলতে পারি।
এখন প্রশ্ন হচ্ছে আপনি এত কষ্ট করে ভিডিওটা মেক করবেন কিন্তু সে ভিডিওটা আপনি ফেসবুক বা Youtube এ আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন কিনা। সেটাকে আসলেই সম্ভব কিনা Ai (Artificial intelligent) দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন ইউটিউব বা ফেসবুকে আপনাকে লাইফ টাইম কখনোই মোটিভেশনই দিবে না। তো Ai (Artificial intelligent) আমার মতে ৯.৯৯% সম্ভাবনা আছে যে মোটিভেশন পাবে না। আর যদি আপনি মোটিভেশন না পান তাহলে এই ধরনের ভিডিও মেক করার কোন দরকার নেই। তো আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে নিষেধ করব যে Ai (Artificial intelligent) দিয়ে ভিডিও মেক করে শুধু শুধু সময় টা নষ্ট না করার জন্য।
এই ভিডিওটি দেখে নিন –
শেষ কথা :
পরিশেষে বলা যায় যে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হচ্ছে। কিছু পরিবর্তন হচ্ছে আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এবং জীবনটা অনেক সহজ করে দিচ্ছে। এখন আমরা যে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি তা একসময় আমরা কল্পনাও করিনি। এ সোশ্যাল মিডিয়া গুলো যেমন আমাদের চলার পথ অনেক সহজ করে দিয়েছে তেমনি ইনকামের অনেক নতুন নতুন মাধ্যম খুলে দিয়েছে। এখান থেকে মানুষ এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের মেধা এবং সংকে কাজে লাগিয়ে অনেক ইনকাম করছে। আগের মতো ঘরে বসে থাকতে হচ্ছে না। এসব সম্ভব হয়েছে প্রযুক্তি উন্নয়নের ধারা। ঠিক তেমনি বর্তমানে প্রযুক্তির আরো একটি সৃষ্টি হলো Ai (Artificial intelligent) বা কৃত্রিম বুদ্ধিমত্তা।
FAQ:
১.Ai (Artificial intelligent) দিয়ে কি যেকোনো ইনকাম ঘরে বসে করা যাবে :
হ্যাঁ যাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে ক্যাটাগরিতে কাজ করতে চান সে অনুযায়ী আপনি Ai (Artificial intelligent) দিয়ে ইনকাম করতে পারবেন পারবেন।
২.Ai (Artificial intelligent) আসলে কি?
Ai (Artificial intelligent) আসলেকৃত্রিম বুদ্ধি বলা হয়ে থাকে। Ai (Artificial intelligent) একপ্রকার হাইটেক কম্পিউটার প্রোগ্রাম।
৩. Ai (Artificial intelligent) এর মাধ্যমে ভিডিও তৈরি করে কি আমরা ইনকাম করতে পারব?
Ai (Artificial intelligent) আপনাকে লাইফ টাইম কখনোই মোটিভেশন দিবে না। আর আপনি যদি মোটিভেশন নাই পান তাহলে এই ধরনের ভিডিও মেক করা কোন দরকার নেই।