বাংলায় ইনফো: বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট

চ্যাট জিপিটি কি ও কেন? ২০২৩ এ Chat GPT ব্যাবহার করে আয় করার উপায়।

বর্তমান বিশ্ব এখন আধুনিকতার ছোঁয়ায় দিন দিন বিভিন্ন কিছু আবিষ্কার ও পরিবর্তন হয়ে আসতেছে। তার মধ্যে ২০২৩ সালের বিরাট পাওনা হচ্ছে চ্যাট জিপিটি(Chat GPT)। যাকে গুগল মামা ও ভয় পাচ্ছে। আজকের প্রশ্ন যদি হয় আপনার এই চ্যাট জিপিটি কি? এটা কি কাজে লাগবে আমার, Chat GPT ব্যাবহার করলে আমার কি কি সুযোগ সুবিধা পাবো?

যদি মনে এমন কৌতূহল জাগ্রত হয় তাহলে আপনি বাংলয় ইনফোতে এসে খুব একটা ভুল করেন নাই। কারণ আজকে চ্যাট জিপিটির চৌদ্দগুষ্টি উদ্ধার করব এবং বর্তমানের এই আবিষ্কার কে কাজে লাগিয়ে আমরা কি কি উপায়ে অনলাইন থেকে আয় রোজগার করতে পারি সেটা সম্পর্কে ধারণা পাব। হুম, সময় কম আজাইরা কথা বাদ দেন মূল কথায় আসেন। আরে ভাই দাড়ান, চটছেন কেন।

আচ্ছা যাই হোক বউয়ের ভাষায় থুক্কু বইয়ের বাসায় Chat GPT ফুল মেনিং হচ্ছে Chat Generative Pre-Trained Transformer.

চ্যাট জিপিটি কি ও কেন?

এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা। আরে ভাই এত কঠিন কথা কেন কোন, এটার মূল কাজ কি? চ্যাট জিপিটি একটি সিস্টেম যার মূল কাজ হচ্ছে ডাটা অর্থাৎ ট্যাক্স ইনপুট এবং আউটপুট দেওয়া। তার মানে হচ্ছে আপনি এতদিন গুগলে গিয়ে আপনার প্রশ্ন বা কোনো কিছুর ওপর জানা বা জিজ্ঞাসা করলে যে যে তথ্য ও উত্তর পাচ্ছিলেন তা এখন থেকে চ্যাট জিপিটি তে পাইবেন। আরে ভাই এটা আর নতুন কি হলো! আরে দাড়ান খানে মে টুইস্ট আছে।

চ্যাট জিপিটি কি

চ্যাট জিপিটি তৈরি করেছে Open AI সফটওয়্যার কোম্পানি। এটি তাদের দীর্ঘ পরিকল্পিত একটি প্রজেক্ট অবশ্যই এটি একটি সাকসেসফুল প্রজেক্ট বলায় যায়। কারণটি বর্তমানে তারা এত আলোচনার পাত্র হয়েছে যে বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানি গুলোর মধ্যে তারা একটি হয়ে উঠেছে। তাদের অন্যান্য প্রজেক্ট এর তুলনায় “Chat GPT” এই প্রজেক্টে রাতারাতি মিলিয়ন মিলিয়ন ডলার কোম্পানিতে রূপান্তর হইছে।

Chat GPT মূল বৈশিষ্ট্য ও ধারণা।

বিভিন্ন দিক দিয়ে এটি বৈশিষ্ট্য আছে। যেমন আপনি গুগলে কোন একটি বিষয়ে জানতে হলে সার্চ করে হাজার হাজার ওয়েবসাইটের লিস্ট থেকে এক একটা ওয়েবসাইটে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি খুঁজতে হতো। আবার ওই উত্তরটি বা ফলাফলটি আপনার মনকে সান্তনা দিতে না পারলে আবার আপনি বিভিন্ন ফোরাম সাইট বা সোশ্যাল মিডিয়ায় ঘুরে ঘুরে আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি খুঁজতে হত এবং খুঁজতেন।

কিন্তু এখন আর সেটি হওয়ার নয়, কারণ বর্তমানে চলে আসছে AI, যার মাধ্যমে আপনি আপনার কাঙ্খিত ফলাফলটি মিনিটেরও কম সময়ের মধ্যে আপনার সামনে উপস্থাপিত হবে যা পূর্বের অভিজ্ঞতার তুলনায় সুমধুর।

Chat GPT ব্যবহারের সুবিধা।

ChatGPT, GPT-3 নামেও পরিচিত, একটি শক্তিশালী ভাষা মডেল যা OpenAI দ্বারা তৈরি করা হয়েছে। ChatGPT ব্যবহার করার কিছু সুবিধার মধ্যে রয়েছে:

প্রাকৃতিক বা ন্যাচারাল ভাষা বোঝা: চ্যাটজিপিটি মানুষের ভাষার একটি বৃহৎ ডেটাসেটের উপর প্রশিক্ষিত হয়, যা এটিকে প্রাকৃতিক ভাষা ইনপুট বুঝতে এবং মানুষের মতো প্রতিক্রিয়া প্রদান করতে সক্ষম।

নমনীয়তা: ChatGPT বিস্তৃত প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ কাজের জন্য ব্যবহার করা যেতে পারে, যেমন ভাষা অনুবাদ বা ট্রাসলেট, যেকোনো লেখা সামারাইজ বা সংক্ষিপ্তকরণ, যেকোনো প্রশ্নের উত্তর দেওয়া ইত্যাদি।

উচ্চ নির্ভুলতা: চ্যাটজিপিটি একটি বৃহৎ ডেটাসেটে প্রশিক্ষিত হয়েছে এবং বিভিন্ন ভাষার কাজে উচ্চ নির্ভুলতা প্রদানের জন্য সূক্ষ্ম টিউন করা হয়েছে।

ল্যাঙ্গুয়েজ জেনারেশন: ChatGPT একটি প্রদত্ত প্রম্পটের উপর ভিত্তি করে মানুষের মতো লেখা তৈরি করতে পারে। এটি সৃজনশীল লেখা, সংবাদ নিবন্ধ, চ্যাটবট প্রতিক্রিয়া এবং আরও অনেক কিছু তৈরি করতে ব্যবহার করা যেতে পারে।

লো-কোড/নো-কোড: চ্যাট জিপিটি বিভিন্ন অ্যাপ্লিকেশন, প্ল্যাটফর্ম এবং পরিষেবার সাথে ন্যূনতম বা কোন কোডিং অভিজ্ঞতার সাথে একীভূত হতে পারে। এটি কথোপকথন এআই, চ্যাটবট এবং অন্যান্য API অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহার করা যেতে পারে।

খরচ-কার্যকর: ChatGPT-এর মতো একটি প্রাক-প্রশিক্ষিত মডেল ব্যবহার করা ব্যবসার জন্য একটি সাশ্রয়ী সমাধান হতে পারে, কারণ এটি স্ক্র্যাচ থেকে একটি মডেলকে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এবং সংশ্লিষ্ট খরচ দূর করে।

পরিমাপযোগ্যতা: চ্যাটজিপিটি প্রচুর পরিমাণে পাঠ্য ডেটা পরিচালনা করতে পারে এবং বিস্তৃত ব্যবহারের ক্ষেত্রে চাহিদা মেটাতে স্কেল করতে পারে।

দ্রুত মোতায়েন: Chat GPT বা gpt-3-এর মতো প্রাক-প্রশিক্ষিত মডেলের সাথে, প্রথম থেকে প্রশিক্ষণ মডেলের তুলনায় স্থাপনা দ্রুততর হয়।

চ্যাটজিপিটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আপডেট ও উন্নত করা হচ্ছে। ফলস্বরূপ, যথার্থতা, নমনীয়তা এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি সময়ের সাথে উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন: ফ্রিল্যান্সিং কিভাবে করবো-শিখবো? সফল ফ্রিল্যান্সার কত টাকা আয় করে।

চ্যাট জিপিটি ব্যবহারের অসুবিধা।

এতক্ষণ তো চ্যাট জিপিটি বা সুফল-সুবিধা যায় বলুন না কেন সেগুলো সম্পর্কে জানলাম। এখন একটু অসুবিধা সম্পর্কে জেনে নিন, কারণ প্রত্যেক সুবিধার্থে কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা অসুবিধা রয়ে যায়। সেগুলো সম্পর্কে অবগত হতে হবে এবং সেটিকে এড়িয়ে চলতে হবে। আমার মতে যেসব সমস্যাগুলো সম্মুখীন হতে পারি আমরা এটা ব্যবহার করে সেগুলো হচ্ছে,

  1. প্রশিক্ষণের ডেটাতে পক্ষপাতিত্বের ফলে পক্ষপাতদুষ্ট প্রতিক্রিয়া দেখা দেয়।
  1. ভুল তথ্য বা মিথ্যা তথ্য ছড়ানো।
  1. সংবেদনশীল তথ্য সহ গোপনীয়তা এবং নিরাপত্তা উদ্বেগ মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে.
  1. নির্দিষ্ট কাজের স্বয়ংক্রিয়তার কারণে সম্ভাব্য চাকরি হারানো।
  1. এআই সিস্টেমের উপর নির্ভরতা সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা হ্রাস করে।
  1. এআই সিস্টেম এবং তাদের ব্যবহার নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ।
  1. এআই প্রতিক্রিয়াগুলিতে মানসিক বুদ্ধিমত্তার অভাব।
  1. এআই সিস্টেম দ্বারা তৈরি ত্রুটির জন্য জবাবদিহিতা এবং দায়িত্বে অসুবিধা।

এবং আমার কাছে সবচেয়ে যে জিনিসটা অভাব লাগল সেটি হচ্ছে চ্যাট জিপিটির বর্তমান সময়ে কোন তথ্যের অবগত নয় বা সে জানে না। কারণ তার ডাটাবেজ ২০২১ পর্যন্তই আপডেট করা, তবে এর কর্তৃপক্ষ মানে ওপেন এ আই কাজ করে যাচ্ছে খুব শীঘ্রই হয়তো একটি সমাধান করে ফেলবে।

চ্যাট জিপিটি কিভাবে ব্যাবহার করবেন?

এটি বর্তমানে ব্যাবহার করা সহজ হলেও, নতুন অবস্থায় ইউজ করা তেমন সহজ ছিল না, যেমনটি আমার ক্ষেত্রে। চ্যাট জিপিটি যেভাবে ব্যাবহার করবেন সে তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ঠিক সেরকমই উত্তর আপনাকে প্রোভাইড করবে।

এখন কথা হচ্ছে আপনি এর থেকে যত ভালো আউটপুট পেতে চান তত ভালই আপনাকে ইনপুট দিতে হবে এবং তাকে সেটা বুঝার জন্য কিছু হিঞ্চ বা ইঙ্গিত দিতে হবে। যেমন আপনি এটির মাধ্যমে আপনার একটি ব্লগ পোস্ট করতে চান, এখন সেটা AI দিয়ে করবেন। এমতাবস্থায়, আপনি তাকে যেভাবে ইনপুট টেক্সট দিবেন তা হলো, 

“I want to write a blog post for my website, but I don’t have any time now. Please write for me a blog post about this title ‘What is Chat GPT & How I use it” তবে এর আগে এই রোবট বট তাকে কাজে লাগানোর আগে এটাকে একটা ইনফরমেশন দিয়ে তাকে বুঝাতে হবে যে, সে যেনো একজন কন্টেন্ট রাইটার এর ভূমিকা পালন করে। তার জন্য তাকে যে ইনপুট টা দিতে হবে টা হল, “Act as a Article Writer”

তাছাড়া আপনি আপনার  ক্লায়েন্ট হান্টিং বা ম্যানেজ এর জন্য যেমন প্রপোজাল, কভার লেটার তারপর  আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনার সাবস্ক্রাইবদের জন্য বিভিন্ন লেটার জেনারেট করতে পারেন এই AI রোবট বট এর মাধ্যমে।

এই ভাবে আপনি এই AI বট টাকে কাজে লাগাতে পারেন আপনার অ্যাসিস্টেন্ট হিসেবে। যা এক কথায় বলতে গেলে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে থাকে।

চ্যাট জিপিটি কিভাবে কাজ করে?

Chat GPT একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট (এ আই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোন ট্যাক্স ইনপুট দিলে সেটির আউটপুট সে দিয়ে থাকে।

এটির মধ্যে হাজার হাজার ডাটা ইনপুট করা রয়েছে, যার মাধ্যমে সে তার এ আই ডিটেক্টর দিয়ে কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড অথবা কোন ক্যারেক্টার এর পর কোন ক্যারেক্টার হতে পারে সেই হিসাবে তাকে প্রোগ্রামিং করা হয়েছে এবং তাকে এসিস্ট দেওয়া হয়েছে। যার ফলে সে আমাদের যেকোন কোশ্চেন অথবা প্রশ্ন অথবা রিচার্জ এর জন্য যা কিছু লাগে না কেন তার সার্ভারে বা তার ডাটাবেজে যতগুলো ইনফরমেশন আছে সে বিলিয়ে দিতে পারে এবং দিয়ে থাকে।

আমরা চ্যাট জিপিটি কোন কোন কাজে লাগাতে পারি?

বর্তমান বিশ্ব দিন দিন উন্নত থেকে উন্নতিশীল হচ্ছে। আর এই উন্নতের ধারায় নিত্যনতুন কিছু না কিছু আবিষ্কার হচ্ছে। যার প্রতিফলন চ্যাট জিপিটি। চার জিপিটি অনলাইনে লঞ্চ হওয়ার পর সকলের মাঝে একই প্রশ্ন আমরা চার জিপিটি কোন কোন কাজে লাগাতে পারি, এটা নিয়ে।

চেট যে পিঠে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কে কাজে লাগিয়ে আমরা আমাদের দৈনন্দিন এবং ব্যবসায়িক অথবা আমাদের প্রফেশনাল যে কাজকর্ম রয়েছে সব কাজকর্মের একে একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে লাগাতে পারি।

যেমন চ্যাট জিপিটির মাধ্যমে আমরা আমাদের ক্লাইন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে হান্টিং এবং আমাদের দৈনন্দিন জীবনের যত সব অজানা প্রশ্নের উত্তর আমরা এই রোবট বটকে কাজে লাগিয়ে আমাদের কাজগুলো হাসিল করতে পারি।

Chat GPT ব্যবহার করে কিভাবে ইনকাম করতে পারি?

এই এই চার জিবিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর মাধ্যমে আমরা বিভিন্ন উপায়ে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারে। আপনি হয়তো লক্ষ্য করছেন যে বিশেষ করে Youtube এ chat GPT নিয়ে তোলপাড় হয়ে গেছে যে, কিভাবে এটিকে কাজে লাগিয়ে আয় করা যায়।

হ্যাঁ এটা সত্য যে এই চ্যাট জিপিটি কে কাজে লাগিয়ে আপনি বিভিন্ন পন্থা অবলম্বন করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন। কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যে শুধু একটি AI এর উপর আপনার সম্পূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত হতে পারে না। এটিকে আপনি আপনার এসিস্ট্যান্ট হিসেবে কাজে লাগাতে পারেন তবে তাকে আপনি এডভাইজার হিসেবে কাজে লাগাতে পারেন না। এতে আপনার ব্যবসা এবং আপনার দক্ষতার বিরাট প্রভাব ফেলবে।

চলুন জেনে নেই চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে আমরা অনলাইনে কিভাবে টাকা পয়সা রোজগার করতে পারি। এটি যেহেতু টেক্সট ইনপুট ও আউটপুট দিয়ে থাকে। সেহেতু আমরা আমাদের কাজগুলো এরকম হতে হবে যে লেখালেখির উপর সেগুলোতেই আমরা বেশিরভাগ ভালো সার্ভিস দিয়ে থাকতে পারবো বা সার্ভিস দিয়ে এর থেকে ভালো একটা প্রফিট আদায় করে নিতে পারবো।

এখন কথা হচ্ছে সেগুলা কি কি হতে পারে, তার একটি লিস্ট আমি দিচ্ছি আপনাকে অপেক্ষা করুন এবং এতটুক যেহেতু জেনে গেছেন Chat gpt কি, কেন, কিভাবে? তাহলে এটাও জেনে যাবেন যে চ্যাট জিপিটিকে ইউজ করে অর্থাৎ এই AI ইউজ করে আমরা মাসে হাজার থেকে লক্ষ টাকায় আয় করতে পারবো। এটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেন বলতে পারি সেটাও জানতে পারবেন। তবে এই পোস্টে না অন্য আরেকটি পোস্টে।

যে যে উপায়ে চ্যাট জিপিটি মাধ্যমে উপার্জন করা যায় টা হলো,

  • কন্টেন্ট রাইটিং সার্ভিস দিয়ে
  • টেক্সট ট্রান্সলেট করে
  • যেকোনো স্ক্রিপ্ট জেনারেট
  • প্রোগ্রামিং ইরোর সমস্যা সমাধান করে

তবে ChatGPT ব্যবহার করে টাকা উপার্জন কোনো সরাসরি উপায় নেই, কারণ এটি একটি AI ভাষা মডেল যা OpenAI দ্বারা তৈরি ও মালিকাধীন। সেহেতু, আপনি চাইলে এটিকে এমন কিছু অ্যাপ্লিকেশন তৈরি করে ব্যবহার করতে পারেন যা উপার্জন করতে আপনাকে অনেক সাহায্য করবে, যেমন:

১। আপনি চাইলে এটিকে গ্রাহকের জন্য ও আপনার সুবিধার্থে আমার একটি পছন্দের সেবা দিতে পারেন। যেটা হচ্ছে – কাস্টমার সার্ভিস ওর সেলস চ্যাটবট।

২। আপনি আপনার অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন।

৩। আপনার পণ্যের মার্কেটিং বা বিজ্ঞাপন তৈরি করার জন্য অথবা আপনার ক্লায়েন্টের কাজের জন্য ব্যাবহার করতে পারেন।

৪। উপস্থিত বা স্বয়ংক্রিয় জনিত কাজ যেমন, ডেটা এন্ট্রি বা সেন্টিমেন্ট বিশ্লেষণ বা অ্যানালাইটিকস করতে পারেন।

ইত্যাদি এই চারটি সিস্টেম (আমার খুব পছন্দের) গুলো কাজে লাগিয়ে আপনি অনলাইনে আপনার জন্য অথবা আপনার ক্লাইন এর জন্য কাজ করে আয় করতে পারেন।

সর্বোপরি আমার আপনার প্রতি কিছু কথা যেগুলো না বললেই নয় যেহেতু আপনি এতটুকু এসেছেন আমার একটি অপিনিয়ন যাবেন আমার অভিজ্ঞতা থেকে আপনাকে সেই অপিনিয়ন টাই দেওয়ার চেষ্টা করব। আমি মনে করি, চ্যাট জিপিটি ব্যবহার করে অর্থ উপার্জনের জন্য এটাই একমাত্র সেরা ব্লগ পোস্ট।

আপনাকে আর অন্য ব্লগ পস্ট পড়তে হবে না বলে আশা করাই যায়। তবে আমার এই পোষ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনি আয় করবেন ঠিক আছে তবে সেটা আপনি মূল ডিপেন্ড করে আয় করতে পারেন না কারণ এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যা মানুষেরই তৈরি। এটার উপর সম্পূর্ণ বর্ষা বা বিশ্বাস না করে আপনি না দক্ষতাকে কাজে লাগিয়ে কাজ করুন দেখবেন শান্তিতে ঘুম যাইতে পারতেছেন খেতে পারতেছেন এবং আয় করতে পারতেছেন।

ঠিক আছে আজকে আর নয়, আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে পোস্টটা শেষ করব তারপরও যদি আমি আপনাদের কোনো প্রশ্ন মিস করে ফেলি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং করবোই। ধন্যবাদ সম্পূর্ণ পরে শেষ করার জন্য। পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবেন।

সর্বোপরি চ্যাট জিপিটি সম্পর্কে যা যা প্রশ্ন থাকে তার সম্পুর্ন্ন উত্তর  

প্রশ্নঃ Chat GPT এর ফুল ফর্ম বা পূর্ণ রূপ কি?
উত্তরঃ Chat Generative Pre-Trained Transformer
প্রশ্নঃ Chat GPT এর অফিসিয়াল ওয়েবসাইট বা ইউআরএল কোনটি?
উত্তরঃ https://chat.openai.com
প্রশ্নঃ চ্যাট জিপিটি কবে শুরু হয়?
উত্তরঃ 30 নভেম্বর 2022
প্রশ্নঃ চ্যাট জিপিটি কোন কোন ভাষায় কাজ করে?
উত্তরঃ ইংরেজি

Leave a Comment