বাংলায় ইনফো: বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট

itel P55+ 5GLaunch Date in India – 10,000 টাকার কম দামে শীগ্রই লঞ্চ হবে  !

Itel হলো একটি স্মার্টফোন উৎপাদনকারী সংস্থা যা খুব শীগ্রই  চালু করতে চলেছে তাদের চমকপ্রদ  নতুন বাজেট এর 5G স্মার্টফোন।

 ইতিমধ্যেই কোম্পানি টি তার নিউ itel P55+ 5G এর ডিজাইন এবং স্পেসিফিকেশন ফাঁস করেছে । বৈশিষ্ট্যগুলি খুব সস্তা দামে পাওয়া যাবে এরকম ই কোম্পানির মাধ্যম থেকে বলা হয়েছে। 

 শুধু তাই নোই এই ফোনটি আপনি 10,000 টাকার কম বাজেটে র মধ্যে ও একটি 50 MP ক্যামেরা সহ লঞ্চ করা হবে। কাজেই আপনিও যদি আইটেল কোম্পানির স্মার্টফোন পছন্দ করেন। তাহলে এই আকর্ষণীয় ইনফরমেশন টি আপনার জন্য খুবই প্রয়োজনীয় হতে চলেছে। আমাদের সাথেই থাকুন, কারণ আজকের আমাদের পোস্ট টি তে থাকছে  ভারতে itel P55 5G লঞ্চের তারিখ এবং এই ফোনের সম্পর্কে সমস্ত তথ্য। 

itel P55+ 5G  ভারতে লঞ্চের তারিখ কখন ?

Itel কোম্পানি থেকে এই  itel P55+ 5G  নতুন 5G স্মার্টফোনটির লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে  থেকে আমরা এই বিষয়টিকে আপানাদের সামনে তুলে ধরেছি।  তবে খুব সম্ভব Itel কোম্পানি তাদের এই 5G স্মার্টফোন এই জানুয়ারি মাসে লঞ্চ করতে পারে।

itel P55+ 5G স্পেসিফিকেশন এর  বিষয়ে কিছু তথ্য –

Itel-এর এই নতুন 5G স্মার্টফোনটি Android v13 সহ ভারতীয় বাজারে খুব তাড়াতাড়িই প্রবেশ করতে চলেছে। 

কারণ লঞ্চের আগেই এই ফোনের সমস্ত স্পেসিফিকেশনের তথ্য চলে এসেছে। এবং এই তথ্য গুলো আইটেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে। যে এই ফোনটি UNISOC T606 এর শক্তিশালী প্রসেসরের সাথে লঞ্চ করা হবে।

  

itel P55+ 5G ডিসপ্লে টি কেমন ?

নতুন এই itel P55+ 5G-এ আপনি বাজেট অনুযায়ী বেশ ভালো ডিসপ্লে পেয়ে যাবেন ,এই ফোনে রয়েছে বড় সাইজের ৬.৬ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে স্ক্রিন। 

ও তারসাথে স্ক্রিনের রেজোলিউশনের আকার হল 1600 x 720 পিক্সেল। এবং পিক্সেল ঘনত্ব (270 PPI)। এছাড়াও, এই ফোনটির রিফ্রেশ রেট 90 Hz এবং একটি টাচ স্যাম্পলিং রেট 180 Hz। এছাড়াও রয়েছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে এক কথায় বলতে গেলে অসাধারণ ডিসপ্লে। 

ডিসপ্লে

itel P55+ 5G এর ক্যামেরা টি কেমন হবে ?

আইটেল-এর আসন্ন নতুন 5G স্মার্টফোন, itel P55+ 5G-এ ক্যামেরা বিষয়ে কিছু আলোচনা করা যাক। 

এই ফোনে আপনি পেয়ে যাচ্ছেন 50 MP ডুয়াল ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা ও  প্রাথমিক ক্যামেরার সাহায্যে 1080p FHD তে ভিডিও রেকর্ডিং করা যাবে।  এই ফোনে একটি 8MP ক্যামেরার লেন্স রয়েছে। সেলফি এর জন্য ভালো হবে। এবং তারসাথে থাকছে  এলইডি টর্চলাইটও। 

ক্যামেরা

itel P55+ 5G প্রসেসর টি কেমন হবে ?

এখন জেনে নিন এই নতুন ফোন এর মানে Itel P55+ 5G-তে প্রসেসর টি কেমন হবে । এবার itel কোম্পানি তাদের নতুন 5G স্মার্টফোনে UNISOC এর শক্তিশালী T606 প্রসেসর ব্যবহার করেছে। যার ফলস্বরূপ আপনি  পারফরম্যান্স বেশ ভালো দেখতে পাবেন । এছাড়াও, এই প্রসেসর টি 5G নেটওয়ার্ক সমর্থন করে। যা আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

প্রসেসর

এখন আপনারা এই ফোন টির  বৈশিষ্ট্য গুলো  জানতে হলে  নিচের টেবিলটি একবার পড়ুন।

 General  Technical
Android v13     UNISOC T606 Chipset
Thickness: 8.45 mm 6 GB RAM + 6 GB Virtual RAM
 Weight: 190 g   Internal Storage: 128 GB
Side Fingerprint Sensor  Dedicated Memory Card Slot, Upto 1 TB
Display Connectivity
 6.6 inch, IPS Screen    4G, 5G, VoLTE
1600 x 720 Pixels Bluetooth, WiFi
90 Hz Refresh Rate  USB-C v2.0
180 Hz Touch Sampling Rate
Water Drop Notch Display
Camera 
Rear: 50 MP Dual Camera45W Fast Charging
1080p FHD Video Recording
Front: 8 MP

itel P55+ 5G ব্যাটারি এবং চার্জার টি কেমন ?

Itel-এর এই নতুন 5G স্মার্টফোন, itel P55+ 5G-তে আপনি  একটি ভাল ব্যাটারি এবং চার্জার পেয়ে যাচ্ছেন। 

তারসাথে এই ফোনে আপনি 5000 mAh এর একটি বড় ব্যাটারি লাইফ ও পাবেন।  45W এর ব্যাটারী যা দ্রুত চার্জিং করতে সাহায্য করবে। 

USB Type-C পোর্ট পাবেন  । এই ফোনটি 100% সম্পূর্ণরূপে চার্জ হতে প্রায় 53 মিনিট সময় নেয়, আর  ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলতে যাই তাহলে আপনি এই ফোনে একটানা 8 ঘন্টা গেমিং করতে পারবেন।

ব্যাটারি এবং চার্জার

ভারতে itel P55+ 5G মূল্য কত ?

এখনো itel স্মার্টফোন নির্মাতা তাদের নতুন 5G স্মার্টফোন, itel P55+ 5G এর দাম সম্পর্কে কিছুই বলেন নি তবে  গণমাধ্যমে এর প্রতিবেদনে এর মোতে বলা যেতে পারে Itel কোম্পানি প্রায় 8,750 টাকা থেকে 12,500 টাকার বাজেটে এই ফোনটি লঞ্চ করতে পারে।

itel P55+ 5G প্রতিযোগী কেমন ?

itel P55+ 5G-এর প্রতিযোগীদের কথা যদি বলি তাহলে   এই 5G ফোন লঞ্চ হওয়ার সাথে সাথেই এটি ভারতীয় বাজারে POCO M6 Pro 5G, Redmi 12 5G এবং Lava Blaze Pro 5G-এর সাথে প্রতিযোগিতা শুরু করবে কারণ দেখতে গেলে এই তিনটি স্মার্টফোন আইটেল P55+ 5G এর মতো একই বাজেটে আসে। তাই এদের সাথেই প্রতিযোগিতা করবে বলে ধরা যাচ্ছে। 

আজকের আমাদের আর্টিকেল এ  আপনাদেরকে  ভারতে itel P55 5G লঞ্চের তারিখ ও তার বাজারমূল্য সবকিছুই বিস্তারিত আলোচনা করা হয়েছে। নিচের ভিডিওটি দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন –

শেষ কথা – 

 আশা করি এই তথ্যটি পড়ার পর আপনি ভারতে itel P55 5G লঞ্চের তারিখ সম্পর্কিত প্রাথমিক তথ্য পেয়ে যাবেন।  আপনি যদি এই আর্টিকেল টি পড়ে কিছু উপকার পেয়ে থাকেন তাহলে আপনি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন, আর একইভাবে স্মার্টফোন, এর খবর পড়তে  Infinix Smart 8 HD Price in India এই পোস্ট টি তে ক্লিক করুন।  itel P55+ 5G ফোন টির বিষয়ে হিন্দী ভাষায় পড়তে চাইলে Tazatime এর ওয়েবসাইট ভিসিট করতে পারেন। ধন্যবাদ।

FAQ:

itel P55+ 5G প্রতিযোগী কে কে ?

POCO M6 Pro 5G, Redmi 12 5G এবং Lava Blaze Pro 5G এরাই হতে পারে।

itel P55+ 5G মূল্য কত ?

গণমাধ্যমে এর প্রতিবেদনে এর মোতে বলা যেতে পারে Itel কোম্পানি প্রায় 8,750 টাকা থেকে 12,500 টাকার মধ্যেই রাখবে দাম। 

itel P55+ 5G ফোনটিতে কি ধরণের প্রসেসর দিচ্ছে ?

কোম্পানি তাদের নতুন 5G স্মার্টফোনে UNISOC এর শক্তিশালী T606 প্রসেসর ব্যবহার করেছে।

একজন ভারতীয় কনটেন্ট ক্রিয়াটার এবং গ্রাফিক্স ডিসাইনার হিসেবে কয়েক বছর থেকে কাজ করে আসছেন। পুরকায়স্থ এর জন্ম ও বেড়ে উঠা আসাম এ। আসাম ইউনিভার্সিটি থেকে লাইফ সাইন্স নিয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

Related Posts

Infinix Smart 8 HD Price in India

Infinix Smart 8 HD Price in India-Infinix নিয়ে এল অসাধারণ Smart 8HD, মাত্র ৬ হাজারে!

আপনি Infinix এর সর্বশেষ স্মার্টফোনযদি কিনতে চান তাহলে  Infinix Smart 8 HD এর মডেল টি খুব কম দামে কিনতে পারবেন। Infinix Smart 8 HD Price in India –…

কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ও অসুবিধা কি

এ কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ও অসুবিধা কি? ও এর কাজ কি?

আপনি কি জানেন? কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ও অসুবিধা গুলো কি? জাপানি সহ পৃথিবী উন্নত দেশগুলোতে এখন কৃএিম বুদ্ধিমত্তা সম্পন্ন সংবাদ মাধ্যমগুলো বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে। বড় বড়…

অনলাইন ক্লাসের প্রয়োজনীয়তা কি?

অনলাইন ক্লাসের প্রয়োজনীয়তা কি? এর সুবিধা এবং অসুবিধা।

অনলাইন ক্লাস কি? অনলাইন ক্লাস বলতে অনলাইনের মাধ্যমে সহজেই নিজের ঘরে বসে বা যে কোন স্থানে বসে পড়াশোনা করার মাধ্যমকে অনলাইন ক্লাস বলা হয়। অনলাইন ক্লাস হল…

AC চালালেও  ইলেকট্রিক বিল কম আসবে জেনে নিন কি কি টিপস!

AC চালালেও  ইলেকট্রিক বিল কম আসবে জেনে নিন কি কি টিপস!

আমরা যারা মধ্যবিত্ত লোক গরমকালে আমাদের AC চালাতে সবার এক প্রকার ভয় ই করে। আবহাওয়া র আদ্রতা গরমকালে এখন দিন দিন বেড়েই চলছে তাই বাধ্য হয়ে সবাইকে…

মেটা থ্রেডস অ্যাপ

মেটা থ্রেডস অ্যাপ Sign in বা Login করতে পারবো কিভাবে ?

আজকে আমরা আপনাদের কে এমন একটি app এর বিষয়ে কিছু ইনফো দিবো সেটির নাম হলো মেটা থ্রেডস অ্যাপ, আপনারা অনেকেই নিজেদের ইনস্টাগ্রাম এ এই threads app টির…

চ্যাট জিপিটি কি

চ্যাট জিপিটি কি ও কেন? ২০২৩ এ Chat GPT ব্যাবহার করে আয় করার উপায়।

বর্তমান বিশ্ব এখন আধুনিকতার ছোঁয়ায় দিন দিন বিভিন্ন কিছু আবিষ্কার ও পরিবর্তন হয়ে আসতেছে। তার মধ্যে ২০২৩ সালের বিরাট পাওনা হচ্ছে চ্যাট জিপিটি(Chat GPT)। যাকে গুগল মামা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *