বাংলায় ইনফো: বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট

মেটা থ্রেডস অ্যাপ Sign in বা Login করতে পারবো কিভাবে ?

আজকে আমরা আপনাদের কে এমন একটি app এর বিষয়ে কিছু ইনফো দিবো সেটির নাম হলো মেটা থ্রেডস অ্যাপ, আপনারা অনেকেই নিজেদের ইনস্টাগ্রাম এ এই threads app টির সাইন নিশ্চয়ই লক্ষ করেছেন। হা সেটি হচ্ছে threads যা পৃথিবীর একশোটির বেশি দেশের মানুষ তাদের iOS এবং Android ডিভাইসে ডাউনলোড করে ইউস করছেন। 

Threads ইনস্টাগ্রাম টীম এর দ্বারাই তৈরী একটি app ,থ্রেডস এর লক্ষ্য হচ্ছে টেক্সট আপডেট এবং চ্যাট অন্তর্ভুক্ত করে Instagram-এর ক্ষমতা এবং পরিসরকে বাড়িয়ে তুলা। আমরা দেখতে পাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে এই app টি একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে লক্ষ লক্ষ মানুষদের কাছে খুব সহজে এবং দ্রুত পৌঁছে যাচ্ছে। কারণ এই app টি চালু হওয়ার সাথে সাথেই সাড়ে ৯ কোটির ও বেশি পোস্ট এবং ৫ কোটিরও বেশি একাউন্ট তৈরী হয়ে গেছে।

মেটা থ্রেডস অ্যাপ দিয়ে কি কি করা যাবে ?

এখন বলি এই app দিয়ে কি কি করা যাবে ?তাহলে শুনুন treads app টিতে আপনারা বন্ধুদের সাথে সংযোগ ও তাদের কে ফলো করতে পারবেন ঠিক যেমন টা ইনস্টাগ্রাম এ করতে পারছেন। মেটার এই নতুন app টি সোশ্যাল মিডিয়া তে আস্তে আস্তে ভালো একটা জায়গা গড়ে তুলছে। 

থ্রেডস এর লক্ষ্য হচ্ছে টেক্সট আপডেট এবং চ্যাট অন্তর্ভুক্ত করে Instagram-এর ক্ষমতা এবং পরিসরকে বাড়িয়ে তুলা। আমরা দেখতে পাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে এই app টি একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে লক্ষ লক্ষ মানুষদের কাছে খুব সহজে এবং দ্রুত পৌঁছে যাচ্ছে। কারণ এই app টি চালু হওয়ার সাথে সাথেই সাড়ে ৯ কোটির ও বেশি পোস্ট এবং ৫ কোটিরও বেশি একাউন্ট তৈরী হয়ে 

গেছে। এখন বলি এই app দিয়ে কি কি করা যাবে ?তাহলে শুনুন treads app টিতে আপনারা বন্ধুদের সাথে সংযোগ ও তাদের কে ফলো করতে পারবেন ঠিক যেমন টা ইনস্টাগ্রাম এ করতে পারছেন। 

মেটার এই নতুন app টি সোশ্যাল মিডিয়া তে আস্তে আস্তে ভালো একটা জায়গা গড়ে তুলছে। Threads app টি মাত্র ২ ঘন্টার ভিতরে ২০ লক্ষেরও বেশি signup  এবং ৭ ঘন্টার মধ্যেই ১কোটির ও বেশি ইউজার হয়ে গেছে। 

এখন আসুন জেনে নেই Threads APPs টি আমরা কিভাবে login করতে পারবো ?

Threads app টি আপনারা ইনস্টাগ্রাম একাউন্ট এর সাহায্যেই login করতে পারবেন। কারণ এটি ইনস্টাগ্রাম এর নেম ও ভ্যারিফিকেশন দিয়েও আপনি login করতে পারবেন সেটির অনুমতি আপনাকে মেটা  দিয়ে থাকে। ইউজার দের কাছে থ্রেডস গুলোর জন্য বিশেষ ভাবে আপনার প্রোফাইল কে কাস্টমাইজ করতেও পারবেন সেই  সুবিধেও দেওয়া আছে। কিন্তু এখানে  ১৬ বছরের নিচে ইউজার দের জন্য কিছু রেস্ট্রিকশন ও আছে। যদি কোনও ১৬ বছর কিংবা ১৮ বছরের নিচে কোনও ইউজার এই app টিতে লগইন করে তখন অটোমেটিক ভাবে তার প্রোফাইল ওই app থেকে ডিলেট হয়ে যাবে। 

Threads app টি অ্যাপ স্টোর এ একটি নতুন চমক বলতে পারেন। ২৪ ঘন্টার বেশি সময় ধরে লক্ষ্য করে দেখা গেছে যে এটির চাদিহা অনেক। এবং এই app টি টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে। এখন প্রশ্ন হচ্ছে  যে ইনস্টাগ্রামের নতুন সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপের আকার কি মাইক্রোব্লগিং সাইট দেড় দশকেরও বেশি রাজত্ব করবে ? তাহলে এখানে উত্তর হবে -হ্যাঁ। কারণ ভিবিন্ন বিষয় নিয়ে গবেষণা করে বুঝা গেছে যে এটি টুইটার এবং ইনস্টাগ্রামের একটি লাভচাইল্ডের মতো—এটি উভয়ের কাছ থেকে কিছু নেয়, তবে এটিকে কার্যকরী করতে এবং ফ্র্যাঙ্কেনস্টাইনের সৃষ্টির মতো অনুভব না করার জন্য এটি যথেষ্ট। আপনারা এই app টিকে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর উভয়েই পেয়ে যাবেন। 

থ্রেডের ইন্টারফেস ফটো- এবং ভিডিও-শেয়ারিং অ্যাপের ডিজাইন খুবই সুন্দর করে করা হয়েছে।   Instagram Sans টাইপফেস, অনুসন্ধান এবং কার্যকলাপ বোতাম এবং এমনকি অনেক ব্যবহারকারীর বিকল্প ও উল্লেখ করা হয়েছে। থ্রেডগুলি সরাসরি Instagram এর গোপনীয়তা বৈশিষ্ট্যগুলি রক্ষা করে থাকে। কারণ এখানে ব্যবহারকারীদের কাছে একটি পাবলিক বা ব্যক্তিগত প্রোফাইলের বিকল্প ও রয়েছে।

আপনি এই app এ অনেক কিছু কাস্টোমাইজ ভাবে সেটিং করে নিতে পারেন যেমন বিজ্ঞপ্তিগুলিকে নিঃশব্দ করতে পারেন, পছন্দগুলি লুকাতে পারেন, উল্লেখগুলি পরিচালনা করতে পারেন এবং প্রোফাইলগুলি ব্লক করতে পারেন।  “রিয়েল-টাইম আপডেট এবং সর্বজনীন কথোপকথনের জন্য একটি নতুন, পৃথক জায়গায় ও আছে। বলতে গেলে  থ্রেডস ছদ্মবেশে টুইটার।

এখানে ব্যবহারকারীরা প্রতিটি পুনঃপোস্ট দেখতে পাবেন এমনকি যারা  অনুসরণ করেন  না এমন ব্যক্তিও  পৃষ্ঠাগুলির উত্তর দিতে পারেবেন । কিছু কিছু অসুবিধে ও এই app এর মধ্যে দেখা গেছে থ্রেডগুলি, সকলের  সংবাদ ফিড হিসাবে ডিজাইন করা হয়নি। অন্যান্য  সীমাবদ্ধতা আছে যেমন ধরেন  হ্যাশট্যাগ বা ট্রেন্ডিং বিষয়ের কোন ধারণা নেই যা আপনি অ্যাপে অনুসন্ধান করতে পারেবেন। কেউ ওয়েবে ইনস্টাগ্রাম থ্রেড ব্রাউজ করার বিকল্প পায় না। যাইহোক, আপনি লিঙ্কটি অনুলিপি করতে পারেন এবং অন্যান্য বিকল্পের আধিক্যের মাধ্যমে পোস্টটি ভাগ করতে পারবেন। ব্যবহারকারীরা পাঁচ মিনিট পর্যন্ত চলমান ভিডিও পোস্ট করতে পারে তবে এর জন্য ইন্টারফেসটি কিছুটা জটিল  এবং নিঃশব্দ বোতামটি কার্যকরী হওয়ার জন্য খুবই  ছোট। তবে আশা করা যাই এই বিষয়টি ভবিষ্যতে বদলানোর সম্ভবনা রয়েছে। 

আমরা  মাঝে মাঝে লাইক বোতামটি কাজ না করার সাথে কয়েকটি ত্রুটি অনুভব করেছি, তবে সেই ডিফেক্ট গুলো ঠিক করা  হবে বলে আশা করা যায়। অন্যদিকে দেখা গেছে   ব্যবহারকারীরা তাদের Instagram প্রোফাইলগুলিও মুছে না দিয়ে তাদের থ্রেড প্রোফাইল মুছতে পারবেন না। তবে, আপনি প্রোফাইলটি নিষ্ক্রিয় করতে পারেন, তবে এটি সার্ভারে থাকবে। সব মিলিয়ে, ইনস্টাগ্রাম থ্রেডগুলি তাজা বাতাসের একটি শ্বাস হিসাবে কাজ করছে বলতে পারেন। 

আপনি কি জানেন যে আপনি যদি একবার এই Threads একাউন্ট টি ক্রিয়েট করে নেন তাহলে আপনি আর পিছনে যেতে পারবেন না কারণ মেটা আপনাকে আপনার থ্রেড অ্যাকাউন্টটি তখন মুছতে দেয় না। একবার আপনি এটি সাইন আপ করার পরে, অন্তত, এটির সাথে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি র সাথে যুক্ত হয়ে যায় যার ফলে থ্রেড প্রোফাইলটি শুধুমাত্র আপনার Instagram অ্যাকাউন্ট মুছে ফেলার মাধ্যমে মুছে ফেলা যেতে পারে অন্যথা নয়। থ্রেডের গোপনীয়তা নীতি তে এটি এরকমই উল্লেখ করা আছে। যাইহোক, এতে এটাই বোঝা গেলো যে  যে আপনি আপনার Instagram অ্যাকাউন্টকে প্রভাবিত না করেই কৃতজ্ঞতার সাথে আপনার থ্রেড অ্যাকাউন্ট টি শুধু ডিএক্টিভেট করতে পারবেন পারবেন। কিন্তু প্রোফাইল ডিলেট করতে পারবেন না। 

শেষ কথা – আজকের পোস্ট এ আমরা যতটুকু পেরেছি খুব সহজে এই Threads  app এর বিষয়ে আপনাদেরকে কিছু ইনফো দিবার যথাসাদ্ধ চেষ্টা করেছি এবং আগামী দিনেও এই app এর বিষয়ে নিত্য নতুন তথ্য দিতে থাকবো তার জন্য অবৈশ্যৈই বাংলায় ইনফোর পাশে থাকুন ধন্যবাদ। তাছাড়া, আরও বিস্তারিত জানতে দেখতে পারেন দ ইন্ডিয়ান এক্সপ্রেসইওর স্টোরি

একজন ভারতীয় কনটেন্ট ক্রিয়াটার এবং গ্রাফিক্স ডিসাইনার হিসেবে কয়েক বছর থেকে কাজ করে আসছেন। পুরকায়স্থ এর জন্ম ও বেড়ে উঠা আসাম এ। আসাম ইউনিভার্সিটি থেকে লাইফ সাইন্স নিয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

Related Posts

itel P55+ 5G

itel P55+ 5GLaunch Date in India – 10,000 টাকার কম দামে শীগ্রই লঞ্চ হবে  !

Itel হলো একটি স্মার্টফোন উৎপাদনকারী সংস্থা যা খুব শীগ্রই  চালু করতে চলেছে তাদের চমকপ্রদ  নতুন বাজেট এর 5G স্মার্টফোন।  ইতিমধ্যেই কোম্পানি টি তার নিউ itel P55+ 5G…

Infinix Smart 8 HD Price in India

Infinix Smart 8 HD Price in India-Infinix নিয়ে এল অসাধারণ Smart 8HD, মাত্র ৬ হাজারে!

আপনি Infinix এর সর্বশেষ স্মার্টফোনযদি কিনতে চান তাহলে  Infinix Smart 8 HD এর মডেল টি খুব কম দামে কিনতে পারবেন। Infinix Smart 8 HD Price in India –…

কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ও অসুবিধা কি

এ কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ও অসুবিধা কি? ও এর কাজ কি?

আপনি কি জানেন? কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা ও অসুবিধা গুলো কি? জাপানি সহ পৃথিবী উন্নত দেশগুলোতে এখন কৃএিম বুদ্ধিমত্তা সম্পন্ন সংবাদ মাধ্যমগুলো বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে। বড় বড়…

অনলাইন ক্লাসের প্রয়োজনীয়তা কি?

অনলাইন ক্লাসের প্রয়োজনীয়তা কি? এর সুবিধা এবং অসুবিধা।

অনলাইন ক্লাস কি? অনলাইন ক্লাস বলতে অনলাইনের মাধ্যমে সহজেই নিজের ঘরে বসে বা যে কোন স্থানে বসে পড়াশোনা করার মাধ্যমকে অনলাইন ক্লাস বলা হয়। অনলাইন ক্লাস হল…

AC চালালেও  ইলেকট্রিক বিল কম আসবে জেনে নিন কি কি টিপস!

AC চালালেও  ইলেকট্রিক বিল কম আসবে জেনে নিন কি কি টিপস!

আমরা যারা মধ্যবিত্ত লোক গরমকালে আমাদের AC চালাতে সবার এক প্রকার ভয় ই করে। আবহাওয়া র আদ্রতা গরমকালে এখন দিন দিন বেড়েই চলছে তাই বাধ্য হয়ে সবাইকে…

চ্যাট জিপিটি কি

চ্যাট জিপিটি কি ও কেন? ২০২৩ এ Chat GPT ব্যাবহার করে আয় করার উপায়।

বর্তমান বিশ্ব এখন আধুনিকতার ছোঁয়ায় দিন দিন বিভিন্ন কিছু আবিষ্কার ও পরিবর্তন হয়ে আসতেছে। তার মধ্যে ২০২৩ সালের বিরাট পাওনা হচ্ছে চ্যাট জিপিটি(Chat GPT)। যাকে গুগল মামা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *