বাংলায় ইনফো: বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় বাংলা ব্লগ সাইট

গ্রাফিক্স ডিজাইন কি? 2024- এ কিভাবে শুরু করবেন?

গ্রফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইন এই ডিজিটাল দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় এক নাম অনলাইন অথবা অফলাইন বর্তমানে প্রায় সব সেক্টরে গ্রাফিক্সের ব্যবহার হয়। তাই যত দিন যাচ্ছে এর চাহিদা ততই বাড়ছে। প্রায় সব কোম্পানির গ্রাফিক্স ডিজাইন এর প্রয়োজন। তো আপনাদেরকে এ আর্টিকেলটির মধ্যেও গ্রাফিক্স ডিজাইন কি? ধাপে ধাপে সম্পূর্ণ গাইডলাইন দিব। আর এই আর্টিকেলটি শেষে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টুলস ও টিপস শেয়ার করব যা আপনাদের শেখার আগ্রহ আরো আকর্ষণীয় করে তুলবে। তাহলে দেখে নিন গ্রাফিক্স ডিজাইন কি?

গ্রাফিক্স ডিজাইন কি?

গ্রাফিক্স ডিজাইন হচ্ছে ইমেজ সেভ ও কালারের কম্বিনেশন এর মাধ্যমে কোন মেসেজ প্রধান করা। আবার গ্রাফিক্স ডিজাইনকে কমিউনিকেশন ডিজাইনও বলা যেতে পারে। আরো সহজ করে বলতে গেলে গ্রাফিক্স ডিজাইন হলো চিন্তা শক্তি ধারনা দক্ষতা ব্যবহার করে কোন ছবি বা টেক্সট এর মাধ্যমে এমন একটা ছবি তৈরি করা যেটাতে আপনার চিন্তা শক্তি বা ধারণা শক্তিকে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় সেটা গ্রাফিক্স ডিজাইন।

গ্রাফিক্স ডিজাইন কত প্রকার ও কি কি?

গ্রাফিক্স ডিজাইন দুই প্রকার হয়।

কোথা থেকে গ্রাফিক্স ডিজাইন শিখা শুরু করবেন?

গ্রাফিক ডিজাইন কি? তা শিখতে চান তাহলে শুধুমাত্র ইউটিউব চার্চ বক্সে এসে সার্চ করুন লোগো ডিজাইন টিউটোরিয়াল বাংলায়। এরপর ফিল্টারে গিয়ে টাইপ সিলেক্ট করে দিবেন তাহলে দেখেন প্রচুর পরিমাণে লিস্ট পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলায়। এই যেভাবে আপনি যেটাই শিখতে চান শুধুমাত্র এভাবে খুজে বের করে শেখা শুরু করে দিতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন গ্রাফিক্স ডিজাইন কি?

গ্রাফিক্স ডিজাইন করতে কি কি প্রয়োজন?

গ্রাফিক্স ডিজাইন করতে সর্বপ্রথম যে জিনিসটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে :

১. ইচ্ছাশক্তি :

গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আপনার ইচ্ছা সত্য অবশ্যই প্রয়োজন। আপনার যদি ইচ্ছা শক্তি না থাকে যে আচ্ছা শিখবো সমস্যা নেই গ্রাফিক্স ডিজাইন যেকোনো সময় তো শিখলেই হয়ে যাচ্ছে এমন কিন্তু না। আমার একজন গ্রাফিক্স ডিজাইনার হওয়া লাগবে এবং আমি গ্রাফিক্স ডিজাইন করব এমন ইচ্ছা শক্তি যদি আপনার থাকে অবশ্যই আপনি গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন।

২. চিন্তাশক্তি বা ধারণা করার ক্ষমতা :

আপনাকে মোটামুটি একটা ধারণা করার ক্ষমতার রাখতে হবে এবং চিন্তা করার ক্ষমতা থাকা লাগবে এই ডিজাইনটা এভাবে হয় এ ডিজাইনটা এভাবে করলে মানুষ সহজে বুঝবে।

৩. কঠোর পরিশ্রম করার প্রচেষ্টা :

আপনাকে অবশ্যই এর পেছনে কিছুদিন সময় দেয়া লাগবে অবশ্যই সময় যদি না দিতে পারেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। সে যতই আপনি কোর্স করুন বা ভিডিও দেখে শিখুন আপনি যদি তা প্রতিদিন চর্চা না করেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই চর্চা করা লাগবে এবং শিখা লাগবে।

গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য কি কি শিখবেন?

গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য আপনাকে সর্বপ্রথম গ্রাফিক্স ডিজাইন কি? এটি জানতে হবে। তারপর কিছু সফটওয়্যার শিখতে হবে যার মধ্যে জনপ্রিয় হচ্ছে এডোবি ফটোশপ (Adobe Photoshop) , এডোবি ইলাস্ট্রেটর (Adobe Illustrator), এবং এডোবি ডিজাইন (Adobe design)। একটি শুরু হিসেবে আমি গাইড করব আপনি সর্বপ্রথম ফটোশপের টুলস গুলো বেসিক ধারণা নিন মানে কোনটার কি কাজ, এরপরে বিভিন্ন টেক্সট ফন্ট ও কালার সম্পর্কে ধারণা নেই মানে কোথায় কোন ফন্ট ব্যবহার করলে ভালো হয় বা কোন কালারের সঙ্গে কোন কালার বেশি ফুটে উঠবে বা দুঃখের মুহূর্ত হলে কোন ফন্ট ব্যবহার করবেন এবং সুখের মুহূর্ত হলে কোন পয়েন্ট বা কোন কালার ব্যবহার করবেন ইত্যাদি। এরপর যেকোনো একটা ক্যাটাগরি সিলেট করবেন যেটা আপনার পছন্দ যেটা হতে পারে লোগো ডিজাইন প্রোডাক্ট ডিজাইন পাবেন পা ব্যানার ডিজাইন এবং সেটাতে এক্সপার্ট হয়ে উঠুন।

আপনার পোর্টফোলিও তৈরি করুন (Create your portfolio) :

এরপর আপনাকে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে হলে আপনার অবশ্যই একটা ফোর্টফোলিও লাগবে। এর জন্য আপনি Behance.net এর আপনার একটা প্রোফাইল তৈরি করে নিতে পারেন বা নিজের নামে একটা ওয়েবসাইট তৈরি করে সেখানে আপনার করা কাজগুলো আপলোড করে রাখতে পারেন। তাও যদি না পারেন অন্তত গুগল ড্রাইভে হলেও আপনার করার ডিজাইনগুলো আপলোড করে রাখবেন যাতে কোন ক্লাইন্ট আপনার কাজের স্যাম্পল দেখতে চাইলে যেন খুব সহজে লিংক পাঠাতে পারেন। কারণ যে কেউ আপনাকে কাজ দেওয়ার আগে আপনার করা কাজগুলো দেখতে চাইবে। আপনি কাজ শিখে ফেলেছেন বা আপনি পোর্টফোলিও রেডি করে ফেলেছেন এখন কথা হচ্ছে আপনি কাজটা কোথায় কি করবেন একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে। আপনি চাইলে ফ্রিল্যান্সিং অথবা পার্মানেন্ট জব করতে পারবেন। ফ্রিল্যান্সিং করার জন্য কিছু জনপ্রিয় মার্কেটপ্লেস আছে সেগুলো হচ্ছে। Uper.com, Frilencer.com, 99design.com ইত্যাদি এসব মার্কেটপ্লেসে বিভিন্ন জব পোস্ট করা হয় যেখানে অ্যাকাউন্ট ওপেন করে আপনিও ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু করে দিতে পারেন। এছাড়াও কিছু ফেসবুক গ্রুপ আছে সেগুলো তো আপনি অবশ্যই জয়েন দিয়ে রাখবেন সেখান থেকেও আপনি কাজ শুরু করতে পারেন। অন্যদিকে আপনি চাইলে কোন কোম্পানিতে ফুল টাইম জব করতে পারেন। এজন্য আপনাকে সিভি এবং লিংকিং প্রোফাইল রেডি করে জবের জন্য এপ্লাই করতে পারবেন।

আরো পড়ুন :ফ্রিল্যান্সিং কিভাবে করবো-শিখবো? সফল ফ্রিল্যান্সার কত টাকা আয় করে

গ্রাফিক ডিজাইনারের সেলারি কেমন হতে পারে?

যেহেতু এটি একটা ক্রিয়েটিভ ফিল তাই ঠিক করা বলাটা একটু কঠিন। শুরুতেই হয়তো ২০,০০০ হাজারের আশেপাশে হবে এবং আপনার অভিজ্ঞতা যত বাড়তে থাকবে সেলারি ও তত বাড়তে থাকবে।প্রফেশনাল ডিজাইনারদের সেলারি ৫০ হাজার ৭০ হাজারের উপর হয়ে থাকে বাংলাদেশের মার্কেটপ্লেসে। আর যদি আপনি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনি আরো বেশি আর্ন করতে পারবেন।

গ্রাফিক্স ডিজাইনের জনপ্রিয় ওয়েবসাইট গুলো কি?

এ পর্যায়ে আমি আপনাদেরকে কিছু ফ্রি রিসোর্স শেয়ার করব। সেগুলো গ্রাফিক্স ডিজাইন হিসেবে আপনার যেন রাখা ভালো এবং আপনার অনেক কাজে আসবে এরমধ্যে একটা হচ্ছে (Pexels.com) যেখানে আপনি ফ্রি স্টক বিভিন্ন ধরনের ছবি পাবেন সেগুলো আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। একইভাবে আরেকটা ওয়েবসাইট হচ্ছে (Unplash.com) খুবই জনপ্রিয় ফ্রিতে আপনি এখান থেকে বিভিন্ন ছবি পাবেন এবং আপনি আপনার ডিজাইনের ব্যবহার করতে পারবেন। এছাড়াও (Icon) ব্যবহার করার জন্য (icons8.com) এই ওয়েবসাইটে আপনি অনেক পরিমাণে আইকন পাবেন। একইভাবে আরেকটা ওয়েবসাইট হচ্ছে (simpleicoms.org) এখানেও আপনি বিভিন্ন ধরনের আইকন পাবেন। যেগুলো আপনি আপনার ডিজাইনের ব্যবহার করতে পারবেন। এছাড়াও ফন্টের জন্য (defonlt.com) এবং 1000fonts.com এই ওয়েবসাইটগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে আপনি অনেকগুলো ফোন পাবেন ফ্রিতে। এছাড়াও (Mockupworld.co) এই ওয়েবসাইটে আপনি প্রচুর পরিমাণে Mokup (মকাপ) ডিজাইন পাবেন সম্পূর্ণ ফ্রিতে।

শেষ কথা :আশা করি উপরের সবগুলো পরে বুঝতে পেরেছেন গ্রাফিক্স ডিজাইন কি? এবং কিভাবে শুরু করবেন? কোন কোন ওয়েবসাইট ব্যবহার করবেন ইত্যাদি। অবশেষে বলা যায় যে আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। গ্রাফিক্স ডিজাইন কি? এবং ২০২৪ এ ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চাইলে আমাদের বাংলায় ইনফোর সাথে থাকুন। ধন্যবাদ।

গ্রাফিক্স ডিজাইন কি? এই সম্পর্কে আরো জানতে ক্লিক করুন।

FAQ:

১.গ্রাফিক্স ডিজাইন কি? এবং কি কি সেক্টর আছে ?

গ্রাফিক ডিজাইনের অনেকগুলো সেক্টর রয়েছে যেমন : Motion design, Visual,Interaction ইত্যাদি। এর ভেতর থেকে আপনার যে সেক্টর ভালো লাগবে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন।

২.গ্রাফিক্স ডিজাইন কী কী শিখতে হয়?

Adobe Photoshop
Adobe Illustrator
Canva

৩.গ্রাফিক্স ডিজাইন এর জনক কে?

আমেরিকান বই ডিজাইনার উইলিয়াম এডিসন ডুইজিন্স।

৪.কিভাবে গ্রাফিক্স ডিজাইন শুরু করব?

তার আগে জানতে হবে গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইনের নীতিগুলো শিখুন, একটি গ্রাফিক্স ডিজাইন কোর্সে মনোনিবেশ করুন, গ্রাফিক্স ডিজাইনের টুল অনুশীলন করুন এবং আপনার গ্রাফিক্স ডিজাইন পোর্টফলিও তৈরি করুন।

একজন বাংলাদেশী কনটেন্ট ক্রিয়াটার এবং গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কয়েক বছর থেকে কাজ করে আসছেন। তার জন্ম ও বেড়ে ওঠা রাঙ্গামাটিতে। পড়ালেখার পাশাপাশি তিনি ২০২৩ এ বাংলায় Info এর সাথে যুক্ত হয়ে বাংলা ভাষা নিয়ে কনটেন্ট বানানো শুরু করেন।

Related Posts

আশা এনজিও লোন ফরম

আশা এনজিও লোন পদ্ধতি। আশা এনজিও লোন ফরম ২০২৪

বেসরকারি এনজিও গুলোর মধ্যে বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় প্রতিষ্ঠানগুলোর মধ্য আশা এনজিও অন্যতম। এই এনজিও গ্রাম অঞ্চলের দরিদ্র মানুষদের থেকে শুরু করে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী সব…

কন্টেন্ট রাইটিং শেখার উপায়

2024 – এ কন্টেন্ট রাইটিং শেখার উপায় ও সেরা কিছু টিপস বাংলাতে

কন্টেন্ট রাইটিং কি? কন্টেন্ট রাইটিং শেখার উপায় জানার আগে কন্টেন্ট রাইটিং কি তা আগে জানতে হবে কন্টেন্ট রাইটিং হচ্ছে যখন আমরা কোন সার্চ ইঞ্জিনে গিয়ে কোন কিছু…

ফ্রিল্যান্সিং -এর সম্পূর্ণ গাইডলাইন [2023]

ফ্রিল্যান্সিং কি? ২০২৪ এর সম্পূর্ণ গাইড লাইন ।

ফ্রিল্যান্সিং শব্দের অর্থই হচ্ছে মুক্ত পেশা। অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির আদেশ অনুযায়ী কারো কাজ না করাকেই ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সিং কি? মূলত যারা এ ধরনের কাজ…

অনলাইন থেকে আয়ের সেরা পাঁচটি ওয়েবসাইট

অনলাইন থেকে আয়ের সেরা ৫টি ওয়েবসাইট

অনলাইন থেকে আয় করার জন্য বিভিন্ন সাইড ও প্লাটফর্ম রয়েছে সেখান থেকে আপনি বিভিন্ন সাইড এর মাধ্যমে আয় করতে পারেন। বর্তমানে অনলাইন হচ্ছে ঘরে বসে আয় করার…

ফ্রিল্যান্সিং কিভাবে করবো

ফ্রিল্যান্সিং কিভাবে করবো-শিখবো? সফল ফ্রিল্যান্সার কত টাকা আয় করে

গত মাসে আমি বিভিন্ন মার্কেটপ্লেস ও লোকাল ক্লায়েন্টের কাজ করে বেশ ভালো অংকের টাকা ও রেমিটেন্স নিয়ে আসতে পারছি শুধু মাত্র আমার দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রীল্যান্সিং এর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *